নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
সেই ছোটবেলায় গেছিলাম আর যাওয়া হয়নি। তাই অনেকদিন থেকেই ঢাকা চিড়িয়াখানার যাওয়ার ইচ্ছা। যাক্ সময় করে করে শেষ পর্যন্ত গেলাম। দেখার আগে মনে করেছিলাম দারুন একটা ছবি ব্লগ পোস্ট করবো কিন্তু একরাশ হতাশা আর দু:খ নিয়ে লিখতে বসলাম। যাক্ আসি আসল কথায়....
যা যা আমার চোখে পড়লো তা হলো:
১) প্রতিটি প্রাণীর এমন রুগ্ন চেহারা যে খাবার পায় না ঠিকভাবে কনফার্ম। যেমন বাঘ মামারে বা সিংহ রাজাকে দেখেতো এমনি হতাশ.. বেচারাদের নড়ার ও ক্ষমতা নেই। যাক্ আশার কথা কয়েকটি বাঘ নাকি সাফারি পার্কে থেকে শীঘ্রই যোগ হবে।
২) অনেক প্রকার বানর আগে দেখেছিলাম বাট এখন সংখ্যা ও অনেক কম। তারপরও তাদের চঞ্চল পদচারনায় আমার বাচ্চারা মুগ্ধ। তবে চিড়িয়াখানার অনেক সতর্কবানী পোস্টারের পরে ও আমাদের মুগ্ধ দর্শনার্থীরা ব্যাপক ঢিল ও খোচাঁখুচিতে ব্যস্ত ছিল। আমি বুঝি না এরা ঢিল ছুড়ে কি মজা পাচ্ছে ???? তারা কি বুঝে না তাদের ছোড়া ঢিল ওই বানর আর তাদের বাচ্চাদের একটু ও ভালো লাগে না।
৩) আগে হাতি ও ঘোড়া রাইডিং একটা চমৎকার ইভেন্ট ছিল যা এখন বন্ধ। কিন্তু কেন আমরা সামনের দিকে না এগিয়ে পিছনের দিকে যাচ্ছি?? এ ধরনের ইভেন্ট বাচ্চারা খুব এনজয় করে যা বিদেশে খুবই কমন। এতো লোকবল এতো টাকা বরাদ্দ বাট কোথাও কোন উন্নয়নের ছোয়া নেই।
৪) পুরো চিড়িয়াখানায় চারপাশ ময়লা আবর্জনা ছড়ানো ছিটানো... কতদিন যে পরিস্কার হয়নি জানি না। আর পাবলিক ও যথারীতি যেখানে সেখানে চিপস্ এর প্যাকেট, ক্যানের বোতল..... এটা সেটার সমাহার করেছে। অবশ্য এটা সমগ্র বাংলাদেশেরই চিত্র । অবশ্য ফেলবে না কেন.... ডাস্টবিন যে একটা প্রয়োজনীয় বস্তু যা কিছু দূর পরপর রাখা প্রয়োজন তা মনে হয় কর্তৃপক্ষ জানে না।
৫) এবার আসি আসল কথায়... পুরো চিড়িয়াখানা জুড়ে অসংখ্য চা/চিপস্ বিক্রির স্টল। আর পাবলিকের আকর্ষনের জন্য ফুল ভলিউমে হিন্দী গান বাজছে সব জায়গা থেকে। ভয়াবহ এক পরিস্থিতি। এতোটা ন্যুইসেন্স আমরা যে এতোগুলো পশু পাখিদের যে একটু শান্ত পরিবেশ এর প্রয়োজন আছে তা মনে হয় কর্তৃপক্ষ জানেই না। আমি কিছু বলার চেস্টা করেছিলাম বাট আমার উনি আমাকে জোর করে সরিয়ে দিয়েছেন.... ওর কথা কর্তৃপক্ষ যেখানে কানে তুলা দিয়ে আছে তুমি কেন সেখানে ঝামেলায় যাও।
৬) আর চা/চিপস্/আইসক্রিমের দোকান তো প্রতিটি স্টেপ পরপর। যেহেতু অনেক টুকু পথ আর বাচ্চারাই প্রধান দর্শক তাই তা থাকতেই পারে... তাই বলে লাগাম ছাড়া দোকান পাট!!!! অবশ্য সারা দেশকেইতো আমরা ডাস্টবিন আর চা/চিপস্/আইসক্রিমের দোকান মনে করি। পরিস্কার পরিচ্ছন্নতা বলে যে একটা শব্দ আছে তা অবশ্য বাচ্চারাতো দূরে আমরা নিজেরাই জানি না।
৭) সবচেয়ে বেশী মন খারাপ হয়েছে ময়ুরের খাচাঁর সামনে যেয়ে কারন একটা ময়ুরের ও পাখা নেই। অথচ সারা চিড়িয়াখানা জুড়ে ১০/১৫ টাকায় প্রতিটি ময়ুরের পাখা বিক্রি হচ্ছে।
৮)আর কুমিরকে জীবিত মনে হয়নি কোনক্রমেই..... বেচারার ঢাকা চিড়িয়াখানায় এসে ধরা খেয়েছে আর কি...... তার উপর ্মন নোংরা পানি... কেমনে বেচারারা আছে !!!!
