নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
কয়দিন থেকেই ছবিগুলো আপলোড করার চেস্টা করছিলাম কিন্তু কিছুতেই পারছিলাম না ... যাক অবশেষে আপলোড করতে পারলাম আমার তোলা প্রিয় কিছু জায়গার ছবি, অবশ্যই গুগুল থেকে নেয়া নয়... !!!
এ দুটো দুবাই এয়ারপোর্টের ছবি, ৬ ঘন্টা ট্রান্জিট ছিল প্রায় তাই পুরো এয়ারপোর্টই ঘুরে দেখছিলাম... মানুষের তৈরী অসাধারন আর্কিট্রাক্চারাল ভিউ।
এটি জেনেভার ব্যাংক পাড়া যেখানে আমাদের জ্ঞাতি ভাইয়েরা টাকা পয়সা রাখে আর কি !!!
জেনেভা লেকের রাত্রিকালীন ভিউ... সেটা যে কি অসাধারন তা না দেখলে বোঝাতে পারবো না..
এই পিচ্চিগুলা বাসেল এয়ারপোর্টে ডলবুথ থেকে পুতুল নেয়ার চেস্টা করছিল বাট তাদের মা রাজি হচ্ছিল না ... কি আর করা তাদের দু:খে ব্যাথিত হয়ে ১০ সুইস ফ্রা গচ্চা দিলাম আর কি !!!!
এটা ট্রেন থেকে তোলা... জেনেভা থেকে বাসেল যাওয়ার পথে। খুব ভালো ক্যামেরা না হওয়ার কারনে অত ভালো ছবি আসেনি। কিন্তু পথ যে কত সুন্দর হতে পারে তা না দেখলে বোঝাতে পারবো না...
গুড মর্নিং জেনেভা !!!!
এগুলো ড্রেসডান এর কিছু আর্কিট্রাক্চারাল ভিউ... অসাধারন। সামনা সামনি দেখতে পারলে বুঝতেন কতটা সুন্দর..
এ ছবিটা বোনাস, আমার জানটুস ঝিনুক তুলছে!!!
এই ছোট ছোট ফ্লাওয়ার পট ... আমার খুবই পছন্দ
ড্রেসডানের একটি নদী.. নাম ভুলে গেছি.. দু'বছর আগে বন্যা হয়েছিল এ নদীর তীরে...
ড্রেসডান এর কিছু আর্কিট্রাক্চারাল ভিউ.... মানুষ কিভাবে এতটা সুন্দর জিনিস বানাতে পারে তা জার্মান না গেলে জানতাম না...
এই মরা গাছের ছবি আমি আগেও দিয়েছিলাম.... দিনের বেলা ভুতের আবহ আনার জন্য এ ধরনের চেস্টা... অসাধারন !!!!
জার্মানে কিছু আর্কিট্রাক্চারাল ভিউ.... মানুষ কিভাবে এতটা সুন্দর জিনিস বানাতে পারে তা জার্মান না গেলে জানতাম না... যদিও ২য় মহাযুদ্ধে সবই ধ্বংস করে দিয়েছিল তারপর ও তারা আবার তৈরী করেছে সবকিছু।
অাজ এটুকই আরো পর্ব নিয়ে আসছি পরবর্তীতে... ভালো থাকুন।
৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:০২
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ শরৎ দা।
২| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:১৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ইশস!! চমৎকার বললে কম বলা হয়ে যায় .....
ছবিগুলো দেখে সবচেয়ে আগে যা মনে হচ্ছে তা হলো এক ধরনের আফসোস!
যদি সবগুলো জায়গায় ঘুরে আসা যেত ....
সুন্দর পোস্টটায় ভালোলাগা ঢেলে দিলাম (+++)....
ভালোকথা পরের পর্বের অপেক্ষায় আর সেই সাথে আরো একটা কথা ,
পরের গুলোয় আগের সবগুলোর লিংক যোগ করে দিয়েন, যারা আগের গুলো মিস করবে তাঁদের সুবিধা হতে পারে ....
আর শেষ পর্বটা অবশ্যই প্রিয়তে নেব ...
৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:১৩
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। সত্যিই যদি আপনাদের সাথে করে নিয়ে যেতে পারতাম তাহলেই আমার বর্ননা দিতে সহজ হতো।
যাহোক কোন এক সময় যেতে ও পারেন ..... সেই প্রত্যাশায়।
৩| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৭
মুদ্দাকির বলেছেন: সুন্দর ++
৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:১৪
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৪| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৬
ঢাকাবাসী বলেছেন: চমৎকার সব ছবি আর বর্ননায় দুবাই থেকে জেনেভা হয়ে জার্মানী! ভাল লাগল।
৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:১৬
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। তবে ট্রেন জার্নির ছবি গুলো সবচেয়ে সুন্দর ...... পরের পর্বে সেগুলো নিয়ে আসবো আশা করি।
এ পর্বে ছবিগুলো এলোমেলো হয়েছে... পরের পর্বে ঠিক করে নিব।
৫| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৫
টুম্পা সাড়া বলেছেন: সুন্দর আপু । স্বার্থক জীবন
৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:১৯
সোহানী বলেছেন: সত্যিই আমার স্বার্থক জীবন ...... আমি সবসময় সবকিছুতেই খুশি থাকার চেস্টা করি তাই দু:খ আমাকে বেশী ভর করতে পারে না আর কস্টটা তাড়াতাড়িই ভুলে যাই.....
ভালো থাকুন।
৬| ৩০ শে জুন, ২০১৪ দুপুর ১:১২
শুঁটকি মাছ বলেছেন: দারুন!!!!!
৩০ শে জুন, ২০১৪ দুপুর ২:২০
সোহানী বলেছেন: অসংখ্য ধন্যবাদ শুঁটকি মাছ । তবে নামের সাথে মিল রেখে ছবিটা হলে মনে হয় ভালো হতো।
৭| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৬
মামুন রশিদ বলেছেন: সুন্দর ।
০১ লা জুলাই, ২০১৪ সকাল ৮:৫৮
সোহানী বলেছেন: অসেক ধন্যবাদ মামুন রশিদ....
৮| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:১৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: ছবিগুলো চমৎকার । যতদুর জানি চেক রিপাব্লিক থেকে বয়ে Central Europe এর অন্যতম এই এলবে নদী North Sea তে গিয়ে মিশেছে।
০১ লা জুলাই, ২০১৪ সকাল ৯:০৪
সোহানী বলেছেন: না এটা এলবে না। আমি এলবে নদীতে ও গেছি চেক সহ বর্ডার চায়না মার্কেটে। সেটা অসাধারন। পরের পর্বে দিব ছবিগুলো।
আপনি কি সেক্সনে সুইজারল্যান্ডে এ গেছেন ? সেটার পাশ দিয়ে গেছে এলবে। না গেলে চলে যান ... সস্তায় দারুন জিনিস পাবেন চায়না মার্কেটে সঙ্গে অসাধারন ভিউ বিশেষ করে এ সিজনে।
ভালো থাকেন ক্যপ্রিসিয়াস।
৯| ৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৯
তাহসিন আলম বলেছেন: xotil
০১ লা জুলাই, ২০১৪ সকাল ৯:০৯
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ তাহসিন আলম।
১০| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
আবু শাকিল বলেছেন: ছবি গুলা দেখে,যায়গা গুলোতে যাইতে মুঞ্চায়।কিন্তু আপচুচ বাংলাদেশী পাসপোর্ট নিয়ে অনেক আরামে আছি।
০১ লা জুলাই, ২০১৪ সকাল ৯:৩০
সোহানী বলেছেন: ট্যুরিস্ট হিসেবে যেতে পারেন.... খুব খরচ নয় কিন্তু। আইবিস জাতীয় হোটেলে থাকবেন আর সপ্তাহের ট্রান্সপোর্ট কার্ড করাবেন। এ সময় কিন্তু হাই টাইম।
ধন্যবাদ...আবু শাকিল
১১| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর !!!
০১ লা জুলাই, ২০১৪ সকাল ৯:৩২
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ স্নিগ্ধ শোভন ।
১২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
বাচ্চাগুলোকে পুতুল কিনে দেয়াটা খুব সুইট লাগল।
০১ লা জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬
সোহানী বলেছেন: আর বইলেন না... বাচ্চাগুলা এত্তো সুইট ছিল... তবে আমি পুতুল কিনে দেয়াতে ওদের মা বাবা রীতিমত হতভম্ব !!!
