নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
ব্লগ নাকি আবার ঝিমায়ে পড়ছে। সবাই যেভাবে হঠাৎই উত্তেজিত হইয়া পড়ছিল তেমনি আবার ঠান্ডা হইছে। অবশ্য এটা চাক্কার মতই ঘুরতাছে। এই যেমন ঠান্ডা তারপর মৃদু উত্তেজিত তারপর চরম উত্তেজিত তারপর আবার ঝিম মাইরা বইসা থাকা......... আবার নতুন কোন বিষয়!!! সেটা দেশী কিংবা বিদেশী.......।
যাই হোক, আশা করি সকলের মাথা ঠান্ডা হইছে। তাই সবাই মিলে আসেন আয়েশ কইরা ফটুক দেখি।
কানাডায় চার ঋতু। এবং একেক ঋতুতে একেক রং। শীতে সাদা, সামারে সবুজ আর ফলে হলুদ। মাঝে বসন্ত আছে সেটা হলো ফুলের সমাহার.... শত শত রং। যাই হোক ফল সিজনের রং নিয়ে ছবিগুলো সাজিয়েছি। (যদিও ফল সিজনের বাংলা কি শরৎ বলবো নাকি হেমন্ত বলবো তা আমার জানা নাই)।
আর ছবি এ পোস্টি উৎসর্গ করছি ব্লগের ফুল আর প্রকৃতির ছবির রাণী কাজী ফাতেমা ছবি আপুকে।
ছবি দেখা শেষ, তাইলে একখান কথা!! আচ্ছা কনতো দেখি, মানুষের জন্য ধর্ম নাকি ধর্মের জন্য মানুষ? পৃথিবীর কোন ধর্ম বলে যে আমার নামে জীবিত মানুষ পোড়াও, মানুষ খুন করো?? আমরা কি আসলেই মানুষ আছি নাকি দিন দিন পিচাশ হয়ে যাচ্ছি???
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৪
সোহানী বলেছেন: প্রকৃতি এতো সুন্দর, সত্যিই তাই।
চমৎকার মন্তব্যে ধন্যবাদ নিয়াজ ভাই।
২| ০৯ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
অন্য ধর্মের লোকজনের ক্ষতি করা আগের দিনে ধর্মীয় কর্তব্য হিসেবে গণ্য হতো!
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৬
সোহানী বলেছেন: ভাইরে, "আগে" এ শব্দটা ঠিক না। এখন মনে হয় আরো বেশী। এ বিজ্ঞানের যুগে মানুষ যে ধর্ম নিয়ে এরকম উন্মত্ত হতে পারে তা দেখে অবাক হই।
৩| ০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর পোস্ট।
ধর্ম থাকলে উগ্রতাও বোধ হয় থাকবে।
কেননা, এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে দেখতে পারে না।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫৯
সোহানী বলেছেন: কোন ধর্মই বলে না যে অন্য ধর্মের লোকদেরকে মারো। সব ধর্মই শিক্ষায় দেয় শান্তির, ভালোবাসার, মানবতা। আর সবচেয়ে বড় কথা মানুষকে সঠিক পথে আনার জন্যই ধর্ম। তাই নয় কি?
৪| ০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: ছবি দেখতে আমার সব সময় ই ভালো লাগে।
তবে আপনার ছবি গুলোতে প্রান প্রতিষ্ঠা পায় নি।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০০
সোহানী বলেছেন: কি তা কইতাম, একটুখানি ফাঁকি পোস্ট দিলাম তাও দিতে দিবেন না...
৫| ০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা
চোখ জুড়িয়ে যায়,
মন পাগল পারা হয়!
সিজন মানে শরৎ হেমন্ত কিছুই লেখা লাগপে না- লিখো ঋতু
না আমার জিএফের নাম নয় বাংলান্তর মাত্র।
গাহি সাম্যের গান- মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান
জাতীয় কবি সেই আহবান আজো কত প্রসংগিক
“ ও কারা কোরাণ বেদ বাইবেল চুম্বিছে মরি মরি
ও মুখ হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে
যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে
পুজিছে গ্রন্থ ভন্ডের দল! – মুর্খরা সব শোন
মানুষ এনেছে গ্রন্থ; গ্রন্থ আনেনি মানুষ কোনও ”
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৬
সোহানী বলেছেন: আমার প্রিয় ঋতু ফল। প্রকৃতি যে এতো রং ধারন করতে পারে তা না দেখলে বোঝা যায় না। ওহ তোমার জিএফ এর নাম তাই ঋতু.....
একশ বছর আগে যা বলেছে আজ এ একবিংশ শতাব্দিতে এসে আমরা আবার জাহিলিয়া যুগে ফিরে যাচ্ছি। কিন্তু কেন? কেন আমরা অমানুষ হচ্ছি? অন্যের চোখের পানি আমাদের হাসায়, অন্যের আত্মচিৎকার আমাদের আনন্দ দেয়, অন্যের কষ্ট আমাদের সুখ দেয়?
বলতে পারো, কেন এমন হচ্ছে?
শুধু বাংলাদেশই নয়, এটা সব দেশেই মনে হয় একই অবস্থা।
এর শেষ কোথায়? মারামারি হানাহানি করে নিজেদের ধ্বংস করে আবার ফিনিক্স পাখীর মতো জেগে উঠতে হবে?
