নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
অাজ থেকে ১০ বছর আগে ২০০৭ এ #MeToo এর আওয়াজ তুলেছিল নারী অধিকার কর্মী Tarana Burke যখন ১৩ বছরের একটি মেয়ের মর্মস্পর্শী কাহিনী শুনে নিজেকে ধরে রাখতে পারেনি। কিন্তু একজন কালো নারী অধিকার কর্মী হিসেবে তার সে আওয়াজ সকলের কানে পৈাছাতে দীর্ঘ ১০ বছর সময় নিয়েছিল। হলিউড producer Harvey Weinstein এর বিরুদ্ধে ধর্ষন অভিযোগের এক পর্যায়ে হলিউড অভিনেত্রী Alyssa Milano এটি টুইট এর মাধ্যমে জনসম্মুখে আনে এ মাসের ১৫ তারিখে। দীর্ঘদিন ধরে পরিচালক Weinstein হলিউডে অভিনয় করতে ইচ্ছুক মেয়েদের সুযোগ দেয়ার নামে দিনের পর দিন ধর্ষন করে। Shakespeare in Love, Gangs of New York, Tulip Fever, My Week with Marilyn, The Current War তার অনেকগুলো বিখ্যাত মুভির কয়েকটি।
producer Harvey Weinstein
কিন্তু Alyssa এর ছোট্ট এ আওয়াজটি এতো শক্তিশালী হয়ে উঠতে সময় নেয় নি। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আসা সে টুইটটি ১২ মিলিয়ন বার ফেইসবুকে পোস্ট হয়ে আসে। প্রায় ৪৫% ফেইসবুক ইউজার এটি শেয়ার করে। এটি এখন একটি প্রতিবাদের ভাষা, নারীর বিরুদ্ধে নির্যাতনের একটি প্রতীকি ক্যাম্পেইন।
আলীশার সে টুইট
"If you’ve been sexually harassed or assaulted write ‘me too’ as a reply to this tweet."
নারী অধিকার কর্মী Tarana Burke
আস্তে আস্তে থলের বিড়াল বেড়িয়ে অাসতে থাকে একের পর এক। হলিউডের নোংরা চেহারাটা, বেড়িয়ে আসে অজানা কিন্তু জানা কাহিনীগুলো। হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স তার অভিজ্ঞতা বর্ননা করতে যেয়ে শিউরে উঠে ... সে একা নয় একর পর এক মুখ খুলছে সবাই। একটি ঢিল এখন প্রায় সুনামী। অলরেডি Weinstein এর পতন শুরু হয়েছে... তাকে ফায়ার করা হয়েছে কোম্পানী থেকে, অসকার থেকে বাতিল করা হয়েছে এবং সর্বশেষ তার বউ তাকে ডিভোর্স দিয়েছে।
কেন এ ছোট্ট আওয়াজ এতো ঝড় তুলেছে?? হাঁ, এ প্রশ্নের উত্তর খুবই সহজ....... সারা বিশ্বের আনাচে কানাচে অসহায় নির্যাতিত প্রতিটি নারী তাদের সে কস্ট শেয়ার করতে চেয়েছে, আরেকটি মেয়েকে জানাতে চেয়েছে... মেয়ে তুমি একা নও, আমি ও আছি।
এবার একটু দেশের দিকে তাকাই.... আমেরিকা কানাডার মতো উন্নত বিশ্বে যেখানে মেয়েদের অধিকার রক্ষায় আছে কঠিন কঠিন আইন তাদের যখন এ অবস্থা সেখানে নারী নির্যাতনের প্রথম সারিতে থাকা আমাদের মতো দেশের কি চিত্র তা সহজেই অনুমেয়.........। ঢালিউড এর কথা বাদই দিলাম সাধারন মেয়েদের জীবন যেখানে প্রতিটি পদক্ষেপই কঠিন....
আর তাই.....মেয়েরা ঘুরে দাড়াঁও সবখানে সব সময় ও আওয়াজ তোল..........#MeToo...মেয়ে তুমি একা নও, আমি ও আছি।
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১২
সোহানী বলেছেন: হাঁ সত্য। এমন কি কানাডায় ও। যদিও এখানে নারী নির্যাতন ভয়াবহ অপরাধ।
তবে এটুকু বুঝেছি, হলিউড ও আমাদের চিত্রপাড়ার মতো... কিছু পেতে হলে কিছু দিতে হবেই.............
ধন্যবাদ গাজী ভাই........
২| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩
সুমন কর বলেছেন: হুম, #WeToo...মেয়ে তুমি একা নও, আমরা ও আছি।
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭
সোহানী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই...........
#WeToo...মেয়ে তুমি একা নও, আমি/আমরা ও আছি।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২১
শায়মা বলেছেন: আমরাও আছি!!!!!!!!!!!!
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২
সোহানী বলেছেন: ইয়েস শায়মা...... আমরা অবশ্যই আছি!!!!!!!!!
৪| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪০
স্পার্টাকাস৭১ বলেছেন:
মনে হচ্ছে আপনি #MeToo কে ঠিক মত এ্যাসিস! করতে পারেননি।
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৩
সোহানী বলেছেন: হয়তো তাই। বিষয়টি অনেক গুড়ুত্বপূর্ন কিন্তু আমি খুবই সংক্ষেপে প্রাথমিকভাবে তুলে এনেছি যাতে দেশের পাঠকরা বিষয়টি জানতে পারে। যেহেতু আমি নারী অধিকার নিয়ে লিখালিখি করি তাই ভবিষ্যতে এর অনেক কিছুই তুলে ধরবো। তবে নি:সন্দেহে এটি একটি বড় পদক্ষেপ।
ধন্যবাদ
৫| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নারী অধিকার কর্মী Tarana Burke কে দেখে ভয় পেয়ে গেছিলাম !
