নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
''protect children'' নামে ফেইসবুকে পাওয়া চমৎকার এ লিখাটিতে কিভাবে আপনার শিশু সন্তানকে সেক্সুয়াল এবিউজ থেকে বাচাঁবেন তার কিছু টিপস্ দেয়া আছে যা সকল মা/বাবার অবশ্যই পাঠ্য তাই শেয়ার করলাম। একটু ব্যাস্ত আছি তাই আপতত: অরিজিনাল ভার্সান ইংরেজিতেই শেয়ার করলাম পরে সময় নিয়ে বাংলায় অনুবাদ করে আবার শেয়ার করবো । ধন্যবাদ....
Here is a list of things you need to teach your Child(ren) at early age:
1: Warn your Girl Child Never to sit on anyone's laps no matter the situation including uncles.
2: Avoid Getting Dressed in front of your child once he/she is 2 years old. Learn to excuse them or yourself.
3. Never allow any adult refer to your child as 'my wife' or 'my husband'
4. Whenever your child goes out to play with friends make sure you look for a way to find out what kind of play they do, because young people now sexually abuse themselves.
5. Never force your child to visit any adult he or she is not comfortable with and also be observant if your child becomes too fond of a particular adult.
6. Once a very lively child suddenly becomes withdrawn you may need to patiently ask lots of questions from your child.
7. Carefully educate your grown ups about the right values of sex . If you don't, the society will teach them the wrong values.
8: It is always advisable you go through any new Material like cartoons you just bought for them before they start seeing it themselves.
9. Ensure you activate parental controls on your cable networks and advice your friends especially those your child(ren) visit(s) often.
10. Teach your 3 year olds how to wash their private parts properly and warn them never to allow anyone touch those areas and that
includes you (remember, charity begins from home and with you).
11: Blacklist some materials/associates you think could threaten the sanity of your child (this includes music, movies and even friends and families).
12. Let your child(ren) understand the value of standing out of the
crowd.
13: Once your child complains about a particular person, don't keep quiet about it.
Take up the case and show them you can defend them.
Remember, we are either parents or parents-to-be.
বি:দ্র: লিখাটা কপি করার জন্য আমি ইনবক্স করেছি।
২৬ শে মে, ২০১৪ সকাল ৯:৪৬
সোহানী বলেছেন: করবো ভাই.. একটু দৈাড়ের উপর আছি....
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০১
সোহানী বলেছেন: বাংলাটি দেখে নিন.. কোথায় ভুল হলে ধরিয়ে দিবেন।
২| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:১২
মাথা ঠান্ডা বলেছেন: অনেক ধন্যবাদ।
২৬ শে মে, ২০১৪ সকাল ১০:৩৩
সোহানী বলেছেন: ধন্যবাদ আপনাকে ওওওও
৩| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:১৩
আজীব ০০৭ বলেছেন: বাংলায় অনুবাদ করুন তাড়াতাড়ি।
২৬ শে মে, ২০১৪ সকাল ১০:৩৪
সোহানী বলেছেন: অলরেডি অনুবাদ শুরু করেছি... আজই দিব আশা করি....
৪| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:২০
আজীব ০০৭ বলেছেন:
এখানে আপনি প্রাথমিক বয়সে আপনার সন্তান ( Ren ) শেখান প্রয়োজন জিনিষ একটি তালিকা:
1 : কোন ব্যাপার কারও laps নেভিগেশন মামার সহ পরিস্থিতি বসতে কখনও আপনার গার্ল চাইল্ড সতর্ক .
2: তিনি / সে 2 বছর বয়সী একবার আপনার সন্তানের সামনে পরিহিত পেয়ে এড়াতে . তাদের বা নিজেকে মাফ করতে শিখুন.
3 . কোন প্রাপ্তবয়স্ক ' আমার স্ত্রী ' বা ' আমার স্বামী ' হিসেবে আপনার সন্তানের পড়ুন অনুমতি না
তরুণদের এখন যৌন নিজেদের গালাগাল কারণ 4 . আপনার সন্তানের বন্ধুদের সাথে খেলতে যায় আউট যখনই আপনি তারা খেলার কি ধরনের খুঁজে বের করতে একটি উপায় জন্য চেহারা নিশ্চিত করুন.
5 . সে সঙ্গে আরামদায়ক হয় না কোন প্রাপ্তবয়স্ক এবং দেখার জন্য আপনার সন্তানের একটি নির্দিষ্ট প্রাপ্তবয়স্ক খুব অনুরাগী হয়ে যদি পর্যবেক্ষণশীল হবে আপনার সন্তানকে জোর করবেন না.
6 . একটি খুব জীবন্ত শিশু হঠাৎ প্রত্যাহার হয়ে গেলে আপনি অকাতরে আপনার সন্তান থেকে প্রশ্ন অনেক জিজ্ঞাসা করার প্রয়োজন হতে পারে .
7 . সাবধানে লিঙ্গের সঠিক মান সম্পর্কে আপনার পূর্ণবয়স্ক আপগুলি শিক্ষিত . যদি তা চান না , সমাজ তাদের ভুল মূল্যবোধ শেখানো হবে.
