নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
এবারের শহর জার্মানের সাক্সনে সুইজারল্যান্ড !!!
নামটা শুনে হয়তো ভাবছেন এটি সুইজারল্যান্ড এর কোন শহর তাই না??? আসলে তা নয়, এ সেক্সনে জায়গাটি এতো সুন্দর যে সুইজারল্যান্ড এর কান্ট্রি সাইডের মতো তাই জার্মানরা আদর করে নাম দিয়েছে সাক্সন অব সুইজারল্যান্ড। আসলেই অসাধারন......... পাহাড়, নদী, বন, হ্রদ, ফুল, গাছ... সব মিলিয়ে এমন সুন্দর যে আপনার মনে হবে আপনি স্বর্গের কোন জায়গায় এসে পড়েছেন। আমার এ অনুভূতি হয়েছিল আরেকবার সুইজারল্যান্ড এর লুজানে যাওয়ার পর। এটি বর্ডার শহর, চেকের প্রায় কাছে এবং আপনি একই ট্রেনে চেক পর্যন্ত যেতে পারবেন। সাধারনত হাইকিং এর জন্য জার্মানরা এখানে আসে উইকএন্ডে। একই সাথে নদী, পাহাড় বা বনের দেখা সত্যিই অভূতপূর্ব।
যাহোক এবার পর্বে বর্ননা দেয়ার কিছু নেই শুধু ছবি দেখার পালা.......
আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এ পর্বের ছবিগুলো অতোটা ভালো হয়নি কারন মেঘ ছায়া বেশি ছিল তাই ফোকাস ঠিক করতে পারিনি...।
দেখতে শান্ত মনে হলো ও এ নদীটি মারাত্বক খরস্রোতা... বছর দুয়েক আগে বন্যা হয়েছিল এ নদীর পানি দিয়ে..
পাহাড়ের মাঝে রেল স্টেশন.... অপূর্ব যেন ছবির মতো !!
পায়ে হেটে পাহাড়ে না উঠতে চাইলে এ ট্রেন দিয়ে ও শেষ পর্যন্ত যেতে পারেন। এটি টুরিস্ট ট্রেন তবে জানুয়ারী/ফেব্রুয়ারী বন্ধ থাকে।
মাঝে মাঝে চিলড্রেন পার্ক। বাচ্চাদের জন্য যে কত আয়োজন দেশের বাইরে না গেলে বোঝা যায় না।
ফেরির উপর তোলা নদীর ছবি। এমনিতে মারাত্বক ঠান্ডা তার উপর নদীর ধারে.. প্রায় জমে যাচ্ছিলাম। ফেরির রুমের ভিতর ছবি তোলা, বাইরে দাঁড়িয়ে ছবি তোলার সাহস হয়নি। বাইরে প্রচন্ড ঠান্ডা আর ফেরির হিটার রুমের মাঝে অপার্থিব সৈান্দর্য্য শুধুই উপভোগ করার মতো!!!!
চাইলে ফেরি করে ওপারে যাবেন আবার ফিরে আসবেন। ঘড়ির কাটা ধরে সব কিছু চলে তাই ফেরি বা ট্রেন মিস করার কোন কারন নেই।
রেল স্টেশন!!! তবে কাঠের তৈরী...
সব হাঁসই মনে হয় একই..... যা একটু স্বাস্থ্য ভালো
পাথরের পাহাড়....... অসাধারন!!!
পুরোন রেল স্টেশন..... কিন্তু তারা ধ্বংস করেনি....
আমার আগের পর্ব যদি পড়তে চান........
Click This Link
০৬ ই মে, ২০১৪ সকাল ১১:৫১
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ.....
২| ০৬ ই মে, ২০১৪ সকাল ১০:৩৩
শরৎ চৌধুরী বলেছেন: বাহ!
০৬ ই মে, ২০১৪ সকাল ১১:৫২
সোহানী বলেছেন: অসংখ্য ধন্যবাদ !!!!!!
