নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

দাগ থেকে যদি দারুন কিছু হয় তাহলে দাগই ভালো :P

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৭



কোন এক লেখায় নতুন বইয়ের সংবাদে চাঁদগাজী ভাই বলেছিলেন যে,"গত বছর বইমেলাতে শতকরা ৯০ ভাগ বই ছিল নীচু মানের, এই বই বইমেলায় যোগ হলে, এই বছর উহা বেড়ে শত করা ৯১ ভাগ হবে।"

আমি অত্যন্ত দূ:খের সহিত চাঁদগাজী ভাইকে জানাচ্ছি যে এই ২০২১ বইমেলায় উহা বাড়িয়া শতকরা ৯২ ভাগ হইবে। কারন আমার অত্যন্ত অখাদ্য একটি বই বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে।

প্রশ্ন? তারপরও কেন ৯২ শতাংশে শামিল হলাম?

উত্তর! "দাগ থেকে যদি দারুন কিছু হয় তাহলে দাগই ভালো!" একটা অখাদ্য বই থেকে যদি সামান্যতম কারো মনোজগতে প্রভাব ফেলতে পারে তাহলেই এ নীচু মানের বই এর স্বার্থকতা। তাই চোখ কান বন্ধ করে এ পথে নামলাম B:-/


দীর্ঘ ১৩ বছর ধরে সামহোয়ারে প্লাটফর্মে লিখলেও আমার লিখাগুলোর মলাটবন্দী করার সাহস অর্জন করিনি এ পর্যন্ত। কারন আমার কাছে মনে হয়েছে আমিতো ড: এম এ আলী, জাফরুল মবীন, মাঈনউদ্দিন মইনুল, করুণাধারা, অপু তানভীর, জুন, শেরশায়রী, জাদিদ, নীল আকাশ, জেন রসি, মা.হাসান, শায়মা, বোকা মানুষ বলতে চায়, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ঠাকুরমাহমুদ, বিদ্রোহী ভৃগু, আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম, পদাতিক চৌধুরি, ঢাবিয়ান, রোকসানা লেইস, ইসিয়াক, মরুভূমির জলদস্যু, স্বপ্নের শঙ্খচিল, দেশ প্রেমিক বাঙালী, সাজিদ, মিরোরডডল, রানার ব্লগ, নেওয়াজ আলি, নূর মোহাম্মদ নূরু, মলাসইলমুইনা, বিজন রয়, পদ্ম পুকুর, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সাড়ে চুয়াত্তর, রাকু হাসান, গিয়াস উদ্দিন লিটন, স্থিতধী, নতুন নকিব এর মতো লিখতে পারি না। কিংবা আহমেদ জী এস, খায়রুল আহসান, কাওসার চৌধুরী, মনিরা সুলতানা, ওমেরা, সামু পাগলা, স্বপ্নবাজ সৌরভ, সেলিম আনোয়ার, চাঁদগাজী, রাজিব নুর, শাহ আজিজ, লিলিয়ান, সাবরিনা, কি করি আজ ভেবে না পাই, ভুয়া মফিজ, আখেনাটেন, সাদা মনের মানুষ, মোস্তফা কামাল পলাশ, আমি তুমি আমরা, কাজী ফাতেমা ছবি এর মতো গভীরভাবে ভাবতে পারি না, আমার আরো পরিপক্কতা দরকার ও আরো জ্ঞানার্জন দরকার।

তারপরও দেখলাম ভাবতে ভাবতে অনেক বেলা চলে গেছে। লিখা যেমন হারিয়ে যাচ্ছে সেরকমভাবে মনের ভাবনাগুলোরও পরিবর্তন হচ্ছে দ্রুত। আজ যা নিয়ে ভাবছি কাল সম্পূর্ন ভিন্ন চিন্তা করছি। এবং হারিয়ে যাচ্ছে গতকালের চিন্তার কথামালা। তাই ভাবলাম অনেক হয়েছে এবার এগুলোকে বইয়ের পাতায় লিখে রাখি। তারপর মনের এ দ্বিধায় পরামর্শের জন্য যোগাযোগ করলাম আমাদের সবার প্রিয় সোনাবীজ ও ধুলিছাই ভাই। উনার উৎসাহে পা বাড়ালাম এ পথে। অনেক অনেক ধন্যবাদ সোনাবীজ ভাই।

গল্পগুলো লিখে খুব দ্বিধায় ছিলাম যে এগুলো আদৈা কিছু হয়েছে কিনা, কেউ পড়বে কিনা। তাই প্রথমেই যোগাযোগ করেছি ব্লগের সবার প্রিয় আহমেদ জী এস ভাই আহমেদ জী এস এর সাথে। উনার কলমের কাটাছেঁড়ায় লিখাগুলো প্রান পেয়েছে বলা যায়। কৃতজ্ঞতা প্রিয় লেখক।

পুরো প্রকাশনার আদ্যোপ্রান্তে ছিলেন নীলদা। অসীম ধৈর্য্য সহকারে আমার ঘ্যানঘ্যান সহ্য করেছেন। অনেক ধন্যবাদ নীলদা। চমৎকার এ প্রচ্ছদ করেছেন চারুপিন্টু। ধন্যবাদ চারু।


লিখালিখি আমার অসম্ভব ভালোলাগার জায়গা। জীবনবোধের উপলব্ধিগুলো আমি লিখে রাখি আমার ব্লগে। আমার পাঠকরা বরাবরেই উৎসাহ দিয়ে আসছে আমাকে। তাদের আগ্রহই আমি শত ব্যস্ততায় ও লিখালিখি চালিয়ে যাচ্ছি। তাই তাদের কাছে কৃতজ্ঞ সবসময়ই।

"জীবন ও জীবিকার গল্প" নাম ভূমিকায় সত্যিকারের জীবন ঘেষা কিছু গল্প্। যদিও গল্প না বলে টুকরো টুকরো ঘটনা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। গল্পের প্রতিটি চরিত্রই আমার কিংবা আপনার পাশের কোন পরিচিত মুখ। এ লিখায় তেমন কোন সাহিত্যের ছোয়া নেই। প্রতিটি গল্পই নিতান্তই সাদামাটাভাবে উপস্থাপনের চেস্টা করেছি। বইটি কেমন হলো বা আদৈা পড়ার যোগ্য কিছু হয়েছে কিনা তা জানার জন্য আমি অপেক্ষায় আছি আপনাদের সমালোচনার। সবার সমালোচনাই আমাকে পথ দেখাবে ভবিষ্যতের।

