নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ- কিছু ছবি, কিছু স্মৃতি

১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৬

আমরা যারা শাহবাগের সেই উত্তাল দিনগুলো চারপাশে ছিলাম তারা জানি এর প্রকৃত ইতিহাস। বিশ্বাস একদিন না একদিন সত্য ইতিহাস লেখা হবে। প্রজন্ম থেকে প্রজন্ম জানবে কি ছিল সেই দিনগুলোতে।

আজ হঠাৎ করেই সেই দিনগুলোর কিছু ছবি ল্যাপটপে পেলাম, যদিও বাকি দিনগুলোর ছবি পাচ্ছি না। তারপরও অনেকদিন পর শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। আশা করি যারা সে সময়ে এর আছে পাশে ছিলেন তারা তাদের কাছে থাকা সে সময়ের স্মৃতির ঝাঁপি নিয়ে আসবে কোন একদিন।

সবাই অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন।




































মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৬

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব , মুগ্ধ হলাম।

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:০৭

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ নেওয়াজ ভাই।

২| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৯

নীল আকাশ বলেছেন: সেই সময়ে কী আপনি দেশে ছিলেন? নিজের হাতে তোলা ছবি?

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:০৯

সোহানী বলেছেন: হাঁ, আমি দেশে ছিলাম ও আমার ক্যামেরায় তোলা। শুধু একবারে সর্টে তোলা ছবিগুলো পেলাম তাও রাতের। দিনের আলোয় তোলাগুলো পাচ্ছি না।

৩| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




সোহানী আপা,
সেই থেকে সম্ভবত শাহবাগ সমগ্র দেশের জনগণের কাছে বিশেষভাবে পরিচিত। এর আগে শাহবাগ শুধু রোগী ও রোগীর আত্মীয় পরিজন চিনতেন “ঢাকা মেডিকেল, পিজি, বারডেম ও জাদুঘরের জন্য্” এখনো জাদুঘরে সবচেয়ে বেশী দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত রোগী দর্শনার্থী !!!

আফসোস দেশে ভেজাল বিরোধী আন্দোলন কেউ এভাবে করতে পারেনি।
আফসোস দেশে ঘুষ বিরোধী আন্দোলন কেউ এভাবে করতে পারেনি।
হয়তো প্রয়োজন নেই - - - - -





১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১২

সোহানী বলেছেন: আসলেই তাই, শাহবাগ এখন ভিন্ন নামে পরিচিত।

ঠাকুর ভাই, এরকম অনেক আন্দোলনই অতীতে হয়েছে কিন্তু।

৪| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
পুরোনো সৃতি গুলো মনে পড়লো।

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১৩

সোহানী বলেছেন: আপনার ও তো ছবি ব্লগ ছিল যতদূর মনে পড়ে।

৫| ১৪ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৭

অজ্ঞ বালক বলেছেন: সেই দিনগুলার কথা মরার আগ পর্যন্ত ভুলা সম্ভব না।

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১৩

সোহানী বলেছেন: সত্যিই তাই

৬| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৭

ভুয়া মফিজ বলেছেন: ছবি দিছেন.....ভালো কথা। ঘটনা কি আমরা সবাই জানি, তারপরেও দুই-চাইর লাইন লেখলে কি হইতো? এতো আইলসামী ভালা না। অন্ততঃ আপনের তখনকার অনুভূতি তো একটু শেয়ার করতে পারতেন!! :(

ফাকীবাজি পোষ্ট দেইখা অতীব দুঃখ পাইলাম। B-)

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১৭

সোহানী বলেছেন: আরে ম্যাভাই, একই এবং সেই পুরান প্যাচাল নাই প্যাচালাই। বাচ্চা পোলাপান কম জানলেও অন্তত সামুর পুরান পাপীরা সব কিছুই জানে...। তাই তাগো দু:খের আগুনে ঘি নাই ঢাললাম ;)

৭| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৯

নিভৃতা বলেছেন: আহা রে! কী যে দিন গেলো! চমৎকার সব ছবি। ভালো লাগা রেখে গেলাম।

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১৮

সোহানী বলেছেন: ধন্যবাদ নিভৃতা।

৮| ১৪ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৭

করুণাধারা বলেছেন: স্মৃতি সততই মধুর। ছবিগুলো আপনার তোলা?

