নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
জলের সাথে দিগন্ত রেখা আমার খুব ভালো লাগে। তাই যেখানেই গেছি আকাশ, দিগন্ত রেখা আর জলরাশি খুঁজে ফিরি। ছবি তোলাটা আমার নেশা। তাই হার্ডড্রাইভে জমেছে হাজার হাজার ছবি। আর এ হাজার হাজার ছবির ভীড়ে ১০/১২ টি ছবি বাছাই করা আর পাহাড় কেটে সমান করার মতই কঠিন আমার জন্য। তাই কিছুটা থিম বেইজড্ ছবি বাছাই করার চেস্টা করলাম। আমার এবারের থিম "জলের সাথে মিতালি", আকাশের সাথে জলের স্পর্শের কিছু ছবি বাঁছাই করলাম, সাথে আমার প্রিয় কবি জীবনান্দ দাশ এর কবিতার কিছু চরণ। চলুন দেখি আমার ছবিগুলো।
অফটপিক: সবার সব অসম্ভব সুন্দর ছবি দেখে প্রতিযোগীতায় নামবো কিনা তাই নিয়া বহুত প্যারার মাঝে ছিলাম। কিন্তু ওই যে কথা আছে না, "পুরস্কার নয় অংশগ্রহনই বড় কথা" । এর উপ্রে ভিত্তি কইরা নাইমা পড়লাম.........
১)
হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিধি-বিধানের এই কারাতল
তোমার ও-মায়াদণ্ডে ভেঙেছো মায়াবী!
কবিতা: নীলিমা
স্থান: Switzerland Olympic city
ক্যামেরা: ক্যানন, ডিএসআরএল
২)
কোথাও জীবন আছে—জীবনের স্বাদ রহিয়াছে,
কোথাও নদীর জল র’য়ে গেছে–সাগরের তিতা ফেনা নয়...
কবিতা: পাখিরা
স্থান: Niagara Falls City, Ontario
ক্যামেরা: স্যামসাং গ্যালাক্সি
৩)
আকাশে পাখিরা কথা কয় পরস্পর।
তারপর চ’লে যায় কোথায় আকাশে?
তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে।
কবিতা: পাখিরা
স্থান: Niagara Falls City, Ontario
ক্যামেরা: স্যামসাং গ্যালাক্সি
৪)
এক-একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয়ে করেছি অনুভব;
তখন অনেক রাত— তখন অনেক তারা মনুমেণ্ট মিনারের মাথা
নির্জনে ঘিরেছে এসে; মনে হয় কোনোদিন এর চেয়ে সহজ সম্ভব
কবিতা: পথ হাঁটা
স্থান: Statue of Liberty, New York, United States
ক্যামেরা: ক্যানন, ডিএসআরএল
৫)
সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।
কবিতা: বনলতা সেন
স্থান: Hudson River, New York, United States
ক্যামেরা: ক্যানন, ডিএসআরএল
৬)
পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে—
জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে
বুনো হাঁস পাখা মেলে— সাঁই-সাঁই শব্দ শুনি তার;
এক— দুই— তিন— চার— অজস্র— অপার—
কবিতা: বুনো হাঁস
স্থান: Bluffer's Park Beach, Ontario
ক্যামেরা: আইফোন
৭)
যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা
মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহ্বল বাতাসে
ভূমধ্যসাগরলীন দূর এক সভ্যতার থেকে
আজকের নব সভ্যতায় ফিরে আসে;
কবিতা: সুরঞ্জনা
স্থান: New York, United States
ক্যামেরা: আইফোন
৮)
মাটির অনেক নিচে চ’লে গেছো? কিংবা দূর আকাশের পারে
তুমি আজ? কোন্ কথা ভাবছো আঁধারে?