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪
সোহানী বলেছেন: সেই জন্যইতো আলীশার ছবিটা দিয়ে ব্যালেন্স করলাম............
৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৭
এলিয়ানা সিম্পসন বলেছেন: আপনারা পাশে আছেন ভাল কথা, কিন্তু #MeToo মানে হল I was sexually assaulted too.
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২০
সোহানী বলেছেন: আপনি এর বর্তমান আন্দোলনের বিষয়গুলো পড়বেন। হাঁ প্রথমে এটি যারা সেক্সুয়ালী এ্যাসাল্ট হয়েছিল তারা নিজেদের ট্যাগ করলেও এখন এটি নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের প্রতীক।
সামনে এগিয়ে থাকা নারীরা থেকে শুরু করে সকলেই যোগ দিচ্ছে। এটি এখন নারী নির্যাতনের বিরুদ্ধে শক্ত একটি ভয়েস। একটা লিংক দিলাম লেটেস্ট নিউজ এর... হলিউড থেকে শুরু করে অনেকে্ই যোগ দিয়েছেন এখানে...........
http://www.freep.com/story/life/shopping/georgea-kovanis/2017/10/27/metoo-movement-sexual-assault/807152001/
৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমরা সবসময়ই আছি। তবে আমাদের বোনেরা ছেলেদের এত বিশ্বাস করে ফেলে যে বদ ছেলেরা সুযোগ নেয়। মেয়েদেরকেই সচেতন হতে হবে।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৮
সোহানী বলেছেন: আসলে মেয়েগুলো যুগ যুগ ধরেই এ বিশ্বাস করে আসছে এবং যথারীতি এ ছেলেরা সুযোগ নিয়েই চলছে। অঅর তাই সত্যিই মেয়েদেরকেই সচেতন হতে হবে।
অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫
সামিয়া বলেছেন: ভালোলাগলো ।।
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭
সোহানী বলেছেন: ধন্যবাদ সামিয়া। আমাদেরকেইতো দাড়াঁতে হবে ওদের পাশে....তাই না!
৯| ২৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৩
আশরাফুল এষ বলেছেন: তাহলে নারীদের জন্য কি কোন নিরাপদ জায়গা নেই , ???
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮
সোহানী বলেছেন: না নেই... কোথাও নেই কোন নিরাপাদ স্থান। সবখানেই তারা অনিরাপদ, তাইতো এতো মুভমেন্ট, এতো আন্দোলন।
ধন্যবাদ এষ।
১০| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১২
জুন বলেছেন: #MeToo...মেয়ে তুমি একা নও, আমি ও আছি সোহানী ।
রাজা ভুমিবলের দেহটি নিয়ে যাবে যে পথে সেই পথের পাশের ফুটপাতে দুদিন আগে থেকে জায়গা নিয়ে আছে অসংখ্য মানুষ। এরই মাঝে এই মেয়েদুটোও পলিথিন বিছিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন । আমাদের দেশে এমন একটি দৃশ্য কি আমরা কল্পনা করতে পারি??
২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২২
সোহানী বলেছেন: আপু, তাইতো এতো কথা বলতে হয় আমাদের। এ হ্যাস ট্যগ আমাদের মনে করিয়ে দিল যে উন্নত বিশ্বে ও নিরাপদ নয় মেয়েরা। আর আমাদের দেশতো কোন ছাড়..........
আমাদের দেশে এমন একটি দৃশ্য কি আমরা কল্পনা করতে পারি?? ......... প্রশ্নই আসে না। ঘরেই আমরা নিরাপদ নই আর রাস্তায়.............
আপু, আপনার এ দৃশ্য বলে দেয় কত ভালোবাসা থাকলে মানুষ এমন করে...................
১১| ২৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫
উম্মে সায়মা বলেছেন: ভালো লাগল উদ্যোগটি।
অাজ থেকে ১০ বছর আগে ১৯৯৭
আপু, ২০ বছর হবে কি?
৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১০
সোহানী বলেছেন: উপস্ সায়মা..... ঠিক করে দিচ্ছি..। তুমি সত্যিই অংকে ভালো.... অনেক অনেক ধন্যবাদ।
হাঁ, আমাদের দেশে সত্যিই এমন কিছুর দরকার।
অনেক ভালো থাকো..........
১২| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৮
ফেরদৌসা রুহী বলেছেন: মেয়েরা কোথাও নিরাপদ না।
আওয়াজ ছড়িয়ে পরুক সবখানে।
৩০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৫
সোহানী বলেছেন: আপু, মেয়েরা সত্যিই নিরাপদ নয় ঘরে বা বাইরে। তারউপর আধুনিকতার নামেতো এখন আরো যাচ্ছে তাই অবস্থা। আধুনিকতার সংজ্ঞাইতো এখনো ঠিক করে বুঝে না।
অনেক অনেক ধন্যবাদ রুহী। আওয়াজ ছড়িয়ে পরুক সবখানে.... সর্বত্র।
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪৭
জে.এস. সাব্বির বলেছেন: #WeToo আমরাও আছি....
৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
সোহানী বলেছেন: এক সময় সবাই পাশে থাকলে সত্যিই এ ভারসাম্য হীনতা বন্ধ হবে।
অনেক ধন্যবাদ সাব্বির।
১৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আন্দোলন চালিয়ে যাও।
৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
সোহানী বলেছেন: হাঁ, অবশ্যই যতদিন ভারসাম্য না আসবে.............
১৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মাঝে মাঝে বিব্রত লাগে নিজে পুরুষ হয়ে আরেক পুরুষের অপকর্ম শুনতে। আমরা কি আসলেই এরকম জন্ম থেকেই?
৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
সোহানী বলেছেন: আসলে জন্ম থেকেই তারা জেনে এসেছে তারা অধিপতি, আর এ ধিপতির ভূমিকা রাখতে যেয়ে এ ভারসাম্যহীনতা।
অনেক ভালো লাগলো আপনার কথাগুলো... মাঝে মাঝে বিব্রত লাগে নিজে পুরুষ হয়ে আরেক পুরুষের অপকর্ম শুনতে।
১৬| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৮
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমার খুব কাছের একজনও শৈশবে আপনজনের হাতেই নিপীড়িত হয়েছিলো। এখনো সেটা শুনলে প্রচন্ড রাগে হাতপা কেঁপে উঠে। অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত এটা থামবে না।
৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৯
সোহানী বলেছেন: না থামবে না....অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত এটা থামবে না। কিন্তু রাস্ট্র কখনই এটিকে কোন বড় অপরাধ দরেনি তাই এ পর্যন্ত কখনই তেমন কোন শাস্তির কথা শোনা যায়নি।
শৈশবে এ ধরনের নিপীড়ন খুবই সাধারন ঘটনা এখন দেশে। অসহায় মেয়ে বা শিশুগুলো কিছুই বলতে পারে না.... কি অমানুষিক মানসিক ও শারিরীক কস্টের মধ্যে তারা বড় হয়, ভাবতে ও কস্ট হয়। হায় কবে যে রাস্ট্রের বোধদয় হবে.... জানি না। আর তাই দরকার এ ধরনের শক্ত প্রতিরোধ। ঘরে ঘরে সবার মধ্যে সাবধানতা ছড়িয়ে দেয়া............
১৭| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুমন কর বলেছেন: হুম, #WeToo...মেয়ে তুমি একা নও, আমরা ও আছি।
৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৯
সোহানী বলেছেন: হাঁ... আমরা সবাই আছি দিশারী রাজপুত্র.............
১৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমাদের দেশে ঘরে বাইরে কোথাও মেয়েরা নিরাপদ নয়। মেয়েদের এই নিরাপত্তাহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে মন চায়। নারী নির্যাতনের ঘটনা প্রতিদিন ঘটছে, অথচ সেই তুলনায় প্রতিবিধানের ঘটনা খুবই কম। আমার বয়স নাই। থাকলে আমি নিশ্চিত রুখে দাঁড়াতাম, কেউ সঙ্গ দিক বা না দিক।
ধন্যবাদ বোন সোহানী।
৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১
সোহানী বলেছেন: ধন্যবাদ হেনা ভাই। সবাই যদি আপনার মতো চিন্তা করতো তাহলে দেশটা স্বর্গোদ্যান হতো।
আমাদের দেশে ঘরে বাইরে কোথাও মেয়েরা নিরাপদ নয়। মেয়েদের এই নিরাপত্তাহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আপনার মতো সমমনাদেরকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলে এগোতে হবে... তারপর ঘরে ঘরে সবাইকে সচেতন করতে হবে...........
অনেক অনেক ভালো থাকেন.........
১৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯
আরজু পনি বলেছেন: সেক্সুয়ালী এ্যাসাল্ট...
এছাড়াও নারীরা যে কতোশতভাবে নীরব নির্যাতনের শিকার তার বয়ান দিতে গেলে মনে হবে আমরা অন্ধকার যুগেই পড়ে আছি এখনো শুধু মুখোশের বাইরে ঝকঝকে আলোরা সভ্যতার মিথ্যে বয়ান করছে।
পোস্টে ভালো লাগা রইল।
৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
সোহানী বলেছেন: হাঁ আরজু পনি, সেক্সুয়ালী এ্যাসাল্ট শব্দটা খুব সহজ শোনায় কিন্তু যে শিশু বা মেয়ে এর মধ্য দিয়ে যায় তার মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন চেয়ে কয়েক কোটি গুন বেশী। যেহেতু এ নিয়ে কিছু লিখা আগে লিখেছিলাম তাই অনেক সত্যের সাক্ষী ছিলাম। ভয়াবহ অবস্থা.....আমরা সেই অন্ধকার যুগেই পড়ে আছি। শুধু মুখোশের বাইরে ঝকঝকে আলোরা সভ্যতার মিথ্যে বয়ান করছি দিনের পর দিন। আর তথাকথিত কিছু নারী আন্দোলনের নামে সেটাকে হাস্যকর বানিয়ে ছেড়েছি........
অনেক অনেক ভালো থাকেন............
২০| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমেরিকা কানাডার মতো উন্নত বিশ্বে যেখানে মেয়েদের অধিকার রক্ষায় আছে কঠিন কঠিন আইন তাদের যখন এ অবস্থা সেখানে নারী নির্যাতনের প্রথম সারিতে থাকা আমাদের মতো দেশের কি চিত্র তা সহজেই অনুমেয়.........। অনুমান করে শিউরে উঠছি!!!
৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
সোহানী বলেছেন: সত্যিই তাই। কি কঠিন আইন আছে মেয়েদের রক্ষায় তারপর ও এ অবস্থা এখানে। আর আমরা সামান্য শাস্তি ও দেই না অপরাধী উপরন্তু মেয়েটিকেই নির্যাতিত করি।
অনেক অনেক ভালো থাকেন লিটন ভাই............
২১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬
জেন রসি বলেছেন: হোক প্রতিবাদ। হোক প্রতিরোধ। নিরবতাই একজন অপরাধীকে শক্তি দেয়। সবাই সরব হোক। আওয়াজ তুলুক। আমিও আছে সবার দলে, সবার সাথে।
৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১০
সোহানী বলেছেন: হাঁ, নিরবতাই একজন অপরাধীকে শক্তি দেয়। আর বাড়তে থাকে অপরাধ। তাইতো সরব হওয়ার দরকার, আওয়াজ তোলার দরকার..........
অনেক অনেক ধন্যবাদ জেন..............
২২| ৩১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মুল্যবান তথ্যটি এখানে ছড়িয়ে দেয়ার জন্য ।
কামনা করি বিশ্বের সকল নির্যাতিত নারী এমনি ভাবে আন্দোলন গড়ে তুলুক,
বন্ধ হোক এমনি ঘৃনিত কর্মকান্ড । সকলেই নিরাপদে নিশ্চিন্তে কাজ করুক
যার যার পেশায় । ধরনীটা ভরে উঠুক পবিত্রতার শান্তির বাধনে ।
সেই নারী মানবাধিতার কর্মীর প্রতি রইল অভিনন্দন ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
সোহানী বলেছেন: ধন্যবাদ আলী ভাই।
হাঁ সবসময়ই কামনা করি বন্ধ হোক এমনি ঘৃনিত কর্মকান্ড । কিন্তু কিভাবে আমাদের দেশে তা সম্ভব। আজ পত্রিকায় এসেছে, হলিউড এর কাহিনী সামনে রেখেই কানাডার নাট্যশিল্পী সংস্থা আগাম ব্যবস্থা নিচ্ছে ও নিজস্ব কিছু কঠোর ধারা সংযোজন করছে। এবার বলেন, আমাদের দেশে এ ভয়াবহ অবস্থার মাঝে একটি ও কি কোন পদক্ষেপ কেউ নিয়েছে? না নেয়নি... শুধু নির্যাতিত মেয়েটি ও তার পরিবার জীবনভর কেদেঁ চলেছে...............
অনেক অনেক ভালো থাকেন..........
২৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪
আহমেদ জী এস বলেছেন: সোহানী ,
এমন আন্দোলনের সাথে জড়িত সকলকেই সাধুবাদ ।
তবে আমার কাছে মনে হলো , MeToo অর্থাৎ আমিও .... কথাটি যতোটা না প্রতিবাদের ভাষা তার চেয়ে বেশি অসহায়ত্বের ভাষা । নারীর প্রতি অসদাচরণ এর মাত্রা বোঝাতে MeToo শব্দটি ব্যবহৃত হয়েছে তাই মেয়ে তুমি একা নও, আমি ও আছি। কথার অর্থ প্রতিবাদ নয় বরং নির্যাতিত নারীদের এক ধরনের স্বীকারোক্তি । যদিও এর কারনে নির্যাতনকারীদের কারও কারও শাস্তি হবে , কেউ কেউ লজ্জিত হবে , কেউ কেউ ঘৃনিত হবে কিন্তু নারীর প্রতি অসদাচরণের মাত্রা কমবে বা একেবারে বন্ধ হবে কি ? মনে হয় - না !
এটা নির্যাতনের একটি প্রতীকি ক্যাম্পেইন হলেও ভাষাটি হওয়া উচিৎ ছিলো - " নো মোর মি ঠ্যু .. জাষ্ট ষ্ট্রাইক ব্যাক হার্ড.." "মেয়ে তুমি একা নও, আমি ও আছি প্রত্যাঘাত করতে ..।" । এ ধরনের একটা কঠিন ভুমিকা নেয়ার দরকার ছিলো যাতে পুরুষ শাসিত ভোগবাদী সমাজ ব্যবস্থার ভিত্তি কেঁপে ওঠে ।
আপনার এ ধরনের লেখা নারীকে, নারীর প্রতি অসদাচরণে উদ্ধত পুরুষকে প্রত্যাঘাত করার সাহস জুগিয়ে কঠিন থেকে কঠিনতর করে তুলবে । আর তাই....."মেয়েরা ঘুরে দাড়াঁও সবখানে সব সময় ও আওয়াজ তোল..........#MeToo...মেয়ে তুমি একা নও, আমি ও আছি।," না বলে সকল নারীকুল বলতে অভ্যস্ত হোক এই শ্লোগান ----
" নো মোর মি ঠ্যু .. জাষ্ট ষ্ট্রাইক ব্যাক হার্ড.." । "মেয়ে তুমি একা নও, আমি ও আছি প্রত্যাঘাত করতে ..।"
শুভেচ্ছান্তে ।
০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৭
সোহানী বলেছেন: সত্যিই তাই। তবে আপনি যা বলেছেন সেটা হলো ফাইনাল পদক্ষেপ..... সবার প্রথমে দরকার সব সমমনাদের এক করা। আর তাই #MeToo নির্যাতিত নারীদের এক ধরনের স্বীকারোক্তি হলেও এটিই প্রাথমিক পদক্ষেপ বলে আমি মনে করি।
#MeToo এর মাধ্যমে আলীশা তার প্রতি অত্যাচার বা বিচারহীনতায় জনমত গড়ে তুলতে চেয়েছে কারন সে বিচার চেয়ে ব্যার্থ হয়েছিল টাকা আর ক্ষমতার কাছে। তারপর সে জনপ্রিয়তাই তাকে সমাধান এনে দিয়েছে। আজ আমেরিকা বা কানাডার ফিল্ম বা এধরনের ইন্ডাস্ট্রি নড়ে চড়ে বসছে। এবং বলা যায় এ ধরনের কাজ করার আগে ওরা শতবার ভাববে।
ঠিক তেমনি আমাদের এ ভয়াবহ অবস্থা থেকে বের হবার জন্য বা কিছুটা হলেও উন্নতির জন্য সমমনাদেরকে এক কাতারে আনতে হবে। আজ আপনি বিশ্বাস করেন, তারপর আরেকজন... এভাবে করে সবাই যখন এক হবে তখন শক্তিশালী ভয়েস তৈরী হবে। নির্যাতনকারীরা নড়েচড়ে বসবে.... আর হাঁ তখন বলবো," নো মোর মি ঠ্যু .. জাষ্ট ষ্ট্রাইক ব্যাক হার্ড.." । "মেয়ে তুমি একা নও, আমি ও আছি প্রত্যাঘাত করতে ..।"
অনেক অনেক অনেক ভালো থাকেন..... হাত কিন্তু জেকেঁ বসেনি ... কি বলেন??
