নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
যাহোক, ভুতের কিলটিল খেয়ে আমি বই বের করার পর দুরুদুরু বুকে অপেক্ষা করছি মানুষজন নিজের গাঁটের পয়সা খরচ করে বই কিনবেতো!! দাগ থেকে যদি দারুন কিছু হয় তাহলে দাগই ভালো
আমি হিসাব করছি দু একটার বেশী বিক্রি হবে কি? সব অবিক্রিত বই যখন প্রকাশক আমার মাথায় তুলে দেবে তখন কোন নদীতে ফেলবো ।
কিন্তু না, আমাকে অবাক করে দিয়ে আমাদের অনেক ব্লগারই প্রথম দিনেই বইটি অর্ডার করেন। মাঈনুদ্দিন মইনুল ভাই,পদ্ম পুকুর ভাই, অপু তানভীর, শাহ আজিজ ভাই, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই, মনিরা সুলতানা, নীল আকাশ ভাই, জুলভার্ন ভাই, জহির আশফাক ভাই, রাজিব নুর ভাই. মিথি মারজান আমাকে জানিয়েছেন যে উনারা বইটি সংগ্রহ করেছেন যা আমাকে সত্যিই আপ্লুত করেছে। আমার মতো সাধারন একজনের বই সংগ্রহ করেছেন এবং পড়েছেন তা ভাবতে খুবই ভালো লাগে। এবং বইটি দ্রুতই রকমারীতে বেস্ট সেলিং এ স্থান করে নেয়।
বই সংগ্রহের ধাক্কা সামাল না দিতেই আমি আরো বড় সারপ্রাইজের মুখোমুখি হলাম। খুব দ্রুতই রিভিউ পেলাম স্বনামধন্য ক'জন ব্লগারের। আমি আবারো আনন্দে আত্মহারা হলাম। এ ভালোলাগা বোঝাতে পারবো না। আমি সত্যিই অভিভূত! দেশে থাকলে অবশ্যই ডাবল চা খাওয়াতাম সাথে নোনতা বিস্কিট। (নেক্সট .......)। নীচে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না উনাদের রিভিউ।
মাঈনুদ্দিন মইনুল ভাই লিখেছেন,
পাঠপ্রতিক্রিয়া: জীবন ও জীবিকার গল্প (সহব্লগার সোহানীর লেখা)
পদ্ম পুকুর ভাই লিখেছেন,
সোহানী আপার জীবন ও জীবিকার গল্প আমার ভীষণ ক্ষতি করে দিয়ে গেলো...
অপু তানভীর লিখেছে,
পাঠ-প্রতিক্রিয়াঃ জীবন ও জীবিকার গল্প
প্রিয় লেখক জুল ভার্ন এর পাঠপ্রতিক্রিয়াঃ
পাঠপ্রতিক্রিয়াঃ জীবন ও জীবিকার গল্প...
প্রিয় মিস্টি বোন মেধাবী কবি মনিরা সুলতানার পাঠের অনুভবে......
পাঠের অনুভবে সোহানী আপু' র জীবন ও জীবিকার গল্প
প্রিয় ইমতিয়াজ ১৩ ভাই এর ঝড়ের গতির রিভিউ.....
"জীবন ও জীবিকার গল্প" আমার উপলব্ধি
অসংখ্য ধন্যবাদ মাঈনুদ্দিন মইনুল ভাই,পদ্ম পুকুর ভাই, অপু তানভীর, জুল ভার্ন ভাই, ছোট বোন কবি মনিরা সুলতানা, ইমতিয়াজ ভাই। আমি জানি আরো অনেকে লিখবেন এ নিয়ে, তার অপেক্ষায় আছি।
-
-
এবার আসি বই নিয়ে আত্মপক্ষ সমর্থনে কিছু কথা।
বইটির প্রতিটি গল্পই বলতে গেলে সত্য ঘটনার উপর ভিত্তি করে লিখা। যে ঘটনাগুলো আমার মনে কোন না কোন ভাবে দাগ কেটেছিল, যা নিয়ে প্রায়ই আমি ভা্বি। আর ভাবি এভাবে না হয়ে অন্যভাবে হলে কি হতো!!!
