নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গায়ে এখনও দেশী মাটির গন্ধ...কানাডাতে আসার সাথে এই ব্লগে লেখালিখি জড়িয়ে আছে। ২০০৭ এ আসি। সে সময় থেকেই লিখি। এখন ফেবুতে বেশি এক্টিভ। ফেবু: fb.com/bdidol9x/ পেজ: fb.com/bdidol5x

বিডি আইডল

ফেবু: facebook.com/bdidol3x ফেবু পেজ: facebook.com/bdidolx

বিডি আইডল › বিস্তারিত পোস্টঃ

১/১১ এর পরবর্তী সময়কালে গ্রেফতার হওয়া মরহুম আব্দুল জলিলের স্বীকারোক্তি

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫





অফিসার : আপনাকে জানতে হবে, ইয়্যু আর দি জেনারেল সেক্রেটারি অফ আওয়ামীলীগ।

আব্দুল জলিল : সিন্ডিকেট ব্যবসা আমি জানি না।

অফিসার : আপনি জানেন স্যার, সব জানেন।

আব্দুল জলিল : হাজি সেলিমের অবৈধ ব্যবসা আছে এইটা আমরা নিজেরা বুঝি। আমরা জানি।



অফিসার : এইতো, কাম টু দ্যা পয়েন্ট।

আব্দুল জলিল : আমি একটা কথা বলি। আমাদের সময় একটা টেনডেনসি হইছিলো একসময় আপনার নিশ্চয়ই মনে আছে। আমি তখন বানিজ্য মন্ত্রী লাস্ট পার্টে। আমাদের সময় যখন সিমেন্টের দাম বাড়ানোর প্রবনতা হলো। পেয়াজের দাম বাড়ানোর প্রবনতা হলো। আমি তখন ব্যবসায়ীদের ডাকলাম। ডেকে বললাম এটা বাড়ানোর চেষ্টা করবেন না। কাউন্টার আমি করবো। এবং সঙ্গে সঙ্গে আমি টিসিবি থেকে আমদানি করে বাজার নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করেছি। এবং হাজি সেলিম তখন সিমেন্টের যে ক্রোকাইজার, তার ক্রোকারিজ ছিলো। আমি তাকে বলেছি যে তুমি এই কাজটা করো না, তুমি এই পার্টির এমপি। এই সরকারকে কোনরকম বেকায়দায় ফেলো না। এবং যদি বেকায়দায় ফেলো তোমার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো।



অফিসার : আর কে কে ছিলো বলেন না স্যার?

আব্দুল জলিল : না আমি যেটুকু জানি সেটুকু বললাম।

অফিসার : কামাল মজুমদার কি করতো স্যার ?

আব্দুল জলিল : কামাল মজুমদারতো গার্মেন্টসের ব্যবসা করে। গার্মেন্টসের ব্যবসা করে। তারপরে হলো গিয়ে হাশেম . . .

অফিসার : মানে, বিএনপি’র হাশেম?

আব্দুল জলিল : বিএনপি’র হাশেম। এরাতো স্যাক্টও হয়ে গেলো তখন।



অফিসার : বিএনপি’র ৭০ জন এমপি আপনাদের পোষা কুত্তা। সেই কুত্তার মধ্যে হাশেম একটা কুত্তা।

আব্দুল জলিল : না না, আপনি যে ৭০ জনের কথা বলছেন সেটার সত্যতা নেই। আমি বলি আমরা যেটুকু শুনেছি সিন্ডিকেটের মধ্যে হাজি সেলিম ছিলো। বাজার নিয়ন্ত্রনের ক্ষেত্রে হাজি সেলিম ছিলো। আমাদের সময়ও তার প্রবনতা ছিলো পরবর্তীতে ছিলো।



অফিসার : এই যে আপনি বলেন যে আপনি সত্য কথা বলতেছেন, আপনি করআন শরীফ ছুঁয়ে বলতে চাইতেছেন কিন্তু ছুইতে দেই নি আমরা। আপনি প্রত্যেকবার বলতেছেন জানি না, বুঝি না, এসব কথাগুলো বলেন। এগুলো কোরআন শরীফ ছুঁয়ে বললে কোরআন শরীফের অবমাননা হবে। সব চুল পাইকা গেছে আপনার। তারপর হইতে পারে, জানিনা এইগুলোর বাইরে যাইতে পারতেছেন না কেন?,শোনেন বয়সের একটা শেষ পর্যায়ে এসে মানুষ সত্য কথা বলে। আপনি বলছেন না কেন ?

