![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সময় টেকনোলজি নিয়ে থাকতে ভাল লাগে। নতুন কোন কিছু শিখার খুব আগ্রহ।লিনাক্স নিয়ে কাজ করতে ভাল লাগে। লিনাক্স এর বিভিন্ন ডিস্ট্রিবিউসন সংগ্রহ করা আমার শখ। আমার এখন পর্যন্ত ৬০+ লিনাক্স ডিস্ট্রিবিউসন সংগ্রহে আছে। অনলাইন এ বন্ধুদের সাথে কথা বলতে ভাল লাগে। আমি এক সপ্নবাজ মানুষ দেখি আমাদের ডিজিটাল স্বাধীনতা।
অনেকদিন পর ব্লগ এ গতকাল পোস্ট দিলাম।
এখন আবার নিয়মিত লিখব ভাবছি। একটু আগে একটি
জোকস পড়লাম, ভাল লাগল তাই শেয়ার করলাম সবার সাথে।
======================================
নিয়োগকর্তা - আপনার শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী- আজ্ঞে এফ, এস, সি স্যার
নিয়োগকর্তা - বা ভাল তারপর বলুন এই যে আপনাকেই বলছি , আপনার শিক্ষাগত যোগ্যতা কি
অপর আবেদনকারী (পুত্র) - আজ্ঞে বি এস, সি , স্যার
নিয়োগকর্তা- বেশ খুশি হলাম । তা আপনার? হ্যা আমি এই ম্যাডামকে বলছি। আপনার কোয়ালিফিকেশন জানতে চাইছি । মহিলা আবেদনকারী (মা) - আজ্ঞে এম, এস,সি
নিয়োগকর্তা- বা । আপনারা দেখছি সবচেয়ে ভাল শিক্ষাগত যোগ্যতা রাখেন ।
স্যার আপনি একটু বোধ হয় ভুল করছেন
নিয়োগকর্তা - কেন? কেন ?
মহিলা- আজ্ঞে এম, এস, সি মানে মাদার অব সেভেন চিলড্রেন
পুরুষ- আজ্ঞে আমি ফাদার অব সেভেন চিলড্রেন ।
ছেলে- আমি ব্রাদার অব সিক্স চিলড্রেন
০১ লা জুলাই, ২০০৯ রাত ২:১৬
টেকনো বলেছেন: হুম হুম....
ধন্যবাদ
২| ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৮:০৯
ফিরোজ-২ বলেছেন: জটিল।
০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:০০
টেকনো বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
গন্তব্যহীন বলেছেন: লুল
১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪১
টেকনো বলেছেন:
লুল
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০০৯ রাত ১:৫৬
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: ভাল লাগল। মুচকি হাসলাম।