আর হাঁ, বই বিক্রিত পুরো টাকাই আমি দান করছি শিশুদের কল্যাণ্যে।

আসলে কাউকে অপ্রয়োজনে টাকা খরচ করতে বলাটা আমার কাছে খুবই খারাপ লাগে। মনে হয় ২০০ টাকার বই না কিনে এক কেজি পেয়ারা কেনাটা আরো ভালো। আরাম করে খাওয়া যাবে। তারপরও বইয়ের প্রচারনা করতে হয় বলে সবাইকে কেনার কথা বলছি, বইটি পড়ার কথা বলছি। কারো যদি মনে হয় এটা বাজে খরচ তাহলে তারা প্লিজ এ পথে হাটবেন না। আর যারা ভাবছেন কিছুটা বাজে খরচ করা যায় তাদের বলবো বইমেলা থেকে কিনুন রকমারি থেকে নয়। কারন এখানে পোস্টেজ খরচ ৫০ টাকা নিবে। কিন্তু যারা এ ৫০ টাকা এক্সট্রা খরচ করার সামর্থ্য রাখেন তারা কিনতে পারেন। কারন ঝামেলা বিহীন কেনাকাটায় অনলাইন বেস্ট।

বইটির মূল্য ২২০ টাকা। ১৫% ছাড়ে এখনই পাওয়া যাচ্ছে রকমারিতে ১৮৭ টাকায়। জীবন ও জীবিকার গল্প (হার্ডকভার)

সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।


প্রিয় ব্লগার মাঈনউদ্দিন মইনুল ভাই বইটি সংগ্রহ করেছেন চুপি চুপি। কিন্তু নীলদা উনার ছবি তুলে সারপ্রাইজ দিয়েছেন আমাকে!


অপু তানভীর ও চুপ চুপি বইটি কিনে তার টাইমলাইনে ছবিটা দিয়েছিল। আমি সেখান থেকে সংগ্রহ করেছি। ধন্যবাদ প্রিয় গল্পকার।


প্রিয় ব্লগার আজিজ ভাই এর হাতে বইটি।


ব্লগ ও ব্লগের বাইরে সমান জনপ্রিয় প্রিয় লেখক সোনাবীজ ভাইয়ের সংগ্রহের বই (এটাও উনার টাইমলাইন থেকে চুপি চুপি নিয়েছি)

মন্তব্য ৯০ টি রেটিং +২২/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৯

শাহ আজিজ বলেছেন: রকমারি থেকেই নেব । গেল সপ্তাহে দুটি বড় বই আনিয়েছি ।


লিস্টে কারো নাম বাদ দাও নাই :``>>

ভাল লাগছে ।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৩

সোহানী বলেছেন: আজিজ ভাই, ভয়ে আছি লিস্টে কোন প্রিয় মানুষটা বাদ পড়লো কিনা :(

অনেক অনেক ধন্যবাদ। ছবি চাই কিন্তু!

২| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৭

ডার্ক ম্যান বলেছেন: দেখি কিনতে পারি কিনা । বই কই কপি ছেপেছে

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৯

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!

আসলে সেটা নীলদা জানে। উনার এরিয়া। আমি খুব বেশী মাথা ঘামাইনি এ নিয়ে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৩

জুন বলেছেন: বিশাল অভিনন্দন সোহানী ।
আপনার কো ব্লগার হিসেবে গর্বিত আমি :)

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৮

সোহানী বলেছেন: আস্তাগফিরুল্লা জুনাপু!

আমার লিখা কোন প্রকারে ফেলতে আমি নারাজ। আমিতো লজ্জাই লাল হয়ে যাচ্ছি যে সবাইকে টাকা দিয়ে আমার লিখা পড়তে হবে। আপনারা পড়ে যদি বলেন এটা কোন প্রকারে পরেছে তাহলেই এ পথে হাটবো।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: গল্পগুলি কি বাংলাদেশের না দেশের বাইরের? রকমারি থেকে কেনার ইচ্ছা আছে। আমি মাঝে মাঝে ওখানে ফরমায়েশ দিয়ে থাকি।

০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩

সোহানী বলেছেন: মিক্স। দেশের বাইরের কিছু যেমন আছে তেমনি দেশের কিছু নিয়েই লিখেছি। তবে সবগুলি গল্পই হলো ঘটনাই সত্য ঘটনার উপর ভিত্তি করে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৯

মলাসইলমুইনা বলেছেন: নব্য গল্প গ্রন্থের জন্য ২০২১টা লালগোলাপের অভিনন্দন !
বই মেলার ৯২ ভাগ নিচু মানের বইয়ের আওতায় পরে যাওয়া আপনার এই বই আমার ক্রয় তালিকার উচ্চ অবস্থানে আছে । বই মেলায় আমার বায়িং এজেন্টদের (ভাগ্না ভাগ্নিদের ) লাগিয়ে দেব কিনে আটলান্টিকের এপারে পাঠিয়ে দেবার কাজে । ও আর অপু তানভীরকে বলবেন --আচ্ছা আপনাদের বইয়ের নিচেওতো আমার বইটা রেখে সে ফটোটা তুলতে পারতো টাইললাইনে দেবার জন্য ! কাকস্য পরিবেদনা !হ্যা, জুনের কথা আমিও বলি ভেরি প্রাউড অফ ইউ এন্ড অনার্ড টু বি পার্ট অফ সামু উইথ এ গ্রেট ব্লগার লাইক ইউ ।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫১

সোহানী বলেছেন: ২০২১ টা লালগোলাপ বুঝিয়া পাইলাম।

হাহাহাহা নিচু মানের বইয়ে প্রত্যাশা কিন্তু বেশী কইরেন না।

আপনার যে লিখার মান তাতে পাঠকপ্রিয়তা পাবেই। এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আপনার বই কিভাবে কালেক্ট করি তা নিয়ে চিন্তায় আছি।

হাহাহা অপু তানভীর নিষ্চয় কালেক্ট করে ব্লগ পোস্ট দিবে...

