নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভোরের কাকের ,নিঃশব্দের শব্দ

নূর বিডি

ভোরের কাকের ,নিঃশব্দের শব্দ

নূর বিডি › বিস্তারিত পোস্টঃ

আমি মনের হাজার দুয়ার খুলে

৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬

আমি মনের হাজার দুয়ার খুলে

বসে আছি আকাশ পানে চেয়ে ।

দুরের ঐ কৃশনোচূড়ার রেঙ

মনের ভেতোর কেমন যেনো করে

ফুলের রঙে রঙ্গীন গাছটা দেখে

মনের ভেতোর রঙের ছোয়া লাগে



মনের ভতোর ইচ্ছে গুলো সব

জেগে উঠে একটা একটা করে

নতুন নতুন ইচ্ছাও দেয় হানা

পাখির মতন উড়তে স্বাদ জাগে

মনের ভেতর কেমন যেনো করে



মনের ভতোর ইচ্ছে গুলো যেনো

জীবন্ত সব লতা গাছের মতো

ইচ্ছে মতন ছড়িয়ে দেয় শাখা

যেমন ইচ্ছে ওদের বেড়ে চলা

আমি শুধু পেছন পেছন ধায়

মনের ইচ্ছে মনে থেকে যায়





ইচ্ছে গুলো দানা বাঁধেতে থাকে

মনের কষ্ট আরো বাড়তে থাকে

ইচ্ছে ছাড়া আমি ছিলাম বেশ

ইচ্ছার তো আর নাইযে কোন শেষ ।



শেষ পর্যন্ত না পাওয়রই ব্যাথা

ইচ্ছে গুলোর মণেই মরে যাওয়া

সবশেষে বাস্তবেতে ফেরা

ইচ্ছে যখন মনেই মরে সারা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-১

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.