8 : এটা আপনি তারা এটা নিজেদের নিরীক্ষা শুরু করার আগে আপনি শুধু তাদের জন্য কেনা কার্টুন মত কোনো নতুন উপাদান দিয়ে যেতে সবসময় যুক্তিযুক্ত.
9 . আপনি আপনার তারের নেটওয়ার্ক পিতামাতার নিয়ন্ত্রণ সক্রিয় নিশ্চিতকরণ এবং প্রায়ই , বিশেষ করে যারা আপনার সন্তানের ( Ren ) দর্শন (গুলি) আপনার বন্ধু পরামর্শ .
10 . কিভাবে সঠিকভাবে তাদের ব্যক্তিগত অংশ ধোয়া এবং যে কেউ যেসব অঞ্চলে স্পর্শ অনুমতি না তাদের সতর্ক এবং যে আপনার 3 বছর বয়সীদের শেখান
( দাতব্য বাসা থেকে শুরু এবং আপনার সাথে , মনে রাখবেন) আপনি অন্তর্ভুক্ত.
11 : যদি আপনি আপনার সন্তান এর বৈধতা শাসান পারে নিষিদ্ধ জিনিসের কিছু পদার্থ / সহযোগীদের (এই সঙ্গীত, সিনেমা এবং এমনকি বন্ধু এবং পরিবারের অন্তর্ভুক্ত) .
12. আপনার সন্তান ( Ren ) বাইরে দাঁড়িয়ে মান বুঝতে যাক
ভিড় .
13 : আপনার সন্তান যদি একটি নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে অভিযোগ একবার , এটি সম্পর্কে নীরব থাকা না.
মামলা তুলে নিন এবং আপনি তাদের রক্ষা করতে পারে তাদের দেখান .
মনে রাখবেন , আমরা বাবা বা হয় বাবা টু হতে
২৬ শে মে, ২০১৪ সকাল ১০:৩৬
সোহানী বলেছেন: হাহাহা এটা কি গুগুল ট্রান্সলেশান !!!!!! অনেক অনেক ধন্যবাদ!!!!
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০২
সোহানী বলেছেন: গুগুল বাংলা না সত্যিকারের বাংলা করেছি.... একটু দেখে নিন ঠিক আছে কিনা।
৫| ২৬ শে মে, ২০১৪ সকাল ১০:২১
শরৎ চৌধুরী বলেছেন: ঢাকাবাসীর সাথে একমত।
২৬ শে মে, ২০১৪ সকাল ১০:৩৬
সোহানী বলেছেন: আজই দিব আশা করি.... ধন্যবাদ
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০৮
সোহানী বলেছেন: Click This Link
দেখুনতো ঠিক আছে কিনা।
৬| ২৬ শে মে, ২০১৪ সকাল ১১:০৫
বাংলাদেশী দালাল বলেছেন: @আজীব ০০৭, আজীব আনুবাদ না সাভাবিক অনুবাদ প্রয়জন।
দৈাড়ের উপর শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৬ শে মে, ২০১৪ সকাল ১১:২৩
সোহানী বলেছেন: হাহাহাহা আজীব আনুবাদ না স্বাভাবিক অনুবাদই দিব।
৭| ২৬ শে মে, ২০১৪ সকাল ১১:৩৮
নাহিদ শামস্ ইমু বলেছেন: খুব দরকারি একটা লেখা। চমৎকার কিছু পরামর্শ দেয়া হয়েছে দেয়া হয়েছে।
এর মধ্যে ১, ৪, ৫, ৬, ৭, ৮,৯ নম্বর পয়েন্টসমূহ বেশি ভালো লেগেছে।
মেয়েশিশুদেরকে পুরুষ আত্মীয়দের কোলে বসানোর ব্যাপারটি নিয়ে আমিও ভীষণ সন্দিহান ছিলাম। বাচ্চারা কাদের সাথে খেলতে যাচ্ছে, এবং কি ধরনের খেলা খেলছে- সেটি বাবা-মা'র জানা ভীষণ জরুরি। বাচ্চাদের জন্য কার্টুন, এনিমেশন ফিল্ম বা যেকোন ধরণের বিনোদনমূলক জিনিস আনার পর মা-বাবার সবসময় উচিত সেসব নিজেরা একবার দেখে নেয়া। কোন কারণে একটি শিশু অস্বস্তি বোধ করলে কিংবা নিজেকে গুটিয়ে রাখতে শুরু করলে তাদেরকে অভয় দিয়ে জিজ্ঞেস করা উচিত যে কি ঘটেছে।
তবে আরো দু'একটি বিষয় এই আর্টিকেল থেকে বাদ পড়েছে। যেমন- বাচ্চাকে কখনোই প্রাপ্ত বয়স্ক আত্মীয় কিংবা এরকম অন্যকারো সাথে বাসায় একা রেখে যাওয়া উচিত নয়।
চমৎকার এই লেখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ। শিশুরা এই পৃথিবীর ভবিষ্যৎ। শিশুদের জন্য খুব সুন্দর এবং নিরাপদ একটি শৈশব উপহার দিতে পারাটা আমার, আপনার, প্রত্যেকের নৈতিক দায়িত্ব। শুভকামনা রইলো।
২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:২০
সোহানী বলেছেন: অরেক অনেক ধন্যবাদ চমৎকার অনুবাদের জন্য।
২৬ শে মে, ২০১৪ দুপুর ২:০৩
সোহানী বলেছেন: আপনার কথামত সাজিয়েছি দেখুন ঠিক আছে কিনা।
৮| ২৬ শে মে, ২০১৪ সকাল ১১:৩৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: হুম!
