![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx
ইন্ডিয়াতে সম্প্রতি যে গণধর্ষণ ও মৃত্যু নিয়ে তোলপাড়, সেই তরুণী ও তার বন্ধু যে সিনেমা দেখে বাসায় ফেরার সময় সেই মর্মান্তিক ঘটনা ঘটে, সেটি ছিলো লাইফ অব পাই । ইশ্বর আছে কিনা--সেই চিরন্তন প্রশ্নের উত্তর মুভিটির মূল উপপাদ্য হলেও কাহিনী, স্পেশাল ইফেক্ট, মিউজিক আর দৃশ্যায়ন মিলে এটি অভিনব এক সিনেমা। তাইওয়ানের পরিচালক আ্যং লিকে সবাই চেনার কথা তার অস্কার জেতা ক্রাউনচিং টাইগার ও হিডেন ড্রাগন সিনেমার জন্য। সেই কুশলী পরিচালক, সাথে ইন্ডিয়ান কিছু অভিনেতা-অভিনেত্রী মিলে এই চমৎকার মুভি।
Piscine Molitor(Pi) Patel এর কৈশোরের কাহিনী নিয়ে এই মুভি। ইন্ডিয়াতে বোটানিক্যাল গার্ডেন লিজ নিয়ে তার বাবা চালাতো একটি চিড়িয়াখানা। অন্য অনেক প্রাণীর সাথে সেখানে ছিলো 'রিচার্ড পার্কার' নামে এক রয়েল বেঙ্গল টাইগারও। পাই প্যাটেল এর বাবা আরো উন্নত জীবনের আশায় কানাডায় পাড়ী জমানোর সিদ্ধান্ত নেন। সব প্রাণী বি্ক্রি করে দেন আমেরিকার কয়েকটি চিড়িয়াখানায়। জাপানী এক জাহাজে প্রাণী সহ সপরিবারে তারা রওয়ানা দেন। পথিমধ্যে হয় জাহাজডুবি। পাই আশ্রয় নেয় এক লাইফবোটে। সেই বোটে আরো প্রাণীর সাথে আশ্রয় নেয় রিচার্ড পার্কার। পাই এর বেচেঁ থাকার সংগ্রাম নিয়ে এই সিনেমা।
মুভিটিতে ঘুরে ফিরে ধর্মীয় কিছু বিষয় এসেছে। হিন্দু দেবতা বিষ্ণু ঘুরে ফিরে এসেছে নানান জায়গায়। এসেছে ইসলাম ধর্ম, খৃষ্টীন ধর্ম ও ইহুদী ধর্মের কথাও।
আ্যডভেন্চার-ড্রামা জেনারের এই মুভিটির সিনেমাটোগ্রাফি অসাধারাণ। স্পেশাল এফেক্ট দিয়ে তৈরি করা হয়েছে দূর্দান্ত সব সিন। পাই এর কৈশোর চরিত্রে সুরজ শর্মা অত্যন্ত প্রাণবন্ত অভিনয় করেছেন। পাই এর বড় চরিত্রে ইরফান খান ছিলো অত্যন্ত শক্তিশালী।
ডাইরেক্ট ডাউনলোড লিংক [৪৫৫ মেগা]
টরেন্ট ডাউনলোড লিংক [৭৫০ মেগা]
কিছু তথ্যঃ
১. মুভিটি থ্রিডিতে তৈরি হয়েছে। থ্রিডি ভার্সণটা যারা দেখেছে তারা মোটামুটি মন্ত্রমুগ্ধ হয়ে গেছে।
২. মূল গল্পটির লেখক ইয়ান মার্টেল। তার লেখা বইটি বেস্ট সেলিং এর মর্যাদা পেয়েছিলো।
৩. মুভিটি ১১টি অস্কারে জন্য মনোনয়ন পেয়েছে। আইএমডিবির টপ রেংকিং এ ১৭৯ অবস্হানে আছে এটি। রেটিং ৮.৩। মেটাস্কোর ৭৯।
শেষ করছি এক আমেরিকান পাই এর ছবি দিয়ে
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
বিডি আইডল বলেছেন: দেখে জানাবেন, ধন্যবাদ
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭
স্বপ্নের মানুষ বলেছেন: হুম দেখতে হবে
বাংলাদেশের ব্লগি ং জগতে নতুন মাত্রা
http://banglafamily.com/
https://www.facebook.com/BanglaFamily
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
বিডি আইডল বলেছেন: ব্লগিং জগতে অনেকেই নতুন যাত্রা করেছে...কিন্তু পথ চলতে পারে নাই....আপনারা কি পারবেন?