আমারো একই কথা, ভেরি প্রাউড অফ ইউ এন্ড অনার্ড টু বি পার্ট অফ সামু উইথ এ গ্রেট ব্লগার লাইক ইউ । আপনার মতো এত বড় মাপের একজন লেখকের সাথে পরিচয় আছে ব্লগ সূত্রে সেটা আমার জন্য অনেক অনেক বেশী পাওয়া।

অনেক অনেক ধন্যবাদ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আপনাকে অনেক অনেক অভিনন্দন।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫২

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৭

নেওয়াজ আলি বলেছেন: বই মেলা হতে প্রতিবছর বই কিনি এইবারও ইচ্ছা আছে বাকি আল্লাহ মালিক।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৩

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেওয়াজ ভাই।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

কল্পদ্রুম বলেছেন: এতটা নমনীয়ভাবে নিজের বইয়ের প্রচারণা করতে খুব কম দেখা যায়। নতুন বই প্রকাশের জন্য অভিনন্দন আপনাকে।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৩

সোহানী বলেছেন: হাহাহাহা......... তাই নাকি জানি না। নিজে যাই বিশ্বাস করি তাই করার চেস্টা করি।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




অভিনন্দন রইলো।
একজন ব্লগার ব্লগে কিছু লিখবেন, কিছু লিখবেন তার প্রকাশিত বইয়ে, আর কিছু রেখে যাবেন একান্ত তার নিজ প্রজন্মের জন্য। এটিই কাম্য। আপনার জন্য শুভ কামনা রইলো বোন।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৪

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঠাকুর ভাই।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:০০

মেহেদি_হাসান. বলেছেন: অভিনন্দন ম্যাম।
বইমেলা থেকে বইটি কেনার ইচ্ছে আছে, কে জানে আপনার সাথে দেখাও হয়ে যেতে পারে।

আপনার জন্যে শুভকামনা।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৫

সোহানী বলেছেন: অবশ্যই দেখা হবে। আমিও চেস্টা করছি বইমেলায় যোগ দিতে।

অনেক অনেক ধন্যবাদ।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৩

অন্তরন্তর বলেছেন: শুভকামনা এবং অভিনন্দন। সংগ্রহ করে পাঠাতে বলব প্রিয়জনদের কাওকে।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৭

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অন্তরন্তর। খুব ভালো লাগলো দেশের বাইরে থেকেও আপনার আগ্রহের কথা শুনে।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনার বেশীরভাগ লেখা পড়েছি, আপনার লেখা আমার ভালো লাগে; আশাকরি, পাঠকেরা আগ্রহের সাথে পড়বেন; আমিও আপনার বই পড়বো।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৪

সোহানী বলেছেন: ওমাইগড! চাঁদগাজী ভাই, আমি অভিভূত!

আপনার মতো কঠিন সমালোচক যে আমার মতো ক্ষুদ্র একজন লেখকের লিখা পছন্দ করে তা জেনে অসম্ভব ভালো লাগছে। সত্যিই আমার লেখক পরিচয় স্বার্থক।

অনেক অনেক ধন্যবাদ।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০০

রামিসা রোজা বলেছেন:

ওহ্ দারুন সুখবরতো , অভিনন্দন গ্রহণ করুন।
এই বই সংগ্রহ করে পড়তেই হবে এবং আপনাকে জানাবো
আপু । বইয়ের অনেক সাফল্য কামনা করছি ।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৬

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডিয়ার রোজা।

তোমার ফিলিংসটা জানার অপেক্ষায় থাকলাম।

ভালো থাকো সবসময়।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি অবশ্যই ভালো লেখেন। শিশুদের জন্য বিক্রিত অর্থ ব্যয় করবেন, এজন্য আমি একাধিক বই কেনার ইচ্ছে পোষণ করছি, যাতে কোনো বন্ধু ও বন্ধুর বান্ধবীকেও গিফট করতে পারি।

বইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো সোহানী আপু।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৪

সোহানী বলেছেন: ওহ নো সোনবীজ ভাই। এভাবে বললেতো আমি লজ্জাই পাচ্ছি। আমিতো ভয়েই আছি আপনি পড়ার পর কি জানি ভাবেন!

তবে সত্যিই যে আপনার সাহস না পেলে এ পথে হাটতাম না। আমি সবসময়ই আপনাদের লিখা পড়ে ভাবি এত সুন্দর করে কিভাবে লিখেন আপনারা!

"শিশুদের জন্য বিক্রিত অর্থ ব্যয় করবেন, এজন্য আমি একাধিক বই কেনার ইচ্ছে পোষণ করছি, যাতে কোনো বন্ধু ও বন্ধুর বান্ধবীকেও গিফট করতে পারি।"....... অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখক। আসলে সত্যটা হলো দেশে থাকতে অনেক কিছুর সাথেই জড়িত ছিলাম কিন্তু ফিলিংসা তেমনকরে উপলব্ধি করিনি। অথচ দেশের বাইরে আসার পর দেশের জন্য এ ফিলিংসা অন্যরকম। সারাক্ষনই ভাবি, আহ্ যদি কিছু করতে পারতাম।

অনেক অনেক ভালো থাকেন।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বই পড়িওনা বই কিনিওনা।তার পরও আপনার বইয়ের সাফল্য কামনা করি।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৪

সোহানী বলেছেন: বলেন কি??? তাহলে ব্লগ পড়েন কিভাবে???????

১৬| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২২

ইসিয়াক বলেছেন: অভিনন্দন আপু।

আমি অবশ্যই বইমেলা থেকে বইটি সংগ্রহ করবো।
শুভকামনা রইল।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:১৫

সোহানী বলেছেন: আমি জানি তুমি সংগ্রহ করবা। কিন্তু তোমার বইটা কিভাবে সংগ্রহ করা যায় তাই ভাবছি।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩১

ঢুকিচেপা বলেছেন: আপু আপনাকে অভিনন্দন।
জীবন ও জীবিকার গল্প শতভাগ সাফল্য অর্জন করুক শিশুদের কল্যাণে।
বইটি প্রকাশ করার ক্ষেত্রে সহযোগীতা, সম্পাদনা এবং প্রকাশনার জন্য সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই, আহমেদ জী এস ভাই এবং নীলদাকে শুভেচ্ছা।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২৬

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ঢুকিচেপা ভাই (কিছুদিন আগ পর্যন্ত আমিও আপনাকে মেয়ে ভেবেছিলাম :P )।

আপনাদের অনুপ্রেরনায় এ পথে হাটা।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



বিশাল অভিনন্দন রইল ।
কাগজে দাগ দিয়েইতো প্রথম লেখার শুরু হয় ।
তারপর সেই দাগ ডালা পালা মেলে মহিরুহ হয়ে কেও বা হয়
রবি ঠাকুর , কেও বা হয় নজরুল , কালিদাশ, সেক্সপিয়ার আর
স্বর্ণকিশোরী কিংবা প্রসন্নময়ী ।