কবিতা: তুমি
স্থান: Saxon Switzerland, Dresden, Germany
ক্যামেরা: আইফোন
৯)
আমি চ’লে যাবো—তবু জীবন অগাধ
তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ’পরে;
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।
কবিতা: নির্জন স্বাক্ষর
স্থান: Lausanne, Switzerland
ক্যামেরা: ক্যানন, ডিএসআরএল
১০)
পৃথিবীর পুরানো সে-পথ
মুছে ফেলে রেখা তার—
কিন্তু এই স্বপ্নের জগৎ
চিরদিন রয়!
কবিতা: স্বপ্নের হাতে
স্থান: Niagara Falls, Ontario
ক্যামেরা: স্যামসাং গ্যালাক্সি
বি:দ্র: যাইহোক ঘাড় বাঁকা ছবি ঠিক করিয়া দিয়াছেন শ্রদ্ধেয় ভুয়া মফিজ ভাই, তাই ছবিটা যোগ করলাম। কিন্তু সংখ্যা আর বাড়াইলাম না, প্লাস মাইনাস সমান ১০টাই ।
ধন্যবাদ ব্রো।
২৩ শে জুন, ২০২১ সকাল ১০:১৫
সোহানী বলেছেন: চা খাবা নাকি কফি, প্রথম হইছো !!
২| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:২১
নিয়াজ সুমন বলেছেন: ভয়কে জয় করে পুরষ্কার হয়তো আপনার ঝুলিতে আসার সম্ভাবনা দেখছি।
ছবি গুলো সুন্দর হয়েছে।
২৪ শে জুন, ২০২১ রাত ১:২০
সোহানী বলেছেন: হাহাহাহাহা......... পুরষ্কার পাইলে চা কফির সাথে বিস্কিটও থাকবে!
৩| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:২৩
সামিয়া বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ,
২৪ শে জুন, ২০২১ রাত ১:২১
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:২৩
হাবিব বলেছেন: কফি দেন আফা, কপি আমার পছন্দের। কোল্ড কফি চাই।
২৪ শে জুন, ২০২১ রাত ১:২৭
সোহানী বলেছেন: এই নাও তোমার কোল্ড কফি।
তবে কোল্ড কফির সাথে ভ্যানিলা আইসক্রিম আমার অসম্ভব পছন্দ। ম্যাকডোনাল্ড এটা খুব কমন আইটেম। আর সামারে এক ডলারে সেল করে বলে রাতদিন খাই........হাহাহাহা। আমিও মাঝে মাঝে বানাই। তবে কোল্ড কফি বানানো বেশ ঝামেলা।
৫| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন আপি। ভালো লাগা রইলো
শুভকামনা
২৪ শে জুন, ২০২১ রাত ১:২৭
সোহানী বলেছেন: ধন্যবাদ ফটোগ্রাফার।
৬| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:২৭
জুন বলেছেন: আমার ছবি পোস্ট ড্রাফটে নিলাম সোহানী
অসাধারন , দারুন , মাইন্ড -ব্লোয়িং যেইটাই বলি না ক্যান কম হয়ে যাবে যে
অনেক ভালোলাগা +
২৪ শে জুন, ২০২১ রাত ১:২৮
সোহানী বলেছেন: ইজ্জত আর রাখলেন না আপুরে। আপনি যা পোস্ট করেন তাইতো সোনা হয়ে ঝড়ে...........
৭| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:৩০
সোহানী বলেছেন: রাত সাড়ে বারোটা বাজে, ঘুমাইতে গেলাম। সকালে উইঠা উত্তর দিমু........... গুড নাইট।
৮| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:০৭
ইসিয়াক বলেছেন: চমৎকার দৃষ্টি নন্দন। মনোমুগ্ধকর।
২৪ শে জুন, ২০২১ রাত ১:২৯
সোহানী বলেছেন: ধন্যবাদ ইসিয়াক।
৯| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:০৭
শাহিন-৯৯ বলেছেন:
কাভা ভাই দায়ী থাকবে যদি আমি পাগল হই, আপনাদেরও দায়ী করে নোট লিখে রাখমু!!! হাহাহা
চমৎকার সব ছবি।
শুভকামনা রইল।
২৪ শে জুন, ২০২১ রাত ৩:১৮
সোহানী বলেছেন: হাহাহাহাহা.......... এখনোতো তিনদিন বাকি!! আস্তে ধীরে পাগল হইয়েন ভাই।
১০| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওহ্ আপনিও তো দেখি কম না কোন অংশে। শুভকামনা।
২৪ শে জুন, ২০২১ রাত ৩:১৯
সোহানী বলেছেন: আরে নারে ভাই.. যা দেখতাছি আমিই দিশেহারা ............