হয়তো গল্পের প্রয়োজনে সামান্য কিছু অদল বদল করেছি মূল ঘটনা ঠিক রেখে। স্থান কাল পাত্র কিছু স্বদেশী কিংবা কিছু বিদেশী। কিন্তু দিন শেষে সবার দু:খই যেন একই মালায় গাঁথা। তবে এ গল্পগুলো সিকোয়েন্স আমি লিখবো বলে ডিসিশান নিয়েছি। প্রতিটি চরিত্রের পরিনতি কি হয়েছে তা আমি পাঠকদের জানাতে চাই অবশ্যই।
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আর হাঁ, বইটি থেকে বিক্রিত অর্থ আমি শিশুদের কল্যাণে ব্যায় করবো যা আমি আগেই বলেছিলাম। ও আবারো সবাইকে জানাতে চাই।
২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৪
সোহানী বলেছেন: ভাইজান, আপনি কি জানেন শুধুমাত্র নোনতা বিস্কিট আর হাড্ডি বিস্কিটের লাইগা ২২ কিলো ড্রাইভ করি । এ অমূল্য সম্পদ চিনলেন না... আফসোস!!!!!!!!
২| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ১০:২১
ইমতিয়াজ ১৩ বলেছেন: বইটি বিক্রি যতবারবে তত মানসিক শান্তি পাবেন আপনি আর লাভবান হবে শিশুরা। শুভ কামনা রইল।
২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৫
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময়ই লাভবান আপনাদের মতো অনেকের সাথে ভার্চুয়াল জগতে পরিচিত হবার জন্য। নতুবা দম বন্ধ হয়ে মারা যাবার সম্ভাবনা ছিল!!!!!!!!!!
৩| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:১২
নান্দনিক নন্দিনী বলেছেন: রকমারিডটকম এর আজকের আপডেট,
বইয়ের আর মাত্র ৭কপি স্টকে আছে!
২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৬
সোহানী বলেছেন: আপুনি, তোমার মতো এতো গভীর ভালোবাসার কথা লিখতে পারি না। একবার ট্রাই করবো ঠিক করেছি।.......
তোমার বই কবে আসবে??????
৪| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা আপি
সংগ্রহ করার ইচ্ছে আছে ইনশাআল্লাহ
২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৭
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ ছবি আপুনি। আপনার এবার বই নেই কেন???
৫| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪১
রাজীব নুর বলেছেন: বইটা আমি সংগ্রহ করেছি। আমার নাম তো উল্লেখ করলেন না বোন?
২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৭
সোহানী বলেছেন: এতো ছবি তোলেন কিন্তু আমার বই নিয়ে ছবি তুলেন নাই! তাইলে জানুম কেমনে???
৬| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৯
ওমেরা বলেছেন: দেশে গেলে সংগ্রহ করবো এই মূহুর্তে আপনার জন্য অনেক শুভ কামনা রইলো আপু।
২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৯
সোহানী বলেছেন: ধন্যবাদ ওমেরা। কোন এক সময় সংগ্রহ করলেই হলো।
৭| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৫
এস এম মামুন অর রশীদ বলেছেন: বইয়ের সাফল্য কামনা করছি, তবে শুরুতেই টাকা-পয়সা, বিক্রি-অবিক্রি এনে লেখকরাও যদি এভাবে প্রচার শুরু করেন, তা সাহিত্যের জন্য বেদনাদায়ক।
২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৯
সোহানী বলেছেন: নিজের ঢোল নিজেরেই পিটাতে হয়, অন্যের কাছে দিলে ফাটানোর সম্ভাবনা আছে!!!
৮| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১:৪১
ভুয়া মফিজ বলেছেন: বেশী প্রেশার নেওনের দরকার নাই। প্রেশার নেওনের লাইগা প্রেশার কুকার তো আছে!
আমিও কিনুম নে, প্রেশার বিন্দু পরিমান হইলেও তো কমবো.........কি কন!!
সিকোয়েন্সগুলি কি ব্লগে দিবেন, নাকি ডাইরেক্ট বই বাইর করবেন?
২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৪২
সোহানী বলেছেন: নিজের প্রেশার প্রেশার কুকারে দেয়ার জন্যইতো এতো কথা।
সিকোয়েন্সগুলা নিয়া বই বের করুম না। ব্লগেই লিখুম। সবাই আগে পড়ুক তারপর শুরু করুম ব্লগে।
৯| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৯
নেওয়াজ আলি বলেছেন: আপনার বইয়ের সফলতা কামনা।
২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৪২
সোহানী বলেছেন: ধন্যবাদ।
১০| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: Your Order ID: 96157164452718, rokomari.com
২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৪৩
সোহানী বলেছেন: ওহ... অনেক অনেক ধন্যবাদ। আপনি কি বইমেলায় যাবেন না?