৯) পাখিগুলো এমন জীর্ন শীর্ণ... আহারে.... বন্দী থাকা যে এতোটা কঠিন কে জানতো...
১০) চিড়িয়াখানার ভীতরে আবার মিনি চিড়িয়াখানা.. মানে ৫টাকা দিয়ে টিকেট কাটলে কিছু মরা প্রানী আর একুরিয়ামের দেখা পাবেন। যা দেখলে আপনার মেজাজই খারাপ হয়ে যাবে।
-
-
-
-
-
যাহোক শুধু বদনাম করলেই তো হবে না কিছু ভালো জিনিস ও আছে... যেমন..... অসাধারন প্রাকৃতিক ভিউ। এতো বড় এবং সুন্দর শাপলা ফুল অামি কখনই দেখিনি। আর পাশের জলাভুমি সাথে হিজল বা অন্যান্য গাছ... অসাধারন!!!! গেছি বান্দরের ছবি তুলতে বাট এতো সুন্দর প্রকৃতি দেখে শুধু প্রকৃতির ছবিই তুলেছি.... কিছু ছবি শেয়ার করলাম........
আর জিরাফ আর হরিণগুলোকেই একমাত্র প্রানবন্ত মনে হয়েছে......
আমার স্বজাতীর ছবি...... গাধা আর কি....
আর সবার শেষে আমার বাসার জানালায় দাড়িয়ে ড্রেনে চলা সাপের ছবিটা শেয়ার করলাম ... সন্ধা আর তাড়াহুড়া করাতে স্পষ্ট আসেনি....
আজ আপাতত: এটুকু... আবার আসবো নতুন কিছু নিয়ে.......
০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৩
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ ইমতিয়াজ .......
আসলে কারো কোন কিছু নিয়েই মাথা ব্যাথা নেই। যে যেখানে পারছে থাবা বসাচ্ছে। আমরা যেন সেই কৃষক... একসাথে সব ডিম পাওয়ার লোভে সোনার হাঁসটাই জবাই করছি.....
আরে পোলাপান এমন বান্দর যে ওদের স্থির করে ছবি তুলতেই আমি শেষ । ওদের থেকে বান্দরের ছবি তোলা সহজ....... হেহেহেহে
২| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৯
মামুন রশিদ বলেছেন: পশুর খাবার মানুষ খেয়ে ফেললে ওদের অবস্থা এমনই করুণ হবে ।
০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৫
সোহানী বলেছেন: সে আর বলতে... সেটাই তো বলতে চাহিলাম । আপনিই বলে দিলেন.....
৩| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৬
আদম_ বলেছেন: চিড়িয়াখানার আইডিয়াটাই একটা অমানুষিক আইডিয়া।
০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৭
সোহানী বলেছেন: সহমত... আমি ব্যাক্তিগতভাবে পছন্দ করি না। যেখানে মানুষই আর মানুষ নাই সব চিড়িয়া হয়ে গেছে... সারাদেশই যখন চিড়িয়াখানা... তখন কাকে কি বলবেন...........
৪| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩০
ডরোথী সুমী বলেছেন: প্রাকৃতিক দৃশ্যগুলি আসলেই দৃষ্টিনন্দন। শুভকামনা।
০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৫
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডরোথী সুমী .......
৫| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১২
ক্যপ্রিসিয়াস বলেছেন: ছোটবেলায় শেষবার যখন চিড়িয়াখানায় গিয়েছিলাম তখনকার স্মৃতি তেমন মনে নেই তাই আপনার ব্লগের মাধ্যমে আবার একটা ভিউ পাব ভেবে ভাল লাগছিল। কিন্তু ব্যাপারটা উল্টা হয়ে গেল । সত্যিই মনটা খারাপ হয়ে গেল। একটা দেশের ন্যাশলাল মিউজিয়ামের এমন দশা কেমন করে হয়?
