নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ (সিভি রাইটিং-শেষ পর্ব) ........ পর্ব-৯

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২২

যাদের চাচা/মামা নাই নিদেন পক্ষে রাজনৈতিক মামু ও নাই তাদের জন্যই শুধুমাত্র আমার পর্বগুলি। অন্যদের পড়ার দরকার নাই..............।



আগের পর্বে সিভি রাইটিং এর ক্ষেত্রে বেসিক কিছু দিকনির্দেশনা ও সিভি তৈরীর বেসিক টিপস্ ছিল...... এ পর্বে সিভি তৈরী করার বাদবাকী টিপস্ নিয়ে আসলাম....

সাদামাটা সিভি সবাই তৈরী করবে আর তোমার সিভি যদি সবার থেকে আলাদা বৈশিস্ট্যের হয় তাহলে অবশ্যই তা নিয়োগকারীর চোখে পড়বে। আর প্রথমেই যদি পজিটিভ ইম্প্রেশান তৈরী করতে পারো তাহলে ইন্টারভিউতে তার ভালো এফেক্ট পড়বে নিশ্চয়।

তাহলে কি করবে সিভি তৈরীতে :

আগের পর্বে তোমাদের সিভির ইন্ট্রুডাকশান বোডির কথা বললাম আর এ পর্বে মূল পর্বে আসি............

তোমার চাকরীর অভিজ্ঞতা যদি থাকে তাহলে তা চমৎকার ভাবে বর্ননা করবা। তবে খুব বেশী ডিটেইলস্ এ যাওয়ার দরকার নাই। সংক্ষেপে কিন্তু প্রতিটা কাজের যতটুকু পারো বর্ননা দিবা। সেটা বুলেট আকারে বা প্যারা আকারেও দিতে পারো। নিজের ঢোল পিটানোর এটাই সবচেয়ে উপযুক্ত জায়গা। তুমি বর্তমানে কি কি কাজ করো বা অতীতে তুমি কি কি কাজ করেছো তার ও উল্লেখ করতে পারো। নিচের ফর্মেটটা ফলো করতে পারো....

Title/Position : তোমার ডেজিগনেশান কি তা লিখবা।

Organization : অর্গানিজেশানের নাম উল্লেখ করবা।

Location and duration : তোমার পোস্টিং কোথায় বা কোন জেলায় তা উল্লেখ করবা। তোমার জয়েনিং ও ছেড়ে যাওয়ার তারিখ উল্লেখ করবা। বর্তমানের অর্গানিজেশান হলে তার ও উল্লেখ করবা।

My responsibilities : উপরে উল্লেখ করেছি যে কিভাবে তোমাদের কাজের বর্ননা দিবা। তবে যে কাজ তুমি করোনি তা উল্লেখ করবা না। আরেকটা কথা, প্রতিটি জব এ্যাড এ পোস্টের বিপরীতে কাজের বর্ননা উল্লেখ থাকে। তুমি যদি সে সব কাজের কিছুটাও করে থাকো তাহলে সে কাজকেই বেশী হাইলাইট করবা। মানে প্রতিটি জব এপ্লিকেশান তাদের রিকোয়ারমেন্ট এর উপর মিল রেখে তোমার সিভির কাজের বর্ননা চেইন্জ করে নিবা। গড়পড়তা একই সিভি সব যায়গায় না দেয়াটাই ভালো। প্রতিটা জব এপ্লিকেশানের আগে এক ঘন্টা সময় দিবা আবশ্যই।

আরেকটা বিষয়, তুমি যে অর্গানিজেশানে বর্তমানে কাজ করছো তার খুব সংক্ষেপে বর্ননা দিতে পারো। এতে নিয়োগকারী কর্তৃপক্ষ তোমার অর্গানিজেশানকে আগে না চিনলেও ধারনা করত পারবে।

তারপর তোমার আইটি স্কিল বর্ননা করতে পারো। এতে যদি তোমার কোন দক্ষতা থেকে থাকে তার উল্লেখ করবা। এ প্যারা তুমি এখানে বা ইন্ট্রুডাকশান বোডিতে ও উল্লেখ করতে পারো। তবে বেশি বেশি লিখা বা অপ্রয়োজনীয় কিছু উল্লেখ না করাই বোধহয় ভালো।



