![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবা যায়? ও’রিয়ারের সেই ছবিটা, উইন্ডোজ এক্সপির বেকগ্রাউন্ড হয়েছিল যেটা- পৃথিবীর ১০০ কোটি চোখ দেখেবে। ১৯৯৬ সালে ন্যাশনাল জিওগ্রাফির সাবেক ফটোসাংবাদিক ও’রিয়ার সানফ্রান্সিস্কোতে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার পথে নাপা ভেলিতে সড়কের পাশে অসাধারণ একটি জায়গা দেখেন।
[নাপা ভেলির এ রাস্তার পাশেই ছবিটি তোলা।]
শান্ত আকাশের নিচে ভয়ংকর সবুজ ঘাস। ক্লিক করে ছবি তুললেন। কে জানত এ ছবিই দুনিয়ার তাবৎ কম্পিউটার দখল করবে। ছবির নাম দেয়া হয়- ব্লিস বা আশির্বাদ। মাইক্রাসফট এ ছবিটি নিজেদের জন্য বাগিয়ে নিতে ও’রিয়ারের সাথে একান্তে সাক্ষাত করে।
এর পরের ইতিহাস সবার জানা।সম্প্রতি ১৩ বছর পর মাইক্রোসফট তাদের এক্সফি আফডেট বন্ধ করে দেয়। আর দীর্ঘ এ সময়ে যে ছবি নিত্যদিনের সঙ্গি তার মহারথির সাথে নস্টালজিয়াপূর্ণ সাক্ষাতকার না নিলে হয়?
ও’রিয়ার বলেন, ‘পৃথিবীতে ১৫ বছর বয়সীরা তাদের বাকি জীবনে আমার এ ছবিকে মনে রাখবে’
‘আমি অভিভ’ত এই ভেবে যে লোকেরা আনন্দিত হয় সেই ছবি দেখে যা আমার হাতে গড়া’
[ও’রিয়ার / ছবিটি ইউটিউভ থেকে]
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১
বাগদাশ বলেছেন: দেখার জন্য ধন্যবাদ
২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯
পথ হারা নাবিক বলেছেন: ৯৮ এর পর যখন এক্সপি এলো তখন অসাধারণ লাগতো এইটাকে! এখন জানাল ৮.১ ব্যাবহার করি কিন্তু এর মতো আর ভালো লাগে না!!
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
বাগদাশ বলেছেন: দেখার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
বাংলার নেতা বলেছেন: ন্যাচারাল পিকচার, সত্যিই খুব দারুন!!