১১| ২৪ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১২
মলাসইলমুইনা বলেছেন: সোহানী,
আপনার প্রেসার বাড়ার কিন্তু যথেষ্ট কারণ আছে আমার মতে । যেহেতু এটা আপনার প্রথম বই তাই এই বইটা সুপার হিট হবে সেটা বুঝতেই পারছি (মানে সবাই কিনবেই)। তারপরে সেই সাফল্যে নীলদা যখন আগামী বছর তিনটে বইয়ের কনফার্ম আবদার করবে তখন কর্তব্য কর্মের অবিরাম আকর্ষণের বন্ধন থেকে ছুটি না পেয়েও যখন অনবরত ল্যাপটপের কি বোর্ড চালিয়ে যেতে হবে তখন সংসারের মোহবন্ধন ছিন্ন করবার চিন্তায় প্রেসার বাড়তেই পারে ! এটাই জীবন কিচ্ছু করার নেই । প্রিয় ব্লগার, প্রথম বইয়ের অসামান্য সাফল্যের কামনা রইলো আমার সামান্য ব্লগিঙ মন্তব্যের মধ্যে দিয়েই।
২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৫১
সোহানী বলেছেন: হাহাহাহাহা....... আপনার মুখে ফুল চন্দন পড়ুক। তা্ইলে লেডি হুমায়ুন আহমেদ হইতে আর বাকি নাই । কি বলেন!!!
আর আমি হইলাম গিয়া কর্মী রোবট। বা বলতে পারেন মা দূর্গা। সকাল ৬টায় প্রায় ১০০+১০০ কি:মি: ড্রাইভ করে বাসায় ঢুকেই ল্যাপটপ নিয়া বসলাম। অফিসের কাজে ফাকেঁ ফাকেঁ ব্লগ উত্তর দিচ্ছি। এরই মাঝে সবার নাস্তা রেডি করেছি। দুপুরে কি রান্না করবো তা ফ্রিজ থেকে নামিয়েছি। ফাঁকে ফাঁকে রান্না করবো। অফিস শেষ করেই ছুটবো এক বান্ধবীর বাসায়, ওর বাজার করে দিবো বলেছি। তার মাঝে ঘর ক্লিন, বিকালের+রাতের খাবারের ব্যাবস্থা, ছেলে মেয়ের পড়াশোনা তদারকী............। এইতো জীবন!!!
১২| ২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:৫২
ডার্ক ম্যান বলেছেন: আপনার তো লো প্রেসার
২৪ শে মার্চ, ২০২১ রাত ১০:০০
সোহানী বলেছেন: কেমনে বুঝলেন, ছবি দেইখা ..। অনেক কষ্টে জীবনের সবচেয়ে ভালো ছবি বাঁইছা দিলাম । জীবনের পথ্থম পাবলিকলি ছবি বইলা কথা!!!!!!!!!
১৩| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১০:০৪
খায়রুল আহসান বলেছেন: অসামান্য এ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন! খুবই মনোতুষ্টির কথা।
২৪ শে মার্চ, ২০২১ রাত ১০:২০
সোহানী বলেছেন: হায় হায় খায়রুল ভাই, এখনো সফলতা আশেপাশে আসে নাই। কম করে তিনটা বই যদি সবাই আগ্রহ ভরে নেয় তখনই বুঝতে পারবো লেখক হিসেবে একটু আধটু জায়গা নিয়েছি।
১৪| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এতো ছবি তোলেন কিন্তু আমার বই নিয়ে ছবি তুলেন নাই! তাইলে জানুম কেমনে?
আসলে এটা বলার কিছু না। সামু ব্লগে লিখি। সেই ব্লগের একজন বই লিখেছেন। বিষয়টা আনন্দের।
২৫ শে মার্চ, ২০২১ ভোর ৬:০৮
সোহানী বলেছেন: কথা কম, আগে বই হাতে নিয়া ছবি পোজ দেন। তারপর আনন্দ টানন্দ নিয়া আলাপ আলোচনা করুম ............
১৫| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৩:৪৭
কাতিআশা বলেছেন: শুভকামনা রইলো আপু!
২৫ শে মার্চ, ২০২১ ভোর ৬:০৯
সোহানী বলেছেন: ধন্যবাদ কাতিআশা ....