এবার আসি শেষ প্যারায়, অনেকে তার হবি উল্লেখ করে আমি খুব একটা এর পক্ষে না। প্রাথমিক ইম্প্রেশান তৈরীতে অনেক সময় তা ধাক্কা খেতে পারে। যেমন তুমি এমন কিছু উল্লেখ করেছো যা নিয়োগকারী পছন্দ করেনি তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই বেশি কিছু না লিখাই ভালো।

এবার সবার শেষে তুমি তোমার রেফারেন্স উল্লেখ করবা কমপক্ষে তিনজন। বর্তমান অর্গানিজেশানের আপার লেবেলের কারো নাম দিতে পারে তবে সুপারভাইজার হলে ভালো হয়। তবে সাবধান.... বসের সাথে সম্পর্ক ভালো না হলে তার নাম ভুলেও দিবা না। তাইলে চাকরীর দুকুলেই যাবে। অনেক অর্গানিজেশান কোথাও এপ্লাই করা ভালো চোখে দেখে না তাহলে তাদের নাম রেফারেন্স উল্লেখ করা থেকে ১০০ হাত দূরে থাকবা। তবে ইন্টারভিউতে বলে দিবা একমাত্র চাকরী হলেই তবে তারা রেফারেন্স চেক করতে পারবে নতুবা না। কারন বর্তমান অর্গানিজেশানে এতে খারাপ ইম্প্রেশান তৈরী হয় যে তুমি তাদের অর্গানিজেশান ছেড়ে যেতে চাইছো। আর অবশ্যই যাদের নাম রেফারেন্স উল্লেখ করবা তাদের জানিয়ে রাখবা।



ও আরেকটি কথা, তোমার বর্তমান অর্গানিজেশানের যদি কোন এচিভমেন্ট থেকে থাকে তাহলে তোমাদের কাজের বর্ননা দিবার পর তোমার এচিভমেন্ট উল্লেখ করতে ভুলো না কিন্তু।

আজ থাক ... পরে পর্বে ইন্টারভিউর টিপস্ নিয়ে আসবো আশা করি .. কি বলো...........

সবশেষে অপ্রয়োজনীয় উপদেশ আবার দেই.... আজকালকার পোলাপান প্রায় দেখি সারাদিন ফেইসবুক, নেট, চ্যাট আর মুভি নিয়ে ব্যস্ত থাকে। কারনে অকারনে ফেইসবুকে স্ট্যাটাস দেয়া চাই ই চাই। কোথায় গেলাম, কি খেলাম, কি করলাম... ঘন্টায় ঘন্টায় জানানো চাই ই চাই। আবার আরেক দল আছে যাবতীয় জ্ঞানের আঁধার যেন সে। ফিলসফি মার্কা কথাবার্তা আর হাল আমলে রাজনীতি নিয়ে উচ্চীয় মার্গের কথাবার্তা।

আমার প্রথম কথা, ফেইসবুক আর মুভি দেখে কি জীবন চলবে??? স্ট্যাটাস এর মাধ্যমে সারাদিন নিজের ইতিহাস গেয়ে লাভ কি?? সারাদিন ধরে অন্যের স্ট্যাটাস বা নিজের স্ট্যাটাস এ কমেন্ট বা লাইক বা ডিজলাইক দিয়ে লাভ কি?? ফেইসবুক বা মুভি রিক্রেশানের জন্য বাট রিক্রেশানের যদি তোমার সময় বা জীবনই খেয়ে ফেলে তা কি আর ফিরে আসবে?????? আজ যারা সিরিয়াস, তাদের নিয়ে যারা হাসবে কাল কিন্তু তোমরাই তাদের নিয়ে হাসবে। তাই নয় কি.............................

এ কথাগুলা অামি আগেও বলেছি আবার ও বললাম........

.. আগের পর্ব যাদি পড়তে চাও.........

http://www.somewhereinblog.net/blog/belablog/29936975

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৬

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন, অনেকের কাজে লাগতে পারে।

০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০২

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য..........

২| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৪

sraboni বলেছেন: সোহানি ভাইডি তোমারে আগে পাইলে তো খুব কাজে লাগত। কত হাজার সিভি যে পাঠাইছি তার আর হিসাব নাই। এক ফরম্যাট দিছিল এক ফ্রেন্ড। পাশ করার পরের আড়াই বছর সেটাই প্রিন্ট করে করে জবে আপ্লাই করলাম।
এই টিপস গুলা বলার তো কেউই ছিল না তখন। :(
অনেক ধন্যবাদ তোমকে।

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১১

সোহানী বলেছেন: sraboni আপুনি, জব চেইন্জ এর কোন বয়স নাই.............. তাই সবসময় এটা কাজে লাগবে... এই বলে একটু শান্তনা নেও আর কি......

৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: খুবই ভালো উদ্যোগ। ধন্যবাদ।

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১১

সোহানী বলেছেন: ভালো উদ্যোগতো বটেই.................... হাহাহা... ধন্যবাদ।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

সীমানা ছাড়িয়ে বলেছেন: ধন্যবাদ আপু এই প্রয়োজনীয় পোস্ট এবং সুন্দর উপস্থাপনার জন্য। আমি খেয়াল করে দেখলাম, আমার বর্তমান সিভিতে আপনার লিখা প্রায় প্রতিটি টিপসই কাজে লাগানো হয়েছে :D

জাস্ট ফর কিউরিসিটি, আপনি কি আইটি-র সাথে ইনভলভড?

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৬

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ। আমি যখন ইউনিভার্সিটি পাশ করে জব এ ঢুকি তখন কেউই ছিল না সামান্য একটু গাইড করবে এ বিষয়ে। সে অনুভূতি থেকেই আমার এ উদ্যোগ।

না আমি আইটি-র সাথে ইনভলভড নয়। আমি ফাইনান্স পিপল।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//প্রতিটি জব এ্যাড এ পোস্টের বিপরীতে কাজের বর্ননা উল্লেখ থাকে। তুমি যদি সে সব কাজের কিছুটাও করে থাকো তাহলে সে কাজকেই বেশী হাইলাইট করবা।//

চাকুরি তথা কর্মসংস্থান নিয়ে আরও লেখা আসা উচিত ব্লগে।

আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি, চাকুরি প্রত্যাশীরা আপনার পোস্টগুলো থেকে উপকৃত হবেন। :)

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।

কর্মসংস্থান নিয়ে আরও লেখা আসা উচিত বা সরকার কে এ বিষয়ে নজর দেয়া উচিত। কিন্তু বাস্তবে যার চাকরী নেই তারই শুধু মাথা ব্যাথা অন্য কারো ও নয়.....!!!!!

৬| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেকে দেখছি সিভি লেখে দুই তিন পাতা ভরে, কিন্তু আমি মনে করি অল্পতে যদি সুন্দর ভাবে নিজেকে উপস্থাপন করা যায় তাহলেই ভাল।

পোস্টে +++++++++

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৩

সোহানী বলেছেন: ঠিক তাই। দু'পাতার বেশী সিভি দৃষ্টিকটু লাগে।

++++ জন্য ধন্যবাদ।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯

সোহানী বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: ৬/৭ বছর আগে কাজের ফাঁকে ফাঁকে এ ধরণের পোস্ট লিখে চাকুরী প্রত্যাশী নবীনদের উপকারে ব্রতী হয়েছিলেন, এজন্য আপনাকে সাধুবাদ। আশাকরি কেউ না কেউ আপনার এসব পোস্ট পড়ে উপকৃত হয়েছিলেন। অন্ততঃ আত্মবিশ্বাসের সাথে সিভি লিখাটা শিখতে পেরেছিলেন।
পোস্টে ভাল লাগা + +।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৪৩

সোহানী বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা পুরোনো লিখা পড়ারর জন্য। আপনি পড়েন বলে নিজের লিখাগুলো আবার সুযোগ পাই পড়ার জন্য।

আমি যখন জবে ছিলাম তখন আমার কাছে সদ্য পাশ করা প্রচুর চাকরী প্রত্যাশীরা আসতো। খুব খারাপ লাগতো ওরা জব মার্কেটে এরকমভাবে ঘুরতো। কিছুই করার ছিল না আমার। সেই দু:খ থেকে ওদের জন্য কিছু করার চেস্টা করতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.