আব্দুল জলিল : আমি সত্য কথাই বলছি। আমি যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করছি। সেলিমের কথা বলেছি। হেলালের ইনভলমেন্ট আছে বলে শুনেছি।



অফিসার : মুক্তিযুদ্ধের ক্রেডিট যদি কেউ নিতে চায় সেটা একমাত্র আওয়ামীলীগ নিতে পারে। বিএনপি টিএনপিতো অনেক পরে আসছে। দলছুট লোকেরা বিএনপি বানাইছে। আপনারা এতকিছু করলেন কিন্তু এখন আপনাদের কথা এবং কাজের মধ্যে এত অমিল কেন ? আপনাদের আশেপাশে যারা আছে সবাইতো চোর বাটপার। তোফায়েল আহমেদ বিরাট হাজার হাজার কোটি টাকার মালিক। ওনার কি আছে? কোন বিজনেস টিজনেস আছে ?

আব্দুল জলিল : না, আমি জানি না।



অফিসার : মোবাইলে ফ্ল্যাক্সিলোডের মাধ্যমে আপনারা টাকা পয়সা আমালাদের পাঠান, খোঁজ খবর নেন।

আব্দুল জলিল : না, আমি ফ্ল্যাক্সিলোড বুঝিও না। ব্যাপারাটা জানি না। আমি কলা ধরা জানি আর করা জানি। টোটাল যোগাযোগটা আমাদের নেত্রীর সঙ্গে। অন্য কাউকে তারা বিশ্বাসও করে না। যোগাযোগও রাখে না। এগুলো ঠিক রাখত ওনার এপিএস আলাউদ্দিন নাসিম। এখন ওনার এপিএস হিসেবে কাজ করছে ড. হাসান।



অফিসার : এখনও কি উনি যোগাযোগ করছেন ?

আব্দুল জলিল : তা বলতে পারবো না। রিসেন্টলি ও এই দ্বায়িত্ব পাইছে।

অফিসার : আপনারা যেই আন্দোলনগুলো করতেন, সেগুলোর ফিনেন্স হতো কিভাবে ?

আব্দুল জলিল : আন্দোলনের ফিনান্স ঐ যে যারা সাপোর্টার তারা দিতে। ব্যবসায়ীরা দিত।

অফিসার : কিভাবে টাকাটা আপনার কাছে আসতো ?

আব্দুল জলিল : না, আমার কাছে কোন টাকা আসে নাই। নেত্রীর কাছে যেতো।



অফিসার : একজন পার্টির প্রেসিডেন্ট যে কিনা এক্স পাইম মিনিষ্টার, আমাদের জাতির পিতার মেয়ে-ওনার কাছে-কেন টাকা যাবে স্যার ?

আব্দুল জলিল : কারণ কোন ব্যবসায়ী আমাদেরকে টাকা দিতো না। তার কাছে সরাসরি টাকা দিতো ভালো থাকার জন্য, পরিচিত থাকার জন্য। টাকাটা তার হাতে দিয়ে আসতো। এবং সেই টাকাটা কোন সময় জাফরুল্লাহ সাহেব কোন সময় হেলাল নিয়ে যেতো। এই জিনিসটা তারা ডিল করতো।



অফিসার : আপনি আপনার নেত্রীকে এলিগেশন দিচ্ছেন ?

আব্দুল জলিল : না না, এলিগেশন আমি দিচ্ছি না। আমি সত্য যেটা সেটা বলছি। আমি আমার নেত্রীর বিরুদ্ধে মিথ্যা কথা বলবো কেন ? আমি যেটা জানি, যেটা যেভাবে চলে সেই কথাটা বলেছি।

অফিসার : কারা দিতো এই টাকা ?

আব্দুল জলিল : বিভিন্ন ব্যবসায়ী দিতো, বিভিন্ন।



অফিসার : এইজন্য মিডিয়াম ছিলো কারা ?

আব্দুল জলিল : বললামতো, জাফরুল্লাহ করতো, সালমান করতো, হেলাল করতো, আবুল হোসেন করতো, শেখ সেলিম হয়তো এরমধ্যে ছিলো তবে অতভাবে না। দুই চারটা অকেশনে হয়তো শেখ সেলিমও নিয়ে যেতো।

অফিসার : কোন এলাকায় কত টাকা পাঠাতে হবে- এই ডিষ্ট্রিবিউশনতো আপনি করতেন?