কামনা করি দাগ কেটে কেটে যেন উদ্ভব ঘটে কালজয়ি এক লেখিকা ।

প্রতিবছর বই মেলা থেকে আমার এলাকার ছেলে মেয়েদের স্কুলের
গ্রন্থাগারের জন্য কিছু বই সংগ্রহ করি । আমার স্থানীয় প্রতিনিধিকে
বইটির নাম ও প্রাপ্তিস্থানের কথা এখনই জানিয়ে দিব । আশা করি
বইটির সাথে সাক্ষাত হবে । বইটি সাথে এর লেখিকার সর্বাঙ্গীন
সাফল্য কামনা করছি ।

শুভ কামনা রইল ।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৯

সোহানী বলেছেন: "কামনা করি দাগ কেটে কেটে যেন উদ্ভব ঘটে কালজয়ি এক লেখিকা ।"

এমন করে বললেতো সব ছেড়েছুড়ে দেখা গেল লিখালিখিই শুরু করবো আলী ভাই। :P আমি বরাবরেই বলি লিখালিখি আমার ভালোলাগার জায়গা। শত ব্যাস্ততার মাঝেও একটু হলেও ব্লগে ঢু দেই, লিখি, পড়ি, কমেন্টস করি। আসলে আমি মনে মনে সারাক্ষন লিখি। এর ১০ ভাগও আমি লিখার মতো সময় করে উঠতে পারি না। তারপরও বরবো দেশের বাইরে আসার কারনে মানসিকভাবে কিছুটা শান্তিতে হয়তো আছি। তাই সাহস করে এ পথে নামলাম।

অনেক অনেক ধন্যবাদ গ্রন্থাগারের জন্য বইটি সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছেন বলে। অবশ্যই সাক্ষাত হবে। আমি সবার সাথে একটা কঠিন আড্ডা দেবার জন্য মুখিয়ে আছি। যদি কখনো টরেন্টোর দিকে আসেন প্লিজ আমাকে আভাস দিবেন।

অনেক অনেক ভালো থাকেন।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: বই লিখেছেন- এটাই বড় কথা। দয়া করে হতাশ হবে না। কে কিনলো, কে কিনলো না, কে পড়লো, কে পড়লো না। কে বাজে মন্তব্য করলো। এতসব ভাবার দরকার নেই। আমি মনে করি প্রতি বছর আপনার কমপক্ষ একটি করে বই প্রকাশ করা দরকার।

বাংলাদেশের বেশীর ভাগ মানুষ দরিদ্র। এবং বই পড়া লোকের সংখ্যা খুব বেশী কম। ধরেই নিন আপনার বই ১০০ কপিও বিক্রি হবে না। তাতে কি? আপনি লিখে যাবেন- এটাই আমার অনুরোধ।

আমি আপনার বই অবশ্যই সংগ্রহ করবো।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৮

সোহানী বলেছেন: রাজিব ভাই, আমি কোন কিছুতে হতাশ হইনা খুব সহজে। খুব ইচ্ছে আছে আমার ব্যাকগ্রাউন্ড লিখার। তখন বুঝবেন আমি কেমন যুদ্ধ করেছি। আর তাই আমার কনফিডেন্স লেভেল যথেস্ট কারন কোন যুদ্ধেই আমি সহজে হার মানিনি।

আর লিখালিখি আমার নিতান্ত শখ। তাই এ নিয়ে ফ্রাস্টেশান একেবারেই নেই। আর আমি যে হুমায়ুন আহমেদ নই তা আমি জানি। ১০০ কি বিক্রি হলেতো বলবো বিশাল কিছু আমার জন্য....হাহাহাহা

প্রতি বছর বই বের করার মতো সময় নেই রে ভাই। টেে ভাতের জোগাড় করতেই দিন পার হয়ে যায়। সময় নেই কিছুতেই। করোনার কারনে এই এক বছর কিছুটা সময় পেয়েছি তাই এ পথে নামলাম। তবে সত্যিই একদিন সবছেড়ে শুধু লিখালিখি শুরু করবো আর আপনার মতো পথে পথে ঘুরবো।

অনেক অনেক ধন্যবাদ। আর ছোট্ট পরীদের জন্য একরাশ ভালোবাসা।

২০| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাক অভিনন্দন সোহানী্ আপু।
নীল'দাকে ধন্যবাদ বিশাল কর্মযজ্ঞ
সম্পন্ন করার জন্য। মাইনুল ভাই
ও চারু পিন্টুকে ধন্যবাদ পরিশ্রমী
কাজ সম্পাদনা ও প্রচ্ছদের জন্য।
জীবন ও জীবিকার সাফল্য কামনা করছি।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৫

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।

তবে চারুপিন্টু কাভার করেছে আর মাইনুল ভাই প্রখম ব্লগার যিনি বইটি কিনেছেন আর আশরাফ ভাই আর অপু তানভীর প্রথম অনলাইনে বইটি অর্ডার করেছেন। ও আমি ছবিগুলো উনাদের ফেসবুক থেকে কালেকশান করেছি।

সোনাবীজ ভাই প্রথম পথ দেখিয়েছেন। আর বইটিতে পুরোটা সময় সাহায্য করেছেন আহমেদ জি এস ভাই। আর নীলদা প্রকাশনা, সম্পাদনার সবকিছু দেখাশোনা করেছেন।

২১| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৮

ওমেরা বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা থাকলো সোহানী আপু।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৬

সোহানী বলেছেন: ধন্যবাদ ওমেরা।

২২| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন অভিনন্দন অভিনন্দন....
আপনার তেরো বছরের ব্লগিং জীবনে বিভিন্ন জ্ঞানীগুণী দিকপালদের সঙ্গে এই বান্দার নামটি উল্লেখ করেছেন দেখে লজ্জায় মইরা গেলাম। অনেক শুভেচ্ছা আপু আপনাকে। শুভেচ্ছা আপনার সৃষ্টিকে। কথা দিলুম আপনার সৃষ্টিকে নিয়ে এমনই একটা ছবি করে নিজের টাইমলাইনে দিমু। আপাতত অপেক্ষায় রইলাম...

শুভেচ্ছা জানবেন আপু।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৩

সোহানী বলেছেন: আরে আপনি এ ব্লগের বর্তমান সময়ের অনেক গুনী ব্লগার। আপনাকে বাদ দিয়ে ব্লগ চিন্তাই করা যায় না।

অবশ্যই অপেক্ষায় আছি আপনার টাইমলাইনের ছবির জন্য।

তবে মা হাসান ভাইকে অনেকদিন দেখি না। উনার খোঁজ কিভাবে নেয়া যায়?