১১| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১:০৫
ভুয়া মফিজ বলেছেন: ও.....তলে তলে এই বুদ্ধি!! কিছু পারি না, পারি না কয়া সবাইরে ভাতে মারনের ফন্দি!! যাই হোক, ছবির সাথে সাথে কবিতা না দিলেও পারতেন। এইটার কপিরাইট ব্লগে একজনেরই আছে।
শেষ পর্যন্ত যে নাইমাই পড়ছেন, দেইখা খুবই ভালো লাগলো। আর ছবিগুলানও সেইরাম হইছে।
এই লন, আপনের ঘাড় ব্যাকা ছবি সোজা কইরা দিলাম।
২৪ শে জুন, ২০২১ রাত ৩:২৫
সোহানী বলেছেন: থ্যাংকু থ্যাংকু ভাইজান। এড কইরা দিলাম। কেন যে এতো ঝামেলা করে কম্পু কইবার পারি না.........।
আরে আমার ভাত খাইয়া কেউ মরবে না বরং যা দেখতাছি তাতে আমারই মরন দশা ।
আর ব্লগে কবতে দেখতে দেখতে আমিই একটুখানি ট্রাই মারতাছি আর কি। ভুলট্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
১২| ২৩ শে জুন, ২০২১ দুপুর ২:৫৬
আখেনাটেন বলেছেন: এলেন, দেখলেন, লেখলেন, ছবি দিলেন, জয় করলেন.......এরকমই মনে হচ্ছে.......সোহানীপা।
আপনি ছবি সুন্দর তোলেন মানতেই হবে.......চমৎকার....ছবিব্লগ।
২৪ শে জুন, ২০২১ রাত ৩:২৮
সোহানী বলেছেন: থ্যাংকু ভাইজান।
ফটোগ্রাফি আমার শখ। আপনারে চুপি চুপি বলি, ডিইউতে থাকতে ফটোগ্রাফি কোর্স করেছিলাম যা তখন খই ভাজা লোকজন করে। কিন্তু আমি খই ভাজা লোক না হয়েও এ কাজে যোগ দিয়েছিলাম। তবে ফটোগ্রাফারের অসুবিধা কি জানেন, তার নিজের কোন ছবি নাই............
১৩| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:০৬
শাহিদা খানম তানিয়া বলেছেন: দূর্দান্তসব কান্ড ঘটে গেছে এখানে। যেমন মেয়ের ছবি তেমনই তার কবিতা। সারা মনে মুগ্ধতা ছড়িয়ে গেল।
২৪ শে জুন, ২০২১ সকাল ১০:১৬
সোহানী বলেছেন: ধন্যবাদ সুইটি........
১৪| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৪
শেরজা তপন বলেছেন: নায়েগ্রা, লুসেন,ওয়াটার ফ্রন্ট আর উল্টানো ছবিখান ভাল লাগছে
আপনি আসলেন অবশেষে
২৪ শে জুন, ২০২১ সকাল ১০:১৮
সোহানী বলেছেন: উল্টানো ছবিখান ঠিক করা হয়েছে মফিজ ভাইয়ের কল্যাণে
না আইসা কই যামু কন!! এত দিন এত ছবি ব্লগ পোস্ট করার পর যদি না আসি নিজের কাছেইতো ইজ্জত খোয়াবো.......হাহাহাহা
১৫| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:২৫
ওমেরা বলেছেন: ওল্ড ইজ গোল্ড এটাই তার প্রমান।
খুব সুন্দর হয়েছে সব ছবি।
২৪ শে জুন, ২০২১ সকাল ১০:১৮
সোহানী বলেছেন: ওহ নো... ইয়ং ইজ দা বেস্ট!
