নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

ইহা কিঞ্চিত ভ্রমন গাইড সহ ছবি পোস্ট......... বার্লিন, জার্মান

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৭

কোথাও ঘুরতে যাওয়া বিশেষ করে বিদেশ অবশ্যই মজার.... আর যাদের ঘোরার নেশা আছে তাদেরতো ভ্রমনে আনন্দের সীমা থাকে না। আর এ প্রজাতির মধ্যে আমি একজন। এবার সুযোগ পেয়েই সুইজারল্যান্ড, জার্মান আর চেক ঘুরে আসলাম আর নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু ছবি ........... যাক এ লিখায় কম কথা বলি আর ছবি বেশী দেখি........ !!!!!



বার্লিন :



বার্লিন ওয়াল এর আশে পাশের স্ট্রাকচারাল ভিউ দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না। প্রতিটিই বিল্ডিং স্ট্রাকচার দেখার মতো। অনেক বেশী পর্যটক প্রায় সারা বছরই বার্লিন এ দেখা যায় তাই যারা বেশী ভীড় পছন্দ করেন না তাদের জন্য বার্লিন নয়। ইতিহাস বিবেচনা করলে বার্লিন ট্যুর ঠিক আছে। তবে আমি ইতিহাস কম জানি বলে হয়তো অতো মজা পায়নি :-*:-*:-*:-*:-*









ঐতিহাসিক বার্লিন ওয়াল............ কিছু অংশ রেখে দিয়েছে।





সিটি ট্যুর এর ব্যবস্থা.... চাইলে সারাদিন এই হিটলার আমলের গাড়ি নিয়া সিটি ট্যুর দিতে পারে.......।





বার্লিন ওয়াল অংশের চিহ্ন........।









আশেপাশের অনেক কিছুই পাবেন যার প্রতিটিরই লম্বা ইতিহাস আছে.......। আমি কম জানি বলে ওই পথে আর গেলাম না../:)/:)/:).....।





চাইলেই ২ ইউরো দিয়ে ভুতের সাথে ছবি তুলতে পারেন। সেখানে ভুত পেত্নী হিটলার গ্যাস চেম্বার মুখোশ কিছুরই অভাব নেই। কিনতে পারেন বা ২ ইউরো দিয়ে ছবি তুলতে পারেন। বিনা পয়সায় ছবি তুলতে গেলে মুখ ঘুরিয়ে নিবে।





দেশি রিক্সা বার্লিনেও !!!!!!!!!!!









পর্যটকদের আকর্ষনের জন্য পুরানো সেই ডামি গেইট ও চেক পয়েন্ট এখনো আছে যা দিয়ে পূর্ব পশ্চিম জার্মান এ আসা যাওয়া করা যেতো.......





বার্লিন মিউজিয়াম.... তবে বাথরুম করার সবচেয়ে উপযুক্ত জায়গা :P:P:P:P:P:P কারন আশে পাশে কোন বাথরুম নেই।













স্যুভেনির নিতে পারেন তবে বার্লিন ওয়ালের টুকরা নিতে ভুলবেন না। ২/৩ ইউরো দিয়ে মেগনেটের সাথে লাগানো । তবে আমি হিসাব করছিলাম যে পরিমান বার্লিন ওয়ালের টুকরা দেখলাম সারা জার্মানে তা যোগ করলেতো চীনর প্রাচীরের সমান হবে...:):):):):):) ব্যবসা তো ভালোই বুঝে........









শহীদদের স্মরণে........





লাঞ্চ সারতে পারেন ডোনার্ট কিংবা ইন্ডিয়ান বা টার্কি রেস্টুরেন্ট এ...... দারুন খাবার প্রায়ই সবই পাবেন সেখানে ......





এন্জেলা মার্কোস আন্টির অফিস........









রেলের প্লাটফর্মের দেয়ালে জার্মানীর ইতিহাস...... অসাধারন সব ছবি !!!





টার্কি সপে হালাল গরু মাংসের রকমারি ধরন পাওয়া যায়......... দারুন সব আইটেম....





টার্কি সপে নানা ধরনের অক্টোপাস পাওয়া যায়.... চাইলেই কিনে নিতে পারে ও মনের সাধে রাধতে পারেন !!!!!!!!!!



আজ এটুকু. পরের অংশে অন্য কোথাও নিয়ে যাবো আপনাদের ততদিন পর্যন্ত ভালো থাকুন..........।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


যদিও কখনও যাওয়া হবেনা কিন্তু পোস্টটা খুব খুব ভাল লাগল। দারুণ একটা পোস্ট। ++++++

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬

সোহানী বলেছেন: যদিও কখনও যাওয়া হবেনা.. এটাতে বিশ্বাস করি না। আপনার ভাগ্যে কি আছে আপনি হয়তো জানেন না।

অনেক অনেক ধন্যবাদ. ভালো লাগা আর +++ এর জন্য..।

২| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

ডার্ক ম্যান বলেছেন: একা একা ভ্রমন করেন আর মজা নেন। আর আফসোস আমাগো কপালে এই সুখ কবে আইবো।

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬

সোহানী বলেছেন: হবে হবে........ ওয়েট এন্ড ট্রাই........

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪

আজীব ০০৭ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যাবাদ.......।


ভলো লাগলো ++

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ.............

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বিফ আইটেম দেখে ইন্টারেস্টিং লাগল। এত লাল! মনে হচ্ছে তরমুজ!!

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০

সোহানী বলেছেন: এইটা যে বিফ এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে !!!!!!!!!!!!!!

৫| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৯

আমি স্বর্নলতা বলেছেন: সুন্দর পোস্ট। আপনার সাথে ঘুরে আসলাম। ভালোলাগা রইল পোস্টে।

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৬

সোহানী বলেছেন: বার্লিন থেকে অন্য শহর আমার আরো ভালো লেগেছে.... পরের পর্বে থাকছে অন্য শহর.............