২৩| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩১

রানার ব্লগ বলেছেন: শুভকামনা

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৩

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।

২৪| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪২

মনিরা সুলতানা বলেছেন: দারুন ব্যাপার অবশ্যই
মলাট বন্দী নিজের লেখা দেখতে পাওয়া।
অভিনন্দন এবং শুভ কামনা আপু ।

০৯ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৪৮

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা।

ভালো থাকো সবসময়।

২৫| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অভিনন্দন জানাই সোহানীকে
..................................................................
প্রথম প্রেমের মতো ব্যাপার স্যাপার আরকি !!!
এরপর ভয় কেটে যাবে , আমারা নুতন নুতন লেখা
পাবো ।
......................................................................
যে কোন লেখা বই আকারে প্রকাশের পর সমাজে তা
বিন্দুমাত্র অবদান রাখতে পারলে লেখকের জীবন সার্থক
সেই দোয়া করি সহ-ব্লগার সোহানী আপুর জন্য ।



......................... একমাত্র! একমাত্র!! বই তার প্রকৃষ্ট উদাহরন । ............................

০৯ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৫০

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল ভাই চমৎকার কিছু কথা বলার জন্য।

২৬| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ২:১০

কালো যাদুকর বলেছেন: অভিনন্দন।

০৯ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৫১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।

২৭| ০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:১৬

বিডি আইডল বলেছেন: আমরা যারা দেশের বাইরে থাকি এদের জন্য অনলাইনে ই-বুক কেনার একটা ব্যবস্হা থাকলে ভালো হয়। এমাজনে প্রচুর লোকজন বই রিলিজ করে, আমাদের ডিজিটাল দেশে এখনও আন্তর্জাতিক লেনদেন চালু করতে না পারায় বোধহয় ওই লাইনে কেউ আগায় না

১০ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩৬

সোহানী বলেছেন: ইংরেজী ভাষার বাইরে বিশেষ করে বাংলা খুব একটা চলে না বলে এমাজনে আসে না হার্ড কপি। এ ক্ষেত্রে আমাদের দেশ থেকে যদি কোন উদ্যোগ শুরু হতো তাহলে খুব ভালো হতো। কারন দেশ থেকে বাইরে ডিএইচএল এর মাধ্যমে বই বাইরে পাঠানো মারাত্বক এক্সপেন্সভ। তবে ই-বুক পাওয়া যায় এখন। আমার বই ও ছাড়ার ইচ্ছে আছে ই-বুকে। দেখি সময় বলে দিবে।

২৮| ০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২২

ইসিয়াক বলেছেন:


লেখক বলেছেন: আমি জানি তুমি সংগ্রহ করবা। কিন্তু তোমার বইটা কিভাবে সংগ্রহ করা যায় তাই ভাবছি।


মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন । আমি সামান্য একজন মানুষ,আমার বই আপনি পড়বেন ভাবতেই তো আমার অন্য বকম অনুভূতি হচ্ছেে ,আমি সত্যি খুবই পুলকিত। বই বের হলে আমি ব্লগে পোস্ট দেবো আপু।




১০ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩৮

সোহানী বলেছেন: ওরে ইসিয়াক ভাই, আমি দেশে থাকলে বই কালেকশানতো কোন সমস্যা ছিল না। কিন্তু দেশের বাইরে বই আনানো খুব কঠিন। তারপরও চেস্টা করছি. দেখি আদৈা পারি কিনা!

অনেক ধন্যবাদ জন্মদিন মনে রাখার জন্য।

২৯| ০৯ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: অভিনন্দন বোন, দাগ থেকে যদি দারুন কিছুভয়,তবে দাগই ভাল।

সমালোচনাকে পজেটিভলি নিলে তা অনেক সময়ই ভাল ফল দেয়।যে কোন লেখকের স্বপ্নই থাকে তার লেখা প্রকাশ এবং তার পাঠকপ্রিয়তা।লেখা প্রকাশ হল এখন পাঠকপ্রিয়তাও পাবে ইনশাআললাহ।আপনার মহতী উদ্যোগের জন্যও তা সফল হওয়া জরুরী।

১০ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৪১

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। তবে মাত্রই দেখলাম রকমারির বেস্ট সেলিং এ দুই এ আছে আমার বই এ তিন দিনেই। এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়।

৩০| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

নীল আকাশ বলেছেন: প্রথমেই শুভ জন্মদিনের শুভেচ্ছা।
আমি ঢাকায় থাকি না। বইমেলা থেকে একবারে পরিচিত সবার বই কিনে নিয়ে আসি।
আপনার বই বের হবে আর আমি কিনবো না তাই হয় নাকি?
আর মাত্র কয়েকদিন, আগ্রহ নিয়েই অপেক্ষা করছি।

১০ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৪২

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আকাশ ভাই। আমি জানি আপনাদের ভালোবাসায় এ পথ চলা। নতুবা এ দীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না।

৩১| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৭

পদ্মপুকুর বলেছেন: ভাগ্যিস আমার মত লিখতে পারেন না! পারলে এই বইয়ের আর আলোর মুখ দেখতে হতো না :-B অভিনন্দন অবশ্যই।

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। তবে মাত্রই দেখলাম রকমারির বেস্ট সেলিং এ দুই এ আছে আমার বই এ তিন দিনেই। এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়।

যাই, এখুনি একটা বুকিং দিয়ে দিয়ে আসি....

১১ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৫৩

সোহানী বলেছেন: হাহাহা, ঠিক না। আপনি খুব ভালো লিখেন।

আমিও খুব অবাক হয়েছি মাত্র ৩/৪ দিনের মাথায় কিভাবে ২ নাম্বার পজিশানে আসলো কোন প্রচারনা ছাড়া। আমার কিছু ফেসবুক আর ব্লগ বন্ধুরা ছাড়া তেমনতো কাউকে এখনো জানাইনি।

অনেক অনেক ধন্যবাদ আগ্রহের জন্য।

৩২| ১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৮

মিরোরডডল বলেছেন:



ওয়াও ! হোয়াট এ সারপ্রাইজ সোহানী আপু :)
সবচেয়ে ভালো লাগলো বই বিক্রির টাকাটা দুঃস্থ শিশুদের ফান্ডে যাচ্ছে ।
অনেক অভিনন্দন !




