নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখানে লেখালেখির কোন শেষ নেই। মানুষের মন অনেক রকমের রুপ নেয়! কখনও ভালো, কখনও খারাপ। আমার মনও রং বদলায় আর তখন মনে যা ঘুরে তাই লেখি।অতটা পরিপাটি না আমার লেখা।আমি লেখক বা কবি নই। মনের ভাবসম্প্রসারণ করি কীবোর্ডটায় আর পর্দায় আমার লেখা দেখে আমি নিজেকে অনুমান করি

বিয়িং হাই

আমি না বলা কোন এক উত্তর। আমি আমাতে বিশ্বাসী একজন। আমি যখন খুব একাকী থাকি তখন নিজেকে সাহায্য করি খুশী থাকতে, আরো একদিন বেঁচে থাকার সংগ্রামের প্রশিক্ষণে নেই রাতে। আর রাতের আঁধারের নীরবতায় অবশ্যই কাঁদি না। আমি হেরে যাওয়া মানুষের দলের লোক নই।

বিয়িং হাই › বিস্তারিত পোস্টঃ

বিবেক বাঁধা হয়ে দাঁড়ায় আবেগের কাছ থেকে জীবন আগলে রাখতেই.

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

জীবন দুই ভাবে চলে,নিয়ম আর নিয়তি তে।জীবনলাভের পরে নিজের স্বাধীনতা না পাওয়া পর্যন্ত নিয়তি তার জায়গায় থাকলেও নিয়ম অভিভাবকরাই তৈরি করে দেন।সে সময় যে মানুষ নিয়তিকে দোষারোপ করে তাদের জন্য জীবন কখনই সুখের হয় না।আবার ছেলেরা নিজের মত করে চলতে পারার স্বাধিনতা পেলেই কিছু নিয়ম তৈরি করে নেয়। যার মধ্যে নিকোটিন আর প্রেম প্রথমদিকে থাকে।

নিকোটিনের ধোঁয়ায় কালো হয়ে যাওয়া হৃদয় কোন মেয়েরই পছন্দ না,ওইসব কালো হৃদয়বান ব্যাক্তিদের জন্য মেয়েদের শুধুই সহানোভুতি থাকে আর সেটাকে প্রেম ভেবে ভুল করলে সে ভুলটাও দীর্ঘস্থায়ী নয়।তার মানে এই নয় যে প্রেম করতে হলে নিকোটিন নিজের জন্য নিষিদ্ধ করতে হবে,যদি এই ধরনের মানুষকে কোন মেয়ে পছন্দ করে এবং সাথে থাকে তবে একটা সময় ছেলেটার কাছে নিকোটিন ছাড়ারও শক্তি চলে আসে ।যারা পরিবার থেকে অনেক বড় হয়ে স্বাধীনতা পায় তারা নিকোটিন থেকে দূরে থাকলেও প্রেমে শক্ত হয়।হয়তবা তাদের হৃদয় লাল বলে এটা হতে পারে।তবে এই ধরনের ছেলেরা মিথ্যা কথা বলায় পারদর্শী হয়,যে ব্যাপারটা মেয়েদের মনে নিকোটিনের চেয়েও বেশি ঘৃণার সৃষ্টি করে।

আসলে মানুষের জীবনে কোন কিছুই নিয়ম মাফিক চলে না,সময় নিয়ম বা নিয়তে উভয়কেই বদলে দিতে পারে।একটা সময় আসে আমাদেরকে সময়ের কাছেই শুধু আত্মসমর্পণ করতে হয়।

হিউম্যান সাইকোলজিতে আছে...
*যদি কোন মানুষ খুব বেশি ঘুমায়, তবে সে দুঃখি মানুষ।
*যদি কোন মানুষ সব সময়ই হাঁসে সে আসলে খুবই একা অনুভব করে।
*যদি কোন মানুষ সবময় কম কথা বলে এবং যখন সে কথা বলে তখন দ্রুত বলে, তবে সে কিছু গোপন করছে।
............কথাগুলো অযৌক্তিক লাগে তবে আংশিক সত্য।

পরিশেষে কিছু প্রশ্নের উত্তর হয়না,বা কিছু উত্তর দেয়ার জন্য সঠিক সময়ের দরকার হয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.