১৬| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৪
ডঃ এম এ আলী বলেছেন:
নাইম্যা পইরা ভালই করেছেন ।
তাইতো বলেছিলাম আপনে পিছিয়ে
যাওয়ার মেয়েই নন
বরং আমিই পিছিয়ে গিয়েছি ।
আমি একজন আনাড়ি ফটোগ্রাফার।
একদিকে ছবি তোলার সময় হাত কাপে
আর দিকে তোলা ছবি কম্পিউটারে নিয়ে
গিয়ে সামুতে ডেলে পোষ্ট দিলে দেখা যায়
ছবি বিভিন্ন সাইজের আসে । সেটাকে
উঠিয়ে নিয়ে রিসাইজ করে সামুতে
ডালার পরে কিছুটা সাইজ হয়েছে দেখালেও
বেসাইজ থেকেই যায়।এতগুলি ছবি নিয়ে বার
বার সাইজ বেসাইজ করা কাহাতক সয্য করা
যায়, তাই ভাবলাম বেটার হবে অপারগতা
মেনে নিয়ে প্রতিযোগীতায় না গিয়ে শুধু
ছবি ব্লগ প্রকাশ করে দিলে যামেলা চুকে
যায়। শেষে তাই করেছি আমি। যোগ্যদের
জন্য স্থান ছেড়ে দেয়া ভাল মনে করেছি।
ব্লগে অনেকেই বেশ সিদ্ধ হস্ত ,সেসকল ছবি
দেখে আমি মুগ্ধ । কুর্ণীশ জানাই সকলেরে ।
আপনার ছবি গুলি সুন্দর হয়েছে । সাইজ
খানিকটা বড় করে ছবির টাইটেলটি ছবির
আরো একটু কাছে নিয়ে গেলে আরো বেশী
দৃষ্টি নন্দন হতো বলে মনে করি ।
সব গুলি ছবি সুন্দর হয়েছে। কোনটা রেখে
কোনটার কথা বলি সে কথা ভেবেই আকুল।
তবে বলা যায় সুচনা পর্বে বলা ছবির ভাবনার
পুর্ব কথার সাথে ছবিগুলির মিল রয়েছে।কোথায়
বাঘবাড়ী আর কোথায় পাকপারি জাতীয় হয়নি।
সুচনা পর্বে বলা আপনার ভাবনাকে ধারণ করে
ছবিগুলি দেখতে গিয়ে কোথাও হুচট খেতে হয়নি।
প্রিয় সব কবিতার চরণগুলি ছবিতে প্রাণ যুগিয়েছে।
আপনার সাফল্য কামনা করছি ।
শুভেচ্ছা রইল
২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৬
সোহানী বলেছেন: আপনি এতো খুঁতখুঁতে হবার কারনেই আপনার লিখা থেকে মুক্তো ঝড়ে।
আর আমার হলাে গিয়ে মারমার কাটকাট স্টাইল। কোনরকমে ক্লোজিং ব্যালেন্স টানার পক্ষে। কোন লিখা নিয়ে ৮/১০ মিনিটের বেশী সময় দেবার মতো সময়ই পাই না। তাই ছবির সাইজ বা টাইটেল কোনটা নিয়ে সময়ক্ষেপন করি নাই। শুধু থিমটা নিয়ে একটু চিন্তা করেই ঝাঁপিয়ে পড়েছিলাম। কোনরকমে হার্ড ড্রাইভ থেকে কিছু ছবি বাঁছাই করেই আপলোড। শুধু কবিতার লাইন খুঁজতে যেয়ে অনেকদিন পর প্রিয় কবির কিছু কবিতা পড়া হলো। এবং কবিতায় একদিন ঢুবে যাবার কারনে পোস্টটাও একদিন পিছিয়ে গেল।
তবে আপনার মূল্যবান ছবির পোস্টটা কাভা ভাইয়ের মতো আমিও বলি প্রতিযোগিতায় সামিল করেন। কিংবা নতুন কিছু দেন। আর ছবি সাইজ টাইজ নিয়ে এতো সিরিয়াস হবার দরকার নাই। যে সাইজই থাকুক আপলোড দেন। আমরা এতো কঠিন বুঝদার পাবলিক না। বাঘবাড়ী আর পাকপারি কম বুঝি...........হাহাহাহা
১৭| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
শাহ আজিজ বলেছেন: বাহ এইতো , চমৎকার ।
প্রথমে খুব ভেঙ্গে পড়েছিলে কেন ?