১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪২

সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩৩| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৬

নান্দনিক নন্দিনী বলেছেন: অভিনন্দন সোহানী আপা।

১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১:২৯

সোহানী বলেছেন: ধন্যবাদ আপুনি।

৩৪| ১২ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১০

স্থিতধী বলেছেন: বই প্রকাশের জন্য আপনাকে অনেক শুভেচ্ছা আপু । আপনি এতোজন গুনী ব্লগারের মাঝে আমার নামটিও ঢুকিয়ে দিয়েছেন দেখে আমি বিস্মিত, কিঞ্চিত লজ্জিত আবার আনন্দিত ও । এ বছর বইমেলা মিস হবে আমার, দোয়া করি যাতে বইটা যাতে এতোটাই আদৃত হয় যে পরের বছর বইমেলায় এর আরেক সংস্করণ বের করতে হয় । ইতিমধ্যে তো দেখছি আপনি বলছেন রকমারি তে এটি বেস্টসেলারে ঊঠে এসেছে! সেজন্য আবারো অভিনন্দন। রকমারি দেশের বাইরে বই পাঠায় কি ?

১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৪

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ স্থিতধী। মনে প্রানে যারা ব্লগার এমন সংখ্যা আমি অফুরন্ত বলবো না। সে ক'জনের মাঝে আপনিও একজন।

আমি নিজেই অবাক হয়েছি যে চারদিনের মাঝে বেস্ট দুই উঠে এসেছে। এখনো দুই এ আছে। আমি সত্যিকারেই বিশ্বাস করি ব্লগাররা চমৎকার লিখেন, অন্তত আমার চেয়ে অনেক ভালো। তাই অনেক অবাক হয়েছি পাঠকদের রেসপন্স দেখে। পাঠকদের এ রেসপন্স আমাকে আরো দায়বদ্ধ করছে।

রকমারি দেশের বাইরে বই পাঠায় না। শুধুমাত্র দেশের ভীতরই পাঠায়।

৩৫| ১৩ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:১৩

কবিতা ক্থ্য বলেছেন: আপনার ১টা বইয়ের কপি আমারও লাগবে।
গত বার রাজীব ভাই তার ২টা বই আমাকে দিয়েছিলো- সেটা ছিলো অসাধারন এক অনুভুতি।
আশা করি আপনার বইও হাতে পাবো এক দিন।

১৩ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩২

সোহানী বলেছেন: এবারতো বইমেলাই হবে না্। তাই অনলাইন ছাড়া কোন গতি নেই। বইমেলা ছাড়া বই কি আর জমে???

৩৬| ১৩ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৪৩

কবিতা ক্থ্য বলেছেন: সহ মত।

কিন্তু বই মেলা হলেও আমার তো আর যাওয়ার উপায় নাই। মেলা থেকে বই কিনে ঐগুলা বয়ে বেরানোর মজাই আলাদা।
বইয়ের ভাল ভার আমার কাছে ফুলের ভার মনে হয় তখন।

১৩ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:০৩

সোহানী বলেছেন: দেশে থাকতে আমার বাসা ইউনিভার্সিটির খুব কাছে ছিল। কম করে দশবার যাওয়া হতো। বইয়ের পর বই কিনতাম। সে বইয়ের ভার নিতে সত্যিই ভালো লাগতো। খুব মিস করি সেই সব দিন।

৩৭| ১৩ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:১৭

কবিতা ক্থ্য বলেছেন: এখোন কোথায় থাকা হয়?
সেখানে কি বই মেলা হয়? লেখক আড্ড?

আমি কয়েক বছর বইয়ের দোকানে কাজ করেছি, তখন রাতে ভাবতাম- কখন সকাল হবে আর কখন বইগুলা দেখবো।
বই যে আসলে কি সেটা মনে হয় লিখে প্রকাশ করা সম্ভব না।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:০০

সোহানী বলেছেন: ভালো লাগলো জেনে।

৩৮| ১৬ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১০

খায়রুল আহসান বলেছেন: এতদিন ধরে বিভিন্ন বিষয়ের উপর যার লেখা এ ব্লগে পড়েছি এবং মুগ্ধ হয়েছি, তার অনেক লেখার মধ্য থেকে কয়েকটা মলাটবদ্ধ হয়ে নতুন করে আত্মপ্রকাশ করেছে, এ কথা জেনে ভীষণ আনন্দিত হ'লাম। প্রথমেই আপনাকে এর জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
বই এর বিক্রয়লব্ধ সমুদয় অর্থ শিশুদের কল্যাণে দান করবেন, এমন একটা মহতি সিদ্ধান্ত নিতে পারার জন্য দ্বিতীয় দফা অভিনন্দন!
পোস্টের শুরুতে নামোল্লিখিতদের মাঝে নিজের নামটিকেও দেখতে পেরে অবাক হ'লাম, এবং বলা বাহুল্য, মুগ্ধও হ'লাম।
বই এর সর্বাধিক প্রচার এবং লেখকের সার্বিক সাফল্য কামনা করছি। নামটা বেশ সুন্দর হয়েছে।
৭৮১তম পাঠক হিসেবে ১৯তম প্লাস + +। ব্লগের এ দুরবস্থায় বিরাট অর্জন।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১৪

সোহানী বলেছেন: আমিতো আপনার লিখার বরাবরেই মুগ্ধ পাঠক। আসলে সত্যিই যে আমার নিজের উপরই তেমন কনফিডেন্স কম। কারন সবার এতো ভালো লিখা পড়ে ভাবি যে তাদের আগে বই প্রকাশ করা উচিত তারপর আমার। এরকম বিশ্বাস থেকে এ পর্যন্ত সাহস করিনি। কিন্তু দেখলাম মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। বয়স হয়েছে, ব্যাস্ততা বেড়েই চলছে সাথে ধৈর্য্যও কমে যাচ্ছে। তাই এ সিদ্ধান্ত।

বই এর নাম কিভাব যে মাথায় এসেছে জানি না। আমার সব লিখাই কোন চিন্তা ভাবনা ছাড়াই। যা আসে লিখতেই থাকি। নামটাও সেরকম। কোন ভাবনা ছাড়া যা মনে এসেছে তাই দিয়ে দিলাম।

আসলে সারাক্ষনই দেশের জন্য নারী শিশুদের জন্য কিছু করার জন্য মনটা খারাপ থাকে। তা থেকেই ক্ষুদ্র এ প্রচেস্টা।

