নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
আফার ফটো লিংক থেকে।
আমরা সবাই জানি আমাগো বহুত সমস্যা... বিদেশে আমাদের ইমেজ শুন্য এর কোটায়ই নয় প্রায় নেগেটিভ। কিন্তু বিদেশে গেলে সবসময় একটা ভাব ধরে রাখার চেস্টা করি..... দেশের সব পজিটিভ কাজ কর্ম ঢাল পিটাই। (যদিও আমাগো নেতা -নেত্রীরাই তা করেন না।) যাহোক যা বলছিলাম, সকালে উঠেই পেপারে বাংলাদেশীর ছবি দেখে মন ভরে গেলো তাই আগ্রহ ভরে পড়তে যেয়ে ধাক্কা খেলাম। নিউজটা পড়েন-
[link|http://www.thestar.com/news/immigration/2016/03/11/environmental-migrants-breathing-easier-in-canada.htmlhttp://www.thestar.com/news/immigration/2016/03/11/environmental-migrants-breathing-easier-in-canada.html]
তাই আইরিন পারভিন আপা আপনাকে কিছু কথা বলি.....,
আপনি বলেছেন, For Irene Parvin, it meant leaving behind her family’s huge mansion in Bangladesh, two cars, two drivers, a cleaner, the nanny for their two boys, and successful careers — she was a university professor and her husband, a pediatrician.
আমাগো দেশে মোটামুটি মিডিয়াম ইনকামের ফ্যামিলি থেকে সবারই কাজের লোক, ড্রাইভার, বুয়া (যারে এখানে ন্যানি বলে) থাকে যা কানাডায় হয়তো বিশাল কিছু কারন এটি হাই পেইড কান্ট্রি। তাই এইটা ঢোল বাজায়ে কি বলতে চাইছেন... আপনি দেশে কেউকাটা ছিলেন? কানাডা সরকার যাদেরকে এখানে আনে তারা সবাই-ই দেশে কেউকাটা .... বিশেষ কিছু। আপনি ও এসেছেন সন্তান আর নিজের ভবিষ্যত + পাসপোর্ট এর জন্য। শুধু শুধু দেশরে পঁচান কেন?
আফা কি কয় শুনেন.................. দেশে নাকি আকাশ দেখবার পারেন না এমনিই ধোয়াচ্ছন্ন তাই আকাশ দেখবার পারেন না এটা এমনি রেয়ার!!!!!! আর শরীর স্বাস্থ্যের কথা চিন্তা কইরাই কানাডা আইছেন!!!!!!!!!!!!!!
“It’s a real concrete jungle there . . . It’s so smoggy you can’t even see the sky,” says Parvin. “We decided to start over again in Canada only for my health.”
For Irene Parvin, clear blue sky is a rarity in her birth country of Bangladesh. The former university professor was plagued by chronic asthma in Bangladesh, but it has virtually disappeared since she moved to Canada
এইটা কি কইলে আফা, কনকিটের জাংগাল বুঝলাম বাট আকাশ কেন দেখবার পারেন নাই। আপনি কি দিন কানা? ভালো কথা .....আপনি আসছেন হেলথের জন্য ....... আপনার এজমার ট্রিটমেন্ট কি দেশে হয় নাই, অার শুধু এয়ার পলিউশান এর জন্য আপনার এ এজমা????? আপনি কি শুধু এয়ার পলিউশান এর জন্য এখানে আসছেন???????? কানাডা পাসপোর্ট+ সন্তানের ভবিষ্যত + নিজের ভবিষ্যত এর কথাতো বললেন না !!!!!!!! ..... পলিটিকেল পলিউশান, খাবার পলিউশান, ঘাটে ঘাটে দূর্নীতির পলিউশান ............ এগুলাতো বলেন নাই !!!!!!!!!!! বলতে হলে সবটাই বলেন........ অর্ধেক বলেন কেন?
যাকগা... আপনার লিখা যেহেতু এখানের ওয়েল রিডিং ডেইলি নিউজ পেপারে এসেছে তাই সবাই আবার নতুন করে বাংলাদেশকে চিনলো আপনার কল্যাণে তবে নেগেটিভ নিউজ হিসেবে। তাই দু:খ, আমার কলিগ সকালেই কইলো, ইজ দিস ফার্স্ট টাইম ইউ সি স্কাই ইন কানাডা?? হেইরে কি কমু কন.... আমার দেশের এতো সুন্দর আকাশ, পাহাড়, নদী আছে..... কিন্তু শুধু কিছু স্বার্থপর মানুষের কারনে আজ অন্ধকারে .......................
যাক আরেকদিন আপনাদের মতো মানুষদের নিয়া লিখুম এখন টাইম নাই, যারা নিজের দেশের সন্মান রাখতে পারে না বিদেশ গিয়া.... কাক হয়ে ময়ুর সাঁজতে চান........ ভালো থাকেন.........
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৬
সোহানী বলেছেন: ঠিক তাই..... বিদেশ গেলেই আমরা দেশরে আকাশ দেখা যায়না বলে লাফাই... দেশের বদনাম করতে পারলে বহুত খুশ.... একবার ও বাবে না তুমি এতো বড় হইছো দেশের টাকায়....
২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮
আলুমিয়া বলেছেন: আর বাংলাদেশ নিয়া খুব লিখতে পারে। চায়নিজদের নিয়া কেন লিখেনা? বেজিং এর smog নিয়া কেন লিখে না। চাইনিজদের নিয়া লিখলে ষ্টার র খবর আছে।
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০
সোহানী বলেছেন: চায়নিজদেরগো নিয়া লিখতো খপর আছে.... লাস্ট মাসে চায়না টাউনে গেছিলাম কিছু চায়নিজ কিছু লিফলেট দিল, তা পড়েতো আমি আক্কেল গুড়ুম। বিনা বিচারে হাজারে হাজারে মানুষ মারছে, জেলে ভরছে, কিডনি, চোখ তুলে বিক্রি করছে.....। আমাকে কেন পেপার দিচ্ছ, জানতে চাইলে বললো, তুমি তোমার দেশে জানাবে আর এভান সবাই জানবে সত্যিকারের চায়নার অবস্থা......
৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবাই আবার নতুন করে বাংলাদেশকে চিনলো আপনার কল্যাণে তবে নেগেটিভ নিউজ হিসেবে। তাই দু:খ, আমার কলিগ সকালেই কইলো, ইজ দিস ফার্স্ট টাইম ইউ সি স্কাই ইন কানাডা?? হেইরে কি কমু কন.... আমার দেশের এতো সুন্দর আকাশ, পাহাড়, নদী আছে..... কিন্তু শুধু কিছু স্বার্থপর মানুষের কারনে আজ অন্ধকারে .......................
যাক আরেকদিন আপনাদের মতো মানুষদের নিয়া লিখুম এখন টাইম নাই, যারা নিজের দেশের সন্মান রাখতে পারে না বিদেশ গিয়া.... কাক হয়ে ময়ুর সাঁজতে চান.....
দু:খ জনক।
আপনি ফাটফাটি আরেকটা আর্টিকেল পাঠায় দেন তাগোর অফিসে...
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪২
সোহানী বলেছেন: লিখুম.... মাথার উ্প্রে পরীক্ষা.....শেষ হইলেই দৈাড়..........
৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইহাদেরই কি বাংলায় বলে ন্যাকা!!!!
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৩
সোহানী বলেছেন: ভাব মারে আর কি!!!!!!!!!!
৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭
জিয়ানা বলেছেন: ...আপনার দেয়া লিংকটা ক্লিক করেও পেজ টা পেলাম না।
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৪
সোহানী বলেছেন: Click This Link
লিখাটা আরো অনেকগুলো দৈনিকে আসছে এটা ছাড়াও যেমন মেট্রো টোরেন্টো।
৬| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০
হালি্ বলেছেন: আমার কলিগ সকালেই কইলো, ইজ দিস ফার্স্ট টাইম ইউ সি স্কাই ইন কানাডা?? এই সমস্ত মানুসের জন্যি এমন কথা শুনা লাগে। পোস্ট স্টিকি হোক
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫
সোহানী বলেছেন: হাহাহাহাহা.......... আরো আছে সেসব শুনলেতো স্টিকি না আরো কিছু করতে হবে !!!!!!!
৭| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪২
জিয়ানা বলেছেন: তবে,উনার কথা শুনে এটুকু তো বুঝলাম,উনি বাংলাদেশের কলঙ্ক ছাড়া আর কিছু না।
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭
সোহানী বলেছেন: আরে উনারাতো স্বর্ণখন্ড... মেট্রো টোরেন্টো এর মতো পেপারে ছবি আসছে... উনার দুইটা গাড়ি আর ড্রাইভার ছিল, কাজের বুয়া ছিল.... উনি বিশাল বড়লোক............
৮| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাহাকে ঘেটি ধরিয়া আকাশ দেখানো হোক।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৬
সোহানী বলেছেন: হাহাহাহা........ আকাশ দেখার জন্য কানাডা যাইতে হয়...!!!!!!!!!!! হায় আল্লাহ্ রক্ষা করো...........
৯| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০২
ইচ্ছে পাখি বলেছেন: যদিও আমার দেশে এখন গোলাভরা ধান নেই, পুকুর ভরা মাছ নেই, সবুজের সমারোহ নেই, মানুষের ভালবাসা নেই, তবুও আমরা বলি 'ধনধান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা' 'মাছে ভাতে বাঙালি' 'সুজলা-সুফলা-শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশ'- কারন আমি আমার দেশকে ভালবাসি। ধ্বিক্ আ্ইরিন ফারভিন! কবি আব্দুল হাকিম বলেছিলেন-" যেজন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানি, সে জন তাহার জন্ম নির্ণয় ন'জানি"
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৯
সোহানী বলেছেন: ধন্যবাদ চমতকার মন্তব্যের জন্য।
১০| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৩
জিয়ানা বলেছেন: সোহানী,ধন্যবাদ এবার পেজ টা পেলাম।...কি বলেন! স্বর্ণখন্ড! হা হা হা...ঠিক করেছেন,আপনার আর আমাদের সবার ব্যঙ্গ ই একমাত্র প্রাপ্য তার।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:২০
সোহানী বলেছেন:
১১| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৮
বিপরীত বাক বলেছেন: স্যালুট
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:২০
সোহানী বলেছেন: কারে আন্টিরে
১২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৯
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
"থাম্বস আপ" আপনার জন্যে ।
বরাবরের মতোই কঠিন প্রতিবাদী স্বরে ঝলসে উঠলেন ।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:২১
সোহানী বলেছেন: ................
১৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯
ইয়েলো বলেছেন:
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:২২
সোহানী বলেছেন: মানে কি? খুশী হইলেন না দু:খ পাইলেন!!!!!!!!
১৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪১
জুন বলেছেন: আমাদের বাসার চারিদিকে নীল আকাশ
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৫
সোহানী বলেছেন: জুন আপু সেটাইতো কথা... এক ঢাকা বাদ দিলে তো আমরাতো প্রায় খোলা আকাশের নীচেই থাকি......
সরি আপনার লিখা দেখছি বাট পড়ার সময় পাচ্ছি না, প্রিয় লিখাগুলো চোখের সামনে দেখি বাট পড়তে পারি না.... খুব খারাপ লাগে তখন ........ নিজের সময়ের অপেক্ষায়............
১৫| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
টিন নোমবোর বলেছেন: আপনি ঢাকার এয়ার পলুশনকে খাট করে দেখছেন? আমার এক ফ্রেন্ড যতক্ষণ ঢাকায় থাকতঁ, সে এজমাতে ভুগত। কিন্তু বাড়িতে গেলে (ঢাকার বাইরে), সুস্থ হয়ে যেত। আর কিছু কিছু এজমা আছে, যেগুলোর ইফেক্টিভ চিকিৎসা ব্যবস্থা নাই, বেটার সেগুলো এভয়েড করা। তবে নীল আকাশ নিয়া যেটা বলছে, মনে হয় বাড়ায়া বলছে। কিন্তু আপনি কখনও ঢাকার রাতের আকাশ দেখতে পাবেন না, লাইট পলুশনের কারনে।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৮
সোহানী বলেছেন: আমি ও আপনার সাথে একমত কিন্তু যখন অন্য দেশের সাথে কথা হয় তখন সবসময় নিজের দেশের সেরাটা তুলে ধরি, অন্ধকার দিক নয় কিছুতেই।
ভাইটামিন বদির কমেন্ট দেখুন উত্তর ও পেয়ে যাবেন...........