২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৭
সোহানী বলেছেন: এ ব্লগে এতো গুনী মানুষ আছে যে বলার না।
১৮| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫০
কাওসার চৌধুরী বলেছেন:
আপু, চমৎকার ছবি ব্লগ। ছবির সাথে চমৎকার সব কাব্য। মুগ্ধ হওয়ার মতো। প্রতিটি ছবি এক একটি ইউনিক আইডেন্টিটি। এসব ছবির সাথে আপনার চমৎকার সব স্মৃতি আছে। কত দেশ আর শত সহস্র স্মৃতি।
২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৯
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ কাওসার ভাই। আসলেই অনেক অনেক স্মৃতি।
আপনার ছবি তোলার হাতও চমৎকার। নেক্সট সিলেট এর ছবি নিয়ে আসবেন। আমার খুব পছন্দের জায়গা।
১৯| ২৩ শে জুন, ২০২১ রাত ৯:১১
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
অদেখা সব ছবি আর কবিতা মিলে যেন জলের সিম্ফনী । নায়াগ্রার মতো কল্লোলিনী ।
ঘাড় ত্যাড়া ছবিটা এখনো ঘাড় সোজা করেনি কেন ? জামবাক লাগাতে হবে যে! তাহলেই সোজা...
+++++++
২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২১
সোহানী বলেছেন: জামবাক সাপ্লাই এর অপেক্ষায় ছিলাম........হাহাহা। ভুয়া ভাই এর সাপ্লাই এর পর ঠিক করেছি।
আপনার ক্যালিফোর্নিয়ার ছবি কই???
২০| ২৩ শে জুন, ২০২১ রাত ১০:৫৭
ঢুকিচেপা বলেছেন: ছবি ব্লগ দারুণ হয়েছে তবে শেষের ছবি আপনাকে বেশ ঝামেলায় ফেলেছে বুঝলাম।
এবার সব ছবি ঠিক করে আরো দুইটা পোস্ট দেন।
তবে সাগরের ছবি বেশী দিলে আমাদের ছবি ধুয়ে যেতে পারে, বিষয়টা একটু ভেবে দেখবেন।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করি।
২৭ শে জুন, ২০২১ সকাল ১০:২৬
সোহানী বলেছেন: হাহাহাহা........
কানাডার একটা জিনিস হলো সব রংই বেশী বেশী। যেমন শীতে সব সাদা। সামারে আকাশ মারাত্বক নীল। আর বন বাদাড় ঘন সবুজ। আবার ফল মারাত্বক লাল/হলুদ। সবকিছু এতো বেশী রং যে মনে হয় কেউ নে রং ঢেলে দিয়েছে।
২১| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:০৪
করুণাধারা বলেছেন: চোখ জুড়ানো জলের ছবি। সাথে কবিতার কথাগুলোও খুবই মানানসই।
শুভকামনা।
২৭ শে জুন, ২০২১ সকাল ১০:২৭
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। আপনাকে ব্লগে দেখে খুব খুব ভালো লাগছে।
২২| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:১৭
ঢাবিয়ান বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু
২৭ শে জুন, ২০২১ সকাল ১০:২৭
সোহানী বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান ভাই।
২৩| ২৪ শে জুন, ২০২১ রাত ২:৫৪
কাছের-মানুষ বলেছেন: ছবিগুলো চমৎকার। জলের সাথে মিতালী, থিমটা ভাল।
Niagra falls যাবার ইচ্ছা আছে আমার ইহজীবনে। মানিব্যাগের স্বাস্থ্য খারাপ, টাকা পয়সা আর সুযোগ হলে একটা টুর দিব সেখানে!