অনেক অনেক ধন্যবাদ।

৩৯| ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: সোহানী,




"দাগ থেকে যদি দারুন কিছু হয় তাহলে দাগই ভালো" এই বহুল প্রচারিত একটি বিজ্ঞাপণী শ্লোগান দিয়ে শুরু করে নিজ প্রকাশনার চমৎকার একটি বিজ্ঞাপণ তৈরী করে গেলেন যা অনবদ্য। শিরোনামটি যেন একটা মেসেজ দিয়ে গেছে আপনার প্রকাশনার পক্ষে।
আপনার সব লেখার গায়ে যে ধরনের মেজাজ লেপ্টে থাকে এ লেখাটিও তার ব্যতিক্রম নয় ।
প্রথম প্রকাশিত বইটি দাগ থেকে পাঠকের মনে দগদগে অনুভূতি রেখে যাবে বলে বিশ্বাস করি কারন মানুষের জীবন ও জীবিকার গল্পে যে দাগ থাকে তার চে' সত্য আর কিছু নেই। আর বই বিক্রিত অর্থ সেবামূলক কাজে লাগাবেন বলে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তা আপনার লেখার মতোই কড়ি ও কোমলে মেশানো মনে হলো।

সফলতার কামনা রইলো।
জয় হোক.............................

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২৪

সোহানী বলেছেন: আপনার প্রতীক্ষায় ছিলাম।

হাহাহাহা ... "প্রকাশনার চমৎকার একটি বিজ্ঞাপণ" বটে!! কি করবো বলেন নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়।

সত্য কথন হলো, আমি সব লিখাতেই কোন না কোন ভাবে ম্যাসেজ দিতে চাই। অনেক সময় আমার নিজেরই মনে হয় আমি শিক্ষকদের মতো আচরন করছি। সারাক্ষনই নীতিবাক্য আওড়াচ্ছি। তাই মাঝে মাঝে নিজের উপরই বিরক্ত হই।

যতই ভিন্নভাবে চিন্তা করি না কেন সব শেষে একটা নীতিকথা কেন যেন ঢুকে যায়। অনেকটা ইশপের গল্পের মতো। তবে ভবিষ্যতে এর বাইরে কিছু লিখার চেস্টা করবো। নিখাদ সাহিত্য। প্রেম ভালোবাসার টানাপোড়নের গল্প........হাহাহাহাহা। হয়তো দেখা গেল তাতেও কিছু ঢুকে যাচ্ছে ;) । আসলে আমার ভীতর একটা শিক্ষক বাস করে। তাকে কিছুতেই ছাড়াতে পারি না। বিশাল সমস্যা।

আপনার ব্যাস্ততা আশা করি কমেছে। আর আমরা নতুন লিখা পাবো। ও আগামী বই মেলায় আহমেদ জী এস এর লিখা বই কিনতে লাইনে দাড়াঁবো।..............

৪০| ১৭ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

করুণাধারা বলেছেন: সোহানী, আপনার লেখা মানেই জীবনবোধের গল্প, তার মাঝে ছড়িয়ে থাকা কোন মেসেজ... জীবনের নানা দিক এই লেখাগুলোতে উঠে এসেছে। সাদামাটা লেখা!! এই লেখাগুলো এত শক্তিশালী যে এতে রঙ মাখানোর দরকার হয়না।

ব্যস্ত জীবনে সময় বের করে সামুতে আপনার ভাবনা শেয়ার করে লিখেছেন, কিন্তু ব্লগের পাঠক ছাড়া আর কেউ তা পড়তে পারতো না। আরো বড় পরিসরে এই লেখাগুলো ছড়িয়ে দেয়া দরকার ছিল, এতদিনে সেটা করে উঠতে পারলেন... অভিনন্দন আর শুভকামনা। বইটি আশাকরি পাঠকপ্রিয়তা পাবে।

প্রচ্ছদ ভালো লেগেছে। বই দেখতে ভালো না লাগলে আমার পড়ার আগ্রহ কমে যায়। এই বইটির বেলায় তা হবে না। অবশ্যই সংগ্রহ করবো, কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবো তবে শিগগিরই লিখতে পারবো কিনা জানিনা। মন কিছুটা বিক্ষিপ্ত হয়ে গেছে।

আরেকটা মন্তব্য লিখেছিলাম, পোস্ট করতে গিয়েই হারিয়ে গেল। দ্বিতীয় মন্তব্য তাই ঠিকমতো গুছিয়ে লিখতে পারলাম না, দেরীতে হলেও জন্মদিনের শুভেচ্ছা জানাই।

নিরন্তর শুভকামনা রইল, আপনার এবং আপনার বইয়ের জন্য।

১৭ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫৩

সোহানী বলেছেন: এভাবে বললে আপু লজ্জা পাই। আমি একজন লেখক তার আবার লেখা! আপনাদের ভালোবাসায় এ দীর্ঘ পথ চলা।

আপনি যাই লিখেন তাই গোছানো হয়ে যায়। কিন্তু আপনার মন বিক্ষিপ্ত শুনে টেনশান হচ্ছে। শুনুন আপু, সব ফু দিয়ে উড়িয়ে দেন। আপনার ভালোলাগলেই তা করবেন। আপনি বাঁচবেন আপনার জন্য। অন্যের জন্য বাচাঁ ছেড়ে দেন। যে আপনাকে বুঝে না তাকে বোঝাতে যেয়ে নিজের জীবন ধ্বংস করা কখনই উচিত নয়। কোনদিন যদি দেখা হয় তখন আপনাকে অনেক কথা বলবো, তখন আপনি সত্যি্ই অবাক হবেন। ভালো থাকা মন্দ থাকা সম্পূর্ণ আপনার নিজের কাছে। চাইলেই তা পারেন। এই ভালো আপনাকে থাকতেই হবে। যতদিন বেচেঁ আছেন।

অনেক ভালো থাকেন।

৪১| ১৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৮

ভুয়া মফিজ বলেছেন: আপনে তো দেখি হুলুস্থুল কান্ড ঘটায়া ফালাইছেন! দেইখা চমৎকৃত হইলাম। আমার এই সুযোগ ইহজীবনে হইবো না!! :((

তয় চিন্তাশীল মানুষদের দলে ভদ্রতা কইরা যে আমার নিকটা ঢুকায়া দিছেন, কামটা ঠিক করেন নাই। আমি অত্যন্ত শ্যালো চিন্তা-ভাবনার মানুষ। নিম্নশ্রেণীর মানুষের মতোন ক্যামনে খায়া-পইড়া বাইচ্চা থাকুম, এইটাই আমার প্রধান চিন্তা। রথি-মহারথিদের অন্তর্ভুক্ত আমি কোন প্রকারেই না। :``>>