৬| ০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবিগুলি সুন্দর। আইন নিজের হাতে তুলে নেয়া উচিত না। কেউ অপরাধ করেছে বলে মনে হলে তাকে আইনের লোকের কাছে সোপর্দ করতে হবে। কোনও ধর্মই বলেনি যে নিজে আইনের পক্ষ হয়ে কাউকে শাস্তি দাও।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৮
সোহানী বলেছেন: আইন নাই বলেইতো মানুষগুলো এমন অমানুষ হয়ে যাচ্ছে। আজকে যদি এরকম আইন হাতে তুলে নেবার জন্য শাস্তি দিতো তাহলে এমন কিছু কেউই করতো না। কিন্তু হায় এমনটি যে হচ্ছে না।
৭| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
ফটুক তো ফাইনালি ফাঁটাফাঁটিই হইছে কিন্তুক ব্লগ যে ঝিমাইতাছে এই ফটুকে কি সেই ঝিমানো ব্যারাম সারিবে ?
ক্লিক করিলেই ব্লগের চাক্কা তো ঘুরতে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হাত ধোয়ার সূ্ত্র মতো কমপক্ষে ২০ সেকেন্ড।
আপনারে কেডা কইছে, আমরা কবে থিইক্কা "মানুষ" আছিলাম ??????
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১১
সোহানী বলেছেন: হাহাহাহা.......... আপনি যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হাত ধোয়ার সূ্ত্র মতো ২০ সেকেন্ড এ ব্লগে ঢুকতে পারেন তাইলেতো আমি কমু আপনি বিশেষ সুবিধাপ্রাপ্ত । আমারতাে ২০ মিনিটেও আসে না..............
এইটা একটা ভালো কথা কইছেন!!!! মানুষ থাকলেই না অমানুষের প্রশ্ন। সুবোধ টুবোধতো পালাইছে, এবার বাকিদেরও পালা মনে হয়।
৮| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০
জুন বলেছেন: আমি একটা ছবি ব্লগ দেবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম । কিন্ত ব্লগের উমা মুরগীর মত ঝিমানি দেখে আর সাহস পাই না ।
ছবিগুলো অসাধারন কারন দৃশ্যগুলো অসাধারন বলেই
আর আপনার ছবি তোলার হাত বরাবরের মতই এক্সেলেন্ট ।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৫
সোহানী বলেছেন: আরে দিয়ে দেন, আপনার পোস্ট সবাই অফলাইনে হইলেও ঢুকবে? করোনার কারনে ঢু দিতে পারছেন না সেটা বুঝি। তবে ল্যাপি ঘাইটা দেখেন কিছু বাদ পড়ছে কিনা আগের টুরের সেটাই দেন..............
হাহাহা আমার কোন গুন নাই বা কেরামতি ও নাই। দৃশ্য সুন্দর তাই ছবি সুন্দর। আগে যেমন ডিএসএল দিয়া ঢং কইরা ছবি তোলার চেস্টা করতাম, এখন আর তা করি না। কারন মোবাইলে সব অপশন আছে, শুধু শুধু এতো ভারী ক্যামেরা বহন করার কোন কামের কথা না...................
৯| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩২
শাহ আজিজ বলেছেন: আমার বিদেশি ফেসবুক বন্ধু এরকম ছবি কদিন আগেই দিয়েছে । ম্যাপল লিফ আমার খুব প্রিয় ।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৭
সোহানী বলেছেন: ঘুরে যান আজিজ ভাই। সামার সহ ফল সিজনে.........।
১০| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: আপু পোস্ট দিয়ে কি আবার ছবি তুলতে গেলেন? এই মুহূর্তে আমার সিরিয়াল দশ হতে চলেছে। ওদিকে ছবি আপুকে উৎসর্গ করলেও আপু এখন ওনার হ্যান্ডসেট অথবা ক্যামেরা নিয়ে হয়তোবা ব্যস্ত আছেন। কাজেই আমরা হোস্ট কিম্বা অতিথি দুজনকে কখন পাবো অপেক্ষায় না থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে গেলাম। দুজনেরই জন্যই অবিরাম শুভেচ্ছা রইলো।
ছবিগুলো ভালো হয়েছে। শুধু একটু বলার যে কয়েকটা গাছের উপর রঙিন জল না ঢেলে ছবি তুললে বেশি ভালো লাগতো। গাছটির ক্লোরোফিল নষ্ট হতে পারে।আর একটা গাছের উপর প্রচুর ইঁটের ডাস্ট দেখছি। ওই গাছটির উপরে ওভাবে ইঁটের গুড়ো দেওয়াও ভালো লাগেনি। আমাদের রাস্তায় ধারে ধারে অবস্থিত গাছগুলো ডাস্টে ঢেকে থাকে। বৃষ্টিতে ধুয়ে গেলে খুব ভালো দেখায়। তবে ছবিতে উদ্ভিদের উপর এমন নিপিড়নের সত্বেও জুনাপু অসাধারণ বলেছেন যখন আমিও ওনাকে শ্রদ্ধা জানিয়ে 'অসাধারণ' বললাম।
সবশেষে ঐ প্রশ্নটা করে মিছে মিছে কেন লজ্জা দিয়েন? আচ্ছা আপনি বলেন দেখি কোন সময়ে আমরা পিশাচ ছিলেমনা?পেপারে দৈনিক মানবিক কাজের তুলনায় পৈশাচিক কাজের খবর অনেকবেশি। সেক্ষেত্রে পৈশাচিক সমাজে বা পিশাচের কাছ থেকে মানবিক আচরণের আশা করে ভবিষ্যতে লজ্জা দিবেন না প্লিজ.....