১৬| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৩
কামের কথা কন!! বলেছেন: এরা হচ্ছে নব্য রাজাকার। আমাদের পুরান রাজাকার দের থেকে এই সব নব্য রাজাকার দের কে আইডেন্টিফাই করা খুব দরকার। খোজ নিয়ে দেখেন দেশ থেকে টাকা নিয়ে গিয়ে ওখানে খায় আর দেশের বদনাম গায় " যে পাত্রে খায় সেই পাত্রে মল ত্যাগ করে" এই জন্য বাংলাদেশে ইমিডিয়েট এই সব কুলাংগার দের জন্য ডুয়াল সিটিজেনশিপ বন্ধ করে দেয়া দরকার মালায়শিয়ার মতন।
আপনাকে অনেক ধন্যবাদ এমন কিছু তুলে ধরার জন্য। লিখতে থাকেন।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৯
সোহানী বলেছেন:
১৭| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেশের খেয়ে,দেশের পড়ে
গেলি বিদেশ আইরিন;
গিয়েই হলি নেমক হারাম
লাগছে তোকে ঘিনঘিন।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩১
সোহানী বলেছেন: হাহাহাহাহা..... যথারীতি কবি প্রতিভা.... আপনি আসলেই জাত কবি........
১৮| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৮
কামরুন নাহার বীথি বলেছেন: বাংলাদেশে আকাশ দেখা যায় না!!!! আমি আকাশ থেকে পড়লাম!!!!!
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩২
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা............. আমি ও তো তাই। তাইতো এতো ঝামেলার মাঝে আপনাদের জানান দিলাম...............
১৯| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫২
জাহিদ হাসান মিঠু বলেছেন: ভাই আপনার দেয়া লিংকটা ক্লিক পুরো আর্টিকেলটা পড়লাম,
ওখানে কোন কমেন্টের অপশন পেলাম না তাই কিছু লিখতে পারিনি। যদি লিখতে পারতাম তাহলে হাইব্রিড বাংগালী আইরিন কে আকাশ থেকে পাতাল পর্যন্ত দেখিয়ে দিতাম।
ধন্যবাদ।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৪
সোহানী বলেছেন: হাহাহাহাহা হাইব্রিড বাংগালী ..... দারুন বলেছেন। নাহ্ নেই ওটা ন্যাশানাল নিউজ তাই নেই...... তবে দেখবো নেক্সট্ কিভাবে মন্তব্য করা যায়.....
২০| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৯
ঢাকাবাসী বলেছেন: কিচু লোকের হিপোক্রেসী দেখলে রাগ হয়।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৫
সোহানী বলেছেন: সত্যিই তাই.........
২১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: "খেড়ের পাছা চেয়ারে উঠলে যা হয়"আর তাতে যদি গদি হয় তাহলেতো কথাই নেই।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৬
সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহাহা.........
২২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: আমি বৈদেশ বইয়া দেশের আকাশ মিস করি।
উনি দিনকানা এ বিষয়ে কোন সন্দেহ নাই। কাক হইয়া ময়ূর সাজতে চাই
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৬
সোহানী বলেছেন:
২৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: ওরে নোবেল দাও
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৭
সোহানী বলেছেন: হায় হায় তাইলেতো আবার নতুন পলিটিক্স............
২৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭
হানিফুর রহমান হানিফ বলেছেন: আমার এক পরিচিত লোক আছে যে খাগড়াছড়ি থেকে ঢাকা আসার সময় যাত্রাবাড়ি এসে পৌছালেই তার এ্যাজমা শুরু হয়ে যায় । আবার খাগড়াছড়ি ফিরে গেলে সেরে যায়। আমার তো মনে হয় ঢাকা একটা গ্যাস চেম্বারে পরিনত হয়েছে।
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৮
সোহানী বলেছেন: সত্যিই তাই তবে নিজের দেশের বদনাম পরের দেশে করাটা কি সন্মানজনক!!!!!!!!!!!!!!!!!!!
২৫| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১:১৭
ভাইটামিন বদি বলেছেন: বাংলাদেশের বদনাম করনের মতো হাজারোটা জিনিস/বিষয় আছে কিন্তু বইলা বিদেশে নিজের দেশের বদনাম করার কোন মানে নাই। এতে নিজেকেই ছোট করা হয়....। আর বিদেশীদের মুখ থেকে নিজের দেশের খারাপ কিছু শুনলে অনেক কষ্ট লাগে....
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৩:১৮
সোহানী বলেছেন: ভাইরে সেটাইতো কথা, ইন্ডিয়ান/চাইনীজদের মুখে কখনই নিজের দেশের বদনাম শুনবেন না.... বাট আমরা যেন বদনাম করে ধন্য হই..........