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:২০

সোহানী বলেছেন: হাঁ, আপু আমারই তোলা। কিন্তু রাতের তোলা গুলো পেলাম। দিনের আলোয় তোলাগুলো পাচ্ছি না। পেলে শেয়ার করবো।

৯| ১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:১৮

আমি সাজিদ বলেছেন: শাহবাগ আন্দোলনের সুবিধা অনেকেই নিসেন। এই যে ব্লগারের মুখপাত্র বলে ইমরান উঠে আসলেন, উনার পরিচয় কি ছিল আসলে? সে অনেক কথা। যেদিন আমি ছাত্রলীগকে দেখেছি মঞ্চে উঠতে সেদিন থেকেই শাহবাগের স্বপ্নভঙ্গ হয়েছে আমার।

১৪ ই মার্চ, ২০২০ রাত ৯:২৩

সোহানী বলেছেন: সাজিদ ভাই, কম বেশী সবাই এসব কাহিনী জানে।

১০| ১৪ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো আপু আপনার স্মৃতির ডালা থেকে উল্টানো পাতাগুলির পরিচয় পেয়ে। তবে ছবিগুলির মধ্যে একটু স্পেস দিলে আরো দেখতে সুন্দর হতো বলে মনে হয়েছে।

শুভেচ্ছা নিয়েন আপু।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

সোহানী বলেছেন: হাহাহা... এটা একটা ফাকিঁবাজি পোস্ট। এক মিনিটের পোস্ট তাই এ অবস্থা।

১১| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার ও তো ছবি ব্লগ ছিল যতদূর মনে পড়ে।

ছবি ব্লগ ছিলো, লেখাও ছিলো।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪১

সোহানী বলেছেন: নাহ্, শাহবাগ নিয়ে আমি কোন পোস্ট দেইনি এ পর্যন্ত। কারন দেশে যে অবস্থানে ছিলাম সেখান থেকে পোস্ট থেকে দেয়া সম্ভব ছিল না, এমন কি কখনো প্রকাশ ও করিনি আমি এর সাথে ছিলাম।

১২| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১:৪১

শের শায়রী বলেছেন: অনেকেই হয়ত জানেনা শাহবাগে সে সময় প্রথম মিছিল হয় ৮/১০ জন ব্লগারের সমন্বয়ে এবং তারা সবাই ছিল সে সময়ের সামুর এ্যাক্টিভ ব্লগার। এখনো চোখে ভাসে সেই কয়জনের চেহারা।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

সোহানী বলেছেন: ইয়েস শের ভাই, এ সত্যটা কেউই তেমন জানে না কারন আসল সত্য চাপা পড়ে গেছে নকল সত্যের কাছে। আমি খুব আশা করেছিলাম সে ৮/১০ এর কেউ হয়তো লিখবে। কিন্তু কেউই লিখেনি। এমনকি ইন্ডান্ট্রিয়াল স্বর্ণা ও তার সব পোস্ট সরিয়ে নিয়েছে। যার একটা বড় ভূমিকা দেশে বিদেশে ছিল আন্দোলন ছড়ানোর পিছনে। ও কোথায় আছে, জানেন কি?

১৩| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: আমার এক " পরিচিতা"কে বলেছিলাম, পিকনিকে না কি

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

সোহানী বলেছেন: শাহবাগ আ্ন্দোলন কি পিকনিক?

১৪| ১৫ ই মার্চ, ২০২০ রাত ২:১৩

অনল চৌধুরী বলেছেন: এভাবে তরুণরা যদিঘুষ- দুর্নীতি-ব্যাংক লুট,টাকা পাচার ,ঋণখেলাপদিরে বিরুদ্ধে আন্দোলন করতো,তাহলে মাত্র একদিনে দেশ থেকে সব অন্যায়-অপরাধ নির্মূল হতো।
কিন্ত তারা সচেতন হবে কবে?
আপনার পেশা কি সাংবাদিকতা ছিলো?