ভালো থাকুন সবসময়।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫১
সোহানী বলেছেন: পদাতিক ভাই, মনে হয় ভুলে গেছেন আপনাদের সাথে আমার দিন রাত পার্থক্য। রাতে পোস্ট দিয়া একটা ঘুম দেই সকালে কাজের ফাঁকে আবার ঢুক। তাই এই টাইম গ্যাপ
ছবি আপু মনে হয় গ্রামে গেছে ছবি তুলতে। শীঘ্রই ফিরে আসবে নতুন পোস্ট নিয়ে।
হাহাহাহা.......... ইটের ডাস্ট আর রং ই না, এখানে শীতে পারলে জামা কাপড় পড়ায়ে রাখে। প্রথম যখন জার্মানীতে এরকম গাছকে জামা কাপড় পড়ানো দেখে তাজ্জব হয়ে গেছি। জিজ্ঞাসা করতেই একটু অবাক হয়ে ওরা বললো, তোমারও তো শীতে কাপড় লাগে আর গাছের লাগবে না? ওদেরও তো জীবন আছে??
মনে মনে বল্লাম, আমরা মানুষেরই জীবন আছে কিনা তাই বুঝি না, তার আবার গাছের জীবন নিয়া চিন্তা.....
আসলেই ভাই, ভুল হয়ে গেছে। কখনো কখনো মনে পড়ে যায় যে একদা আমরা মানুষ ছিলাম।
যখন দেশে ছিলাম তখন ছেলেকে বাংলা পত্রিকা পড়তে উৎসাহিত করতাম। কিন্তু সে সব খবর আর ছবি দেখে আমার ছেলে প্রায় মানসিক রোগী হয়ে যাচ্ছিল। তারপর তা বন্ধ করে সাপ্তাহিক পত্রিকা যেমন কিশোর আলো, কম্পিউটার জগৎ রাখতাম। এ নিয়ে একটা লেখাও তখন লিখেছিলাম....। দেখছি.. খুজেঁ পাই কিনা!
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩১
সোহানী বলেছেন: এই যে অনেক কষ্টে খুঁজে বের করলাম লিকাটা।
আমার সাংবাদিক ভাইদের কাছে একটি প্রশ্ন... একটু ভেবে দেখবেন কি?????
১১| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৫
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৭
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার পোস্টগুলো জমে আছে। অফলাইনে পড়লেও মন্তব্য করা হয়নি। আসবো শীঘ্রই.....
১২| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৩
ইসিয়াক বলেছেন: খুবই ভালো লাগলো।
এক কথায় নয়নাভিরাম।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৯
সোহানী বলেছেন: সত্যিই তাই ইসিয়াক ভাই। আপনার মধুরিমা কেমন আছে??
১৩| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৬
করুণাধারা বলেছেন: একটা লাইক দিতে লাগল ১:৩৮.০৩, প্রায় ১০০ সেকেন্ড, স্টপ ওয়াচ ধরে দেখলাম!! এমন হলে পোস্টে আসতে ইচ্ছা হয়!!
ছবিগুলো খুবই ঝকঝকে। গাছের পাতা এত লাল হতে পারে জানতাম না। সব ছবি দেখে মনে হচ্ছিল লাল নীল সবুজের মেলা বসেছে...
আবার স্টপ ওয়াচ চালু করছি, দেখি কতক্ষণে মন্তব্য পোস্ট হয়।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৬
সোহানী বলেছেন: ওরে সে কথা আর কইতে আপুরে........। কাভা ভাই নিশ্চয় দৈাড়াদৈাড়ি করছে। দেখি আবার উনারে খোঁচাখুঁচি করতে হইবে....। আমি তো ওপেন এ ক্লিক করে নিজের কাজ করতে থাকি। তারপর মিনিট কয়েক পরে ঢু মারি। কেমনে কি
লাল কাহাকে বলে আর কত প্রকার। আমিতো বাসার পাশ থেকে এ ছবিগুলো তুলেছি। এখানে ফল পার্ক আছে। সেখানের ছবি দেখলেতো মাথা ঘুরে যায়। ওয়া আওয়ারের বেশী ড্রাইভ বলে যেতে পারিনি। আর করোনায় অনেক রেস্ট্রিকশান। ওই পার্কের গাছগুলোই লাগানো হয়েছে ফল এর কালার চিন্তা করে।
স্টপ ওয়াচ না দেখে আমার মতো কাজের ফাঁকে ফাকেঁ ঢুকেন... হাহাহা তীর্থের কাকের মতো বসে থাকতে ইচ্ছে করে না। ধৈর্য্য নাই..............
১৪| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৮
করুণাধারা বলেছেন: এক মিনিট এগারো সেকেন্ড।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৮
সোহানী বলেছেন: হাহাহাহাহা...............
আপুরে, তীর্থের কাকের মতো বইসা না থাইকা কাজের ফাঁকে ঢুঁ মারেন।
১৫| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০৯
ইসিয়াক বলেছেন: আজকে মধুরিমাকে নিয়ে কবিতা লিখেছি আপু। আমন্ত্রণ রইলো।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৩
সোহানী বলেছেন: এক্ষনি যাচ্ছি।.......তা মধুরিমা ভালো আছেতো!