এ বার একটু অন্য প্রসঙ্গে বলি, আমাদের হোটেলের রেস্ট্রুরেন্টে হরিনের মাংশের স্পেশাল মেনু আছে। আর এই হরিনগুলো আমাদের হোটেলের ঠিক পেছেন আমাদের হোটেলেরই নিজেদের বিশাল ফার্ম থেকে আশে। হোটেল রুম থেকেই দেখা যায় সেই হরিনের পদচারনা। প্রায় ১২০-১৫০ টার মত হরিন আছে সেখান। আর তার কি খায় জানেন? আমাদের হোটেলে সকালে গেস্টদের ব্রেকফাস্টের জন্য যে ব্রেডগুলো থেকে যায় বা কিচেনে যে ভেজিটেবলগুলো বাড়তি থেকে যায় সেগুলো সহ তাদের জন্য বিশেয খাবারের ব্যবস্তাতো আছেই । কিছুদিন পরপর মেডিক্যাল চেকাপ হয় কারন এই হরিনগুলোর মাংশ সরাসরি রেস্ট্রুরেন্টে আসে তার মানে এদের সাস্থ্য ভাল না থাকলে সেই মাংশ থেকে রোগ বা ভাইরাস গেস্টদের শরীরে না যেতে পারে। আফসোস লাগে বাংলাদেশের অবস্তা দেখে। কিছু ছবি দেই আমাদের হরিনের খামারের। কিছুদিন আগে ২০ টা মত নতুন হরিনের বাচ্চা হয়েছে। এক কথায় দারুন সে সব ছোট ছোট হরিন শাবক ।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮
সোহানী বলেছেন: কি বলেন ক্যপ্রিসিয়াস!!!! আমাদেরে তো নিষিদ্ধ.....
এতো সুন্দর করিনগুলাকে খেতে মায়া লাতে না ???
আসলে আমি ও ছোটবেলার স্মৃতি স্মরন করতে বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম বাট হতাশ হলাম...
৬| ০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২২
ক্যপ্রিসিয়াস বলেছেন:
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪০
সোহানী বলেছেন: ও মাই গড... এতো সুন্দর ভিউ !!!!
আমি মুগ্ধ ও বিস্মিত..... ক্যপ্রিসিয়াস।
৭| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
নুরএমডিচৌধূরী বলেছেন: ভেবেছিলাম
এইবার হয়ত
আপনার ছবিটা দেখতে পারবো
কিন্তু হায়......
অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়
শুভ কামনা রইল
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১
সোহানী বলেছেন: হাহাহাহাহা..... আমার লিখাই আমার প্রতিচ্ছবি...
৮| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +++++++
খুবই দুর্দশাজনক পরিস্থিতি । দেখে মনটাই খারাপ হয়ে গেলো ।
ভালো থাকবেন সবসময় ।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৩
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ন।
আসলেই মন খারাপের মতো পরিস্থিতি.... তারপরও টিকে আছি !!!!
৯| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
আমি সাদমান সাদিক বলেছেন: ভাল লাগা রইল ।।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৩
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ সাদমান......
১০| ০১ লা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
জাফরুল মবীন বলেছেন: ঢাকা চিড়িয়াখানায় গেলে সত্যিই মন খারাপ হয়ে যায়
চিড়িয়াখানার অব্যবস্থাপনা আর বোটানিক্যাল গার্ডেনের অসামাজিক কার্যকলাপ নিয়ে একটা পোস্ট দেওয়ার জন্য বেশকিছু ছবি তুলেছিলাম। আপনার জন্য আমার সংগ্রহ থেকে দুটো ছবি আপলোড করলাম-
অসংখ্য ধন্যবাদ আপনাকে পশুপাখিগুলোর প্রতি অযত্ন ও চিড়িয়াখানার পরিবেশ সম্পর্কে নানা তথ্য তুলে ধরার জন্য।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৫
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ মবীন ভাই। আপনার ছবিগুলো অসাধারন....
আর আপনার অসাধারন পোস্টের অপেক্ষায়........
১১| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:০৩
এম ই জাভেদ বলেছেন: বাংলাদেশের চিড়িয়া খানা বলেন আর সাফারি পার্ক বলেন, কথাও নতুনত্ব নেই - বোরিং ।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৬
সোহানী বলেছেন: হাহাহাহা,, জাবেদ... জীবনটাইতো বরিং। তারপর ও চলতে হয়!!!!
১২| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ৮:৪০
যমুনার চোরাবালি বলেছেন: বাহ্, চমত্কার! আমি চিড়িয়াখানায় গেলেই ময়ুর পেখম মেলে! শুভেচ্ছা!
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮
সোহানী বলেছেন: বাট এখনতো ময়ুরের কোন পেখমই নেই...... পেখম মেলবে কিভাবে !!!!
১৩| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:০২
টুম্পা মনি বলেছেন: বাহ দারুণ। আমিও কিছু দিন আগে ময়ুর দেখতে ঢাকা আর চট্রগ্রামের চিড়িয়াখানা ভিজিট করেছিলাম। চিড়িয়াখানার বাদরের কান্ড সত্যি চমৎকার।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫০
সোহানী বলেছেন: হুম..... বাট টুম্পা মনি.... আমরাতো তাদের ভালো থাকতে দেই না। সে কারনেই এত্তো দু:খ...
১৪| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৬
কলমের কালি শেষ বলেছেন: পশুদের বেঁধে রেখে মানুষের চিত্ত বিনোদন । কাজটি মোটেও ঠিক নয় ।
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে ।
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫২
সোহানী বলেছেন: তা ঠিক... বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে...। তারপরেও যতটুকু রাখি ভালে রাখি না তাদের !!!!