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

সোহানী বলেছেন: সত্য।

না আমি সাংবাদিক ছিলাম না।

১৫| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ৮:২০

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশে ছোট কিছুর জন্য বড় আয়োজন করা হয়; সেজন্য রেজাল্ট খুবই ছোট।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

সোহানী বলেছেন: না ঠিক নয়। ছোট চাওয়া থেকে্ বড় হয় এক সময়।

১৬| ১৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার কাছে দিনের বেলার ছবি আছে। একদিন গিয়েছিলাম দেখতে :)

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

সোহানী বলেছেন: অবশ্যই পিাস্ট দিবা, ব্লগের খাতায় থাকুক সে সব হিসাব।

১৭| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০১

মলাসইলমুইনা বলেছেন: সোহানী,
আপনিতো সেই সময়ে ঢাকায় ছিলেন আর শাহবাগ আন্দোলন কাছ থেকেই সব দেখেছেন । এখন শাহবাগ আন্দোলনের চাওয়া পাওয়া, যা হতে পারতো, যা হলো আর তা থেকে যা সামনে পাবার সুযোগ আছে তার একটা হালনাগাদ খসড়া নিয়ে কিছু লিখুন। আমাদের এক টিচার নব্বুইয়ের আন্দোলন নিয়ে বলতেন খুব তাড়াতাড়ি কোনো বিজয় চলে আসলে সেই বিজয়ের মহাত্ম্য ঠিক ভাবে অনুভব করা যায় না ।সেই বিজয় হাতছাড়াও হয়ে যায় তাড়াতাড়িই । নব্বুইয়ের গণতান্ত্রিক আন্দোলন সম্পর্কে সেই মূল্যায়নতা হয়তো খুব বেশি ভুল না । শাহবাগ আন্দোলনের ইফেক্টটা আপনি কিভাবে দেখেন এতো বছর পরে সেটা কিন্তু জানার ইচ্ছে আমার হোলো এই ফটো ব্লগ দেখে । ভালো থাকুন ।

১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৪

সোহানী বলেছেন: নাইমুল ভাই, আমি এটা নিয়ে লিখতে চাই না। কারন আমি অনেক কিছু অল্প জানি বা জানি না। এমন অনেক কিছুই জানে সে ৮/১০ তরুন যাদের ছবি ও সে সময়ের লিখা ব্লগে আছে। আমি তাদের অপেক্ষায় আছি।

১৮| ১৫ ই মার্চ, ২০২০ রাত ৯:১৭

শের শায়রী বলেছেন: না বোন আমি জানি না ইন্ডান্ট্রিয়াল স্বর্ণা কোথায় আছে। আমি আসলে মাঝে বছর আউট অভ ব্লগ ছিলাম।

১৯ শে মার্চ, ২০২০ রাত ৩:৩৫

সোহানী বলেছেন: এরকম অনেকেই হারিয়ে গেছে। আর আমি মাটি কামড়ে পড়ে আছি........হাহাহাহাহা

১৯| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩০

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো ইতিহাসের সাক্ষী!
দিনে তোলা ছবিগুলো খুঁজে পেলে সেগুলোও পোস্ট করবেন আশাকরি।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ২:২৫

সোহানী বলেছেন: আসলে এর মাঝে কম করে ৫টা ল্যাপটপ চেইন্জ করেছি তাই এ অবস্থা। কিছুই খুঁজে পাই না।

২০| ০৪ ঠা এপ্রিল, ২০২০ ভোর ৫:০২

রাফা বলেছেন: হাজার খানেক পোষ্ট'তো এই সামুর আর্কাইভে আছে তখনকর ।এমনকি আমারো দশ/বিশটা পোষ্ট ও ছবি আছে। স্বর্ণার বল্গে'তো পুরো সংকলনই ছিলো।যদিও এখন তিনি তার সব পোষ্ট ড্রাফ করে ফেলেছেন.জানিনা আছে না মুছে ফেলেছেন।

ধন্যবাদ,সৃতিতে ফিরিয়ে নেওয়ার জন্য।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ৭:২১

সোহানী বলেছেন: হাঁ জানি। যারা পুরোনো তাদের সবারই কোন না কোন পোস্ট আছে। আমিও স্বর্ণাাকে মিস করি। সে কোথায় আছে বা কেউ কি খোজঁ জানে? যতটুকু মনে পড়ে সে তখন পিএইচডি করছিল আমেরিকায়।

২১| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৩:২০

একজন আরমান বলেছেন:
পুরোনো স্মৃতি মনে পরে গেলো। সেই ৫ তারিখ থেকে আমরা যে অল্প কিছু ব্লগার প্রথমে জড়ো হয়ে ছিলাম তা নোংরা রাজনীতির আড়ালে ঢাকা পরেই থাকবে আজীবন !

০৯ ই এপ্রিল, ২০২০ ভোর ৪:২১

সোহানী বলেছেন: না ঢাকা পড়বে না। তোমরা আছো এখনো, তোমরাই জানাবে সবাইকে। একদিন না একদিন ইতিহাসের পাতায় তোমরা ঠিকই স্থান পাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.