নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাই ডিজিটাল মুক্তি

আমদের মুক্তি আমদের হাতে,শুধু দরকার সচেতনতা।

টেকনো

সব সময় টেকনোলজি নিয়ে থাকতে ভাল লাগে। নতুন কোন কিছু শিখার খুব আগ্রহ।লিনাক্স নিয়ে কাজ করতে ভাল লাগে। লিনাক্স এর বিভিন্ন ডিস্ট্রিবিউসন সংগ্রহ করা আমার শখ। আমার এখন পর্যন্ত ৬০+ লিনাক্স ডিস্ট্রিবিউসন সংগ্রহে আছে। অনলাইন এ বন্ধুদের সাথে কথা বলতে ভাল লাগে। আমি এক সপ্নবাজ মানুষ দেখি আমাদের ডিজিটাল স্বাধীনতা।

টেকনো › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাগত যোগ্যতা --কিছু হাসি ;)

০১ লা জুলাই, ২০০৯ রাত ১:৪৯

অনেকদিন পর ব্লগ এ গতকাল পোস্ট দিলাম।

এখন আবার নিয়মিত লিখব ভাবছি। একটু আগে একটি

জোকস পড়লাম, ভাল লাগল তাই শেয়ার করলাম সবার সাথে।



======================================



নিয়োগকর্তা - আপনার শিক্ষাগত যোগ্যতা



আবেদনকারী- আজ্ঞে এফ, এস, সি স্যার



নিয়োগকর্তা - বা ভাল তারপর বলুন এই যে আপনাকেই বলছি , আপনার শিক্ষাগত যোগ্যতা কি



অপর আবেদনকারী (পুত্র) - আজ্ঞে বি এস, সি , স্যার



নিয়োগকর্তা- বেশ খুশি হলাম । তা আপনার? হ্যা আমি এই ম্যাডামকে বলছি। আপনার কোয়ালিফিকেশন জানতে চাইছি । মহিলা আবেদনকারী (মা) - আজ্ঞে এম, এস,সি



নিয়োগকর্তা- বা । আপনারা দেখছি সবচেয়ে ভাল শিক্ষাগত যোগ্যতা রাখেন ।



স্যার আপনি একটু বোধ হয় ভুল করছেন



নিয়োগকর্তা - কেন? কেন ?



মহিলা- আজ্ঞে এম, এস, সি মানে মাদার অব সেভেন চিলড্রেন



পুরুষ- আজ্ঞে আমি ফাদার অব সেভেন চিলড্রেন ।



ছেলে- আমি ব্রাদার অব সিক্স চিলড্রেন

:P

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০০৯ রাত ১:৫৬

মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: ভাল লাগল। মুচকি হাসলাম।

০১ লা জুলাই, ২০০৯ রাত ২:১৬

টেকনো বলেছেন: হুম হুম....
ধন্যবাদ

২| ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৮:০৯

ফিরোজ-২ বলেছেন: জটিল।

০১ লা জুলাই, ২০০৯ বিকাল ৪:০০

টেকনো বলেছেন: ধন্যবাদ ভাই।:)

৩| ০১ লা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

গন্তব্যহীন বলেছেন: লুল

১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪১

টেকনো বলেছেন: :)

লুল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.