২৬| ১৫ ই মার্চ, ২০১৬ ভোর ৬:০৪
আরকিস মল্লিক বলেছেন: আজব মহিলা তো! আমি কলকাতায় থাকি; তাও বলতে বাধ্য হচ্ছি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ নিয়ে যে বৃহত্তর ভৌগলিক অঞ্চল ম্যাপ এ আঁকা যায় সেই অঞ্চল এর মত Geological and environmental diversity পৃথিবীর খুব কম অঞ্চল এ দেখা যায় আর এই কথা আমি একজন Geology student হিসাবে বলছি আবেগতারিত হয়ে নয়। আর আবেগ দিয়ে একটা কথা এ বলতে চাই আর যেন এমন কুলাঙ্গার এই বাংলায় না জন্মায়।
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৯
সোহানী বলেছেন: Thank you
২৭| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালাই হইছে আফায় বিদেশ চইল্যা গেছে। এই দেশ আসলে উনার মতন আফাদের জইন্য না।
১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১১
সোহানী বলেছেন: ওরে ভাই, ওই আফারা হলো দুধের মাছি...... আর আমরা হলাম মাছের কাটাঁ।
২৮| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮
জাহাঙ্গীর গুরু বলেছেন: ক্ষুধার্ত মহিলা । ওরা ক্যারিয়ার আর বৈষয়িক চাকচিক্যের মোহে অন্ধ। ওরা ভালবাসতে জানে না। খোঁজ নিয়ে দেখেন ওর ছেলে মেয়েরা অরে পসন্দ করে না। অর স্টুডেন্টরা অরে পসন্দ করে না। ডিগ্রি পোস্ট পজিশনের জন্য সব সময় লালা ঝরে। কখনো পেট ভরে না......... । আরে জন্মদাতারেই ভুলে গেলি.........।
১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
সোহানী বলেছেন: সত্যিই তাই। নিজের জন্মদাতা অস্তীত্বকে ভুলে গেলে কিভাবে চলবে................ সহমত।
২৯| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭
রুদ্র জাহেদ বলেছেন: বাংলাদেশ আকাশ ছাড়া বহমান।কী অবাক করা কথা,এরা নিজেরা একটাকিছু হয়ে গেলে নিজের আশেপাশের মানুষকে আর মানুষ মনে করে না বোধহয়,নিজের দেশকে নিয়ে পজিটিভ কিছু ভাবা করাতো আরো অনেক পরের কথা!
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:০০
সোহানী বলেছেন: যত খারাপ হোক না, আমার দেশকে কি অন্যের সামনে হেয় হতে দিব!!!!!!
৩০| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: দোস্ত, আফারে আমার কাছে পাঠায় দেন; পুরান ঢাকার চিপা গলি থেইক্যা বঙ্গোপসাগরের সোনার চর, রুপার চর... যেখান থেইক্যা যেমন আকাশ দেখতে চায় দেখাইয়া দিবানি। দিনের আকাশ, রাতের আকশ, মেঘলা আকাশ, রৌদ্রজ্জ্বল আকাশ, মনের আকাশ, বনের আকাশ... সব, সব, সব
তো, পিকচারের আফাটা কিডা? আন্নে নাকি হেই আফা?
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৫
সোহানী বলেছেন: হায় হায় দোস্ত ক্লগার এইডা কি কইলেন..... আমার পিকচার কেন দিমু ঢোল পিটায়ে সামুতে.... যদি দিতেই হয় তবে ক্যাপশান থাকবে, ''মহান, মহীয়ষী, অসাধারন, বিশাল জ্ঞানী, দেশ-বরেণ্য, দেশের গর্ব................. অাফা সোহানী''.........হাহাহাহা
আমিও তো তাই ভাবছি, তারে আপনার ঠিকানাটা দিয়া দিব, যাতে একটু দেশরে চিনতে পারে, আকাশ কারে কয় চিনতে পারে.....
৩১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেশকে খাটো করা মানে নিজেকেই খাটো করা।
ধন্যবাদ সোহানী।
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৬
সোহানী বলেছেন: সত্যিই তাই আবুহেনা ভাই............
৩২| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১২
মৃদুল শ্রাবন বলেছেন: আপার জন্য শুধু দুঃখ হচ্ছে। নিজের দেশের সম্পর্কে যে এগুলো বলতে পারে তার মানসিক অসুস্থতার জন্য দুঃখই হয়। তবে আপারে সামনে পেলে তার উচু নাকটা কেটে দিতাম।
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৮
সোহানী বলেছেন: হাহাহাহা. নেক্সট্ এ জাহাজটা অটোয়াতে ভিড়ায়েন..........
৩৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩০
লাবনী আক্তার বলেছেন: হেতে আন্ধা নাকি আফা?
আমার ছুটির দিনগুলোতে বিকেলে ছাদে উঠে আকাশ দেখি, ভীষন ভালো লাগে।
নিজের দেশের প্রতি নূন্যতম একটা শ্রদ্ধাবোধ থাকা উচিত সবার।
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৮
সোহানী বলেছেন: সত্যিই তাই নিজের দেশের প্রতি নূন্যতম একটা শ্রদ্ধাবোধ থাকা উচিত সবার। ধন্যবাদ লাবনী।
৩৪| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩২
গেম চেঞ্জার বলেছেন: হতাশ হলাম।
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪২
সোহানী বলেছেন: কেনরে ভাই??????
৩৫| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৩
গেম চেঞ্জার বলেছেন: এদের মানসিকতা জেনে হতাশ হলাম।
১৭ ই মার্চ, ২০১৬ ভোর ৬:১৫
সোহানী বলেছেন: হুম ঠিক তাই............
৩৬| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের নেতানেত্রিরাই প্রতিনিয়ত দেশকে খাটো করছেন , আমরা প্রতিবাদ করতে পারিনা ।
তাদের তুলনায় ইনিতো কাজের বুয়া টাইফ মহিলা !
১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
সোহানী বলেছেন: হাহাহাহাহা ঠিক বলেছেন লিটন ভাই..........
৩৭| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১১
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: প্রবাসীদের নিয়ে অনেক মজার কথা আমার কাছে জমা আছে। সময়ের অভাবে লিখতে পারসি না। কয় পুলাপাইনের লেখাপড়ার লাইগগ্যা গ্যাছে কিন্তু ৩ডা বেস্ট ফ্রেন্ড এর নাম কইতারবো না।
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৬
সোহানী বলেছেন: আপনার লিখার প্রত্যাশায়। কিন্তু লেখাপড়ার সাথে বেস্ট ফ্রেন্ড এর কি সম্পর্ক???
৩৮| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:৩৭
কালীদাস বলেছেন: বেয়াদবি নিয়েন না একটা প্রশ্ন করি। এই পারভীনটা কে? কি করে? কি তার স্পেশালিটি?
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৪
সোহানী বলেছেন: লাখ লাখ ইমিগ্রেন্টের মতো উনিও একজন এবং আরো কিছু দেশী ভাই-বোনদের মতো নিজের দেশের বদনাম করে নিজেকে জাতে তোলার চেস্টা আর কি............