১৬| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম সবার মন্তব্য গুলো পড়তে।
০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৯
সোহানী বলেছেন: আজকের পোস্ট অন্তত বোরিং তাই মন্তব্য পড়ে কোনই মজা পাবেন না।
আচ্ছা বলেন, আপনার ব্যবসা শুরু করার কি হলো? কবে শুরু করবেন। শুনেন ভাই, একটা দিন শেষ তো জীবন থেকে একদিন মাইনাস। একদিন আগে কাজ শুরু করবেন মানে একদিন আগায়ে থাকবেন। আপনি অনেক প্রতিভাবান, শুরু করলেই দেখবেন এগিয়ে যাচ্ছে। (সরি উপদেশ দিয়ে ফেল্লাম যা আমি অত্যন্ত অপছন্দ করি। কিন্তু আমার মনে হচ্ছে আপনার কিছু করার এখনই সময় খুব দেরী হবার আগে...........। এখন যৈাবন যার যুদ্ধে যাবার ..................... )।
১৭| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন সুন্দর ও ঝকঝকে ছবিগুলো। পোস্ট ভালো হয়েছে। তবে ব্লগের অবস্থা অনেক কাহিল। বুঝতে পারছি না সার্ভার কবে ঠিক হবে।
১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:৫৬
সোহানী বলেছেন: হাসু মামা ভাই ধন্যবাদ।
তয় ব্লগের অবস্থা কাহিল নাকি সার্ভারের তা বুঝতে হবে...........। এভাবে ধুকে ধুকে কয়জন আসবে!! এতো সময় ধৈর্য্য কই???
১৮| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ২:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তাইলে একখান কথা!! আচ্ছা কনতো দেখি, মানুষের জন্য ধর্ম নাকি ধর্মের জন্য মানুষ?
........................................................................................................................
আচ্ছা কনছেন দেহি আমরা কি মান + হুশ আছি ?
আমরা কি গাধার থাইন উত্তম!!!
হাদার থাহি অধম ???
..................................................................................
চমৎকার ছবির জন্য +++
১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:০০
সোহানী বলেছেন: আসলেরে ভাই, সবাই যেভাবে আমারে বকা দিতাছে মানুষ কওয়াতে তাতেতো আমি ডরাইছি............। কি করুম কন, জীবন্ত মানুষ পোড়া দেখার ভয়ে দেশের কোন খবরের কাগজই খুলি নাই কয়দিন। দেশের বাইরে কিভাবে যে আমাদেরকে মূল্যায়ন করছে তা যদি সবাই জানতো আর বুঝতো!! লজ্জায় কারো সাথে এ বিষয়ে কথাই বলি না। বাংলাদেশ নাম শোনা মাত্রই একগাদা কথা শোনায় ভীনদেশী। কি কমু কন??
১৯| ১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৪:০৭
অনল চৌধুরী বলেছেন: ৪ ঋতু হলে ৮ মাস ঠান্ডা থাকে কিভাবে?
১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:০৭
সোহানী বলেছেন: হুম হিসাবটা হলো........ নভেম্বর থেকে মার্চের মিড পর্যন্ত সাথারনত ঠান্ডা থাকে। পুরোদমে বরফ পরে কয়েকদিন মাত্র। তারপর জুন পর্যন্ত স্প্রিং। প্রায় সেপ্টেম্বর মাঝ পর্যন্ত সামার আর অক্টোবর পর্যন্ত ফল সিজন। এটা অন্টারিও এর জন্য।
৮ মাস ঠান্ডা থাকে কথাটা ঠিক না ইন জেনারেল। তবে কানাডার এমন সব শহর আছে সেখানে ৮ থেকে ১২ মাসই ঠান্ডা থাকে।
২০| ১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৪:৪৯
রাবেয়া রাহীম বলেছেন:
১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:১৩
সোহানী বলেছেন: তোমার ছবিগুলোও অসাধারন। আসলে ফল সিজনের এ সৈান্দর্য্য অন্যরকম। আমি প্রায় লং ড্রাইভ করি । রাস্তার দুপাশের লাল হলুদের মাঝে গাড়ি চালাতে কি যে ভালো লাগে।
২১| ১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৪:৫৫
রাবেয়া রাহীম বলেছেন:
নিউইয়র্ক থেকে ছবির জন্য ছবি
১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:১৬
সোহানী বলেছেন: এটা কোন এরিয়ার?
২২| ১০ ই নভেম্বর, ২০২০ ভোর ৬:৫১
ডঃ এম এ আলী বলেছেন:
আয়েশ কইরা ফটুক দেখলাম।
সুন্দর হইছে ।
উৎসর্গ যতার্থ হয়েছে।
ধর্মান্ধদের জন্য রইল প্রতিবাদ ।
এদের উপযুক্ত বিচার হোক ।
আপনি দিলেন বাইরের ফটুক
আমি একখান দিলাম ঘরের ভিতর
জানালার কাছে ঘরের ভিতর টবে
পুইশাক চাষের ফটুক । শীতের সময়
বাইরে বাগানে টিকেনা বলে গুটি
কয়েক চাড়া তুলে এনে ঘরে টবে
লাগিয়ে দিলাম । ঘরে এসে
লক লকিয়ে বাড়ছেন তিনারা।
অনেক অনেক শুভেচ্ছা রইল
১১ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৩
সোহানী বলেছেন: আরে দারুনতো। আমাদের এখানে শীতে ঘরের মাঝেও গাছ বাঁচে না্। আমি যে কি পরিমান ইনডোর প্লান্ট কিনেছি ও লাগিয়েছি তার ইয়াত্তা নাই। কিন্তু কোনভাবেই বাচেঁ না এক সিজন পরে। আসলে ঘরে বলতে গেলে সবসময়ই হিটিং চলে, মনে হয় সে কারনে..। তারপরও মাঝে মাঝে বাইরে রাখি, নিয়ম করে পানি দেই কিন্তু এক সময় ঠিকই মরে যায়। এমন কি ক্যাকটাস ও বাচেঁ না। এ এক যন্ত্রনা। আমি ইনডোর প্লান্ট খুব পছন্দ করি। আচ্ছা ছবি দিচ্ছি.....