১৬| ২৫ শে মার্চ, ২০২১ ভোর ৪:০০
অনল চৌধুরী বলেছেন: বই বিক্রিত টাকায় হুমায়ন এবং ২/১ জন ছাড়া আর কেউ ধনী হতে পারেনি। কিন্ত বইয়ের বিক্রি না হলে লেখক নিরুৎসাহিত হয়।
১৯৯৯ সালের বইমেলায় প্রথমবার আমার একসাথে ৪টা বই বই বের হয়। আমি নিজেও শংকিত ছিলাম, বই বিক্রি হবে কিনা। কিন্ত যে পরিমাণ বই বিক্রি হয়েছিলো, সেটা অচিন্তনীয় ছিলো।
লেখালেখি থেকে অর্জিত আয়ে অনেক সম্পদ হয়নি, কিন্ত ক্ষতিগ্রস্তও হইনি। সবচেয়ে বড় লাভ হয়েছে যে মানুষ বই পড়ে আমার চিন্তাধারা ও দর্শন জানতে পেরেছে।
একটা লিখেছেন, এবার পরেরটা লেখা শুরু করে দেন।
২৫ শে মার্চ, ২০২১ ভোর ৬:১০
সোহানী বলেছেন: পরেরটা লেখা শুরু করার কথা মাথায়ও আনছি না। একটা বের করেই টায়ার্ড। সবচেয়ে বড় কথা কোনভাবেই নিজের লিখায় ভালো লাগে না। এটা একটা পেইন।
১৭| ২৫ শে মার্চ, ২০২১ ভোর ৫:৫৫
ডঃ এম এ আলী বলেছেন:
আমার প্রতিনিধিকে বইটি সংগ্রহের জন্য নির্দশনা দেয়া হয়েছে ।
তবে বইটি যে কবে নাগাদ আমার হাতে আসবে সেটি সঠিক
করে বলতে পারছিনা। ইত্যবসরে বইটির উপর সামুতে
আসা পর্যালোচনাগুলি পাঠেই তৃপ্তি পেতে হবে ।
তবে আপনার লেখার ধাচের সাথে আমার
এখন পর্যন্ত যে পরিচিতি ঘটেছে তাতে
আমি নিশ্চিত যে বইটিতে থাকা
গল্পগুলি আমাকে পরম
তৃপ্তি দিবে । বইটির
সর্বাঙ্গিন সাফল্য
কামনা করছি।
২৫ শে মার্চ, ২০২১ ভোর ৬:১৩
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ। আমি এমন কোন আহামরি কিছু না। দীর্ঘদিন ব্লগের মাটি কামড়ে পড়ে আছি বলে লোকজন মায়া করে কিনছে ।
কিন্তু আপনার বইগুলো নিয়ে খুব আশায় ছিলাম। কবে আসবে জানাবেন।
১৮| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:২২
তারেক ফাহিম বলেছেন: রকমারিতে অর্ডার করলাম। টাকাও কেটে নিল কোন প্রাপ্ত রশিদ কিংবা টেক্স পাইনি।
২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:২৩
সোহানী বলেছেন: আপনি কি ওদের কাস্টমার সার্ভিসে কথা বলেছেন? এখুনি বলুন। ওরা ২/৩ দিনেই পাঠিয়ে দেয়। আমাকে জানাবেন
[email protected]
১৯| ২৫ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৫
শায়মা বলেছেন: নো প্রেশার আপুনি।
আমরা সবাই জানি তুমি যেমনই ভালো লেখো তেমনই সু চিন্তিত যৌক্তিক বিষয়েও বিশ্লেষন করো। কাজেই প্রচার ঠিকই আছে নইলে সবাই জানবে কিভাবে।
ইনশাল্লাহ আমিও বইমেলা থেকে নিয়ে আসবো তোমার বইটা ......
২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:২৪
সোহানী বলেছেন: লাভ ইউ শায়মা মনি
২০| ২৫ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৮
করুণাধারা বলেছেন: বইয়ের প্রচার অবশ্যই দরকার, কিন্তু প্রেশার নেবার কারণ কী!!
এমন তো না যে লেখিকা ছাড়া আপনার আর কোন পরিচয় নেই যে এ বই মানুষ না পড়লে আপনার কোন পরিচিত হলো না!! লেখক হিসাবে আপনার পরিচিতি হবে আগের অর্জিত নানা পরিচয়ের পালকের পাশে এক নতুন পালক, তার জন্য নো টেকিং প্রেশার। দোয়া করি এই পালক দিনে দিনে ঝলমলে হয়ে উঠুক...