১৫| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১০:০১
সোহানী বলেছেন: আমি খুব দু:খিত বন্ধুরা কারন আমি কোন কমেন্টস্ দেখতে পারছি না। তাই রেসপন্স ও করতে পারছি না... আবার সামুর কি হলো। দু'দিন পর পর সামুর এসব যন্ত্রনা খুবই বিরক্তকর !!!!!!!!!!
১৬| ০২ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:১২
মৃদুল শ্রাবন বলেছেন:
"বন মানুষ, বন মানুষ। মনের মানুষ নিয়ে বনের মানুষ দেখে যান।"
এই যন্ত্রনাদায়ক মাইকিং কি শুনেছিলেন?
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৩
সোহানী বলেছেন: হাহাহাহা... সেটাইতো বলছিলাম...। মেজাজটাই খারাপ হয়েগেছিল.....
১৭| ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৫২
এহসান সাবির বলেছেন: ভাবছি যাব একদিন, অনেক দিন যাই না চিড়িয়াদের দেখতে....!!
০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০০
সোহানী বলেছেন: অবশ্যই যাবেন... বাট মন খারাপ হবে নিশ্চিত......
১৮| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ২:০৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শেষ গেছি, সেই ছোট্ট বেলায়, মনে পড়ে গেল সেই স্মৃতি। পোষ্টে ভালো লাগা।
মজার ঘটনা বলি, পোস্ট পড়তে পড়তে হঠাৎ দেখি বাঘের ছবি পোস্টের বাইরে চলে গেছে!!!
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮
সোহানী বলেছেন: দারুন কোইনসিডেন্ট......
চলে যান আর দারুন একটা ব্লগের অপেক্ষায়....
১৯| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ২:১১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রায় দুইদিন নেট সংযোগবিহীন ছিলাম, তাই দেরীতে পোস্ট পড়লাম। আন্তরিকভাবে দুঃখিত।
তবে এই দুইদিনে শিখতে পেরেছি, কীভাবে সামু ছাড়া থাকা যায়, ভবিষ্যতে কাজে দিবে
কমেন্টখানা পড়ার পর মুছিয়া দিয়েন দয়া করিয়া।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০২
সোহানী বলেছেন: কাউকেই হারাতে চাই না.... আর আপনি ও কি কান্ডারী বা বৃশ্চিক এর মতো গায়েব হবার ইচ্ছা আছে নাকি "!!!!!!
২০| ০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৪
আবু শাকিল বলেছেন: চিড়িয়াখানা র অবস্থা যত দিন যাচ্ছে ততই খারাপ দেখছি।
১৯৯৮ এ একবার গেছিলাম।তারপর ভাতিজার ইচ্ছা রাখতে গিয়ে যাই ২০০৯।
আপনার বর্ননামতে তখনি এরকম অবস্থা ছিল।এখন ২০১৪।
কতৃপক্ষ এখনো ঘুমায়। দেখার কেউ নেই।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫
সোহানী বলেছেন: আসলেই তাই। সব সেক্টরেই বেহাল দশা। কো্থায় যাবো আমরা.... কে আমাদের ভবিষ্যত দেখবে... বলতে পারেন !!!!!
২১| ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃস্ট দুর্ণীতিবাজ চিড়িখানা স্টাফ হলো ঢাকার চিড়িয়াখানার স্টাফ। আপনার পোস্ট সুন্দর।
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯
সোহানী বলেছেন: আরে না ভাই শুধু চিড়িয়াখানা না, সব সেক্টরেই একই অবস্থা।
অনেক ধন্যবাদ ঢাকাবাসী প্রশংসা শুনতে কার না ভালো লাগে......
২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৬
ইমিনা বলেছেন: তখন আমি কলেজে পড়ি। চিড়িয়াখানায় গিয়ে যে এতো হাটতে হবে তা কি আর আমি জানতাম? জানলে তো আরো এক জোড়া জুতা ব্যাগে করে নিয়ে যেতাম। উফ্, জুতা ছিড়ে যাওয়ার কষ্টে এবং লজ্জায় কোন কিছুরই ভালোমন্দ বুঝে উঠতে পারি নি
ঈদের শুভেচ্ছা রইলো আপু
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৬
সোহানী বলেছেন: হাহাহাহাহা...... আগে বলতেন তাহলে বুদ্ধিসহ গাড়ি ভিতরে নেয়ার ব্যবস্থা করতাম.....
ঈদ পরবর্তী শুভেচ্ছা..... কারন কয়েকদিন বিজি ছিলাম একটা ফ্রি মেড়িকেল ক্যাম্প নিয়ে। নেটে বসা হয়নি.....
২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:০৩
মিজভী বাপ্পা বলেছেন: ভালো লিখেছেন+++++
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ বাপ্পা.....