৩| ০৬ ই মে, ২০১৪ সকাল ১০:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ +++
০৬ ই মে, ২০১৪ সকাল ১১:৫৩
সোহানী বলেছেন: নামী ব্লগারদেরকে ভালোই লাগছে :!> :!> :!> :!>
৪| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
দুঃখিত আপু। আমাকে ক্ষমা করবেন। আমি আবার নামী ব্লগার হলাম কি করে ? এখনও ব্লগার বলেই নিজেকে মনে করতে পারিনি। বরং আপনাদের ব্লগিং খুব ভাল লাগে বলেই ব্লগে আপনাদের পোস্ট পড়ে সময় কাটাই।
শুভেচ্ছা রইল।
০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:১৩
সোহানী বলেছেন: আরে বলেন কি !!!!! আপনি শরৎ বাবু (শরৎ চন্দ্রকে শরৎ বাবু ডেকে অভ্যস্থ তাই) বা মামুন সাহেবদেরকে যদি নামী ব্লগার না বলি তাহলে কাকে বলবো !!!!!!!!!!!!!!!!
৫| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৫
ঠোটকাটা মানুষ বলেছেন: অসাধারন ।
০৬ ই মে, ২০১৪ দুপুর ২:৪৫
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ...
৬| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর ছবি ব্লগ! কত ফাঁকা ফাঁকা! বিদেশের সাথে একটাই পার্থক্য বাংলাদেশের। এই দেশে মানুষের সৌন্দর্যবোধ কম!
০৬ ই মে, ২০১৪ দুপুর ২:৪৯
সোহানী বলেছেন: আরে না ভাই ফাঁকা কি আর সাধে !!!! সারা দেশের আয়তনের তুলনায় লোকসংখ্যা হিসাব করেন.. তাইলেই টাস্কি খাবেন । আমরা ১৭/১৮ কোটি মানুষ কেমনে গাদাগাদি করে থাকি সেটা ওয়াল্ড রেকর্ড নয় কি!!!!
আর সৌন্দর্যবোধ এর কথা বলছেন.... পেটে ভাত না থাকলে, থাকার যায়গা না থাকলে সৌন্দর্যবোধ কোথা থেকে আসবে !!!
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য.....
৭| ০৬ ই মে, ২০১৪ দুপুর ১:১৩
মশিকুর বলেছেন:
চমৎকার
০৬ ই মে, ২০১৪ দুপুর ২:৫০
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ ........
৮| ০৬ ই মে, ২০১৪ দুপুর ২:০৭
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল!
০৬ ই মে, ২০১৪ দুপুর ২:৫০
সোহানী বলেছেন: আপনাদের ভালো লাগলে উৎসাহ পাই.......
৯| ০৬ ই মে, ২০১৪ দুপুর ২:৫৮
ধুমধাম বলেছেন: দারুণ!
০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৩১
সোহানী বলেছেন: অসংখ্য ধন্যবাদ !!!!!!
১০| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৪০
লিরিকস বলেছেন: খুব সুন্দর।
০৭ ই মে, ২০১৪ সকাল ৮:৫২
সোহানী বলেছেন: মেনি মেনি থ্যাংস্ ....
১১| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৫:১৫
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: সুন্দর। তবে ওখানকার মানুষগুলো কি বোকা? রেলস্টেশন ঝুপড়ি চা এর দোকান নেই !!!! কোথাও ময়লা ফেলে না, থুতু ফেলে না !!! বাচ্চাদের জন্য আবার খেলার জায়গার দরকার কি? PS4 আছে না? হাঁসগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে ধরার কেও নাই। আমাদের হাতিরঝিলের হাঁস এক রাতও টিকেনি। ওরা কি খুব বোকা?
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:০৫
সোহানী বলেছেন: হাহাহাহা............... ভাই উত্তরটা খুব সোজা। আমাদের দেশের লোকসংখ্যা দশ ভাগের এক ভাগ করে দেন সব ঠিক হয়ে যাবে..... রেলস্টেশন ঝুপড়ি চা এর দোকান হবে না, কোথাও কেউ ময়লা থুতু ফেলবে না, বাচ্চাদের জন্য খেলার জায়গার হবে, হাঁসগুলো দিব্যি হাতিরঝিলে ঘুড়ে বেড়াবে..............