আব্দুল জলিল : না না। এইট্যা নেত্রী করতেন। সরাসরি ওনার পার্সোনাল স্টাফ দিয়ে করতেন।



অফিসার : রিকয়ারমেন্টতো আপনার কাছে আসতো। আমরা আপনার কনভার্সেশনে এটা পেয়েছি।

আব্দুল জলিল : হ্যাঁ রিকয়ারমেন্ট আমার কাছে আসতো। আমি নেতৃকে বলতাম। হয়তো উনি সরাসরি দিতেন অথবা বলতেন যে টাকা নিয়ে যান। ওদেরকে দিয়ে দেন। আমি খুব বেশি টাকা ডিস্ট্রিবিউট করি নাই। মেইনলি আমাদের নেত্রী করতো। আর মুভমেন্টের সময় ওবায়দুল কাদের করতো।

অফিসার : ওবায়দুল কাদের আপনার চেয়ে এত জুনিয়র হয়েও এত গুরুত্ব পেলো কেন ?

আব্দুল জলিল : এজ গ্রুপের একটা ব্যাপার আছে না। ওনেক সময় ওবায়দুল কাদেরকে আমি বলতাম যে তুমি যাও টাকা নিয়ে এসে ডিস্ট্রিবিউট করো। আমিতো সরাসরি করি না। আমি টাকা নিয়ে এসে হয়তো অফিস সেক্রেটারিকে দিয়েছি বা তাদেরকে দিয়েছি। বলে দিয়েছি যে এই এই অর্গানাইজেশনকে টাকাটা দিয়ে দেও।



অফিসার : টাকাটা কি ব্যবসায়ীরা দিতো, নাকি পার্টি চাঁদা দিয়ে আসতো ?

আব্দুল জলিল : আমাকে মাসিক পাঁচ হাজার টাকা চাঁদা দিতে হয়। কেউ পাঁচ হাজার কেউ ১০ হাজার কেউ ২ হাজার এরকম করে সবাই দেয়। ফিনেনসিয়াল অবস্থা বুঝে দেয়।

অফিসার : স্যার আপনিতো তেমন বড়লোক না তার উপর দলের জেনারেল সেক্রেটারি। তারপরও আপনাকে ৫ হাজার টাকা চাদা দিতে হতো। তাহলে যারা নমিনেশনের জন্য অতিআগ্রহী ছিলো তারাতো আপনারমতো ৫ হাজার টাকায় খালাস পাওয়ার কথা না।

আব্দুল জলিল : তারাও মাসিক কন্ট্রিবিউট অনেকে করতো। মাসিক পার্টি ফান্ডে দিতো এবং সেই টাকাটা রশিদ দিয়ে নেয়া হতো। ওইভাবে পার্টি ফান্ডে টাকা আসতো। তাছাড়া বাকি যেগুলো বড় ব্যবসায়ীরা তারা সরাসরি নেত্রীকে টাকা দিতো।



অফিসার : এই ব্যবসায়ীরা কারা কারা? মঞ্জুর এলাহি সহ আর কারা আছে ?

আব্দুল জলিল : সব ব্যবসায়ীইতো আছে। কাকে না বলবো। শাহ আলম আছে, মঞ্জুর এলাহী আছে তারপর লোটাস কামাল আছে। নজরুল ইসলাম মাঝে মাঝে টাকা দিতো।

অফিসার : এরা কেমন টাকা দিতো ?

আব্দুল জলিল : আমি আল্লাহ’র কাছে সাক্ষী রেখে বলি, এডজেক্ট ফিগারটা আমি বলতে পারবো না। নগদ অর্থ দিতো এটা আমি জানি। অনেক ব্যবসায়ী দিতেন। বাংলাদেশে কোন ব্যবসায়ী নাই যে তারা দিতো না। বিএনপিকে দিতো আমাকেও দিতো। ওরা দিতো নেত্রীর কাছে পরিচিত থাকার জন্য এবং নেত্রীর নলেজে থাকার জন্য। আমাদেরকে ওরা বিশ্বাস করতো না।



সে সময়কার ডেইলি স্টারের রিপোর্ট

মন্তব্য ১৭ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

বিডি আইডল বলেছেন: সামু ব্লগের দয়াবান মডুরা আমারে ওয়াচে নিছে...তাই এই পোষ্টটা প্রথম পাতায় পাবেন না

২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৭

গেস্টাপো বলেছেন: B-)) B-)) B-))

বেচারা ইজ ডেড

৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

একজন ঘূণপোকা বলেছেন: :( :( :(

৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৯

কামরুল হাসান শািহ বলেছেন: মডু ষাড়ের কাছে আবেদন জানাই আপনাকে সেফ করা হোক

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

বিডি আইডল বলেছেন: লাভ নাই...ষাড়েঁর চামড়া মোটা

৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১১

স্বপ্নিল ভাবুক­ বলেছেন: যেমনেই হোক আপনারে কলাম পায়ে গেছি, আমি ও ওয়াচে রাখলাম। নো হাঙ্কি পাঙ্কি X( X((



