![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক অনেক অনেক কাজ করার বাকি...................... কিন্তু চলে যাওয়ার ব্যস্ততা শুরু হয়ে গেল...
ছাত্রলীগের নতুন কমিটির একদিনের মাথায় প্রধানমন্ত্রীর ‘আদরের ছেলে’ বা ‘সোনার ছেলে’ দের কল্যাণে রাজধানীর কলেজ রোড এলাকায় একই মালিকের ৬টি দোকান বন্ধ রয়েছে। কারণ তথাকথিক ছাত্ররীগের গুন্ডারা ফাও খেতে চেয়ে খেতে পারেনি বরং উত্তম-মধ্যম খেয়ে সেখান থেকে বিদায় নেয়। (সাবাশ কর্মচারীবৃন্দ-এভাবে যদি সকলেই প্রতিরোধ গড়ে তুলতে পারতো) । পওে তাদেও আরও গুন্ডা বাহিনী এসে ওই দোকানপাঠগুলো ভাংচুর করে। প্রকারান্তে যা হল ৬টি দোকানের মালিকের বিরুদ্ধে মামলা দেয়া হল।
এখন বিষয়টি হল ছাত্রলীগের দ্বারা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে আরও ক্ষতিগ্রস্থ করতে তার বিরুদ্ধে মামলা করল।
আমি নিজেও একজন খাইয়া না খাইয়া ছাত্রলীগ করতাম। একটি বড় শহরের থানা পর্যাযে গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলাম। কিন্তু এমন কান্ড কখনোও ঘটেনি। বরং আমাদেও কাছে ব্যবসায়ীরা তাদেও নানা সমস্যা নিয়ে সমাধানের আশায় আসতেন। আর এই কারণে ওই থানায় ২০০০ সালের আগ পর্যন্ত আওয়ামী তথা ছাত্রলীগেরই জয়জয়কার ছিল। কিন্তু একি বিধিরাম।
গমম্মেলনের দিন প্রধানমন্ত্রী বললেন, ছাত্রলীগের কর্মিদের কোন অন্যায় সহ্য করা হবে না। তাহলে এই ফাও খাওয়া নিয়ে কেন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হর, কেন তার দোকান ভাংচুর করা হল। এগুলো কি অন্যায় নয়। যদি অন্যায় হয় তাহলে দ্রুত ব্যবস্থা নিন প্রধানমন্ত্রী। আর যদি তা মনে না করেন তাহলে আমাদের কিছু বলার নেই। বলার আছে এতটুকই আসন্ন নির্বাচনের মাধ্যমেই আপনার দলকে ক্ষমতায় আসতে হবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৩৬
প্রজন্ম বলেছেন: আপনিও একজন সোনার ছেলে ছিলেন?