২৪| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
প্রথমেই বলছি:
#MeToo...মেয়ে তুমি একা নও, আমিও আছি!
তারপর বলছি, লেখাটি ভালো লেগেছে - অনেক দরকার ছিল।
MeToo ক্যাম্পেইন বিশ্বের তাবৎ নারীর নির্যাতনের মুখপত্র হয়ে গেছে। একই সাথে এটি নারী অধিকারের প্রতি শ্রদ্ধাশীল পুরুষেরও মুখপাত্র হয়ে গেছে। এটি এপর্যায়ে আসবে শুরুতে বুঝতে পারি নি।
সম্ভবত আপনিই ব্লগে এবিষয়ে প্রথম বললেন, এজন্য অভিনন্দন।
০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩
সোহানী বলেছেন: মইনুল ভাই, লিখাটা হঠাৎ করেই লিখেছিলাম (খুব বিজি সময় কাটাচ্ছি এ মূহুর্তে) কারন বর্তমানে চলা নারী বিষয়ে এ ক্যাম্পেইনে দেশের মানুষকে জানাতে চেয়েছিলাম... জাস্ট ম্যাসেজটা ফরোয়ার্ড করেছি। ভবিষ্যতে এ নিয়ে লিখার ইচ্ছে আছে যা আমি আগেও লিখেছি।
হাঁ মইনুল ভাই জানি দেশের বেশিরভাগ মানুষই নারী অধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু কেউই একসাথে দাড়াঁয় না, বিচ্ছিন্নভাবে প্রতিবাদ করে যার কারনে কিছুই করা যায় না।
আর এটি এপর্যায়ে আসার কারন মেয়েগুলো সহ্য করতে করতে এবার ঘুরে দাড়িঁয়েছে।
অনেক অনেক ধন্যবাদ মইনুল ভাই।
২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
জাহিদ অনিক বলেছেন:
.#MeToo...মেয়ে তুমি একা নও, আমি ও আছি। - ইয়ে মানে, না মানে, আমিও তাই কই। মেয়েরা একা কেন থাকবে ! আমি আছি না ! আমি তো সব সময়েই মেয়েদের আশেপাশে থাকতে চাই।
ধন্যবাদ সোহানী আপু। মজা করছিলাম। সত্যিকার ভাবেই বলছি, .#MeToo..
০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮
সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা............. আমিতো দেখি সব মেয়েরা এমনিতেই তোমার আশে পাশেই থাকে তুমি আর নতুন করে কি চাইবা.....
ইয়েস আই নো...........
২৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: .#MeToo...মেয়ে তুমি একা নও, আমি ও আছি সোহানী।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ
০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫
সোহানী বলেছেন: হাঁ দেশ প্রেমিক বাঙালী সাথে আছেন বলে অনেক ধনবোদ। আমি জানি আপনারা সবসময়ই পাশে থাকেন কিন্তু অল্প কিছুর জন্য এ পৃথিবী এতোটা কুৎসিত।
ভালো থাকেন..........
২৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
জাহিদ অনিক বলেছেন:
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা............. আমিতো দেখি সব মেয়েরা এমনিতেই তোমার আশে পাশেই থাকে তুমি আর নতুন করে কি চাইবা.....
হা হা হা হা অনেক হাসালেন !
০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫
সোহানী বলেছেন: কেন, কিছু কি ভুল বললাম..............????
২৮| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আজ ১০ ই নভেম্বর, শুক্রবার
সাহিত্য আড্ডার আড্ডা বার!
চলে আসুন 'বিশ্বসাহিত্য কেন্দ্র'র ক্যাফেটেরিয়ায়।
লিফটের সর্বোচ্চ ৮ চেপে জাস্ট উপরে খোলা আকাশের নিচে সবুজ সমারোহে চা পর্বে দেখা হয়ে যাক আড্ডাবাজদের।
বিকেল সাড়ে তিনটা থেকে চারটায় দেখা হচ্ছে তবে!
যোগাযোগঃ
মোহাম্মদ সাইফুল ইসলামঃ ০১৮১৯-৫১৮৯৩৪
এটিএম মোস্তফা কামালঃ ০১৫৫৮৩০৮৮৪৮
আশরাফুল ইসলাম দুর্জয়ঃ ০১৭২৪-৬১৪২৫৬
১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২
সোহানী বলেছেন: আচ্ছা.............