৬| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪০

ধীবর বলেছেন: এই পোস্টে প্লাস ও প্রিয়তে। চেতনাধারীদের মুখোশ খুলতে এ ধরণের লেখার জুড়ি নেই।

৭| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪

আমি বিবেক বলছি বলেছেন: জলিল সাহেবের মাগফিরাত কামনা করছি।

মুখোশ খুলবেনা, কারন মুখের চেয়ে পিঠের চিন্তাটাই বেশি!

৮| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

শামীম আরা সনি বলেছেন: দেখুন আমি জানি শাহবাগ আন্দোলনের পর কি ব্লগ কি ফেসবুক কি বাস্তবজীবন মানুষ কেমন জানি দ্বিধাবিভক্ত হয়ে গেছে, আমি এটাও বুঝি মানুষ আমাকে কি ব্লগ কি ফেসবুকে লীগার বলেই ধরে নিয়েছে, কিন্তু আমি অনেক ছোট মানুষ বয়সের দিক থেকে আপনাদের সাথে তুলনা করলে।আমি রাজনীতির ময়দানের কেউ না, যদি মনে করেন ভোট দিলেই কাউকে সাপোর্ট করা হয় , তাহলে অবশ্যই হয়ত কোন দল আমি সাপোর্ট করি।গতবার প্রথম ভোট দিয়েছি, আমি দাবি করিনা বিশাল কোন রাজনীতিবোদ্ধা আমি। যতটুকু জানি, বুঝি, বিশ্বাস করি বলি হয়ত এই।

যাইহোক,

আমি একটা অনুরোধ করে যাচ্ছি এই পোস্টে রাখা না রাখা আপনার ব্যাপার।

ইনডিপেন্ডেট চ্যানেল দেখেছেন কিনা জানিনা, ঐখানে নিউজটা কিভাবে এসেছে দেখেছেন কিনা, ঐখানে স্পষ্টই বলেছে, দলের নেত্রীকে নিয়ে বিতর্কমূলক কথা বলায় উনি অনেক দূরে চলে গিয়েছিলেন নেত্রীর কাছ থেকে, মিনিষ্ট্রিতে জায়গা পান নি। কিন্তু ওনার ওপর থেকে মুখ ফিরিয়ে নেন নি ওনার নিজ জেলা নওগাঁ জেলার মানুষ। নওগাঁ জেলার মানুষ ওনাকে শেষ পর্যন্ত ভালোবেসে গেছেন।

আমিও নওগাঁরই মানুষ, আমার অনুভূতিটাও একই।

উনিতো মারা গেছেন তাইনা? মানুষটা তো সব তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে গেছেন প্লিজ ওনাকে নিয়ে আর বিতর্কমূলক কথা আপনারা বলেন না, আমার নিজ জেলার মানুষ, আর ঘনিষ্ঠ সম্পর্কের জায়গা থেকে আমার খারাপ লাগছে উনাকে নিয়ে নতুন করে কোন বিতর্ক দেখতে, তাই না বলে থাকতে পারলাম না , হয়ত আমার কমেন্ট টা দেখে আপনার ভালো লাগবে না , তাও অনুরোধ টা করলাম।

৯| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: গেস্টাপো বলেছেন:

বেচারা ইজ ডেড B-)) B-)) B-))

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৫

আই লাভ ইউ, ম্যান বলেছেন: ধীবর বলেছেন: এই পোস্টে প্লাস ও প্রিয়তে। চেতনাধারীদের মুখোশ খুলতে এ ধরণের লেখার জুড়ি নেই।

..তাড়াতাড়ি সেফ হন

১১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

গেস্টাপো বলেছেন: নিজ জেলার =p~ =p~ =p~ =p~ =p~ =p~


হাসুন পরান খুলে :D :D :D ;) ;) =p~ =p~ =p~

১২| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬

ভুল উচ্ছাস বলেছেন: দুর্দান্ত। প্লাস দিচ্ছি। এই সব নিউজ সবার জানা দরকার। সত্যিটা সবার জানতে হবে।

১৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

জাতির মামু বলেছেন: ধন্যবাদ

১৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +++++++

প্রিয়তে!

১৫| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩

দৃপ্ত প্রতিধ্বনি বলেছেন: +++++

১৬| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২

ফাহীম দেওয়ান বলেছেন: লিঙ্ক ডেড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.