৩৯| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ২:০৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রত্যেকটি দেশেরই ভালো মন্দ দুটি দিকই আছে ! কানাডার কথাই ধরুন - এর অনেক ভালো দিকগুলোর পাশাপাশি দীর্ঘ অন্ধকারাচ্ছনো শীতকাল, চাকরির বাজারের মন্দা, উচ্চ ট্যাক্স এর মতো নেগেটিভ দিকও আছে ! কিন্তু কোনো কানাডিয়ান অন্য দেশে গিয়ে কখনো বলবে না তার দেশের মন্দ দিকগুলো নিয়ে ! এই "কম পানির মাছ গভীর পানিতে পড়া" আইরিন পারভীন নামধারী মহিলার জন্য সত্যি করুনা অনুভব করছি ! তাকে বাংলা নামের দেশটি অনেক কিছু দিলেও তার মনের দৈন্যতা মোটেও দূর করতে পারে নি
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৭
সোহানী বলেছেন: ঠিক তাই, মনের দৈন্যতা মেটানোর জন্য যে শিক্ষা বা রুচির দরকার সেটা তার মতো অনেকেরই নেই... শুধু বড় ডিগ্রি আর প্রফেসার ছিলেন এ দাবী করে নিজেকে আরো ছোট করেছেন...............
৪০| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪
কঙ্কাল দ্বীপ বলেছেন: কৃষ্ণ করলে লীলাখেলা, মদন করলে পাপ!
ভদ্র মহিলা যে কথাগুলা বলছে, সেইটা এই শহরের প্রায় প্রতিটি ঘরে ঘরে কেউ না কেউ বলে।
যারা এখানে হাস্যরস করছেন তাদের বেশিরভাগই প্রথম সুযোগেই কোন উন্নত দেশে পার্মানেন্টলি দৌড় দিতেন। অনেক দেখেছি এমন। দেশের জন্যে ভাষার জন্যে লম্বা লম্বা কথা বলে, কিন্তু দিন শেষে প্রথম সুযোগেই আমেরিকা ইউরোপ গিয়ে ছেলের ভর্তি কনফার্ম করে আসে। দেশে থেকে পুজিবাদের গুষ্টি উদ্ধার করা অনেকের ছেলে মেয়ে কে প্রথম সুযোগেই আমেরিকার নাগরিকত্ব বানায় নিয়ে এসে বছরে দুইবার করে আমেরিকা ভ্রমণ করে। আমাদের প্রাচ্য দেশীয় স্বভাবের জন্যে একজনকে ধুয়ে মুছে গালাগাল দেবার সুযোগ সবাই গ্রহন করছে, কিন্তু এদের মধ্যে কয় জন গিয়ে মূল লেখাটি পড়ে এসেছে সেটিই প্রশ্ন হতে পারে।
http://www.thestar.com/news/immigration/2016/03/11/environmental-migrants-breathing-easier-in-canada.html
এটি একটি জলবায়ুগত মাইগ্রেশন (Environmental migrants) এর বিষয়ে একটি গবেষনালব্ধ লেখা যার মধ্যে এই ভদ্রমহিলার কিছু কথা উঠে এসেছে। এখানে কমেন্টে এমনভাবে তাকে অপমান করা হচ্ছে যেন তিনি বাংলাদেশবিরোধী একটি সাক্ষাৎকার দিয়েছেন! হতে পারে এই ভ্দ্রমহিলার জীবনে বাংলাদেশ মানে শুধু মাত্র "ঢাকা"- নতুন প্রজন্মের একটি উল্লেখযোগ্য অংশ কিন্তু এই দেশ বলতে ঢাকা শহরকেই বুঝে । এমন কয়জনকে আমি নিজেই চিনি, যার জীবনে বাংলাদেশের সবচেয়ে দূরের স্থান বলতে সে গাজীপুর পর্যন্তই জানে, এবং ঢাকার বাইরে জীবনে একদিনও রাত কাটায় নাই। এখন এই ঢাকায় থেকে কয়জন বুকে হাত রেখে বলতে পারবে ঢাকা থেকে আকাশ দেখতে পারে! প্রসঙ্গত বলি- আমার বছর তিনেকের ছেলেকে যখন জীবনের প্রথম গ্রামের বাড়িতে নিয়ে যাই- রাতে শখ করে মাঠে নিয়ে যাই আকাশ দেখাতে। রাতের খোলা আকাশের হাজার হাজার তারায় খচিত সেই বিশাল আকাশ দেখে প্রচন্ড ভয়ে সে কুকড়ে উঠেছিলো এবং কান্নায় ভেঙ্গে পড়েছিলো। (আমার নিজের অভিজ্ঞতার জন্যে আশা করি সবাই আবার দলবেধে আমাকে গাল দেয়া শুরু করবেন না)- এখন পেটের দায়ে এই শহরে থাকা এই আমার শিশু হয়তো জীবনে পাচ ছয়বার গ্রামের যাওয়ার ভাগ্য হবে, অনেক পরিবার আছে যাদের পরিবারের সদস্যদের জীবনে একবারও গ্রামে যাওয়ার ভাগ্য হয় নাই। সুতরাং এইবার তাদের আকাশ দেখার অভিজ্ঞতার কথা কল্পনা করেন। আর যাদের প্রতিদিন রামপুরা/মৌচাক রাস্তা দিয়ে যেতে হয়, তাদের আলাদা করে ধুলার কথা কিছু বলে দিতে হয় না। সিঙ্গাপুরে / চায়নায় এর থেকে কয়েকশ গুন কম দূষনের জন্যেই রেড অ্যালার্ট জারী হয়, মানুষের ঘর থেকে বের হওয়া বন্ধ হয় (অবশ্য সেখানকার শিল্পপ্রবন এলাকায় অন্য কথা) , ঢাকার আবাসিক এলাকা (যেমন- রামপুরা, মৌচাক, মালিবাগ- আমিও এটুকু বেশী চিনি দেখে উদাহরণে এগুলোই আসে বেশী আরকি) গুলোয় ধুলার এবং দূষণের মাত্রাতিরিক্ততায় এজমা হওয়া লোকের সংখ্যা নেহাতই অল্প নয়। এমন ও দেখা গেছে ঢাকায় থেকে এজমায় আক্রান্ত হওয়া রোগী গ্রামে গিয়ে ভালো হয়ে গেছে।
আরও বেশী কিছু বলবার ইচ্ছা ছিলো- কিন্তু আশা করি মূল লেখাটিতে একটু কষ্ট করে গিয়ে কেউ পড়লে আপনারা নিজেরাই আমার থেকেও বেশী কিছু বলতে পারবেন।