২৩| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৪৬
আমি সাজিদ বলেছেন: চমৎকার আপি
১১ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৬
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ সাজিদ ভাই।
২৪| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:০১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ যতসব ছবি!
১১ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৮
সোহানী বলেছেন: ফল সিজনে প্রকৃতি এতো সুন্দর করে সাজে মনে হয় কোন উৎসব চলছে চারপাশে। এবারের ওয়েদার খুব ভালো, যার কারনে প্রকৃতির রং টা অনেকদিন ধরেই চলছে।
২৫| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বহুত সুন্দর ছবি শেয়ার করছেন। +++++++ লন।
আসলে ধর্মের চেয়ে অধর্ম করছে মানুষ বেশি তাই এ অবস্থা।
১১ ই নভেম্বর, ২০২০ রাত ১:৩১
সোহানী বলেছেন: প্রশ্ন সেখানে। ধর্ম তৈরী হয়েছে মানুষকে বিপথ থেকে ফেরানোর জন্য, মানুষ বলি দেবার জন্য নয় কিছুতেই। আর ইসলাম বরাবরেই শান্তির ধর্ম। সেখানে উশৃংখলতা কখনই প্রশ্রয় দেয় না। কিন্তু আমরা তা ভুলে হিংস্র হয়ে যাচ্ছি দিনে দিনে।
২৬| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩১
মনিরা সুলতানা বলেছেন: অ্যাপই সুন্দর !
১১ ই নভেম্বর, ২০২০ রাত ১:৩৩
সোহানী বলেছেন: অ্যাপই শুধু সুন্দর....
২৭| ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
রাবেয়া রাহীম বলেছেন: নীচের তিনটে ছবি ওয়েসটচেসটার এর। ফল ওখানে বেশী সুন্দর । উইকএনডে ড্রাইভ করে গিয়েছিলাম । নিউইয়র্ক থেকে এক ঘন্টার ডরাইভ
১১ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪৬
সোহানী বলেছেন: নেকস্ট এ যাবো যখন তখন অবশ্যই ঘুরে আসবো।
২৮| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫২
ভুয়া মফিজ বলেছেন: আমাগো শরৎ আর হেমন্ত মিলায়াই ফল......এইডাও আপনেরে কয়া দিতে হইবো!!
যেমনে 'কানাডায় চার ঋতু' কইছেন, আমি তো ভাবছিলাম, চাইর ঋতুর উপ্রে একটা ফটো প্রেজেন্টেশান দিবেন। ছবিগুলান বড়ই সৌন্দর্য, তয় আশা পূরণ না হওনে কিন্চিৎ মন খারাপ!!
১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৫৪
সোহানী বলেছেন: ওওও আচ্ছা আচ্ছা প্রশ্নপ্রত্র ফাঁস জেনারেশানের মা তো তাই ঘিলু কম :
মাথা খ্রাপ!! এ কয়খান ছবি পোস্টাইতেই দিন শেষ!! তারপর শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত আনলেতাে সামুতে গিট্টু লাইগা যাইবো...........। তখন কাভা ভাই আমারে সাময়িক বাড়ি পাঠাইবো
২৯| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১২:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। ক্যামেরা’র নাম কি?
১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৫৬
সোহানী বলেছেন: ঠাকুরভাই, এইটা আপেল ১১ (যার ছবি ছাড়া সবকিছু জঘন্য, মাইনষে যে ক্যান আপেল এর অইগা এমন কান্নাকাটি করে!!!)
৩০| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৮
স্প্যানকড বলেছেন:
মন তো আগেই গেছে খোয়া
দেহ দিচ্ছে তাড়া
তোমারে চাই সখা
তোমার জন্য আস্ত আমি খাড়া!
সকাল মরে দুপুরের রোদে
বিকালটা কেমন নব বধু সাজে
মন তো প্রথম নজরে গেছে
দেহ খানি আস্তে ধীরে এগুচ্ছে।
তোমারে চাই সখা
তোমারেই চাই,
হালে পানি এত বেশি
জোয়ার ভাটা টানাটানি।
মন তো উড়ছে যখন তখন
যাচ্ছে না ধরা ছোঁয়া
দেহ খানি উপোস গুনছে
চারপাশে প্রেমের ধোঁয়া।
নিয়ন সন্ধায় জোনাক উড়ে
প্রেমের আগুন শরীর জুড়ে
তুমি খাসা
তোমাতেই উঠা বসা।
কে গেল গোল্লায়!
কে কোন মিজান পাল্লায়?
সে খেয়াল একদম ই নাই
তোমারে চাই সখা
তোমারেই খাই!
খানা পিনা।
---- -----
১১ নভেম্বর ২০২০।
এর পর কেউ ঝিমায় পড়লে জলদি ডাক্তার দেখান
১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৫৮
সোহানী বলেছেন: হেহেহেহে ভাইজান মনে হয় ছবি দেইখা এমন খুশি যে আস্ত কবিতাই লিইখা ফালাইছেন। তারউপ্রে তিনবার একই মন্তব্য পোস্ট করছেন....
