নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

ফল সমাহার.... নিশ্চয় সবাই চিনেন ???

১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:০২

টিএসসিতে ছেলেকে নিয়ে ফল মেলায় গেলাম ফল দেখাতে বাট আমার পোলা দেখি আম কাঁঠাল আনারস ছাড়া কিছুই চিনে না। মা হিসেবে ১০০% ব্যর্থ.... :((:((:((:((:((



আপনারা নিশ্চয়ই চিনেন কিন্তু কোনটা খেয়েছেন ????







মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৯

আদম_ বলেছেন: মাখনা বৈচি কাউফল বাদে সব খেয়েছি।
দারুন সব ছবি। কোথা থেকে তোলা?

১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৩

সোহানী বলেছেন: আমি নিজেও খাইনি প্রায়। ৭ তারিখে টিএসসিতে ফল উৎসব ছিল.....

২| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৭

সময়ের ডানায় বলেছেন: সব ফল খেয়েছি।

সুন্দর পোস্ট।

১০ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫২

সোহানী বলেছেন: যাক্ একজন পাওয়া গেল......

ধন্যবাদ

৩| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:০১

কষ্টবিলাসী বলেছেন: অনেক গুলোই খাই নাই, নামও জানি না।

আমি ১০০% গ্রামের ছেলে। অবশ্য, সব ফল আমাদের এলাকায় পাওয়া যায় না।

১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৪

সোহানী বলেছেন: আসলেই দেশি ফলগুলো হারিয়ে যাচ্ছে আপেল আঙ্গুরের মাঝে।

আমি খুব তমই গ্রামে গেছি তারপর ও যতটুকু গেছি তাতে ও মা বাবা দেশি ফল খুঁজে দেখাতেন। আর দেখেন নিজের পোলারে ফল দেখানের জন্য মেলায় যেতে হয় !!!!!

৪| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৪

ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: কাউ ফল্টা খেতে কেমন ! দেখে মনে হচ্ছে টক হবে!!

১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৫

সোহানী বলেছেন: ভাইরে আমিতো খাই নাই.... কেমনে কমু...

৫| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:১০

রফিকুজজামান লিটন বলেছেন: বৈচি,মাখনা ,কাউফল বিলম্বি ফলের নাম প্রথম শুন্তেছি। হায় হায় এতদিন কেন দেখি নি . ।
ধন্যবাদ নতুন কিছু শেখানোর জন্য ।

১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৬

সোহানী বলেছেন: হায় আপনে দেখি আমার থেকে ও....................... আমি অন্তত বিলম্বি/ বৈচি খেয়েছি।

৬| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:২১

ভারসাম্য বলেছেন: মাখনা দেখিনি আগে। :(

+++

১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৫

সোহানী বলেছেন: হুম আমি ও দেখিনি !!!!

৭| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:২২

সাদা রং- বলেছেন: বিলম্বিফলটা ছিনি গত কয় এক মাস আগে আর সব ফলই খেয়েছি, এখন আর দেখি না ।

১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৬

সোহানী বলেছেন: আপনাকেই পেলাম যে কিন্ সব চিনে........

৮| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: মাখনা খাইনি। কাউ আর ডেউয়া, পোড়ামরিচ আর সরিষার তেল দিয়ে ভর্তা। ওহ কি স্বাদ। কল্পনা করলেই জীভে পানি এসে যায়। বড় নষ্টালজিক করে দিলেন। লটকনের এমন বিশ্রি চেহারা কেনো?

১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৭

সোহানী বলেছেন: পোড়ামরিচ আর সরিষার তেল দিয়ে ভর্তা !!!!!!!! বলেন কি ???? আস ভর্তাই তো খেয়েছি...

লটকনের এমন বিশ্রি চেহারা কারন এটা অসময়ে কালেকশান... তা ও তো জোগাড় করেছে...।

৯| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৬

ঢাকাবাসী বলেছেন: সবই খেয়েছি। কুল বরইটা শুকনা বরই হবে মনে হয়!

১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৮

সোহানী বলেছেন: হাঁ তাই.... অসময়ের তো তাই আর কি....

১০| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১১

তূর্য হাসান বলেছেন: মাখনা ছাড়া সবই খেয়েছি।

ঢাকার চীন মৈত্রী সম্মেলনের কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে বৃক্ষ মেলা হচ্ছে ঘুরে আসতে পারেন। অনেক না দেখা গাছ-ফল দেখতে পাবেন।

১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৯

সোহানী বলেছেন: ধন্যবাদ... বৃক্ষ মেলা কি চলছে??? জানি না তো। আমি তো মিস করি না সাধারনত।

১১| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:
দুই একটা খাই নাই

১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৯

সোহানী বলেছেন: আমি ও আপনার দলে.....