২৯| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১
কুঁড়ের_বাদশা বলেছেন:
#MeToo...মেয়ে তুমি একা নও, আমি ও আছি
পোষ্টে লাইক।
১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৭
সোহানী বলেছেন: ধন্যবাদ কুঁড়ের_বাদশা ।
ছবি চেইন্জ, অনেকের ব্লগ বাড়িতেও মনে হয় দেখা যায়........হাহাহাহাহ সরি জাস্ট পিঞ্চ করলাম।
৩০| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো করেই বলছি!!
MeToo...মেয়ে তুমি একা নও, আমি ও আছি।
পোস্টে +
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিলিয়ার ভাই।
আমরা সবাই আছি এবং থাকবো..... একসময় এ সুসময় আসবেই।
৩১| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
কুঁড়ের_বাদশা বলেছেন:
সরি, বলার কিছু নেই।এটা নিকটা নেওয়া সবার সাথে একটু মজা করার জন্য। আমিও আপনাদের লোক
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫
সোহানী বলেছেন: কিন্তু কি দরকার ভাই মজা করার বা নতুন নিক নেয়ার??? যাহোক এতো বুদ্ধি মাথায় নেই তাই বেশী ঘাটাতে চাই না।
৩২| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
প্রামানিক বলেছেন: আওয়াজ ছোট হলেও আন্দোলন বড়। মেয়েদের নিরাপত্তা বিধানে আমরাও আছি।
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৬
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ প্রমানিক ভাই।
আপনারা পাশে আছেন বলেই কিছু মেয়ে এখনো নিরাপদ।
৩৩| ১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
আস্তে আস্তে মেয়েদের এই অসহায়ত্ব ঘুচবে বলে আসা রাখি । ভবিষ্যত প্রজন্ম যেন সোজা হয়ে দাঁড়াতে পারে তার জন্য একটি সুশীল পৃথিবী গড়ার দায়িত্ব নারী পুরুষ সবার। এই প্রতিবাদ থেকে সবাই শিক্ষা গ্রহণ করুক, একে অপরকে সন্মান করার সাহস অর্জন করুক, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা করুক ।
১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩
সোহানী বলেছেন: অসম্ভব সুন্দর কথাগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ।
সবসময় সেই আশাই করি, আস্তে অাস্তে সত্যিই মেয়েদের অসহায়ত্ব ঘুচবে। আর ভবিষ্যত প্রজন্ম এর জন্য আমাদেরকে দাড়াঁতে হবেই হবে নতুবা এ পৃথিবী নরকে পরিনত হবে। এ সত্য কি সবাই বুঝবে???? যতদিন এ সত্য না বুঝবে ততদিন কোনভা্ই কোন জাতি উন্নত হতে পারবে না।
যাই হোক, আশায় সবসময়ই থাকি, এবং থাকবো.......... হয়তো কোন এক সময় সে অর্জন হবে............
অনেক অনেক ভালো থাকেন...............
৩৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৯
সচেতনহ্যাপী বলেছেন: উন্নত বিশ্বেই যখন এটা তখন আমাদের মত তৃতীয় বিশ্বে পরিস্থিতি যে কি তা সহজেই অনুমেয়।।
মেয়েদের ভিতর আমার মা,বোন,স্ত্রী-কন্যাও,আছে।। সুতরাং আমিও যে থাকবো তা বলাই বাহুল্য।।
লাইনে দেখি সবার পিছনে।।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬
সোহানী বলেছেন: হাঁ সত্যিই তাই, উন্নত বিশ্বেই যখন এটা তখন আমাদের মত তৃতীয় বিশ্বে পরিস্থিতি যে কি তা সহজেই অনুমেয়।।
তারপর ও তারা মুখ খুলে ও সবাই এক কাতারে দাড়াঁয় কিন্তু আমাদের অবস্থা.......... বড়ই করুন, আমরা শুধু দর্শক হতেই পছন্দ করি।
লাইনে দেখি সবার পিছনে।।.......হাহাহাহাহা কোন সমস্যা নেই, আমি জানি আপনি আছেন সবসময়...........
৩৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
আখেনাটেন বলেছেন: বাংলাদেশে এটি বেশি করে দরকার। নানারকম মুখোসের আড়ালে এ দেশের নারীরা নির্যাতনের শিকার হয়ে অাসছে। যার সামান্য অংশও মিডিয়াতে অাসে না।
জগতের সকল অনাচার-অবিচার নিপাত যাক।
১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১
সোহানী বলেছেন: হাঁ সত্য, এ দেশে যে কি কি ভাবে নারীরা নির্যাতনের শিকার হয় তা বল্পনাকে ও হার মানায়। কিন্তু অসম্ভব সহ্য শক্তির অধিকারী এ দেশের মেয়েগুলা কোনকালেই মুখ খুলে না। আর মিডিয়াতে আসবে কিভাবে, তারাইতো আসল উৎসাহ দাতা..
জগতের সকল অনাচার-অবিচার নিপাত যাক।
জগতের সকল অনাচার-অবিচার নিপাত যাক।
জগতের সকল অনাচার-অবিচার নিপাত যাক।
৩৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৭
ডঃ এম এ আলী বলেছেন: দেখতে আসলাম মোভমেন্ট #MeToo সামুর পাতায় কি ঝড় তুলেছে ।
ক্রমবিকাশমান ও বিশ্বময় আলোরন সৃস্টিকারী এই মোভমেন্ট #MeToo এবং সংস্ণিষ্ট hashtags have been tweeted 1.7 million times in more than 86 countries including Bamgladesh. In France, there’s #BalanceTonPorc. In Italy: #QuellaVoltaChe. In Latin America: #YoTambien
in Bangladesh # Sohani through somewhere in Blog.