২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫
নুর ইসলাম রফিক বলেছেন: আমার স্বজাতীর ছবি...... গাধা আর কি....
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯
সোহানী বলেছেন: হাহাহাহা... ঠিক তাই....
২৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
ছবিঘর বলেছেন: তখন আমি কলেজে পড়ি। চিড়িয়াখানায় গিয়ে যে এতো হাটতে হবে তা কি আর আমি জানতাম? জানলে তো আরো এক জোড়া জুতা ব্যাগে করে নিয়ে যেতাম। উফ্, জুতা ছিড়ে যাওয়ার কষ্টে এবং লজ্জায় কোন কিছুরই ভালোমন্দ বুঝে উঠতে পারি নি
ঈদের শুভেচ্ছা রইলো আপু
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৫
সোহানী বলেছেন: উত্তর উপরে... দেইখা লন.....
ঈদ পরবর্তী শুভেচ্ছা...... উত্তর দিতে দেরী হবার জন্য দু:খিত।
২৬| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৩
শুভ্র গাঙচিল বলেছেন: আপু আপনার পোস্ট গুলো পড়লেই যেন মনে হয় ঝাঁপিয়ে পরে সব ঠিক করে ফেলি সাথে সাথে। কিন্তু আমি তো সুপারম্যান না। পোস্টটার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আর ছবিগুলোর জন্য স্পেশাল ধন্যবাদ আর অসংখ্য শুভকামনা। কিন্তু এই অসহায় প্রাণীগুলোর জন্য কিছু না করতে পারলে ভালো লাগছে না।
(অফ টপিকঃ আপু এবার নিশ্চয় নামের ছবির সাথে মিল পাবেন।)
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯
সোহানী বলেছেন: প্রথমেই ধন্যবাদ দেই ছবিটার জন্য। এবার ঠিক আছে....
আপনি কোন দিকে তাকাবেন... সবখানেই তো একই অবস্থা। আপনি কয়টার বিরুদ্ধে রুখে দাড়াবেন !!!!!
তাইতো উট পাখির মতো বালিতে মুখ গুজে থাকি...
২৭| ০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৫
*কুনোব্যাঙ* বলেছেন: চিড়িয়াখানার পশুর চাইতে চিড়িয়াখানার কর্তাব্যক্তিরাই বোধহয় দিনদিন বেশী দর্শনীয় প্রাণীতে পরিণত হচ্ছে !
১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩১
সোহানী বলেছেন: সেটা আর কি বলবো !!!! সবখানেই তো একই অবস্থা.....
২৮| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫২
তুষার কাব্য বলেছেন: ঢাকা চিড়িয়াখানায় গেলে সত্যিই মন খারাপ হয়ে যা.. দেখার কেউ নেই।
১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৭
সোহানী বলেছেন: সত্যিই দেখার কেউ নেই...... তাই সবাই যেন হাল ছেড়ে দিয়েছে !!!!
২৯| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৯
মুকতোআকাশ বলেছেন: আপনার পোস্ট পড়ে একটা পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো। তা ২৫/৩০ বছর আগে হবে। আমার ভাগিনা,ভাগিনি দের সাথে নিয়ে চিড়িয়া খানায় গিয়েছিলাম। এক জায়গায় দেখি লেখা আছে বন মানুষ। ভাগ্নি বলল- মামা বনমানুষ দেখব। গিয়ে দেখি বেচারা বনমানুষ খুব মন খারাপ করে গরাদ ধরে দাঁড়িয়ে আছে। ওর ঐ করুণ অবস্থা দেখে আমার ও মন খারাপ হয়ে গেল। ভাগ্নিকে বললাম- বনমানুষ তো দেখলে, গ্রাম্যমানুস, শহুরে মানুষ কি দেখেছ? ভাগ্নি বলল না মামা। আমি বললাম- এর পাশে আরো দুটো খাঁচা করা হবে। একটাতে থাকবে গ্রাম্য মানুষ, আর একটাতে শহুরে মানুষ। কোন দিন সময় হলে তোমাকে দেখব। তা আমার জীবন কালে আর সম্ভব হবে না । আপনারা যদি কেউ পারেন -ঐ সভ্য মানুষ গুলোকে খাঁচায় ভরে বাচ্চাদের দেখবেন- ঐ দ্যাখ এই প্রানির নাম সভ্য মানুষ। এর ঐ প্রাণীটি করুণ দৃষ্টিতে ফ্যালফ্যাল করে আপনাদের দিকে তাকিয়ে থকবে।
১২ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫
সোহানী বলেছেন: মন খারাপ করে দিলেন ...... খাঁচায় বন্দী জীবন গ্রহনযোগ্য নয়। তারউপর যদি ঢাকা চিড়িয়াখানার মতো জায়গা হয় তাহলে তা তো দূ:সহ। কেউ কি এটা বুঝে না !!! নি বুঝে না....
