নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
দেখলাম নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত গৈারী খান ও আলিয়া ভাট প্রযোজিত+অভিনিত "ডার্লিংস" মুভিটি। ডমিস্টিক ভায়োলেন্সের মতো সিরিয়াস বিষয়ের উপর মুভিটি হলেও এতে হার্ড কমেডির তকমা লাগানো আছে। যার কারনে এতো স্পর্শকাতর বিষয়টাকে মোটামুটি সবাই মিলে-ঝুলে ছাগলামীর পর্যায়ে নিয়ে গেছে। আর বিরক্তিটাকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে গেছে আলিয়া ভাট এর অভিনয়। স্বামীর মাইরধরে যে ভাইটামিন আছে আর তা যে অত্যন্ত আনন্দের বিষয় আলিয়া ভাট এর অভিনয় দেখে এ প্রথম জানলাম। আলিয়ার অভিনয় দেখে সারাক্ষনই মনে হচ্ছিল সে হানিমুন কাটাচ্ছে, অত্যাচোরে জর্জরিত কোন বউ না। এ ছবি দেখে আরো অনেক জ্ঞান লাভ করলাম যেমন "স্বামী" মানেই অত্যাচারী আর তাকে খুন করা তেমন কোন কঠিন কাজ না। আর খুন করে ধরা পরারও তেমন কোন সম্ভাবনা নেই। বদরুন্নেসা (আলিয়া) ও তার মা শামসুন্নেসা (শেফালি) উভয়ই একই কাজ করে আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে।
"ডমিস্টিক ভায়োলেন্স" এ শব্দটা বলতে গেলে আমাদের উপমহাদেশের মানুষের কাছে শুধুমাত্র বউ পেটানোর মাঝেই সীমাবদ্ধ। আর এ নিয়ে তেমন কোন বিশেষ উচ্চবাচ্য হয় না। কারন স্ত্রীকে মৃদু প্রহারে বৈধতা যেমন আছে, তেমনি স্বামী প্রবরের রাগ, দু:খ, হতাশা, বসের ঝাঁড়ি, বাড়িওয়ালার গুতানী, রিক্সাওয়ার মুখ ঝাঁমটা, সিএনজি ওয়ালার ভাব........... সব কিছুর রাগ বউ এর প্রয়োগের মাধ্যমে বউকে উত্তম-মধ্যম দেয়াটাও ভাত খাওয়ার মতই খুব স্বাভাবিক একটা ব্যাপার আমাদের এক শ্রেনীর কাছে। দাদার দাদার দাদা তার বউ এর ঝাঁড়ছে, বাপে মা'রে পিটাইছে, চাচা, মামা চাচা ফুফা সবাই বউ পিটায়ে ধর্মীয় দায়িত্ব পালন করছে। এ বিষয়টা কিছুটা হলেও ছবিতে ফুটে ইঠেছে।
"ডমিস্টিক ভায়োলেন্স" শব্দটা শুধুমাত্র পেটাপিটির মাঝে যে সীমাবদ্ধ নেই তা অনেকেই বলতে গেলে বুঝে না। স্ত্রীকে যথাযথ সন্মান না করা, অর্থনৈতিক স্বাধীনতা না থাকা, মানসিক অত্যাচার করা, এবিউসিব ভাষা বা গালাগালি করা, বাক স্বাধীনতা না থাকা, মানবিক সম্পর্ক গড়ে না তোলা......... এরকম অসংখ্য বিষয় হতে পারে। তবে ফিজিক্যাল টর্চার বা শারিরীকভাবে মারধর সর্বোচ্চ পর্যায়ের বিষয়। আমাদের সমাজ যতক্ষন পর্যন্ত মারধর এর সর্বোচ্চ পর্যায়ে না পৈাছে ততক্ষন পর্যন্ত এটাকে "ডমিস্টিক ভায়োলেন্স" বলতে নারাজ। এমন কি এ মারধরের খবর জানার পরও এটাকে এডজাস্ট করা বা মেনে নেয়ার জন্য পরিবার সমাজ রাস্ট্র সবাই পরামর্শ দেয়। কেউ একটু ভেবে দেখে না রক্ত মাংসে গড়া এ মেয়েটিরও কষ্ট আছে, দু:খ আছে, ভালো লাগা আছে, মারলে ব্যাথা লাগে। এসব নিয়ে তারা চিন্তা করে না কারন মেয়েদেরকে মানুষ হিসেবেই তারা ভাবতে পারে না, এরাতো চাবি দেয়া পুতুল কিংবা দাস অথবা শুধুই "মেয়ে মানুষ"।