Global movement এর অংশ হিসাবে সামুর অনেক অনেক ব্লগারের নাম যুক্ত হয়েছে দেখে ভাল লাগল ।
এর সাথে France এর BalanceTonPorc এর মত
কিছু ছবি যুক্ত করতে পারলে মোভমেন্টে বাংগালীদের অংশগ্রহন ভাল করে বিশ্ববাসীকে দেখানো যেতো ।
শুভ কামনা রইল
১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫
সোহানী বলেছেন: খুব একটা ঝড় তুলতে পারিনি সাথে কোন ছবিও। কারন দেশে থাকলে কিছু না হোক শাহবাগের মোড়ে দু'চারজনকে দাঁড় করিয়ে ছবি নিয়ে টুইট করতে পারতাম কিন্তু কানাডায় থাকার কল্যাণে সেটা সম্ভব হচ্ছে না। লোকজন না হয় জোগাড় করলাম কিন্তু আস্ত শাহবাগের মডেল কোথায় পাবো!!!!
আরেকটু বিশ্ব মুভমেন্ট দেখে অারেকটা পোস্ট দিবো লেটেস্ট খবর দিয়ে। হলিউডে এখন এর নেগেটিভ ঝড় চলছে...... ভালো লাগলো বিভিন্ন ভাষায় আপনার এ লিখা।
ও ভালো কথা, মায়ানমার নিয়ে মনে হয় আবারো লিখা উচিত কারন সুচিতো উল্টো আমাদেরকেই চোর বানায়ে ছাড়লো। তার এশিয়া সফরের পরতো সবাই দেখি মুখে কুলুপ এটেছে।
সময় খুব ঝামেলা করে তাই কিছুই ঠিকভাবে ম্যানেজ করতে পারিনা........ আসবো খুব তাড়াতাড়ি....
৩৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: নারীদের নিরাপত্তা চাই। সকল নারীর জন্য শুভকামনা।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২
সোহানী বলেছেন: ওওওওও সেলিম ভাই অনেক দিন পর আমার পোস্টে। আমি অনেক পোস্টেই আপনাকে উল্লেখ করেছি তা মনে হয় আপনার চোখ এড়িয়ে গেছে। পুচঁকাটা কেমন আছে?
৩৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: বলেন কী!!! আমাকে উল্লেখ করেছেন কোন কোন পোস্টে?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
সোহানী বলেছেন: বলা যাবে না..... আপনাকে খুজেঁ বের করতে হবে.........
৩৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৬
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: মেয়েরা উন্নত, উন্নয়নশীল, অনুন্নত, কোথাও নিরাপদ নয়। হয়তো পূর্বের মত মাতৃশাষিত সমাজে ফেরত গেলেই সেটা সম্ভব হবে। তবে সবকিছুর আগে মেয়েদের আত্মসম্মানবোধটা জাগ্রত হতে হবে। পুরুষরা শুধু ভাবলেই হবে না, মেয়েদেরকেই ভাবতে হবে সর্বাগ্রে আমি মানুষ। দ্যাটস এনাফ..........
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৭
সোহানী বলেছেন: আসলে সমস্যাটা সেখানেই। জন্ম থেকে পরনির্ভরশীল মেয়েরা ভাবতেই ভুলে গেছে যে তারা কৃতদাস না মানুষ........ তারপর ও উন্নত দেশে বিচার আছে, অাছে প্রতিবাদ করার অনেক মাধ্যম কিন্তু আমরা??? কিছুই নেই............
অনেক অনেক ভালো থাকেন মেঘনা ভাই............
৪০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২২
ডঃ এম এ আলী বলেছেন:
মন্তব্যের প্রতি উত্তরটা ভাল লেগেছে ।
নতুন পোষ্ট কোথায় , ঠান্ডায় জমে গেলেন নাকি !!
এখনোতো -৫ ছাড়ায় নাই দেখলাম, তাতেই এই অবস্থা
শুভেচ্ছা রইল
১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৭
সোহানী বলেছেন: হাহাহা আলী ভাই, আজ মাইনাস ২২। জমে যাবার অবস্থা............. আপনি কেমন আছেন।
দৈাড়টা একটু বেশি তাই কোথাও উকিঁ দিতে পারছি না ... আশা করি কাল থেকে একটু ফ্রি হবো। তখন অসংখ্য ড্রাফ্ট থেকে একটা পোস্ট উকিঁ দিলে ও দিতে পারে....
৪১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: এই ঘটনা রিলেটেড একটা পোষ্ট করার ইচ্ছে অাছে।
#We Too
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭
সোহানী বলেছেন: পোস্টের অপেক্ষায় থাকলাম।
৪২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১
অর্ধ চন্দ্র বলেছেন: আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি (কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন)
তো আমি বলবো এটা আপনার অনেক বড় সফলতা যে,অনেকে আপনার লেখা চুরি করে, যা সকলের ক্ষেত্রে ঘটে না! যে সৃষ্টি করতে জানে,তার তো হারাবার কিছু নেই! আর সমুদ্র হতে এক ফোঁটা জল যদি চুরি হয়,তাতে সমুদ্রের কি আসে যায় হুমমম!