আমি চিড়িয়াখানা কর্তৃপক্ষেরে সাথে কথা বলেছিলাম কিন্তু তাদের এতো দু:খের ফিরিস্তি শুনে তাজ্জব হয়েগেলাম। তাদেরকে কিভাবে দুষবো সরকার যেখানে উদাসীন তাদের সীমিত ক্ষমতায় তারা কি করবে?? সীমিত বরাদ্দ, মাস্তান বাহিনী, কর্মচারী ইউনিয়ন, ঘুস বানিজ্য, টেন্ডার বানিজ্য...... কোনদিকে তাকাবে??? বেশি তাকালেই তো ট্রান্সফার বা উপরের কল!!!!!
কাজেই আমি আপনি চুপ থাকবো আর নিজের চিন্তায় ডুবে থাকবো। আমি ভালো তো সব ভালো.... তাই না !!!!!!!!!!!!!!!
৩০| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৬
বলাকাবিহঙ্গ বলেছেন: সোহানী র জন্যে:
১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৪
সোহানী বলেছেন: ওওওওও অনেক অনেক ধন্যবাদ.......... আমিতো ভাবলাম আমার বান্দরগুলার জন্য .....
৩১| ১৫ ই অক্টোবর, ২০১৪ ভোর ৫:২৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সবচে খারাপ লাগলো কুমিরগুলোকে দেখে।
১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৮
সোহানী বলেছেন: আরে কোনটা রেখে কোনটা বলবেন..... সবগুলোরই অবস্থা কেরোসিন !!!!
বাই দা ওয়ে.. আপনার কি মুলানকে খুব পছন্দ ?? আমার ও আমার ছেলের প্রিয় কার্টুন ক্যারাক্টার..... আমার সবগুলাই কালেকশানে আছে ...
৩২| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২
সুমন কর বলেছেন: প্রতিটি পয়েন্টের সাথে সহমত।
সবচেয়ে বেশী মন খারাপ হয়েছে ময়ুরের খাচাঁর সামনে যেয়ে কারন একটা ময়ুরের ও পাখা নেই। অথচ সারা চিড়িয়াখানা জুড়ে ১০/১৫ টাকায় প্রতিটি ময়ুরের পাখা বিক্রি হচ্ছে।
এটা পড়ে মেজাজটা একটু খারাপ হয়ে গেল।
ভাল থাকুন।
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৩
সোহানী বলেছেন: হাঁ সত্য। খুব ছোটবেলায় যখন বাবার হাত ধরে গিয়েছিলাম তখন কিছুটা বৃষ্টি ছিল এবং অসাধারন সে ময়ুরের নাচ দেখেছিলাম যা আমার মনে গেঁথে গিয়েছিল। তাই এবার সবার আগে ময়ুরের খাচাঁর সামনে যেয়ে বড় একটা ধাক্কা খেলাম। তারপর যখন দেখলাম সারা চিড়িয়াখানায় পাখা তখন দু:খ অার কস্ট পাওয়া ছাড়া কি আর করতে পারি।
ধন্যবাদ সুমন।
৩৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আপু চিড়িয়াখানার অবস্থা বুঝি সবখানেই এমন! আমি রংপুরে দেখেছি কি জঘন্য পরিবেশ আর ব্যবস্থাপনা! এই নিয়ে আমিও ইত্তেফাকে পাঠকের অভিমতে লিখেছিলাম কিন্তু এসব বিষয়ে যাদের টনক নড়ার কথা তারা নিজেরাই উদাসীন! আর খাবার চিড়িয়ার পশুদের পেটে যায় না, যায় মানুষ নামক আজব চিড়িয়াগুলির পেটে!
২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৪
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ ঈপ্সিতা ।
তবে শুধু খাবার না সব ক্ষেত্রেই খারাপ অবস্খা। আমার আপনার সচেতনতাই হয়তো একদিন এদিকে নজর দিবে কর্তৃপক্ষ।
৩৪| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
চিড়িয়াখানার দায়িত্বে আছে আজব সব চিড়িয়া তাই এই বেহাল অবস্থা। সুন্দর পোস্ট আপু।
২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ শোভন।
শুধু ওদের দোষ দিয়ে লাভ নেই আমার ২৯ নং মন্তব্যের উত্তর দেখুন।
৩৫| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
দেখলাম আপু। দেশের সকল কিছুর মূল কেন্দ্রবিন্দুতো ওটাই। সব কিছু ঘুরে ফিরে সরকারের সুবিধাপন্থিদের কাজ। এর মূল দোষ আমাদের মত জনগণদের। আমরাই আমাদের সকল ক্ষমতা তাদের হাতে দিয়ে দিয়েছি। সুন্দর হোক বাংলাদেশের আগামী।
২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৩
সোহানী বলেছেন: সত্যিই কি আমরা সকল ক্ষমতা দিয়েছি ???