অনেক ধন্যবাদ........

৬| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৮

হিমালয় হিমু বলেছেন: বার্লিনের চিত্রকল্পে মুগ্ধ.ধন্যবাদ.

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৭

সোহানী বলেছেন: ওহহহহহ রেলের প্লাটফর্মে জার্মান হিস্ট্রি দিতে ভুলে গেছি......

দাড়ান দিচ্ছি........

৭| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১

শংখনীল কারাগার বলেছেন: জ্বালাময়ী মন্তব্য দিতে আসছি কারন আজ থেকে আমি জেনারেল। এতদিন মন্তব্য করার সুবিধা থেকে বঞ্চিত ছিলাম।

বার্লিনেও রিক্সা আছে। ওরে বাংলাদেশকে শুধু গরীবের দেশ বলিস কেন দেখ তোরা বার্লিনেও রিক্সা আছে।

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৯

সোহানী বলেছেন: শুভেচ্ছা স্বাগতম.......... ব্লগে আগমন !!!!!!!

ওইখানে রিক্সা হইলো শো আর আমাগো হইলো পেটের ধান্দা..... এটাই পার্থক্য.....

৮| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মনে হয় আপনি অক্টোপাস স্বাদ নিয়েছেন, তাই না?

২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০০

সোহানী বলেছেন: চেস্টা করেছিলাম এক জাপানীজ রেস্টুরেন্টে বাট গিলতে পারি নাই.........

৯| ২২ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৯

চিরতার রস বলেছেন: ভাগ্যে থাকলে ঘুরে আসবো। দারুন পোস্ট।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৬

সোহানী বলেছেন: অবশ্যই ভাগ্য হবে ................ ধন্যবাদ

১০| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

নীল ভোমরা বলেছেন: বাহ!...সুন্দর!

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৬

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ......

১১| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

আবাব বলেছেন: তা(র)বান্ট হিটলারের কার নয়। পূ্র্ব জার্মানির গাড়ি, যুদ্ধের পরের।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৭

সোহানী বলেছেন: ওই হইলো আর কি !!!!!!!! আমিই নাম দিলাম হিটলার কার :-B :-B :-B :-B :-B :-B :-B

১২| ২২ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ডানকিন ডোনাটস দেখে খিধা লেগে গেছে আপু। ছবিগুলা খুব সুন্দর। তবে কান্ট্রি সাইডের ছবি দিবেন। জার্মানি আমার কাছে খুব ভালো লাগে।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০

সোহানী বলেছেন: দিব দিব ভাই.... কোনটা ছেড়ে কোনটা দিব তাই বুঝছি না.......... জার্মানের কান্ট্রি সাইড সুন্দর তবে সুইজারল্যান্ড এর কান্ট্রি সাইড দেখে আমি অন্য জগতে চলে গেছিলাম আর কি .............

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

এহসান সাবির বলেছেন: দারুন সব ছবি।

+++++

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১০

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ........

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৫

ক্যপ্রিসিয়াস বলেছেন: ভাল লাগল... পরের পোস্টের অপেক্ষায় রইলাম ...

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১২

সোহানী বলেছেন: আরে ক্যপ্রিসিয়াস ভাই যে.. মায়ের কাছে কিভাবে মামুর গল্প বলি !!!!!!! এ ধরনের ছবি পোস্ট তো আপনার দেয়ার কথা যেহেতু আপনি সেখানে থাকেন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৫

ক্যপ্রিসিয়াস বলেছেন: ভাল লাগল... পরের পোস্টের অপেক্ষায় রইলাম ...

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৪

সোহানী বলেছেন: :| :| :| :| :| :|

১৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩

পাকনা কলা বলেছেন: ভালো হয়েছে....দেখে ভালো লেগেছে।

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২২

সোহানী বলেছেন: হুমমমমমম্..........

১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: বার্লিনের রাস্তায় দেশি রিক্সার ছবিটা দেখে অবাক হ'লাম।
রেলের প্ল্যাটফর্মের দেয়ালে ইতিহাসের ছবি- ভাবনাটা বড় চমৎকার!
আন্টির অফিসটাকে তো সাদামাটাই মনে হচ্ছে। তেমন জমকালো কিছু নয়।
চমৎকার ছবিব্লগ/ ভ্রমণব্লগে পঞ্চম ভাল লাগা + +।

১৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৬

সোহানী বলেছেন: কবে যে এমন একটা পোস্ট দিয়েছিলাম তা প্রায় ভুলেই গেছিলাম। আপনার কল্যাণে আবার মনে পড়লো। অনেক অনেক ধন্যবাদ।

জার্মান সব সিটি এক রকম নয়। কোনটা বহুত গিন্জি। আর বার্লিনে ট্যুরিস্টে ভর্তি। তবে আমার ভাই থাকে ড্রেসডানে। ওখানে না গেলে বুঝতে পারতাম না জার্মান এতো এতো সুন্দর। বিশেষ করে স্ট্রাকচারগুলো। এই সামারে আবার যাবার প্লান ছিল কিন্তু করোনা সব ঝামেলা বাধাঁয়ে দিলো।

ভাবীকে নিয়ে ঘুরে আসেন। আর কানাডা কবে আসবেন? আপনাকে নিয়ে ঘুরতে বের হবো B-)

বার্লিনের রাস্তায় দেশি রিক্সাটা ডিসপ্লের জন্য। তবে ঘুরার জন্যও মনে হয় আছে। আর রেলের প্ল্যাটফর্মের দেয়ালে ইতিহাসের ছবি কিন্তু অসাধারন। মুগ্ধ করার মতো জিনিস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.