৩১| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৮
স্প্যানকড বলেছেন:
মন তো আগেই গেছে খোয়া
দেহ দিচ্ছে তাড়া
তোমারে চাই সখা
তোমার জন্য আস্ত আমি খাড়া!
সকাল মরে দুপুরের রোদে
বিকালটা কেমন নব বধু সাজে
মন তো প্রথম নজরে গেছে
দেহ খানি আস্তে ধীরে এগুচ্ছে।
তোমারে চাই সখা
তোমারেই চাই,
হালে পানি এত বেশি
জোয়ার ভাটা টানাটানি।
মন তো উড়ছে যখন তখন
যাচ্ছে না ধরা ছোঁয়া
দেহ খানি উপোস গুনছে
চারপাশে প্রেমের ধোঁয়া।
নিয়ন সন্ধায় জোনাক উড়ে
প্রেমের আগুন শরীর জুড়ে
তুমি খাসা
তোমাতেই উঠা বসা।
কে গেল গোল্লায়!
কে কোন মিজান পাল্লায়?
সে খেয়াল একদম ই নাই
তোমারে চাই সখা
তোমারেই খাই!
খানা পিনা।
---- -----
১১ নভেম্বর ২০২০।
এর পর কেউ ঝিমায় পড়লে জলদি ডাক্তার দেখান
১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৫৮
সোহানী বলেছেন:
৩২| ১২ ই নভেম্বর, ২০২০ রাত ১:২৮
স্প্যানকড বলেছেন:
মন তো আগেই গেছে খোয়া
দেহ দিচ্ছে তাড়া
তোমারে চাই সখা
তোমার জন্য আস্ত আমি খাড়া!
সকাল মরে দুপুরের রোদে
বিকালটা কেমন নব বধু সাজে
মন তো প্রথম নজরে গেছে
দেহ খানি আস্তে ধীরে এগুচ্ছে।
তোমারে চাই সখা
তোমারেই চাই,
হালে পানি এত বেশি
জোয়ার ভাটা টানাটানি।
মন তো উড়ছে যখন তখন
যাচ্ছে না ধরা ছোঁয়া
দেহ খানি উপোস গুনছে
চারপাশে প্রেমের ধোঁয়া।
নিয়ন সন্ধায় জোনাক উড়ে
প্রেমের আগুন শরীর জুড়ে
তুমি খাসা
তোমাতেই উঠা বসা।
কে গেল গোল্লায়!
কে কোন মিজান পাল্লায়?
সে খেয়াল একদম ই নাই
তোমারে চাই সখা
তোমারেই খাই!
খানা পিনা।
---- -----
১১ নভেম্বর ২০২০।
এর পর কেউ ঝিমায় পড়লে জলদি ডাক্তার দেখান
১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৫৯
সোহানী বলেছেন:
৩৩| ১২ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। অনেক খুশি...... অনেক সুন্দর উৎসর্গীকৃত পোস্টের ছবিগুলো
একেকটি ছবিই যেন একেকটি কবিতা। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি এই দুনিয়া। তাঁর কাছে কৃতজ্ঞতা জানাই।
পোস্ট প্রিয়তে গেলো
আল্লাহ আপনাকে নেক হায়াত দিন
ফি আমানিল্লাহ।
আমি ঢাকায় না থাকার কারণে পোস্টে আসতে দেরী হয়েছে আপি সরি
১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১:০০
সোহানী বলেছেন: নো প্রবলেম আপু। আমি নিজেই আসি ঢিলে চালে।
তা গ্রাম কেমন দেখলা??
৩৪| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৬
আমি তুমি আমরা বলেছেন: যদ্দূর জানি, ক্যাকটাস মরুভূমির গাছ। শীতপ্রধান দেশেও কি ক্যকটাস হয়? ড এম এম আলীর মন্তব্যের জবাবে আপনার দেয়া ছবি দেখে জানতে চাইলাম।
১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১:০২
সোহানী বলেছেন: এটা ইনডোর প্লান্ট। যেকোন গাছই আপনি ইনডোরে রাখতে পারেন।। তবে একটু বেশীউ যত্ন নিতে হয়। আমার এরকম ইনডোর আরো কিছু প্লান্ট আছে কিন্তু খুব খারাপ অবস্থা। .............