আসলে একটু একটু করে আমরা হাজার বছর পিছিয়ে যাচ্ছি... কেমন যেন স্বার্থপর লোভী হয়ে যাচ্ছি.... নাহ্ এসব বলে কোনই লাভ নেই... কেউই শুনে না.... আমরা কিছু রাম ছাগল শুধু মাঝে মাঝে ভ্যা ভ্যা করি...।
অনেক অনেক ভালো থাকেন...
৩৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৪
রেইন ফরেস্ট বলেছেন: চিড়িয়াখানা ব্যপারটা কেমন নিষ্ঠুরতা বলে মনে হয়
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৪
সোহানী বলেছেন: একমত...
২৯ নং কমেন্টস্ দেখেন .....
৩৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: পশুর খাবার মানুষ খেয়ে ফেললে ওদের অবস্থা এমনই করুণ হবে । মামুন রশিদ
বলেছেন ,
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৬
সোহানী বলেছেন:
৩৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৩
লিরিকস বলেছেন: অসাধারন গান আর অসাধারন হয়েছে মবীন ভাইয়ের অনুবাদ....
কেমন করে সবাই কে এই অনুবাদ দেখাই আপু?
এই কারণে ঐ পোস্ট দিয়েছিলাম
৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১
সোহানী বলেছেন: হুম.... আপনি রি-পোস্ট করেন অনুবাদ সহকারে। অবশ্যই সবাই এ চমৎকার কবিতা সহ অনুবাদটি দেখবে।.......
.......আর সবাইকে যে দেখতেই হবে তা নয় কিন্তু..... যাদের ভালো লাগে তারা এমনিতেই খুজেঁ নিবে এটি।
৩৯| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আচ্ছা ভাল কথা আপু আপনি এরই মধ্যে চিড়িয়াখানা ঘুরে এলেন; অথচ আমি মিরপুরেই থাকি। খবর দিলেইতো দেখাটা হয়ে যেত আপনার সাথে।
যাই হোক নেক্সট টাইম আপু দেখা করে আপনাকে অবশ্যই সালাম জানাব।
আপু কিছুদিন আগে আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম। গিয়েই মেজাজ পুরা খারাপ। মনে হইল এইটা কি চিড়িয়াখানায় আসছি নাকি হিন্দি গানের কোন কনসার্টে আসছি !!!
আর দেখি জিরাফের খাঁচার ভেতর জিরাফের পাশেই ভেড়ার পাল। দেইখা আমি পুরাই টাস্কিত।
০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯
সোহানী বলেছেন: সে কথা আর বলতে....
আর আপনার সাথে দেখা করার জন্য চিড়িয়াখানা কেন !!!!
আমি আছি সবসময় !!!!!! আগে পার্টির এরেন্জ করেন... তারপর বাকি কথা.................
৪০| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কারণ চিড়িয়াখানার পশুপাখি গুলো নির্বোধ। বুদ্ধিদীপ্ত মানুষ যুদ্ধ করে, রক্তপাত ঘটায়। শান্তির জন্য নির্বোধদের মাঝে থাকাই শ্রেয়।
কোন পার্টির আয়োজন করব শুধু একবার নাম বলে দেখেন। পুরো গুষ্টি শুদ্ধা হাজির করে ফেলব।
০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২
সোহানী বলেছেন: হেহেহেহে আপনার গায়েবানা পার্টি........... গুষ্টি সব রেডি... খালি একটুন আওয়াজ দিয়েন !!!!!!!!!!!!!!
৪১| ০৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩৩
অ্যামাটার বলেছেন: চিড়িয়াখানা সবশেষ গিয়েছিলাম ৭/৮বছর হয়ে গেল।
উপরে একজন বলেছেন, চিড়িয়াখানার আইডিয়াটাই একটা অমানুষিক আইডিয়া।
১০০% একমত।
তাছাড়া চিড়িয়াখান কনসেপ্টটাই এখন সারা পৃথিবী থেকে উঠে যাচ্ছে। ্নিরীহ বণ্যপ্রাণীকে বিনা অপরাধে শুধুমাত্র "দেখার জন্য" বন্দী করে রাখা একটা চরম নিষ্ঠুরতা। তার উপর বাংলাদেশের চিড়িয়াখানা!!!
০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
সোহানী বলেছেন: সহমত অ্যামাটার । সেই কারনেই এখন অভয়ারন্য কনসেপ্ট ডেভলাপ করেছে..... তারপর ও আমি পছন্দ করি না... বিশেষ করে ৫/৬ ফিট খাঁচার মধ্যে প্রাণীগুলাকে পুরে রাখা...........
৪২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৪
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০
সোহানী বলেছেন: তার মানে লিখা পড়েননি....... এটা কিন্তু ছবি থেকে লিখাটাই গুড়ুত্বপূর্ণ ছিল......... ।
তারপরও অনেক ধন্যবাদ লিংক ধরে পড়ার জন্য।
৪৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৮
মোস্তফা সোহেল বলেছেন: আপনার স্বজাতীয়ের ছবিটাই বেস্ট আর সব গুলা খারাপ
৩০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৩
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা................ সে আর বলতে!!!!!!!!!!!!!!!!!