সমালোচনা করলে যুক্তি নির্ভর করা উচিৎ। " বান্ধা পাইছি , তাই পিডাইছি" স্টাইলে অযথা সবাই মিলে একজন কে অপমান করবার মানে হয় না।
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩০
সোহানী বলেছেন: দু:খিত আপনি আমার লিখার মূল বিষয়টি বা মন্তব্যের ক্ষোভটা ধরতে পারেননি বা ইচ্ছে করেই এভোয়েড করেছেন। মূল লিখাটি সাথেই দেয়া আছে তাই না পড়ার কোন কারন নেই, লিখাটি জলবায়ুর কারনে মাইগ্রেট করছে এ বিষয়ে কিন্তু আমার এ লিখার মূল বিষয় নিজের দেশকে ছোট করা বা অপমান করা অন্য দেশের সামনে। আমি অনেক দেশ ঘুরেছি বা অনেক দেশের মানুষের সাথে মিশেছি, কখনই কাউকে নিজ দেশকে ছোট করার চেষ্টা করতে দেখিনি। তাই বলে কি তাদের সমস্যা নেই বা বলতে পারেন আমাদের থেকে ও বেশী সমস্য কিন্তু নিজের দেশকে ছোট করে তারা তা করে না। কিন্তু আমাদের মানসিকতা খুবই দীর্ন.... যাহোক আপনার ও বোধদয় হোক লিখাটির মূল বিষয় ধরতে পারার।
আরেকটি কথা, আমি এ লিখাটি লিখেছি আমার ১১ বছরের ছেলের অনুরোধে। সকালে সে নিউজটা পড়ে খুব রেগে গিয়েছিল, নিজের দেশকে এমন অপমান হতে দেখে। আমার ১১ বছরের ছেলের দেশের প্রতি যে বোধ আছে তা মনে হয় এ জাতীয় মানসিকতার লোকদের নেই। এটি "বান্ধা পাইছি , তাই পিডাইছি" স্টাইল নয়।
ভালো থাকুন।
৪১| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯
একজন আরমান বলেছেন:
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৯
সোহানী বলেছেন: প্রিয় আরমান ভাই, আপনি কই হারাইলেন!!!!!!!!!!! সামুতেতো দেখাই যায় না.............
৪২| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬
রাফা বলেছেন: অল্প পানির মাছ বেশি পানিতে গেলে অবস্থা এমনি হয়-গো সোহানী সিস্টার।দেশ থেকে যারা বেশি পায় তারাই দেশের বেশি বদনাম করে।দেখতেই পাইতেছেন কেমন নাদুস-নুদুস গড়ন তারমানে দেশের ভালোই অন্ন ধ্বংস করেছেন।কয়দিন পরে দেখবেন লিখতেছে আমিতো এসি ছাড়া থাকতেই পারিনা,ইটালিয়ান লান্চ আর ফ্রেন্চ ডিনার ছাড়া চলেইনা।উনার ফরটিন জেনারেশন জমিদার বংশের ছিলো।বাস্তব অভিজ্ঞতা থেকেই বললাম।এদেরকে বেইল দেওয়ার কোন দরকার নাই।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২১
সোহানী বলেছেন: ধন্যবাদ রাফা। যার কম থাকে সে বেশী দেখানোর চেস্টা করে। সবচেয়ে বড় রুচি, শিক্ষা বা মূল্যবোধ আর দেশপ্রেমতো যার যার ব্যাক্তিগত বা একান্ত মনের ভাবনা।
৪৩| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৭
কঙ্কাল দ্বীপ বলেছেন: না বস্ , আপনি একটা বিষয়ের অবতারণা করতেই পারেন এবং বিষয়টিকে একটি কোণ থেকে দেখেছেন- সেটা নিয়ে আমার আপত্তি নাই। সম্মানিত অনেক কমেন্টেটরদের গণহারে প্রায় গালাগাল স্টাইলের লেখা থেকে এই বিষয় টা মনে এসেছে। একটি গবেষণার মাঝে একটা স্যম্পলের কিছু কথা থেকে থেকে কখনই এই উপসংহারে আসা যায় না যে -" তার দেশপ্রেম নাই"। ধন্যবাদ।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৪
সোহানী বলেছেন: সম্মানিত অনেক কমেন্টেটরগণ দেশের প্রতি ভালোবাসা থেকে রেগেছে।
সম্মানিত ব্লগার স্বামী বিশুদ্ধানন্দ এর কমেন্টেটি দেখুন। উত্তর পেয়ে যাবেন।
৪৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১:১৬
প্রামানিক বলেছেন: চৈত্র মাসের খোলা আকাশে রোদের চোটে চান্দি ফাইটা যায় আর হেই বেডি বলে আকাশ দেখে না। ওরে ধইরা দাউদ কান্দির বালুচরে দুপুর রোদে চিৎকইরা শোয়ায়া দিলেই আকাশ জন্মের মত দেখবো। ধন্যবাদ পোষ্টের জন্য।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৪
সোহানী বলেছেন: হাহাহাহাহা প্রামানিক ভাই, এই না হলে আপনার উত্তর....... ১০০ ++++
৪৫| ২৯ শে মার্চ, ২০১৬ ভোর ৫:০৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কঙ্কালদ্বীপ: কিছু মনে করবেন না ! দেশপ্রেম যার যার ব্যক্তিগত ব্যাপার ! কিন্তু একজন বাংলাদেশির কাছ থেকে সবাই দেশের প্রতি নূন্যতম শ্রদ্ধাবোধ আশা করে যখন সে কোনো ভিনদেশী ফোরামে বা সংবাদ মাধ্যমে কথা বলে ! এটা যদি নিজ দেশের কোনো সংবাদ মাধ্যমে বা কোনো ফোরামে বলা হতো তাহলে কেউ কিছু মনে করতো না কারণ আমরা বাংলাদেশীরা নিজেদের মধ্যে দেশের বা রাষ্ট্রের অনেক সমস্যা নিয়েই হতাশা ব্যক্ত করি, কিন্তু নিজের ঘরের সমস্যা বাইরে না বলাই উত্তম !