ধন্যবাদ
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
লিন্কিন পার্ক বলেছেন:
এইটার ভাল প্রিন্ট এর জন্য বসে আছি !! তবে উপরের লিঙ্ক থেকে নামাইতে দিছি ।
এই টাইপের ( Adventure) মুভির জন্য আমি পাগল
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
বিডি আইডল বলেছেন: এইটা প্রিন্টটা স্ক্রিণার হলেও চমৎকার। অডিও/ভিডিও মিলে ১০ এ ৮ পাবার মত।
দেখে কেমন লাগলো জানাবেন
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
এডওয়ার্ড মায়া বলেছেন: দেখবো
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
কলাবাগান১ বলেছেন: যে বাঘটা পাই এর সাথে একই ফ্রেমে থাকে, সেটা পুরাটাই এনিমেশনের মাধ্যমে তৈরী..........। অদ্ভুত সুন্দর... বইটা এখন পড়ছি
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
বিডি আইডল বলেছেন: হুম....শুধু বাঘের সাতারের দৃশ্যটা আসল ছিলো
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
বলশেভিক বলেছেন: সিনেমাটা একেবারেই ভালো লাগে নাই।ভাড়তীয় কাহিনি দেখেও হইতে পারে।
রাশানরাও দেখলাম দেখে গালিগালাজ করতেসে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
বিডি আইডল বলেছেন: এই সিনেমাতে ভারতীয় কি কাহিনী ছিলো??
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
বলশেভিক বলেছেন: সবইতো ভাড়তীয়।শুটিং ও ভাড়তেই হয়েছে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
বিডি আইডল বলেছেন: এই সিনেমারে যদি আপনার ভারতীয় মনে হয়, তবে বইসা বইসা দিলওয়ালা দুলহানিয়া দেখেন
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: খালি পরীক্ষাটা শেষ হইতে দেন ...
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
বিডি আইডল বলেছেন: পড়ালেখা কইরা কি লাভ?
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০০
নাঈম আহমেদ বলেছেন: ব্যাংক অফ চায়না তে গিয়েছিলাম একটু কাজে। পাসপোর্ট টা দিলাম মহিলা অফিসার কে। উনি জিজ্ঞেস করলো আমি মাঞ্চিয়ালা গু থেকে আসছি নাকি। চীনা ভাষায় বাংলাদেশকে বলে মাঞ্চিয়ালা গু। আমি বললাম হ্যা । উনি বলল Life of Pi দেখেছি কিনা। আমি বললাম দেখিনি কিন্তু জানি। উনি বলল মাঞ্চিয়ালা বাঘ নিয়া মুভিটা উনার ভালো লেগেছে। নিজের দেশের এমন জিনিস নিয়ে কথা শুনে আজ সুদূর বিদেশে বসেও দেশের জন্যে গর্বে বুকটা ভরে যায়। অপেক্ষায় আছি মুভিটা দেখার। চীনের বেশির ভাগ মানুষ বাংলাদেশ কে চেনে বাঘ আর পাঁটের জন্যে।আজ কোথায় আমাদের সেই পাঁট শিল্প। বাঘও আজ দিন দিন কমে যাচ্ছে...