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
সোহানী বলেছেন: হাহাহাহাহাহা........... তাইলে তো ভাই আইন আদালত থাকতো না। যার অনেক ধন আছে সে কেন পাহাড়ায় বসাবে। যার যা খুশি নিক না অনেকতো আছে
ভাইজান আমি অতি ক্ষুদ্র একজন লেখক যার সম্বল একখান কম্বল..... তাই যদি টানাটানি করে তাইলে মেজাজ না খারাপ হইয়া যায় কই..................???????????
৪৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৮
শায়মা বলেছেন: মেয়েরা একা হলে আর চিন্তা নেই আপুনি! রোবোট কিনে দেওয়া হবে আশে পাশে কেউ আসলেই এক ঘুসিতে উড়িয়ে দেবার জন্য!
২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
সোহানী বলেছেন: আরে তা লাগবে না .... এখানে মেয়েরা একাই এক'শ তার উপর আছে কঠিন আইন..............
৪৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬
আটলান্টিক বলেছেন: আন্টি কানাডা তো অসম্ভব নিরাপদ একটা দেশ।ওইখানেও কি এইসব হয়?(Sorry for being late Ha Ha)
২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
সোহানী বলেছেন: নারী নির্যাতন সব দেশেই আছে, কম বা বেশী।
ভালো থাকুন।
৪৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০২
ডঃ এম এ আলী বলেছেন: বিবিসি বাংলার সুত্র উল্লেখ করে আজকে দৈনিক জনকন্ঠে প্রকাশিত
যৌন হয়রানির প্রতিবাদে বাংলাদেশে ব্যপকতা পায়নি ‘মি টু’ ক্যম্পেইন একটি বিস্তারিত সংবাদ ভাষ্য নিম্মের লিংকে দেখে নিতে পারেন ।
http://www.dailyjanakantha.com/details/article/322421/যৌন-হয়রানির-প্রতিবাদে-বাংলাদেশে-ব্যাপকতা-পায়নি
আপনার নতুন পোষ্টটি পাঠ করতে চললাম ।
শুভেচ্ছা রইল ।
২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩
সোহানী বলেছেন: এটা আমাদের চরম ব্যার্থতা বিশেষ করে দেশে যারা নারী আন্দোলন নিয়ে কাজ করে। কারন এ সুযোগে দেশ বিষয়টি সামনে আনতে পারতো যেখানে সারা বিশ্ব তোলপাড় চলছে। আপনি নিশ্চয় জানেন কানাডার শিল্পী সমিতি পুরো আইন কানুনই চেইন্জ করে দিয়েছে। টিভি রেডিও এর অনেক হর্তাকর্তার চাকরীই নেই। মুখ খুলছে মেয়েরা..... ১০ বছর আগের ঘটনা ও রেহাই পাচ্ছে না।
যাহোক, খুব কাছ থেকে জেন্ডার বিষয়ে কাজ করা মানুষগুলোকে তো দেখেছি তাই এসব স্বার্থপর মানুষগুলোকে নিয়ে কথা বলতে ইচ্ছে করে না।
আপনার শরীর কেমন এখন?
৪৬| ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রোজ ফর এ রোজ.........
২৫ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৯
সোহানী বলেছেন: কারে দিলা রোজ???? তারানা নাকি আলিশাকে.................
অফ রেকর্ড এ বলি, আমাকে প্রথম প্রেম নিবেদন করেছিল কলেজে হলুদ গোলাপ দিয়ে কিন্তু................হাহাহাহাহাহা
৪৭| ২৫ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: তারানা কি আলিশা
কে হে ওরা চিনিনা;
তুমি ছাড়া অগাবগা
কেউরেই গুণিনা।
বুঝেছ হে মোক্ষমই
হলুদিয়া কাব্য;
আমি ভাবি বোকাপু'টা
আর কত ভাববো?
জিজুতেই যত প্রব
রাখে তোমা আগলে;
ওয়াক্ত না মিলে জো কাহু
চালো আপু ভাগলে.............
২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৯
সোহানী বলেছেন: হাহাহাহাহাহাহা.......................
আমি ভাবছি এ মূহুর্তে ব্লগ কিছুটা উত্তেজিত। ঠান্ডা হলে আমার সকল প্রেম কাব্য নিয়ে আসবো। কিন্তু সমস্যা হলো এদের অনেকেই আমার লিখার নিয়মিত পাঠক এবং যথারীতি লাঠি নিয়ে আমারে দৈাড়ানো দিবে। সেই ভয়ে ঠিক সাহস করে উঠতে পারছি না।.......
৪৮| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:২০
খায়রুল আহসান বলেছেন: "মেয়ে তুমি একা নও, আমি ও আছি" - চমৎকার অভয়বাণী!
আপনার প্রতিবাদী মনোভাবকে সাধুবাদ।
৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ৭:৫৪
সোহানী বলেছেন: হলিউড এ প্রতিবাদে পরিবর্তন আসলেও আমাদের এখানে কিছু হয়েছে বলে তো মনে হয় না। বলিউডে যে মেয়েটি এ অভিযোগে এগিয়ে এসেছিল তাকেতো পুরোপুরি বয়কটই করে পুরো ইন্ডাস্ট্রি!!......
এ উপমহাদেশে বিচার চাওয়া বিশাল অপরাধ!!!
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯
চাঁদগাজী বলেছেন:
এটি একটি বিশাল আন্দোলনে পরিণত হয়েছে, আমেরিকানদের কিছুটা টনক নড়েছে।