এক ব্লগাররে বই কিনার ব্যাপারে জিগাইছিলাম, আমার মতোন গরীব গো লাইগা কোন ইস্পেশাল ব্যবস্থা আছে নি! শুইনা হ্যায় গেল চেইতা। আমারে দুই কথা শুনায়া দিল। আপনে তো এমনেই চেইতা থাকেন, তাই আপনেরে আর সেই জাতীয় কিছু কইলাম না। মাইনষের সেন্স অফ হিউমার কইমা গেলে আমি কি করতাম কন!!! :((

আপনের মহৎ উদ্দেশ্যে প্রকাশিত পুস্তকখানা আমি গরীব হইলেও অবশ্যই খরিদ করবো। কবে.........এইটা মিলিয়ন পাউন্ডের প্রশ্ন। তয় খরিদ মাস্ট, এতে কোন ভুল নাই। দোয়া করি, আল্লাহ য্যান আপনেরে হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা (বেশী হইলেও আপত্তি নাই) নসীব করেন! আমীন!!! :)

২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৯

সোহানী বলেছেন: হুলুস্থুল কান্ডের কিছু নাই ভাইজান! ব্লগে এমন লেখক আছেন যাহারা সকালে একটা বিকালে আরেকটা বই বের করেন। বয়স এখনো হাটুর কাছাকাছি কিন্তু বই বের করিয়াছেন কম করিয়া চারখান :):):):):):)

ওই মিয়া আপনি যদি নিম্নশ্রেণীর মানুষ হোন তো আমি এামিবা :((:((:((:((:((........। আমারতো এ রাস্তায় পা দেওনেই ঠিক হই নাই!!

চেতনেরই কথা!! আফনি মিয়া বেতন পান পাউন্ডে। পকেট থেইকা একখান পাউন্ড ঝাড়লেই ১১৬ টাকা বাইর হইবো। সেই হিসাবে আমার বইয়ের দাম আসে ১.৬০ পাউন্ড। তো আপনারে যদি গরীব বইলা ছাড় দেয় তো ব্লগের সবাইরে ফ্রি দিতে হইবো...... :):):)। আর মনে রাইখেন আমি কিন্তু ট্যাকা পয়সা হিসাবের পড়াশুনা করছি। তাই না চেইতা যামু কই!! আপনি তো কিনবেনই সঙ্গে বাকি সবাইরে গিফট করবেন.... এই যেমন ধরেন চাঁদগাজি ভাই, শায়মা, সেলিম ভাই!!!

যবেই কিনেন সমস্যা নাই। কিনলেই হইলো।

হেহেহেহে.... একখানই পুস্তক না হয় ছাপাইলাম তাই বলিয়া এইভাবে বিদ্রুপ করিবেন!!!!!!!!! হুমায়ূন আহমেদ উপর থেইকা ঝাঁড়ু নিয়া তাড়া দিবে স্বপ্নে!!!

৪২| ২২ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এক কেজি পেয়ারা অথবা "জীবন ও জীবিকার গল্প" - চিন্তায় আছে বোকা মানুষ
বইমেলা নাকি রকমারি - এ কেমন ঝকমারি - দ্বিধায় আছে বোকা মানুষ
প্রিয় দোস্ত ব্লগার এর বই - খুশীতে ডগমগ বোকা মানুষ

:) :) :)

অভিনন্দন এবং শুভকামনা। আনন্দময় হোক এই পথচলা। ভালো কাটুক প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৭

সোহানী বলেছেন: বেশী খুশি হবার কারনে নেই। ব্লগের লোকজন আমাকে ভালোবাসে বলে কিনছে নাহলেই কেউই এ লিখা পড়তো না।

ধন্যবাদ ফর ওয়েল উইশ!

৪৩| ২৩ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২০

তারেক ফাহিম বলেছেন: ব্যস্ততায় মেলায় যাওয়া হয়নি।
হবেও না মনে হচ্ছে।
পড়ি আর না পড়ি প্রতি বছর ভাষার মাসে আমার দু-একটা বই কেনা হতো।
এবার যাওয়া হচ্ছে না দেখে দু-একটা অনলাইনে সংগ্রহ করলাম।
রকমারিতে বিকাশে পেমেন্ট করে বই হাতে পেয়েছি।
রকেট এর মাধ্যমে পেমেন্ট কখনো করিনি।
রকেট এ্যাপস- দিয়ে পেমেন্ট করতে দ্বিধায় পড়লাম।
রকমারি নাকি অন্যরকম?

ঢুকলাম রকমারিতে।
রকেট এর মাধ্যমে পেমেন্ট করতে গেলাম।
বিলার আইডি দেয়ার পর “অন্যরকম” দেখালো।
দিলাম অর্ডার করে।
টাকাও কেটে নিল
কোন ম্যাসেজ কিংবা মেইল দেয়নি!
ব্যস্ততায় মেলায় যাওয়া হয়নি।
হবেও না মনে হচ্ছে।
পড়ি আর না পড়ি প্রতি বছর ভাষার মাসে আমার দু-একটা বই কেনা হতো।
এবার যাওয়া হচ্ছে না দেখে দু-একটা অনলাইনে সংগ্রহ করলাম।
রকমারিতে বিকাশে পেমেন্ট করে বই হাতে পেয়েছি।
রকেট এর মাধ্যমে পেমেন্ট কখনো করিনি।
রকেট এ্যাপস- দিয়ে পেমেন্ট করতে দ্বিধায় পড়লাম।
রকমারি নাকি অন্যরকম?

ঢুকলাম রকমারিতে।
রকেট এর মাধ্যমে পেমেন্ট করতে গেলাম।
বিলার আইডি দেয়ার পর “অন্যরকম” দেখালো।
দিলাম অর্ডার করে।
টাকাও কেটে নিল
কোন ম্যাসেজ কিংবা মেইল দেয়নি!


০১ লা এপ্রিল, ২০২১ রাত ২:২১

সোহানী বলেছেন: আপনি কি বইটি পেয়েছেন? আমাকে জানাবেন প্লিজ!

৪৪| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৮

অধীতি বলেছেন: পথচলা সমৃদ্ধ হোক।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ২:২১

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ

৪৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:১৯

রোবোট বলেছেন: লিস্টে আমার্নাম্নাই। খেলুম্না ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৬

সোহানী বলেছেন: আন্নেরে ক্যামনে মনে রাখুম!! আন্নে ২০১৩ সালের পর ২০২১ এ একখান পোস্ট দিয়া আবার গায়েব!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.