৪৪| ০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৫
খায়রুল আহসান বলেছেন: প্রাকৃতিক জলাভূমির ছবিগুলো দৃষ্টিনন্দন। নির্জীব পশুপক্ষীর ছবিগুলো হৃদয়বিদারক।
একটা ময়ূরের গায়েও পাখা নেই, অথচ মাত্র দশ পনের টাকায় দেদারসে ময়ূরের পাখা বিক্রী হচ্ছে- অব্যবস্থাপনার এ যেন এক চরম নিদর্শন!
আম জনতার নোংরা স্বভাব আর সিভিক সেন্স এর অভাবের কারণে আমাদেরর দেশের গণবিনোদনের জায়গাগুলো বেশিদিন পরিচ্ছন্ন রাখা যায় না। কর্তৃপক্ষও এক সময় হাল ছেড়ে দেয়।
বাসার জানালা থেকে তোলা ড্রেনের ওপরে সাপের ছবিটা বেশ কৌতুহলোদ্দীপক।
"ওদের থেকে বান্দরের ছবি তোলা সহজ....... হেহেহেহে" .. এবং "আর আপনার সাথে দেখা করার জন্য চিড়িয়াখানা কেন - ভাল বলেছেন!
যাদের মন্তব্য ভাল লেগেছেঃ ইমতিয়াজ ১৩, মামুন রশিদ, আদম_, ক্যপ্রিসিয়াস (ছবিসহ), জাফরুল মবীন (ছবি), কলমের কালি শেষ, ইমিনা, শুভ্র গাঙচিল, *কুনোব্যাঙ*, মুকতোআকাশ, বলাকাবিহঙ্গ ও ঈপ্সিতা চৌধুরী।
পোস্টে অষ্টম ভাল লাগা + +।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ২:৩৯
সোহানী বলেছেন: উফ্ আমি বলতে ভুলেই গেছি যে চিড়িয়াখানা ভিজিটের পর আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম। তা নিয়ে পোস্ট দিবো ভেবেছিলাম কিন্তু এতো ব্যাস্ততায় তা দিতে ভুলেই গেছি। আমি আসছি আবার উত্তর দিতে কিন্তু খুব বিজি এ মূহুর্তে। আগামী সাপ্তাহের আগে ফ্রি হবো না। তারপর ডিটেইলস বলবো।
আরেকটা লিখায়ও আপনি কমেন্ট করেছেন কিন্তু উত্তর দিতে দেরি হচ্ছে বলে দু:ক্ষিত। আসবো দ্রুত...........
১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৫০
সোহানী বলেছেন: আমি এ ভিজিটের পর চিড়িয়াখানার কিউরেটর ও ডিজি মহোদয়ের সাথে দেখা করেছিলাম। কিন্তু আসল সত্যটা হলো আর সবার মতো উনাদের ও হাত পা বন্দী এক অদৃশ্য শিকলে। চাইলেই কিছু করতে পারে না। আর করতে চাইলে সোজা বান্দরবনে পোস্টিং। কে আর ঝামেলায় জড়ায় বলেন!!
আর ওই হোটলেগুলোর সাথে যোগাযোগ সব কর্মচারীদের। লাখ টাকা পর্সেন্টিজ। কোনভাবেই কিছু করার জো নেই। আর যে টেন্ডারে চিড়িয়াখানার খাবারের সাপ্লাই যায় তার ৯০ ভাগই চলে যায় মানুষের পেটে। পশুরা কিভাবে খাবে, বলেন? খুব দু:খে আর হতাশা নিয়ে উনারা বলেছিলেন।
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: অভিজ্ঞতা বর্ননা ভাল হয়েছে। ছবির সাথে আপনার পিচ্ছিদের কিছু ছবি দিতে পারতেন।
চিড়িয়াখানার অবস্থা বরাবরই খারাপ। আসলে কারোই কোন কিছু করার নেই।
হিন্দি গানের প্রতি আমাদের ভাল লাগাটা আমাদের দৈনতার এক জলন্ত বহি:প্রকাশ, সবাই আষ্টে পিষ্টে বাধা। বাচার কোন উপায় নেই।
প্রকৃতির ছবি গুলো বেশ সুন্দর হয়েছে।
'আমি কিছু বলার চেস্টা করেছিলাম বাট আমার উনি আমাকে জোর করে সরিয়ে দিয়েছেন.... ওর কথা কর্তৃপক্ষ যেখানে কানে তুলা দিয়ে আছে তুমি কেন সেখানে ঝামেলায় যাও।'
ভাইয়ার সাথে একমত।
সুস্থ থাকুন, ভাল থাকুন পরিবারের সবাইকে নিয়ে।