২৭ শে জুন, ২০২১ সকাল ১০:২৯
সোহানী বলেছেন: চলে আসেন। তবে ইউএস থেকে কানাডার সাইড বেশী সুন্দর। যদিও ইউএস এ পানি পর্যন্ত যাওয়া যায়। তবে বোটে চড়লে সব সমান। চমৎকার অনুভূতি জাগে সে জলরাশি দেখলে।
২৪| ২৫ শে জুন, ২০২১ সকাল ৯:৩৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রত্যেকটি ছবি অসাধারণ !
২৭ শে জুন, ২০২১ সকাল ১০:২৯
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ
২৫| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:২০
অপু তানভীর বলেছেন: আপনার মত আমারও এই জল স্থাল আর আকাশের সংমিশ্রনে ছবির ক্যানভাসটা সব থেকে বেশি পছ্দ । কোন ছবিটা রেখে কোন ছবির কথা বলবি বুঝতেছি না । আরও কয়েকটা ছবি ব্লগ দিয়েন দিন ।
কেবল প্রতিযোগিতা নয় এবার থেকে নিয়মিত ভাবেই আপনার পিসি মোবাইলে থাকা ছবি গুলো দিয়ে পোস্ট করতে থাকুন । আমরাও দেখি ।
২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৩২
সোহানী বলেছেন: অপু ভাইরে... হাজার হাজার ছবি। এইগুলা দিয়া যে কি করুম তাই ভাবি। কেজি দরে বিক্রি করা গেলে মন্দ হতো না...........হাহাহাহাহা
এতো বেশী ছবি ব্লগে দিতে থাকলে সবাই তখন বিরক্ত হবে। তাই আগে নিয়মিত দিলেও এখন আর তেমন দেয়া হয় না।
২৬| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:৩০
নতুন বলেছেন: খুবই ভালো হইছে। ++
২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৮
সোহানী বলেছেন: ধন্যবাদ নতুন ভাই।
২৭| ২৭ শে জুন, ২০২১ সকাল ৯:১৩
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক ভাল লাগল+++
২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৮
সোহানী বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই।
২৮| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:২৯
মলাসইলমুইনা বলেছেন: জলের সাথে মিতালির চিত্রালী ভালো হয়েছে । এবার স্থলের সাথেও মিতালি করুন বাকি সময়ের মধ্যে ।
২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৩
সোহানী বলেছেন: সময় নাইরে ভাই। কোনরকমে জলের সাথে দিলাম। স্থলের সাথে ছবি আছে কয়েক হাজার। বিশেষ করে প্রতি সাপ্তাহে এখানে কোন না কোন ফরেস্টে যাই। আর আমার বাসার ঠিক পিছনে কি যে অসাধারন স্পট। প্রায় প্রতিদিনই সেখানে যাই। তাই এতো ছবির ভীড়ে কোনটা ছেড়ে কোনটা দিবো।
২৯| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৪
মিরোরডডল বলেছেন:
আকাশ আর সাগরের মিতালী,
তার সাথে একটু স্থলের পাহাড়ের সমন্বয় হলে আর কিছুর দরকার হয় না ।
খুব সুন্দর সব স্বপ্নালু ছবি ।
২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৭
সোহানী বলেছেন: ঠিক বলেছো। প্রথম যখন লুসানে এরকম জল, স্থল, আকাশের সমন্বয় দেখি আমার মনে হয়েছিল স্বর্গের কোন স্থান। অদ্ভুত ভালোলাগা কাজ করে।
আমি এখনো প্রায়ই চলে যাই কোথাও না কোথাও। আশে পাশের কোন স্থানে। কিছুক্ষন সময় কাটিয়ে ফিরে আসি। অবশ্য কানাডার প্রতিটি অলিগলি অপূর্ব সুন্দর।
৩০| ২৭ শে জুন, ২০২১ রাত ৮:২১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার। ছবি গুলো অসাধারন আর কবিতার চরণ অনবদ্য ।+
২৯ শে জুন, ২০২১ সকাল ৯:৩৫
সোহানী বলেছেন: ধন্যবাদ কবি ভাই। আপনার ছবিব্লগ কোথায়?