গতকাল রাতে মুভিটা দেখলাম খারাপ না
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
বিডি আইডল বলেছেন: ভেরি ট্রু...ধন্যবাদ আপনার গল্প শেয়ার করা জন্য
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০১
নক্ষত্রচারী বলেছেন: সেই কবে থেকে বসে আছি মুভিটার জন্য । আশা পূরণ হতে চলেছে ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
বিডি আইডল বলেছেন:
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
রায়হান হোসেন রানা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই দেখবো ।
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০
প্রজন্ম৮৬ বলেছেন: বিদেশী বন্ধুদের সাথে রয়েল বেঙ্গল টাইগারের ছবিটা দেখতে বেশ ভালই লাগছে।
তবে, কেমন যেন খাপছাড়া খাপছাড়া মনে হইছে। আর দক্ষিন এশীয়বাসী হিসেবে শুরু'র দিকটাতো রীতিমত অপমানজনক মনে হইছে।
আচ্ছা, আপনার কি মনে হয় মিথ্যা গল্পটাই আসল?
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
বিডি আইডল বলেছেন: আরেকবার দেখেন...সিনেমাটার মেকিং এর কারণে এইরকম লাগছে....
শুরুর কি বিষয় ছিলো অপমানজনক??
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
যাযাবর শফিক বলেছেন: মাঞ্চিয়ালা গু !!?
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
বিডি আইডল বলেছেন: হ...এইটা চাইনিজ একপ্রকার গু
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ছবিটি কয়েকদিন আগে দেখেছি। অসাম একটি মুভি।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫
তন্ময় ফেরদৌস বলেছেন: মাথা নষ্ট সিনেমাটোগ্রাফি
২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
বিডি আইডল বলেছেন: হ!
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬
সানড্যান্স বলেছেন: একটা জিনিস বুঝতেছিনা,আপনে কই?আপনে না দেশে?ফেবু আইডির কি হইছে?আবার ব্যান খাইছেন নাকি?বি/ব্যা রে জিগাইছিলাম আপনার কথা,কইতারলোনা।
যাক,আপনের মুভিড় টেস ভাল,ক্লাউড এটলাস ও দেখছি,ছুপার।এইডাও ডেখুম।ফেবু তে এক্টিভ হইলে জানাইবেন।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬
চাচ্চু বলেছেন: দেখে ফেলেচি।
মুখ ,কান বন্ধ কইরা একবসায় দেইখা উঠছি। অছাম লাগছে মুভিটা।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
বিডি আইডল বলেছেন:
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩
কাউসার রুশো বলেছেন: বইটা পড়া আছে। যখন পড়েছিলাম তখন দারুন লেগেছিলো
সিনেমাটাও দারুন হবে বলে বিশ্বাস
লেখা ভালো লাগলো
+++
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
বিডি আইডল বলেছেন: বইয়ের প্রতি সুবিচার করেছে সিনেমাটি
১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪
লিঙ্কনহুসাইন বলেছেন: ডেকচি োনেক ভালো লাগচে
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
বিডি আইডল বলেছেন:
২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪
যোগী বলেছেন: থ্রি-ডি তে ট্রেইলার দেখেছি। ভাবছি মুভিটা দেখতে যাবো।
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
সবুজ সাথী বলেছেন: থ্রি-ডি দেখতে চাই।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
বিডি আইডল বলেছেন: থাকেন কই? দেশে থাকলে থ্রিডি চশমা যোগাড় করেন
২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২১
গ্রাম্যবালিকা বলেছেন: মুভিটা দারুন মনে হচ্ছে, দেখতে হবে তো!
*বাংলাদেশকে চাইনিজ ভাষায় মুংজালা গুয়ো ( meng jia la guo) বলে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
বিডি আইডল বলেছেন: মুং না মেং?
২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩
ইউসুফ খান বলেছেন: +++++++++++
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
*কুনোব্যাঙ* বলেছেন: স্পিলবার্গের মুভিটা না আসলে মনেহয় মোটামুটি নিশ্চিত থাকা যেত যে এই মুভিটা অষ্কার জিতবে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
বিডি আইডল বলেছেন: তুলনায় লিংকন মুভিটাকে আমার সাদামাটা মনে হয়েছে....