তবে আমিও চাই জীবন ও জীবিকার গল্প যেন সবাই কেনে, তাতে অনেকগুলো শিশুর মুখে হাসি ফুটবে যে...
আমি বইটা কিনব আর পড়ব অবশ্যই, কিন্তু রিভিউ লিখতে যাব না। এ ব্যাপারে অভিজ্ঞতা সুখের নয়... এইতো, শায়মাকে দেখে মনে পড়ল।
২৫ শে মার্চ, ২০২১ রাত ৮:৩২
সোহানী বলেছেন: আপুনি প্রেশার কি আর বলে কয়ে আসে !!!!!! তবে আমার ভালোলাগছে যে সবাই অনেক অনেক উৎসাহ দিয়েছে।
আর বড় কথা আমি এর মাধ্যমে আমার দুই ভুবনকে এক করেছি। ব্লগের বাইরে আমার কোন লেখক পরিচিতি ছিল না। কেউই জানতো না, আর ব্লগের কেউই আমার ব্যাক্তি পরিচয় জানতো না। অনেক চিন্তা করেই আমি ওপেন হয়েছি। বয়স অনেক হয়েছে, এবার অবসর জীবনের চিন্তা করছি!!! তাই দুই মেরুকে এক করেছি। তারপরও আরেকটা একান্ত ব্যাক্তিগত বিষয় আছে যা পরে লিখবো। এখনো সময় হয়নি। আমি ধৈর্য্য ধরতে পছন্দ করি। সময়ই যেকোন কিছুর সমাধান দিতে পারে বলি বিশ্বাস করি।
রিভিউ অবশ্যই লিখবেন। এটি নিছক কোন বই নয় বলেই মনে করি। যে বিষয়গুলো আমি বইতে আলোচনা করেছি আমি চাই তা নিয়ে অনেক কথা হোক। এর সমাধানের চিন্তা করুক সবাই।
অনেক ভালো থাকুন। এখন কি আপনি দেশে নাকি বাইরে? তাহলে বইমেলায় যাবার আগে আমাকে জানাবেন।
২১| ২৫ শে মার্চ, ২০২১ রাত ৯:২৩
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
মনে হয় "প্রেশার" নয়; "পেয়ার-ছে" আপনার বই কিনছে মানুষ। বুঝলুম মন্তব্যগুনো পড়ে।
করুণাধারা তার মন্তব্যে সম্ভবত ঠিক বিশ্লেষণ করেছেন । এই মন্তব্য সহ প্রতিমন্তব্যটিও আপনাকে, যিনি "জীবন ও জীবিকার গল্প" লিখে নতুন লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাকে আরো বুঝতে সাহায্য করবে।
বইয়ের আরো সফলতা কামনায়।
২৭ শে মার্চ, ২০২১ রাত ১:৩৬
সোহানী বলেছেন: আসলে সত্যটা যদি বলি তাহলে বলবো, প্রেশার নিয়ে চিন্তা করার মতো একেবারেই সময় নেই। ব্ই বের করেছি বা বলা যায় কিছু লিখা সবার কাছে বিক্রির জন্য উপস্থাপন করেছি তা অনেকটা আমার দীর্ঘদিন লিখালিখির একটা স্টেপ। আমি সবসময়ই লিখালিখি করি এবং মনের কোনে একসময় পুরোপুরি লিখালিখির দিকে ঝুঁকবো এই চিন্তাটা সবসময়ই মনের অজান্তে খেলা করে। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাকে সে সুযোগ কোনভাবেই দিচ্ছে না। অনেকটা জোর করেই অন্য কিছু থেকে সময় কাটছাট করে এদিকে দিচ্ছি।
আর এই বইটি আমার নিজের জন্য একটি পরীক্ষা। লেখক হিসেবে যখন আসবো তখন আমার দিক নির্দেশনা দিতে সাহায্য করবে এই প্রকাশ।
তবে, সবার ভালোবাসায় আমি সত্যিই আমি আপ্লুত। এতোটা আশা করিনি।
আর প্রথম প্রকাশের সাথে আপনার নামটি যুক্ত করতে পেরে ভালোলাগছে।
সবসময়ই ভালো থাকুন।
২২| ২৫ শে মার্চ, ২০২১ রাত ১০:১৮
শায়মা বলেছেন: করুনাধারা আপু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তুমি কিন্তু অকারনে আমাকে ভুল বুঝেছো!!!!!!!!!!!