৩৫| ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:১২
ঠাকুরমাহমুদ বলেছেন:
পূর্বজন্মে আপনি সম্ভবত আমার বোন ছিলেন। ছেলেমেয়ে শখ করে আমাকে ব্লাকবেরী পরে এ্যাপল কিনে দিয়েছিলো, ব্যবহার করে আমি তাদের বলেছি, বাবারা এটাকে কটকটিওয়ালাকে দিয়ে আমাকে মুক্তি দিন। সেলফোন আমি স্যামসাং ব্যবহার করি আর ক্যামেরা ক্যানন।
করোনা পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে দিনকে দিন। আল্লাহ ভালো জানেন তিনি আমাদের কোন পরিক্ষায় ফেলেছেন।
১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৩৯
সোহানী বলেছেন: যাক একজন ভাই পেয়ে আমি খুব খুশি।
আমি হলাম স্যাসসাং পাবলিক। যখন মোবাইল দিয়ে ইটের কাজ করা যেত তখন থেকেই মোবাইল ইউজ করি। র্ফাস্ট ফোন মনে হয় ইরিকসান। এরপর বাজারে স্যাসসাং আসে গরীবদের জন্য আর বড়লোকদের জন্য এ্যাপেল। তখনই স্যাসসাং ইউজ শুরু করি আজ এতো বছর। গতমাসে আমার মেয়ে হাত থেকে ফেলে আমার স্যাসসাং ১০+ ফোনটার স্টার্ট বাটন ও স্ক্রিন নষ্ট করে। তারপর ভাবলাম অনেকতো স্যাসসাং ইউজ করছি এবার এ্যাপেল কিনি। কেন মাইনষে এতো পাগল তা একটু দেখি। এরপর ইতিহাস.... যতবার ফোন ধরি ততবার একটা করে গালি দেই। একমাত্র ছবি আসে ফাটাফাটি আর বাদবাকি জঘন্য।
আমার একটা কেনন ডিএসআরএল আছে। জার্মান থেকে কিনেছিলাম প্রায় ১০ বছর আগে। তখন ছবিতুলে ফটোগ্রাফার হবার শখ ছিল। কিছুদিন ক্যামেরা কাঁধে পোজ দিয়া ঘুরছিলাম । এখন স্টোররুমে। এমন ভারী ক্যামারা নিয়া ছবি তোলার ইচ্ছা ভাগছে। আর ছবি তোলার ভুতও কিছুটা কমছে।
৩৬| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ২:৪৩
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটা আমার খুবই পছন্দ হয়েছে।
আমি কিন্তু অলস নই। কিছু করার জন্য আমি মুখিয়ে আছি।
সমস্যা হলো ব্যাটে বলে মিলছে না।
২২ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:১২
সোহানী বলেছেন: ব্যাটে বলে কখনোই সঠিকভাবে মিলবে না। এর মাঝেই মিলিয়ে নিতে হবে।
যাহোক, উপদেশ দিয়েই চলছি মনে হচ্ছে ।
একটা কথা, এতো লিখা এতো পোস্ট একদিনে কিভাবে লিখেন?
৩৭| ২০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৭
শায়মা বলেছেন: ফটুকগুলো দেখে মুগ্ধ হই বার বার তবে ফটুকগুলোর মাঝে তোমাকে দেখলে তো আরও মুগ্ধ হতাম আপুনি!!!
২২ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:১৪
সোহানী বলেছেন: আমারে দেখলে ফটুক তুলবে কে??? কারন আমি সাধারনত একাই বের হই ও ঘুরে বেড়াই। আর কানাডায় এতো মানুষ কম যে কারো কে যে বলবা একটু ছবি তুলতে তাও পাবা না। এমন কি দিনের বেলায়ও আমার ভয় ভয় লাগে। কোথাও কোন জন মানুষ নেই।
৩৮| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ৯:২৯
খায়রুল আহসান বলেছেন: বাহ, কত চমৎকার সব ছবি দিয়ে সাজিয়েছেন আপনার পোস্ট! আর পোস্টটি একজন যোগ্য ব্যক্তিকেই উৎসর্গ করেছেন।
৪ নং আর ৮ নং ছবি দুটো বোধ হয় একই ছবি। ইচ্ছে হচ্ছে খালি বেঞ্চটিতে গিয়ে একটু বসি!
ধর্ম তো মানুষের কল্যাণের জন্যই, মানুষ কেন ধর্মের জন্য হতে যাবে? অঘটন ঘটে তখনই যখন মানুষ ধর্মীয় অনুশাসনগুলো ঠিকমত নিজের বিবেক ও বোধশক্তি দিয়ে বুঝে তারপর সে সেগুলো মেনে চলার চেষ্টা করে না। আন্তর্জালিক সুবিধায় বেহুদা তর্কে না জড়িয়ে কিংবা কোন হুজুরের ব্যাখ্যার অপেক্ষায় না থেকে নিজে নিজেই অনেক কিছু অন্বেষণ করে জিজ্ঞাসা মেটানো যায়। তবে সত্যিকারের ধর্মদীক্ষায় দীক্ষিত একজন আলেমের সহায়তা পেলে ধর্মকে সঠিকভাবে উপলব্ধি ও পালন করা সহজ হয়ে যায়।
২২ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:১৯
সোহানী বলেছেন: আমি সামারে এরকম কোন জায়গা বা বীচের কিনারে বসি। অদ্ভুত নীরব সে সব জায়গায় বসে থাকার মজাই আলাদা। মাঝে মাঝে মেয়েকে নিয়ে যাই। সে ছুটোছুটি করে অথবা মা মেয়ে দোলনায় দুলি। এখানে একটু পর পর পার্ক আছে, বাচ্চাদের খেলার চমৎকার জায়গা আছে।
ধর্ম নিয়ে আমি সাধারনত কথা বলি না। ওটা যার যার বিশ্বাস। কিন্তু ইদানিং ধর্মের নামে যা শুরু করেছে তা সহ্যের বাইরে।
৩৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ ভোর ৪:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
আর কত ফটুক দেখব ? নতুন পোষ্ট কোথায় ?
শুভেচ্ছা রইল
০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৩
সোহানী বলেছেন: আলি ভাই, বিজি বিজি বিজি! পেটের ধান্দায় বিজি।........ পোস্ট মাথায় হাজারটা ঘুরছে কিন্তু সময় আমাায় দেয় না অবসর!!
প্রচন্ড বরফ পড়ছে আজ। কি যে সুন্দর চারপাশ।
আপনার শরীর কেমন?
৪০| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৪
কেএসরথি বলেছেন: কানাডার সব জায়গাই দেখতে অনেকটা এরকম, তাই না?
০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৪
সোহানী বলেছেন: তুমি কই? কি অবস্থা তোমার? পড়া কি শেষ?