২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
*কুনোব্যাঙ* বলেছেন: স্পিলবার্গের মুভিটা না আসলে মনেহয় মোটামুটি নিশ্চিত থাকা যেত যে এই মুভিটা অষ্কার জিতবে।
২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
এ্যাংগরী বার্ড বলেছেন: ছিমছাম রিভিউ। ভাল লেগেছে।
ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
সুখী চোর বলেছেন: ডাউনলোড দিয়ে দিছি, আপনার লিংদ থেকে। এইসব মুভি অবশ্য বি আর রিপ না দেখলে জমে না .... তারপরও এর জন্য অপেক্ষার প্রহর গুনাও সম্ভব না।।
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৭
বিডি আইডল বলেছেন: ব্লুরে রিপ আসছে কিছুদিন আগে
২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
নতুন বলেছেন: ধণ্যবাদ লিংকেরজন্য.. ২৮ মিনিটে ডাউনলোড হইছে...
ভালই লাগলো... ৮/১০
কবে ক্লাউড এটলাস এরচেয়ে বেশি ভাল লেগেছে..এটার চেয়ে মনে বেশি দাগ কেটেছে..
ধন্যবাদ...
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
বিডি আইডল বলেছেন: ক্লাউড এটলাস হলো বস মুভি
২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
মুশাসি বলেছেন: মার্তেল সাহেবের এই উপন্যাস শতকরা ১০০ ভাগ মেৌলিক নয়। তিনি Moacyr Scliar নামক একজন ব্রাজিলিয়ান লেখকের একটা উপন্যাসের (নাম 'ম্যাক্স এবং বেড়াল') থিম ব্যবহার করেছেন। পরে মার্তেল সাহেব Moacyr Scliar সাহেবের সাথে দেখা করে ব্যাপারটা মিমাংসা করেন। আপোষে মিমাংসা করেন নাকি টাকা পয়সা দিয়ে করেন সেটা জানা যায় নাই তবে এটুকু জানা যায়, এই ঘটনা জানাজানি হলে মার্তেল সাহেব অনেক বিতং করে মিডিয়ার সামনে ব্যাখা করেন যে, Moacyr Scliar এর উপন্যাসের সাথে তার উপন্যাসের বিস্তর ফারাক। তিনি কিছু সাহিত্য সমালোচককে ভাড়া করেন তার পক্ষে, এমন অভিযোগও রয়েছে।
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
বিডি আইডল বলেছেন: মার্তেল সাহেব স্বীকার করেছেন এই ইন্সপায়ারেশন এর কথা বিভিন্ন সময়ে
৩০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
আমি তুমি আমরা বলেছেন: ডাউনলোডে দিলাম
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
বিডি আইডল বলেছেন:
৩১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
অদৃশ্য বলেছেন:
ছবিটি দেখার ইচ্ছাটা জোড়ালো হলো...
শুভকামনা...
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
বিডি আইডল বলেছেন: ধন্যবাদ
৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
নাঈম আহমেদ বলেছেন: meng jia la guo এর সঠিক উচ্চারন মাংচিয়ালা গুয়ু আমারা তাড়াতাড়ি বলি তাই হয়ে গেছে মাঞ্জিয়ালা গু
চীনের চীনে নাম চং গুয়ু । আমিরিকা মে গুয়ু ইংল্যান্ড ইং গুয়ু । গুয়ু মানে দেশ
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
বিডি আইডল বলেছেন: চীন গুয়ুতে যেতে হবে
৩৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
মুনতা বলেছেন: আমিও এডভেনচারের ভক্ত। দেখতে হবে।
++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
বিডি আইডল বলেছেন:
৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
বোকামন বলেছেন: কনতো দে-হী Pi মানেডা খি ?
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৭
বিডি আইডল বলেছেন: পোষ্টের নীচে ছবি দিয়েছি তো!
৩৫| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
মাথাল বলেছেন: দেখতে দেখতে মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম।
১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৭
বিডি আইডল বলেছেন:
৩৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এ কয়মাসে যে সব মুভি দেখছি, তার মধ্যে আমার এটা সেরা মনে হয়েছে।
৩৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৪
জাতির মামু বলেছেন: জটিল একটা মুভি । অসাধারন গ্রাফিক্স । দেখে পাগল হবার যোগাড় । বার বার দেখছি । তাও মন ভরে না ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
অক্টোপাস পল বলেছেন: দেখবো! ধন্যবাদ।