এতদিনেও আমাকে চিনলে নারে চিনলে না আমি কি চিজ চিনলে না
কোনো কিছুতেই আমার রাগ দুঃখ বেদনা কিছুই লাগেনাা............
তুমি শুধু শুধু ভুল করো!!!!!!!!!
আমি আসলেই মাঝে মাঝে ইজি কাজে এমনই বিজি হয়ে যাই তখন ব্লগের পাতা খুলে বসে থাকলেও চক্ষে আমার তৃষ্ণা........ ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে মানে সেই ইজি কাজের জন্যই .........
২৭ শে মার্চ, ২০২১ রাত ১:৩৮
সোহানী বলেছেন: তুমি কি রোবট নাকি যে রাগ দুঃখ বেদনা কিছুই লাগেনাা....
তোমার বই এবার আসছে না কেন?? আমিতো ভাবছিলাম চিলিকোঠা এবার ধরা দিবে বইমেলায়
২৩| ২৮ শে মার্চ, ২০২১ রাত ২:১৬
শায়মা বলেছেন: হা হা হা আপুনি!!
আমি হইলাম অতি রোবোট!!!
চিলেকোঠা ধরা যায় না......
সেসব হারিয়ে যায় ...... হা হা
০২ রা এপ্রিল, ২০২১ রাত ২:১৭
সোহানী বলেছেন: আমিতো জানি তুমি একটু বেশীই সংবেদনশীল। নতুবা এতো ভালোবাসার কথা লিখা সম্ভব হতো না!!!!!
২৪| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: এলাম, দেখলাম, জয় করলাম
জয়ের এই ধারা অব্যহত থাকুক!
শুভকামনা নিরন্তর
১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩০
সোহানী বলেছেন: ওরে বিগু!! অনেক অনেক ধন্যবাদ। তোমাদের মতো বড় বড় হাতি ঘোড়া এ পথে হাটে নাই আর আমি এ কুকাজে জড়ালাম। তা চিন্তা করে সত্যিই লজ্জা পাই।
২৫| ০৩ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৯
জুন বলেছেন: বইটি অনেক অনেক পাঠক প্রিয় হোক এই প্রত্যাশা করি সোহানী।
প্রেশার কমুক, প্রসার বাড়ুক
১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩২
সোহানী বলেছেন: না আপুনি, পেশার এখন লো । বই নিয়া চিন্তা করার সময় নাই রুটি রোজগারের ধান্দায়........।
অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
২৬| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৮
পুলক ঢালী বলেছেন: বইটি পাঠক প্রিয়তা অর্জন করুক এই প্রত্যাশা রইলো।
আমাদের এখানে কোভিড-১৯ পরিস্থিতি ভাল নয়। আমার চারপাশে রোগীর ছড়াছড়ি। ঘরে মাস্ক পড়ে বসে থাকার মত অবস্থা। পরিস্থিতির উন্নতি হলে এবং বেঁচেবর্তে থাকলে বইটি অবশ্যই সংগ্রহ করবো। শিশুদের কল্যানে এবং সোহানীর প্রেসার কমাতে।
ভাল থাকুন সোহানী।
১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩৪
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমিও কোনভাবেই এবার কাউকে বলিনি বইমেলায় যেতে। আগে সবাই বেচেঁ থাকুক তারপর অন্য কিছু।
তবে আপনাদের সবার ভালোবাসায় আমি সত্যিই অভিভূত!
২৭| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৭
ঢুকিচেপা বলেছেন: আপনার বইটা গতকাল পড়া শেষ করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ঘটনা আমাদের চারপাশের। আপনার উপস্থাপনা হয়েছে চমৎকার। বইটি যারা পড়বেন কেউ নিরাশ হবেন না।
১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩৯
সোহানী বলেছেন: ওমাইগড!! অনেক অনেক ধন্যবাদ ঢুকি ভাই। আমি সত্যিই আপ্লুত অভিভূত। আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে। তবে সত্যিই বলি, আমার কোনভাবেই ভালো লাগেনি। আরো গভীরভাবে যে সমস্যাগুলো নিয়ে কথা বলেছি তা নিয়ে লিখতে চেয়েছিলাম। কিন্তু বই এর ফর্মা, সময়, সাংসারিক জীবন আমাকে সে সুযোগ দেয়নি।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৩
পদ্মপুকুর বলেছেন: আমি তো ডায়াবেটিসের রোগী না, আমি চায়ের লগে নোনতা বিস্কুট খাইতাম না....