২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:২০
সোহানী বলেছেন: হুম!
৯| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:১১
নািম সাকিব বলেছেন: thank you. expecting more
২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:২০
সোহানী বলেছেন: ইয়েস কামিং সুন!!!!
১০| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: টিপস গুলো যথেষ্ট সময়োপযোগী সন্দেহ নাই। তবে আমাদের দেশের সমাজ ব্যবস্থায় কয়েকটি টিপস কতটা কার্যকর করা সম্ভব হবে, তা' বলা মুশকিল।
ধন্যবাদ, সোহানী।
২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:২১
সোহানী বলেছেন: আমাদের সমাজ ব্যবস্থা উপযোগী করে আসছি.... লিখা নিয়ে।
১১| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৩২
মদন বলেছেন: +++++++++++
২৬ শে মে, ২০১৪ দুপুর ১:১৬
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ
১২| ২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৬
গরল বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটির জন্য, অরিজিনাল লিংকটা দিয়ে দিলে আরও ভাল হত ভবিষ্যতে আরও কিছু জানার জন্য।
২৬ শে মে, ২০১৪ দুপুর ১:১৭
সোহানী বলেছেন: অরিজিনাল লিংকটা ও আমার কাছে নেই... একই পোস্ট কয়েকজনেকে শেয়ার করতে দেখে আমি পড়ে শেয়ার করলাম।
১৩| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৩০
ডরোথী সুমী বলেছেন: প্রত্যেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে ৭ নং পয়েন্ট পছন্দ হয়েছে। সঠিক বিষয়টা জানানো খুব জরুরী। যখন ছোট ছিলাম আমরা অনায়াসে ১০-১২ বছর পর্যন্ত ফ্রক পরেছি। অথচ এখন ৮-৯ বছরের বাচ্চাদেরকে ফ্রকের সাথে টাইটস বা সালোয়ার পরার পরামর্শ দেই। এই অদ্ভুত আচরন শিখেছি হিন্দি মুভি দেখে তাইনা! অবাক লাগে, মেয়েদের সাধারন এই বাহু দু'খানাকেও মিডিয়া দর্শনিও বস্তু বানিয়ে ফেলেছে। আমাদের সন্তানদের সমস্ত কৌতুহল আমাদেরকেই মেটাতে হবে, না হলে ওরা ঠিকই অন্যের কাছ থেকে সব জেনে নেবে, হয়তো ভুলভাবে। ধন্যবাদ, পোস্টের জন্য। শুভ কামনা।
২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৮
সোহানী বলেছেন: হা ঠিক তাই। আমার বাংলা অনুবাদে তা উল্লেখ করেছি...
Click This Link
১৪| ২৬ শে মে, ২০১৪ দুপুর ২:৩৬
মামুন রশিদ বলেছেন: খুবই মুল্যবান পোস্ট । জনসচেতনতায় পোস্টি অনুবাদ করে ব্লগে দিন ।
২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৯
সোহানী বলেছেন: হাঁ দিয়েছি...
Click This Link
১৫| ২৬ শে মে, ২০১৪ বিকাল ৫:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার একটি পোষ্ট।
২৭ শে মে, ২০১৪ সকাল ৯:৪২
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০
প্রবাসী দেশী বলেছেন: মাফ করবেন।
আপনিই কি ইংলিশ ভার্সন টা পাবলিশ করেছিলেন (মানে ইংরেজি লেখাটা আপনার নিজের লেখা ) নাকি নেট থেকে পাওয়া ইংলিশ ভার্সন টা শুধু বাংলা অনুবাদ করেছেন মাত্র !
দুঃখিত না বুঝে আপনাকে আবার বিরক্ত করার জন্য।
১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৯
সোহানী বলেছেন: আপনি উপরের লিখাটা না পড়েই কিন্তু মন্তব্য করেছেন। লিখাতেই বিষদভাবে লিখা আছে। বাংলা এবং ইংরেজি লিখাটা পড়ুন ও পার্থক্য খুজেঁ দেখুন। সেই সাথে শিশুদের নিয়ে আমার বাকি লিখা পড়ার আহবান জানাচ্ছি।
১৭| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকার একটি কাজ করেছেন। + +
বাংলা অনুবাদটাও পড়তে যাচ্ছি।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৪ সকাল ৯:৪৫
ঢাকাবাসী বলেছেন: বাংলায় অনুবাদ করুন তাড়াতাড়ি। ধন্যবাদ।