নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত আমি

হাসান অাজাদ

অনেক অনেক অনেক কাজ করার বাকি...................... কিন্তু চলে যাওয়ার ব্যস্ততা শুরু হয়ে গেল...

হাসান অাজাদ › বিস্তারিত পোস্টঃ

সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে পদযাত্রা

২৬ শে জুন, ২০১২ সকাল ১০:০৪

সম্প্রতি এক নিলজ্র্জ ঘটনার জন্ম দিয়েছে এটিএন বাংলার প্রথিতযশা (!) সাংবাদিকরা। জ ই মামুন, ভানু রজ্ঞন চক্রবর্তী ও শওকত মিল্টন গ্রুপরা সাগর রুনির হত্যার বিচারের দাবিতে মানবন্ধন করা কালে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিচার চাইলে এবং তা অফিস ঘেরাও কথা কথা বললেই ক্ষেপে উঠে ওই সাংবাদিক নামধারী পোষা মাস্তানরা। তারা আক্রমণ করে সাংবাদিক নেতাদের উপর।

অতঃপর তাদের এই আচরণে ওই মাস্তান সাংবাদিকদের সকল সাংবাদিক সংগঠন থেকে বহিস্কার করা হয়।

এখানে একটি তথ্য জানানো প্রয়োজন, সাগর রুনির হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের সকল কর্মসুচিতে এটিএন বাংলার এক দুজন মাঝেমধ্যে আসলেও এক সঙ্গে ১০ থেকে ১৫ জনকে দেখা যায়নি। কিন্তু ২৪ জুনের মানববন্ধনে এটিএণ বাংলার মাস্তান সাংবাদিকরা এসেছিলো চারটি গাড়িতে করে। স্কুলের শিক্ষার্থীও বুঝবে এই চার গাড়ির উদ্দেশ্য কি ছিল?

তারা আরও বাজে কাজটি করলো ২৪ জুনের ঘটনাকে উল্টো করে এটিএণ বাংলা ও এটিএন নিউজে প্রচার করলো। পরদিন সারাদেশে ধিক্কার পরে গেলে। সকল গণমাধ্যমে এক ধরনের সংবাদ আর এটিএন বাংলা ও এটিএণ নিউজে এক অন্যধরনের সংবাদ পরিবেশন করা হল।

আসলে জ ই মামুনেরা গণমাধ্যম জগতকে দেখিয়ে দিলেন কিভাবে মালিকের পা চাটঁতে হয়। কিভাবে বিসর্জন দিতে হয় স্বকীয়তাকে।

আর এটিএন বাংলার তথাকথিত সাংবাদিকেদের আচরণেই প্রমাণ হয় সাগর রুনির হত্যাকান্ডের সঙ্গে তাদের কারো জড়িত থাকার সম্ভাবনা রয়েছে



আজ সেই হত্যাকান্ড সহ সকল সাংবাদিক হত্যাকান্ডের প্রতিবাদে সাংবাদিকরা পদযাত্রা বের করবে এবং স্মারক লিপি দেবে প্রধানমন্ত্রীকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.