১২| ১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

শুঁটকি মাছ বলেছেন: এখন তো আমার ফলগুলা খাইতে ইচ্ছা করতেছে!!!!!! :( আপু এইটা একটা কাজ করলেন? :|

১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৫০

সোহানী বলেছেন: আরে তাইতো..!!!

কাওরান বাজার চলে যান পেলে ও পেতে পারেন !!!!

১৩| ১০ ই জুন, ২০১৪ রাত ৯:৩৫

পাজল্‌ড ডক বলেছেন: ছবি তুলে রেখে ভাল করেছেন, কয়দিন পর এগুলা টিএসসি থেকে পাশের জাদুঘরে যাবে।
বিলম্বির নাম প্রথম শুনলাম,বৈচি খাইনি কখনও,আর মাখনা খেতে ইচ্ছে করেনি কখনও।পুরান ঢাকায় এখনও পাওয়া যায় কদাকার এই ফল।

১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৩

সোহানী বলেছেন: আসলেই তাই...... ডেভেলাপিং ওয়ালারা তো এখন আরবান ছেড়ে রুরালের দিকে পা দিয়েছে.... কোনদিন দেখবেন পুরো গাছপালা, মাঠ ক্ষেত, নদী, বিল কিছুই নাই !!!! শুধু ইট পাথরের ফ্লাট......

কদাকার বলছেন কেন??? ..... প্র্রত্যক ফলেরই নিজস্ব স্বকীয়তা আছে........... তাই নয় কি??

১৪| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:০৪

হারিয়ে যাওয়া ঘাসফড়িঙ বলেছেন: আফা ...কি পুস্ট দিছেন ..... দেইখাই ... মুখে পানি আইয়া পড়ল //// ;) ;) =p~

১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৪

সোহানী বলেছেন: হায় হায় কন কি?????? B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

১৫| ১১ ই জুন, ২০১৪ রাত ১২:১৬

অস্তিত্বহীন বলেছেন: মাখনা বাদে সব খেয়েছি।

১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৪

সোহানী বলেছেন: আমি ও এ প্রথম দেখেছি.....

১৬| ১১ ই জুন, ২০১৪ রাত ২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: ছোটবেলায় খেয়েছি। বিশেষ করে বৈচিফলের গাথা মালার কথা মনে করিয়ে দিলেন। আর এখনতো স্বাদও ভুলে গেছি।
না মা হিসাবে ব্যর্থ নন। ছেলে বড় হলে আর ফলগুলি যদি সহজলভ্য হয়,তাহলে ধীরে ধীরে সবই চিনবে।ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৭

সোহানী বলেছেন: বৈচিফলের মালা গানে পেয়েছি.... সত্যিই কি মালা গাঁথা হতো !!!!! খুবই জানার ইচ্ছা।

মা হিসাবে ব্যর্থ কারন সে এসব ফল চিনে না। আর তাকে চিনানোর দায়িত্ব কিন্তু আমার .......

১৭| ১২ ই জুন, ২০১৪ রাত ১:০২

সচেতনহ্যাপী বলেছেন: @সোহানী আসলেও ছিল। অর্থাৎ বড়বোনরা বানিয়ে দিত আর আমরা ছোটরা একটা একটা খেতাম। শেষ পর্যন্ত সুতোটাই শুধু থাকতো।।

১২ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৬

সোহানী বলেছেন: খুব ইন্টারেস্টিং ...আমরাই সে সুযোগ থেকে বরাবরই বঞ্চিত ছিলাম... আর আমাদের পোলাপান কেমনে পাবে !!!!!!!!!!!

১৮| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:৩৬

চানাচুর বলেছেন: মাখনা ফল চিনিনা। লটকন খেতে বুঝিনা। বৈলম্বী কিছুদিন আগে খাওয়া শিখেছি তবে ফল হিসেবে না তরকারীতে দিয়ে :!>

২২ শে জুন, ২০১৪ সকাল ৯:১৩

সোহানী বলেছেন: বৈলম্বী তরকারী !!!!!!!! এই প্রথম শুনলাম.........