বিস্বাস করুন আমাদের দেশের মতো এতো সুন্দর ওয়েদার কোথাও পাবেন না। সুইজারল্যান্ড গেলেতো আমার মেজাজই খারাপ হয়ে যায়.... ওয়েদার এর কোন মা বাপ নেই... এই বৃষ্টি, এই রোদ আর ঠান্ডতো আছেই !!!!
১২| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
নীল বরফ বলেছেন: খুব সুন্দর হয়েছে।
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:০৬
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ.........
১৩| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
চুক্কা বাঙ্গী বলেছেন: সাজানো গোছানো রেলস্টেশন আর বাড়িঘর (এবং ঠান্ডা ওয়েদার) বাদ দিলে, আপনার ছবিব্লগ দেখে জায়গাটা দেখতে অনেকটা আমাদের টেকনাফের মতন লাগলো। বড় বড় গাছে ঢাকা সবুজ পাহাড় আর নদী। অপূর্ব!
শান্ত নাফ নদীতে ঘুরে বেড়াচ্ছে নি:সঙ্গ সীগাল।
০৭ ই মে, ২০১৪ সকাল ৯:০৮
সোহানী বলেছেন: একদম ঠিক বলেছেন... আমাদের দেশ বরং আরো সুন্দর। ওরা চেস্টা করে সুন্দর বানিয়েছে আর আমাদেরটা ন্যাচারালই বিউটিফুল শুধু অযত্ন আর মানুষের লোভের কাছে হার মেনেছে।
অনেক ধন্যবাদ.........
১৪| ০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৩৪
অদৃশ্য বলেছেন:
ছবিগুলো দেখে তৃপ্তি মেটেনি... কিছু ছবি ভালো এলেও বেশিরভাগ ছবি ভালো আসেনি... তবে বুঝতে কোন সমস্যা হলো যে জায়গাটা কতো সুন্দর...
শুভকামনা...
০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৫৩
সোহানী বলেছেন: হাঁ ঠিক তাই... ছবিগুলো মোটেও ভালো আসেনি তাই আগেই ক্ষমা চেয়ে নিয়েছি। শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারিনি বলে এ ছবি দিয়েই ব্লগ লিখেছি।
১৫| ১২ ই মে, ২০১৪ সকাল ৯:৩৩
বিডি আইডল বলেছেন: আপু কি জার্মানিতে আছেন? একবার ঘুরতে যাবার সুযোগ হয়েছিলো...আমি গিয়েছিলাম কার্লশ্রুয়ে। দারুণ লেগেছিলো।
১২ ই মে, ২০১৪ সকাল ১১:১০
সোহানী বলেছেন: না আমি দেশেই আছি। জার্মানিতে বেড়াতে গিয়েছিলাম গত মাসে। কার্লশ্রুয়ে জার্মানির কোন দিকে ? আমারো খুব ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ।
১৬| ১৪ ই মে, ২০১৪ দুপুর ১:০০
সোহরাব সুমন বলেছেন: সুন্দর ছবি
কখনও যাওয়া হবে না বলে মনটাও খারাপ হলো !
১৪ ই মে, ২০১৪ দুপুর ১:৪৭
সোহানী বলেছেন: ভাগ্য কোথায় আছে আপনি জানেন না.... হয়তো ভবিষ্যতই বলবে....
১৭| ১৫ ই মে, ২০১৪ রাত ১২:২৫
রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লেগেছে অনেক আপু
১৫ ই মে, ২০১৪ সকাল ৯:১২
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ............
১৮| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগল
১৯ শে মে, ২০১৪ সকাল ৯:০৬
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ......