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৫
সোহানী বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ স্বামী বিশুদ্ধানন্দ । একদম মনের কথাটি বলার জন্য।
৪৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:০৩
মহা সমন্বয় বলেছেন: যারা নিজের দেশের সন্মান রাখতে পারে না বিদেশ গিয়া.... কাক হয়ে ময়ুর সাঁজতে চান........ ভালো বলেছেন।
০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২১
সোহানী বলেছেন:
৪৭| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১
নকীব কম্পিউটার বলেছেন:
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২
সোহানী বলেছেন: হুম..............
৪৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩
গরল বলেছেন: ঢাকায় এখন আ্যলার্জী ও অ্যাজমার সমস্যা ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। আমার অ্যালার্জী থেকে অ্যাজমার দিকে টার্ন নিচ্ছে, আমার তিন বছর বয়সী মেয়ের অ্যালার্জীর সমস্যা, আমার স্ত্রীরও তাই যা কিনা ১০বছর আগেও ছিল না। রেগুলার স্প্রে ব্যাবহার ও দিনে দুই বেলা অ্যান্টি হিস্টামিন না নিলে বিছানা থেকে উঠাই কস্টকর হয়ে যায়। আমার দুই বন্ধু ও তার বাচ্চাদের একি সমস্যার কারনে কানাডা চলে যাচ্ছে এই জুন এ। যদিও দুজনেরই মাসিক আয় ২লক্ষ টাকার উপরে। আমিও একই অপশন চিন্তা করছি। অতএব আমি তো মনে করি না আইরিণ পারভিন তেমন কোন খারাপ কথা বলছে।
বিদেশে প্রতিটা বাংলাদেশী দেশের অ্যাম্বাসিডর এটা ঠিক। কিন্তু এর চেয়েও অনেক বেশী সম্মান নস্ট হয় যখন কোন বাঙ্গালী বিদেশে চুরী করে, মিথ্যা কথা বলে, হিন্দিতে কথা বলে, যেখানে সেখানে থুতু ফেলে, বাসার আশেপাশে নোংরা রাখে, রাস্তা ঘাটে কমনসেন্স ছাড়া কাজ করে আর কত ভাবে সেটা আপনারা ভালই জানেন। আমি তিন বছর জাপানে থেকেছি আর এসব দেখেছি। আপনি কি জানেন এর চেয়ে বেশী সম্মান নস্ট হয় যখন এক বাংলাদেশী আর এক বাংলাদেশীকে দেখে সালাম দেয় বা আল্লাহ হাফেয বলে, তারা ত আমাকে অবাক হয়ে প্রশ্ন করত যে তুমাদের ভাষায় কি সম্বাষণ নাই যে তুমরা আরবীতে বল। পৃথিবীর এমন কোন দেশের লোক নাই বা আচার ব্যাবহার নাই যা দেখলে বোঝা যায় না তারা কোন দেশের। বাংলাদেশীদের এমন কোন আচরণের উদাহরন দিতে পারবেন যেটা দেখলে বোঝ যায় যে আমরা বাংলাদেশী?
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৭
সোহানী বলেছেন: আমি কোথাও বলিনি দেশের বাতাস স্বর্গের মতো.... কিন্তু দেশের অ্যাম্বাসেডর হয়ে দেশেরই বদনাম করছে মাইক দিয়ে, সেটা কি ঠিক। আর থুতু ফেলা বা নোংরা করাটা অন্যায় কিন্তু ক'জন তা দেখে আর পত্রিকা বয়ে নিজ দেশের লোকের মুখে দেশের বদনাম শুনতে ভালো নিশ্চয় লাগে না..........
সরি আপনার সাথে তর্ক করতে চাই না কারন এক বাংলাদেশী আর এক বাংলাদেশীকে দেখে সালাম দেয়া বা আল্লাহ হাফেয বলাটা আমাদের যতটুকু না ধার্মিক তারচেয়ে কালচার বা সংস্কৃতি। সেটা নিয়ে লজ্জারতো কিছু নেই যদি না আপনি তাদের সঠিকটা বলেন।
আপনি কি জানেন ভারতের বা চায়নাতে কি ভয়াবহ সমস্যা, অন্যায়, দূর্নীতি, রেপ, খুন কি নেই সেখানে... কিন্তু তারা দেশের বাইরে কখনই তা নিয়ে মুখ খুলে না। তারা বলে সব দেশেরই সমস্যা আছে, সেটার জন্য সরকার আছে, আমি কেন তা নিয়ে দেশের বাইরে কথা বলতে যাবো.......... যাক, লিখাটা লিখে মনে হচ্ছে আপনারা খুব কষ্ট পেয়েছেন, আমি ও কোমর বেধেঁ বদনাম করতে পারলে ভালো হতো... কিন্তু সরি আমি তা কখনই করতে পারি না কারন আমি আমার দেশের অ্যাম্বাসাডার....
৪৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এই লেখাটি পড়ে মন্তব্য দিয়েছিলাম। এইডা কেমন হলো?
যেকোন একটি হতে পারে: আপনি মন্তব্য মুছে দিয়েছেন... অথবা আমি মন্তব্য দেই নি!
শুভেচ্ছা জানবেন সোহানি। আর দেশের মঙ্গলের জন্য প্রচার করবেন।
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২
সোহানী বলেছেন: হায় হায় !!!!!!!!! মইনুল ভাই এর মন্তব্য মুছে ফেলার মতো সাহস কি আমার আছে....... আমার মতো ক্ষুদ্র লেখকের ঘরে আপনার একটু উকিঁইতো আমার জন্য বিশাল কিছু.......
কোথায় ছিলেন... অনেকদিন কোন খোঁজ নেই......????
৫০| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আছি তো! পাশে আছি তবু কাছে নেই... অবস্থা আরকি!
আজকে শুক্কুরবার... কুপাইয়া ব্লগিং করমু ভাবতেছি
০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯
সোহানী বলেছেন: হাহাহা.......... অপেক্ষা.........
৫১| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬
উদাসী স্বপ্ন বলেছেন: কিন্তু এই আইরিন পারভিন কে?