৩১| ২৭ শে জুন, ২০২১ রাত ৯:৫৮
নীল আকাশ বলেছেন: দুর্দান্ত পোস্ট।
১০ নাম্বার'টা বেস্ট।
২৯ শে জুন, ২০২১ সকাল ৯:৩৬
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ। শুধু ১০ নাম্বারটা ঘিরে কয়েক হাজার ছবি আছে কিন্তু বাঁছতে হলো ১টা.........
৩২| ২৭ শে জুন, ২০২১ রাত ১০:২৬
মনিরা সুলতানা বলেছেন: সব্বনাশ আপু !! কি করেছেন ?
কবিতা ছবি সব মিলেমিশে একাকার !!
ভাগ্যিস আমি কবিতায় শিরোনাম করি নাই , তাইলে তো আরও লজ্জা পেতাম।
অনেক সুন্দর সব ছবি।
২৯ শে জুন, ২০২১ সকাল ৯:৩৮
সোহানী বলেছেন: আপুনি, আমি করছি টুকলিফাই। আর তুমি লিখবা স্বরচিত! ....... কোথায় বাঘবাড়ী আর কোথায় পাকপারি (আলী ভাই থেকে ধার করা)
৩৩| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১০:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: আপু ঘোরতর আপত্তি আছে। আপনি বিদেশী সুন্দর ছবি দিয়ে পাঠক সহ বিচারকদের মাথা ঘুরিয়ে দিয়েছেন।দেশি কাদামাটির ছবি না দিইয়া বিদেশীকে ভালো বলতে নৈব নেব চ। তবে এবারের মতো ক্ষমা কইরা দিলাম।
সুন্দর ছবি ব্লগ ও সঙ্গে পরিচয় পর্বে ভালোলাগা রইলো।
শুভেচ্ছা জানবেন আপু।
১৩ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
সোহানী বলেছেন: হাহাহাহা....... বিচারক বিদেশী ছবি পছন্দ করে নাই। আসলে দেশী ছবি তেমন করে তোলা হয়নি। কারন দেশে থাকতে বিদেশে যেতাম সেখানের ছবিই তুলতাম। আর এখন এখানে এসে ঘুরতে যেয়ে এতো সুন্দর দৃশ্য দেখে ছবি তুলি।
কিন্তু আপনার ছবি কেন পেলাম না!!!!!
৩৪| ১৩ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। আপু আমিই একমাত্র এই ব্লগে উল্টো ছবি দিয়ে দুর্নাম অর্জন করেছি।বহুব্লগারকে ঘাড়ের ব্যথা দিয়ে সেসময় ব্যক্তিগতভাবে আমি লজ্জায় পড়েছিলাম।যে কারণে ছবি ব্লগ প্রতিযোগিতার নাম শুনেই ব্লগে আসা কমিয়ে দেই।ভয়ে ছিলাম কী জানি ইসিয়াক ভাই বা আপনারা ধরে বেঁধে প্রতিযোগিতায় নামিয়ে ছাড়বেন। হেহে হে....