১৯| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগল
১৯ শে মে, ২০১৪ সকাল ৯:০৭
সোহানী বলেছেন:
২০| ২০ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবিগুলো সুন্দর।
২১ শে মে, ২০১৪ দুপুর ১:০৫
সোহানী বলেছেন: ধন্যবাদ........ সোমার দেখা পেলে জানাবেন কিন্তু..... অপেক্ষায় থাকলাম।
২১| ২২ শে মে, ২০১৪ রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ফেইসবুকে আপনাকে কোন নামে পাওয়া যাবে? যাই হোক, ফেইসবুকের এ স্টেটাসটি পড়ার জন্য অনুরোধ করছি। শীঘ্র রিসপন্স করবেন আশা করি।
সম্ভব হলে আমাকে আপনার ফ্রেন্ডলিস্টে এ্যাড করুন।
শুভেচ্ছা।
২৫ শে মে, ২০১৪ সকাল ৯:০০
সোহানী বলেছেন: হুম আমাকে এই নামেই খুজেঁ পাবেন। জাস্ট সি ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট।
২২| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৭
খায়রুল আহসান বলেছেন: প্রথমেই খরস্রোতা নদীটির ছবি দেখে আমাদের কর্ণফুলি নদীর কথা মনে পড়ে গেল।
কাঠের রেলওয়ে স্টেশন আর 'পাথরের পাহাড়'গুলো দেখে ভাল লাগলো। পুরনো রেলস্টেশনটাও খুব সুন্দর, একটা আলাদা রকমের সৌন্দর্য আছে ওটাতে।
পোস্তে ভাল লাগা। + +।
২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩০
সোহানী বলেছেন: জার্মানদের এভাবে স্মৃতি আকঁড়ে ধরে রাখাটা এক কথায় অসাধারন। তারা কিছুই ধ্বংস করেনি। আগেরটা রেখে নতুনভাবে করেছে। ছবিগুলো ভালো আসেনি। সত্যিকারে জায়গা অনেক বেশী সুন্দর। নেক্সট সিজন যদি ভালো থাকে তাহলে আবার যাবার ইচ্ছে আছে। তখন পরিস্কার ছবি তুলে আবারো পোস্ট দিবো।
২৩| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: ১৩ নং মন্তব্যে চুক্কা বাঙ্গী এর দেয়া ছবিটাও খুব ভাল লাগলো, বিশেষ করে নিঃসঙ্গ সীগাল টিকে দেখে।
২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩১
সোহানী বলেছেন: আপনার পুরোনো পোস্টগুলো পড়া যে আমাকে কতটা আনন্দ দেয় তা অবিশ্বাস্য। নিজের লিখাগুলো পড়ি আর বিরক্ত হই। আরেকটু ভালো হবার দরকার ছিল।
অনেক অনেক ধন্যবাদ।
২৪| ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: "নিজের লিখাগুলো পড়ি আর বিরক্ত হই। আরেকটু ভালো হবার দরকার ছিল" - আরেকটু ভালো হলে হয়তো আরেকটু ভালো হতো, তবে যেটুকু ভাল হয়েছে, সেটুকু ভালোতেই আমি সন্তুষ্ট। পোস্ট পড়ে আর ছবি দেখে, যে উচ্ছ্বাসে আপনি পোস্ট লিখেছিলেন, সে উচ্ছ্বাসটুকুই আমি এ্যাপ্রিশিয়েট করতে চাই/চেয়েছি। ভুলে গেলে চলবে না, আপনি বিদেশে ঘর সামলে, চাকুরি করে, তারপরে যেটুকু সময় পান, সেটুকু দিয়েই ব্লগে অবদান রেখে চলেছেন দীর্ঘদিন ধরে।
২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০১
সোহানী বলেছেন: হাহাহাহা.......... একদম সত্য। সবকিছু সামলে ব্লগে এসে উকিঁ না দিলে মনে হয কি যেন করিনি আজ। তবে মাঝে বেশ কিছুদিন ব্লগে ছিলাম না। কারন তখন ভয়াবহ রকম বিজি ছিলাম। সারাদিন অফিস আবার রাতে ফিরে অফিস। কারন টাইম গ্যাপ। ওদের রাত আমার দিন। ওদের অফিস শুরু হতো আর আমার রাত দুপুর হতো। সেই সাথে তখন আমার মেয়ের তখন মাত্রই জন্ম হয়েছিল। কি যে সময় কাটিয়েছিলাম তখন। কিন্তু সাক্সেস ছিলাম কারন দেশের জন্য প্রায় ১৪০ মিলিয়ন ডলার ফান্ড এনেছিলাম। যে ফান্ড বন্ধ হয়ে গিয়েছিল বা বলতে পারেন বন্ধ করে দিয়েছিল।
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৪ সকাল ১০:১২
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।