১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
সোহানী বলেছেন: লাখ লাখ ইমিগ্রেন্টের মতো উনিও একজন এবং আরো কিছু দেশী ভাই-বোনদের মতো নিজের দেশের বদনাম করে নিজেকে জাতে তোলার চেস্টা আর কি............
৫২| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৬
অপু দ্যা গ্রেট বলেছেন: ঠাকুর দাদার কথা মনে পরল ,
দেখা হয়নি চক্ষু মেলিয়া
১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
সোহানী বলেছেন: আসলেই তাই........
৫৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪
অপু দ্যা গ্রেট বলেছেন: এদের দিয়ে যে কি হবে
১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১
সোহানী বলেছেন: হুম বাড়ি গাড়ি সবই হবে এদের দিয়ে তবে নিজের..........
৫৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০
অপু দ্যা গ্রেট বলেছেন:
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৬
সোহানী বলেছেন:
৫৫| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭
মনিরা সুলতানা বলেছেন: আদেখলা এদেরকে বলে
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৯
সোহানী বলেছেন: আদেখলা কি মনিরা......?
৫৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০০
প্রীতম বলেছেন: আপু আমার মনে হয় উনার চোখে প্রুবলেম ছিল তাই এতো সুন্দর নীল আকাশ দেখতে পায় নাই। বিদেশে গিয়ে চোখ ঠিক করার পর উনার মনে হয়েছে এদেশে আকাশই নাই।
কপাল পোড়া ইহাকেই বলা হয়।
সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
১৩ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:০০
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা.............. আপনার মন্তব্য পড়ে আমি হাসি থামাতে পারছি না।
৫৭| ২৪ শে মে, ২০১৬ ভোর ৬:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আকাশ দেখতে হলে ছাদের তলা থেকে বের হতে হবে কিংবা চোখে জ্যোতি থাকতে হবে.........
২৮ শে মে, ২০১৬ সকাল ৮:১৩
সোহানী বলেছেন: সত্যিই তাই সাদা মনের মানুষ ভাই...............
৫৮| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: বিদেশে সাংবাদিকদের সাথে কথা বলার সময়ে অনেকে নিজ দেশের মান সম্মানের কথা মনে রাখতে পারেন না। ঐ মহিলা যা বলেছিলেন, তা অনেকটা বাড়িয়েই বলেছিলেন, ফলে অবশ্যই দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল।
০৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫২
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখক ঠিক আমার ক্ষোভের টোনটা ধরতে পারার জন্য।
খায়রুল ভাই, আপনি আমার ব্যাকগ্রাউন্ড অল্প বিস্তর জানেন বলেই আমি মনে করি। তাই বিভিন্ন ফোরামে বিভিন্ন দেশের মানুষদের সাথে কথা হয় এবং খুব কুব চেস্টা করি দেশের পজিটিভ সাইড তুলে ধরতে। আমি কেন নিজের দেশকে ছোট করে অন্যকেও সুযোগ করে দিবো!! যাই করি না কেন তা নিজের মানুষের সামনেই করবো বাইরের কারো সামনে নয় কিছুতেই!
আবারো ধন্যবাদ ২০১৬ সালের পোস্টটি পড়ার জন্য।
৫৯| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ৩:১৬
পারফিউম৫৪০ বলেছেন: সোহানী বলেছেন: দু'টো পোস্টেই পড়েছি কিন্তু যথাযথ মন্তব্য করেনি। কারন সত্যিই সময়ের টানাটানিতে আছি। আমি জানি একবার শুরু করলে এর প্রতিউত্তর দিতেই হবে। তাই আপাতত: অফ ছিলাম। যাইহোক, আপনি যেহেতু বিশদ বিবরন নিয়ে আসছেন তাইলে একখান কথা কই,
পাহাড়ের এপারে যে থাকে সে জানে না পাহাড়ের ওপাড়ে কি। কিন্তু যে ব্যাক্তি এপার ওপার দুু'পাড়েই গেছে সে জানে এবং কম্পেয়ার করতে পারে। তাই মাঝে মাঝে একটু উপদেশ মূলক আর গলাবাজি করেই ফেলি।
দেশে থাকতেই দেশের বাইরে যেতে হতো মাঝে মাঝে। তখন নিজেই মনে মনে কিছু আত্মতৃপ্তির ঢেঁকুর তুলতাম তাদেরকে দেখে। কিন্তু সত্যিই থিতু হলাম তখন নিজের জ্ঞান নিয়ে নিজেই হাসলাম। এবং আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি আমার পাহাড়ের দুই পাশের অভিজ্ঞতাই আছে এবং খুব ভালোভাবেই আছে। দেশের মোটামুটি বেশ কয়টা সেক্টরে কাজ যেমন করার সুযোগ হয়েছে তেমনি দেশের বাইরেও।
তাই যারা আত্বতৃপ্তির ঢেঁকুর তুলছেন আমাদেরকে নিয়ে তাদের জন্য কিছুটা দু:খবোধ নিয়েই বলছি। পাহাড়ের ওপারে কি আছে আগে দেখে ও জেনে পোস্ট লিখেন। অন্যের চোখে দেখে নয়, অন্যের কথা শুনে নয়। আর ওই ধরনের বস্তাপচাঁ দুই নাম্বারী নাগরিকের ডায়ালগ খুবই হাস্যকর আমাদের কাছে, যারা পাহাড়ের দুই পাড়ই দেখেছি।
সবাই ভালো থাকেন।
০৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫৬
সোহানী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৪
আলুমিয়া বলেছেন: মনে কষ্ট নিয়েন না ভাই। বাংলাদেশের মানুষগুলা আজিব। বাংলাদেশে গরীব জনগনের টাকায় লেখাপড়া শিখে, দেশে থেকে টাকা পয়সা জমিয়ে পাড়ি দেয় সুখের দেশে। নিজের সুবিধার জন্য - তখন আমাদের গরীব দেশ হয় নোংরা, গরীব দেশ হয় দুরনিতিতে ভরা, আকাশ দেখা যায় না, ইত্যাদী। আর বিদেশে গিয়া যখন লাত্থি উষ্টা খাইয়া অড যব করে বা মিডিওকার জব করে - তখন ভাবে দেশত আমাদের কিছু দিল না।