কম বেশী। যেহেতেু গাছ ফরেস্ট আকাশের কোন চেইন্জ নেই তাই!!
৪১| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৫
কবিতা ক্থ্য বলেছেন: ছবিগুলো অসাধারন।
ক্যপশন থাকলে হয়তো আরো ভালো হতো।
(পোস্ট যদি ও সুপার হিট)
১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫১
সোহানী বলেছেন: ক্যপশন দেবার কিছু নাই। সবই এক প্রকৃতির ছবি। তবে সেটা ফল এর। এখন উইন্টার........
৪২| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:০০
অনল চৌধুরী বলেছেন: ফুল আর ছবিগুলির নীচে নাম দিলে ভালো হতো।
সবা্ই জেনে রাখতে পারতো ।
আপনার ছেলের বয়স এখন কতো আর আপনি কতো সালে ক্যানাডা গেছেন?
১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৬
সোহানী বলেছেন: একসাথে অনেক প্রশ্ন করেছেন। কিন্তু এর উত্তরগুলো কেন প্রয়োজন বলবেন কি?
৪৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:২৯
অনল চৌধুরী বলেছেন: প্রথম প্রশ্নগুলি সবার জানার জন্য।
আর ৯ নম্বর মন্তব্যে লিখেছেন, যখন দেশে ছিলাম তখন ছেলেকে বাংলা পত্রিকা পড়তে উৎসাহিত করতাম। কিন্তু সে সব খবর আর ছবি দেখে আমার ছেলে প্রায় মানসিক রোগী হয়ে যাচ্ছিল। তারপর তা বন্ধ করে সাপ্তাহিক পত্রিকা যেমন কিশোর আলো, কম্পিউটার জগৎ রাখতাম। এ নিয়ে একটা লেখাও তখন লিখেছিলাম..
কতো বছর বয়সের শিশুর পত্রিকায় খারাপ খবর পড়ে প্রতিক্রিয়া হয়, এ সম্পর্কে একটা লেখা লেখার জন্য তথ্যের প্রয়োজনে জিজ্ঞেস করেছিলাম।
তবে আপত্তি থাকলে দিতে হবে না।
প্রসঙ্গক্রমে বলতে চাই, আমি কখনো পত্রিকায় ধর্ষণ শব্দটা লিখি না। এর পরিবর্তে নারী নির্যাতন শব্দটা ব্যবহার করি, কারণ আমি জানি, শিশুরাও পত্রিকা পড়ে আর বাবা -মা'কে বিভিন্ন অপরিচিত শব্দের অর্থ জিজ্ঞেস করে। যেমন ছোটোবেলা থেকে পড়তাম আমি।
অভিভাবকদের বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষার জন্যই এভাবে লিখি।
১২ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:২১
সোহানী বলেছেন: আমার ছেলেকে পড়তে শেখার পর থেকেই পত্রিকা পড়াই। সে অসম্ভব পড়তে পছন্দ করে। যখনকার কথা বলেছি তখন তার বয়স ছিল সাত বছর।
৪৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১১
ইমতিয়াজ ১৩ বলেছেন: ফুলের ছবি সাথে মেঘলা আকাশের এক অমলিন মিতালী
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:১৬
সোহানী বলেছেন: আরে আপনি কোথায় হারালেন? অনেকদিন কোন খোঁজ নেই। চিন্তায় ছিলাম। কিছুদিন আপনাদেরকে না দেখলে চিন্তা হয়। আবার রাগ করে ব্লগ ছেড়ে গেলেন কিনা!
৪৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫২
আমি সাজিদ বলেছেন: অনেক চমৎকার কিছু ছবি দেখলাম পোস্ট ও কমেন্টে।
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:১৬
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।
৪৬| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: রাগ নয় ব্যস্ততার কারনে নিয়মিত ছিলাম না।
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০০
সোহানী বলেছেন: আশা করি আবারো নিয়মিত হবেন ব্লগে।
৪৭| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৭
মলাসইলমুইনা বলেছেন: ফটুকগুলোতো সুন্দর কিন্তু আমার বোটানিক্যাল নলেজ বাড়ানোর জন্য বর্ণ পরিচয়ের মতো বৃক্ষ আর ফুলের পরিচয় দিতেই পারতেন আপনি । একটা কমপ্লেইন এই লেখা নিয়ে --কমেন্ট করার জন্য নিচে নামতে স্ক্রল বাটন চেপে ধরে থাকতে থাকতে হাত ব্যাথা হয়েগেলো আমার । তাই বেশি কিছু আর লেখা গেলো না ।
২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৪
সোহানী বলেছেন: আপনার অনুপস্থিতি নিয়ে চিন্তায় ছিলাম তবে সুখবর শোনর পর বুঝলাম আপনার ব্যাস্ততা কোনখানে। অভিনন্দন প্রিয় লেখক।
বৃক্ষ আর ফুলের পরিচয় দেবার মতো কোন জ্ঞানই আমার নেই। কিন্তু তা দর্শন করার জন্য দু'টো বড় বড় চোখ আছে তাই তা দিয়েই আপনাদের মাঝে হাজির..........হাহাহাহা (চাপাবাজিতে ওস্তাদ হচ্ছি .......)
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:০৪
নিয়াজ সুমন বলেছেন: চোখ জুড়িয়ে প্রশান্তি পেলো আর অস্থির মন শান্তা হলো।
চমৎকার ছবি। ধন্যবাদ সুন্দর পোস্ট।