আর আমার নিজেরও পুতুল প্রীতি। যার দরুন প্রতিবারে বাক্স ভর্তি থাকে শুধু পুতুল !!!!!!!!
১৩| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:১১
নাইমুল ইসলাম বলেছেন: পোষ্টটা শেয়ার করে দেশের বাইরে যাওয়ার ই্চ্ছাটা একটু বাড়িয়ে দিলেন আর কি!
০১ লা জুলাই, ২০১৪ সকাল ৯:৪৫
সোহানী বলেছেন: ইচ্ছা থাকিলে উপায় হয়.......
ধন্যবাদ নাইমুল ইসলাম ।
১৪| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:৪০
bakta বলেছেন:
ছবি গুলি বেশ ভালোই লাগলো
ধন্যবাদ সোহানী,
বুঝিলাম তোমার বিদেশ ভ্রমণের
সংক্ষেপ কাহিনী।
নেশা ধরিল এমন ভ্রমণের
সময় আর অর্থ থাকিলে,
ঘুরিয়া আসিব এরূপ বিদেশ
কেউ মোরে না ডাকিলে।
শান্ত হলো মনটা মোদের
মন ভরা ছবি দেখে,
পাঠাই তব থ্যানকু আজ
ছোট্ট কবিতা লিখে।
০২ রা জুলাই, ২০১৪ সকাল ৯:১১
সোহানী বলেছেন: ও মাই গড... অসাধারন কবিতা..... মেনি মেনি থ্যাংকস্ ।
১৫| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৩৯
অপর্ণা মম্ময় বলেছেন: জেনেভা লেকের রাত্রিকালীন ভিউ আর মরা গাছের ভূতুড়ে ভিউটাই বেশি ভালো লাগলো। সুন্দর।
এই ব্লগেরই একজন ব্লগার আছেন আদনান সাদেক নামে। তিনি এলবে নিয়ে আর তার জার্মান জীবন নিয়ে কয়েকটা ধারাবাহিক পোস্ট দিয়েছিলেন, বিশেষ করে এলবের একটা দুইটা ছবি ছিল। খুব সুন্দর সেটাও !
১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ অপর্না।
মরা গাছের ভূতুড়ে ভিউটা আসলেই অসাধারন।
আদনান সাদেক এর ব্লগ দেখা হয়নি। এবার অবশ্যই দেখবো। তবে ক্যাপ্রিয়াসি এর ব্লগ কিন্তু দারুন... উনি ও জার্মান থাকেন ও দারুন সব লিখা লিখেন নিয়মিত।
১৬| ১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫১
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সংকলনে যাচ্ছে চমৎকার এই ছবিব্লগটা.....
২০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৮
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দ্যা অ্যানোনিমাস...............
১৭| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৯
বৃশ্চিক রাজ বলেছেন: আপনার ভ্রমণের সাথেই থাকবে ডিজিটাল বতুতা। এবার কিন্তু লাইক নাম্বার ৬
২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪
সোহানী বলেছেন: হাহাহাহাহা.... আমি ধন্য।
১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:৪১
খায়রুল আহসান বলেছেন: পর্ব ১ আর পর্ব ২ এর সব ছবি ও লেখা তো একই মনে হছে। একই জিনিস দিয়ে দুটো পর্ব করলেন কেন? নিশ্চয়ই ভুলে!
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৫
সোহানী বলেছেন: তাই নাকি? খেয়াল করিনিতো! আসলে আগে যে পোস্ট করতাম তা রীতিমত সময়ের সাথে যুদ্ধ করে। এবং বেশীরভাগই গাড়িতে বসে অফিসে যাওয়া আসার সময়ে। আমার মনে হয় না কোন পোস্ট ৪/৫ মিনিটের বেশী ব্যায় করেছি..........হাহাহা
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৬
সোহানী বলেছেন: ওওওও মনে পড়েছে। ২য়টা পরের ট্যুর এর ছবি। প্রায় নয়মাস পর আবার সেখানে গিয়েছিলাম। তখন কিছুটা কম ছবি তুলেছিলাম। তা দিয়েই সেই পোস্ট।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:৫৪
শরৎ চৌধুরী বলেছেন: বাহ! সুন্দর তো।