১৯| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:০১

ইকবাল হোসেন খালি বলেছেন: মাখনা ফলটি ছাড়া বাকি ফলগুলো আমি খেয়েছি। এটাকে খুঁজতে হবে। আমি দেশী ফল খুঁজে খুঁজে খাই এবং আমার মেয়েকেও খাওয়াই।
এছাড়া এই অপরিচিত ফলের দলে আছে পানি ফল, শালুক, বেথুন, সফেদা.......
মৌসুমি ফলগুলো ভৌগলিক অবস্থান অনুযায়ী শ্রষ্ঠা সাজিয়েছেন, তাই এগুলো ঐ এলাকার ঐ মানুষের জন্য উপযোগি ও আবশ্যকীয়।
সেই সময়ে সেগুলো শরীরকে দিতে হবে......

২৫ শে জুন, ২০১৪ দুপুর ২:৪২

সোহানী বলেছেন: সহমত। সৃষ্টিকর্তা প্রয়োজন অনুযায়ীই বৃক্ষ দিয়েছেন কিন্তু আমরা এর মু'জেজা বুঝি না।

আমার সন্তানতো নতুন কিছুই খেতে চায় না। আমাদের অনেক বেশী প্রচার করতে হবে দেশীয় ফল নিয়ে যাতে সবাই চিনে ও খায় ...........

অনেক ধন্যবাদ।

২০| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫১

ইমতিয়াজ ১৩ বলেছেন: শুধু ফল কেন? দেশী মাছ, ফুল, গাছ এমন অনেক কিছু আছে আর নাম নতুন প্রজন্ম জানে না টেকনলজির ধাক্কায়।


শুভ কমনা আপনার ছেলের জন্য।

বৈচি ফল দেখিছি কিন্তু খাওয়া হয়নি।

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৭

সোহানী বলেছেন: আসলেই জানে না বা চিনে না নতুন প্রজন্ম। ওরা এখন সব ভার্চুয়ালি দেখার চেস্টা কনে।

বৈচি ফল কিন্তু পাওয়া যায়। নিউমার্কেট ১ নং গেইটের পাশে পাবেন।

২১| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৮

মাদিহা মৌ বলেছেন: মাখনা, বৈচি ফল আর অড় বড়ই ছাড়া সবই খেয়েছি। নিজের গাছের ডেউয়াও। তবে গাছের ডেউয়া এত মসৃণ না। কেমন যেন ট্যাপ পড়া শরীর …

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৩

সোহানী বলেছেন: আহ্ শুধু দেখলাম বাট খাওয়ার সুযোগ হয়নি....

২২| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: বৈচি ফলের ছবিটি দু'বার এসেছে।
ঝুড়িভর্তি করমচাগুলো হাতছানি দিয়ে যেন ডাকছে!
ডেউয়া এর মনে হয় অন্য কোন নামও আছে। এ নামটা আমি শুনি নি।
কাউফলবিলম্বী ফল আমি কখনো খাই নি। সম্ভবতঃ মাখনাও না।
প্রায় সাত বছরের পুরনো পোস্টে প্রথম ভাল লাগাটি (+) রেখে গেলাম। ছেলেপুলে, নাতি নাতনিদেরকে দেখানো/পড়ানোর জন্য একটি উৎকৃষ্ট পোস্ট।
আপনার ১৯ নং প্রতিমন্তব্যটা ভাল লেগেছে। +

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩০

সোহানী বলেছেন: আমি নিজেই অনেক ফল চোখে দেখিনি। তবে গ্রামে ছোটবেলায় যেতাম বলে বেশ কিছু ফল যেমন ঢেউয়া, কাউফল, বিলম্বি, করমচা খেয়েছি। সবগুলোই মারাত্বক টক। আর বৈচি কিন্তু প্রচুর পাওয়া যেত, বিশেষ করে স্কুলের গেইটে। বৈচি আর বেতফল কিনে খেতাম স্কুলের সামনে থেকে।

অনেক অনেক ধন্যবাদ আমার নিজেকেই পোস্টটি দেখানোর সুযোগ করানোর জন্য। মেয়েকে দেখাতে বসলাম আমাদের ফল। কারন আম ছাড়া তেমন কিছু এরা চিনেই না। .....

২৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাখনা ছাড়া সব ফল খেয়েছি। গাব, ডেউয়া, কাউ ফল আমাদের নিজেদের গাছ ছিল। বিলম্ব অবশ্য ফল নয়। এটা টক রান্না করে খাওয়া হয়।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩২

সোহানী বলেছেন: বিলম্ব কিন্তু ফল হিসেবেই খেয়েছিলাম। তবে টক রান্না করে নানুমনি খাইয়েছিল। দারুন ছিল তা।

আপনাদের গাছ ছিল শুনে ভালোলাগছে। এখন কি নেই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.