১৩ ই জুলাই, ২০২১ রাত ৯:১৮
সোহানী বলেছেন: হাহাহা...... আমিও এ সমস্যায় ভুগি। কেন যেন আমার সব ছবি উল্টায়ে যেত। ফোন বদলানোর পর কিছু কমেছে কিন্তু এখনো কিছু ঝামেলা রয়ে গেছে।
আসলে মারাত্বক ব্যাস্ততায়ও ছবিব্লগ দিলাম। শুধুমাত্র ব্লগের এমন সাড়াতে যোগ দিতে। আপনার অনেক লিখা পড়া হয়নি, বিশেষ করে সিরিজগুলো। কারন সিরিজ শুরু করলে শেষ না করে উঠতে পারি না। এ মাসের শেষে একটু ফ্রি হয়ে জমিয়ে বসবো। ছবিব্লগও সবগুলো দেখা হয়নি, তাও দেখবো।
তবে আপনার ছাদ বাগানের ছবির অপেক্ষায় আছি কিন্তু।
৩৫| ১৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৩
খায়রুল আহসান বলেছেন: আকাশ, দিগন্তরেখা আর জলরাশি- আপনার ফটোগ্রাফী'র কম্বিনেশন টা দারুণ। আমারও এ কম্বিনেশন টা ভালো লাগে।
নীলিমা ছবিটা খুব মায়াবী। নির্জন স্বাক্ষর (৯ নং) ছবিটাও।
হাডসন নদীর তীরে বসে এক সন্ধ্যায়,
কাটিয়েছিলাম কিছুটা সময়--
আলো আঁধারিতে,
জাহাজের ক্বচিত ভেঁপু সত্ত্বেও,
নির্জন নিরিবিলিতে-
ছবিটা মনের মাঝে সে স্মৃতিটুকু জাগায়!
"পুরস্কার নয়, অংশগ্রহণই বড় কথা" - এ অমোঘ নীতিবাক্য দ্বারা উৎসাহিত হয়ে পতিযোগিতায় অংশগ্রহণ করলেন, এজন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। সাফল্যের জন্য শুভকামনা রইলো।
২৪ শে জুলাই, ২০২১ ভোর ৬:২৭
সোহানী বলেছেন: আকাশ, দিগন্তরেখা আর জলরাশি...... কেন জানি নিজের মনের অজান্তেই এ কম্বিনেশনটা খুঁজে ফিরি। আমার বাসার পাশেই দারুন ফরেস্ট। বিকেলে মেয়েকে নিয়ে হাটতে বের হই প্রায়ই কিন্তু আমাকে টানে জলরাশি। সুযোগ পেলেই ছুটে যাই।
নীলিমা ছবিটা সুইজারল্যান্ডে। কিন্তু কেন যেন সুইজারল্যান্ড থেকে কানাডার প্রকৃতি অনেক বেশী সুন্দর মনে হয়েছে। সুইজারল্যান্ডে অনেকটা মানুষ প্রকৃতিতে হাত দিয়ে আরো সুন্দর করার চেস্টা করেছে যা একটু কৃত্রিম কৃত্রিম মনে হয়েছে।
সেরকমভাবে হাডসন নদীর তীরও আমার অনেক কৃত্রিম মনে হয়েছে। তার উপর এতো মানুষ!! নি:শ্বাস নেবার মতো এ জায়গা নয়। আসলে আমি মনে হয় কানাডার প্রকৃতির প্রেমে পড়েছি............হাহাহাহাহা
কবিতাটা কি আগে পড়েছিলাম? ভালো লাগলো স্মৃতিটারন।
আসলে মারাত্বক দৈাড়ের উপর আছি। তারপরও ব্লগের আহবানে সাড়া দিয়েছি। আমরা সিনিয়ররা যদি সাড়া নাই দেই নতুনরা উৎসাহ পাবে না, তাই।
৩৬| ১৯ শে জুলাই, ২০২১ রাত ৮:০৬
খায়রুল আহসান বলেছেন: "জলের সাথে মিতালি" - শিরোনামটা খুব সুন্দর দিয়েছেন। আর ছবির সাথে নিসর্গের কবি জীবনানন্দ দাশ এর কবিতা থেকে কিছু কথা জুড়ে দেয়াতে ছবিগুলোর আবেদন অনেক বেড়ে গেছে।
চমৎকার ছবি ব্লগে ২৮তম ভাললাগা রেখে গেলাম।
২৪ শে জুলাই, ২০২১ ভোর ৬:২৮
সোহানী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। হঠাৎ করেই নামটা মাথায় আসলো।
জীবনানন্দ দাশ এর কবিতা আমাকে মারাত্বক টানে।
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২১ সকাল ১০:১৪
হাবিব বলেছেন: কবিতা + ছবি উভয়ই প্রশংসার যোগ্য। শুভকামনা রইলো।