![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
ক. দেশের সংক্ষিপ্ত সফরটা শেষ করে আসলাম। ৩ দিনের নিজের মহামারী ডায়রিয়া আর মেয়ের ৬ দিনের জ্বর বাদ দিলে মোটামুটি যে জিনিষটা নিয়ে শকড হয়েছি তা হলো টাকার মূল্যমানের অধ:পতন। প্রায় সবকিছুই দেখলাম কানাডারা ডলারের মূল্যে বিক্রি হচ্ছে। কোন কোন জিনিষ-পত্র বরং এইখানেই সস্তা মনে হলো। ৪ বছর পর দেখলাম বলে মনে হয় বেশি চোখে লেগেছে এটা।
খ. প্রিয় শহর চট্রগ্রামের সেই চেনা রুপ আর দেখলাম না। ঢাকার মত জানজটে বিপর্যস্ত এক নগরী মনে হলো একে। ঢাকার মতই গলি-তস্য গলি দিয়ে উঠছে নতুন ভবন। সরু রাস্তা দিয়ে লম্বা সময় ধরে জ্যাম।
গ. নতুন চালু হওয়া নভোএয়ারে করে চট্রগ্রাম থেকে ঢাকা এসেছিলাম। কোম্পানী যে বাটপার তা তাদের লাগেজের ওজন নেয়ার নমুনাতেই বুঝলাম। যে লাগেজ তারা ওজন করলো ৭৩ কেজি এবং আমার থেকে পয়সা নিলো, সেই একই লাগেজ ঢাকা এয়ারপোর্টে মাপলাম ৬৪ কেজি। বলিহারী কোম্পানীর পলিসি!
ঘ. এইবারই প্রথম টার্কিশ এয়ারে করে ভ্রমণ করলাম। এবং এইবারই শেষ। ক্ষাণিকটা সস্তা বলে এই ভ্রমণের ট্রানজিট বিড়ম্বণা একেবারেই অসহনীয়। ইস্তামুল এয়ারপোর্ট মোটামুটি একটা ক্র্যাপ জায়গা। এয়ারপোর্ট থেকে বের হতে জন প্রতি ৪৫ ইউরো করে গুণতে হয় ভিসা ফি (বাংলাদেশীদের জন্য $২০ করে)।
ঙ. ভয়াবহ জেট ল্যাগ চলছে পরিবারের সবার। শুক্রবার দুপুর ১১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ঘুমিয়ে এখন জেগে আছি। বৌ-আর মেয়েও উঠে পড়েছে একটু আগে।
চ. মাকে এইবার বলে আসতে কষ্ট হলো, তবুও বললাম। মা, দেশে আর স্হায়ীভাবে আসা হবে না।
১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
বিডি আইডল বলেছেন: স্হায়ীভাবে না হয়ত
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
মরণের আগে বলেছেন: দেশে আইসা আর কি হইবো সব ছাগল পাগলে ভরা !
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
বিডি আইডল বলেছেন: দেশে ছাগলে ভরা কিনা জানি না...তবে ব্লগে প্রচুরই আছে
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: কষ্টকর অনুভূতি!
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
জর্জিস বলেছেন: Turkish air to eto kharap na?..Deshe koto din chilen?
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
বিডি আইডল বলেছেন: খুবই বাজে....নর্থ আমেরিকা থেকে যারা ভ্রমণ করেছে সবার অনূভূতিই একই রকম
৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৫
syful বলেছেন: CA te somucha singara 1$= 80 tk magar desh a akhono 5-10 tk te paiben.......canada naki sak sobji fruits sob kisu te cemical er gondho?
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
বিডি আইডল বলেছেন: সব্জিতে ক্যামিকেল (ক্ষতিকর) একমাত্র বাংলাদেশেই দেয়া হয় সম্ভবত:
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০২
ইচ্ছে বলেছেন: আমার এইবার এমিরাতের এক্সপিরিয়ান্স অনেক ভালো ছিল, আগের বারের চেয়ে। প্লেন থেকে নেমে মাত্র ১৫ মিনিটে পাসপোর্ট কন্ট্রোল ক্লিয়ার করেছি
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
অণুজীব বলেছেন: দেশে কি আর কোনো দিন ই আসবেন না?