অথচ এ পুরুষমানুষগুলো বুঝে না, তার পাশে থাকা এ নারীটি তার জীবন দিয়ে এ ভদ্রলোকের সংসার রক্ষা করছে, সন্তান জন্ম দিচ্ছে, তাদের লালন পালন করছে, সে অসুস্থ্য হলে তার মাথার কাছে বসে থাকছে, বিপদে-আপদে তার পাশে থাকছে। সামান্য একটু ভালোবাসা, একটু ভালো বিহেব, একটু মানবিক সম্পর্ক তাকে দিতে পারে সুন্দর একটি পারিবারিক জীবন, রাখতে পারে চমৎকার একটি পরিবেশ সন্তানদের জন্য। কিন্তু না..... এদের সুখে থাকতে ভুতে কিলায়!!!!
আবারো বলছি, সব পুরুষদেরকে নিয়ে কথা বলছি না। আমি অমানুষদেরকে নিয়ে কথা বলছি। যাদের হাত পা মাথা সবই আছে কিন্তু তারা মানুষরুপী পশু। আর শুধুমাত্র নারীদের এবিউস নিয়ে কথা বলছি, কারন "ডালিংস" ছবি প্রসঙ্গে আলোচনা আসছে। এর বিপরীত চিত্রও আছে। পুরুষ এবিউজ ও কম নয় এ সমাজে। তা নিয়ে অবশ্যই লিখবো।
সোহানী
আগষ্ট ২০২২
২৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৫
সোহানী বলেছেন: আরে না না ব্রাদার, দেখুন ছবিটা। আমাদের উপমহাদেশের পুরুষ চরিত্র কিছুটা হলেও ফুটে উঠেছে।
২| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ডমিস্টিক ভায়োলেন্স সম্পর্কে ভালো লিখেছেন আপু। এ ভায়োলেন্স অবশ্য শিক্ষিত-অশিক্ষিত সব ক্যাটাগরির পুরুষরাই করে থাকেন; তবে আমি বলবো, তথাকথিত শিক্ষিতদের মধ্যে আরো বেশি এবং মাত্রাটাও খুব ভয়ংকর ও নিষ্ঠুর।
২৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৭
সোহানী বলেছেন: সত্য কথা সোনাবীজ ভাই। আসলে এটা একটা ট্রেন্ড আমাদের কালচারের। যা খুব যত্ন করে ধরে রেখেছি আমরা। এ থেকে কোনভাবেই বেড়িয়ে আসার চেস্টা করি না। আর এর জন্য আমরা উভয়ই দায়ী।
কেমন আছেন প্রিয় লেখক?
৩| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪২
জুল ভার্ন বলেছেন: চমতকার লিখেছেন। রিভিউ পড়েই মুভি দেখার তেষ্টা মিটে গিয়েছে।
২৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৯
সোহানী বলেছেন: ধন্যবাদ প্রিয় জুল ভার্ন ভাই। অবশ্যই মুভিটা দেখবেন। এ দেশের কিছু পুরুষ চরিত্রকে রিপ্রেজেন্ট করে।
আপনার লিখাগুলো ফেসবুকে পড়া হয় কিন্তু সামুতে মোবাইলে ঢুকতে সমস্যার কারনে কম ঢু দেই।
৪| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৭
অপু তানভীর বলেছেন: ইদানীং এক বসায় মুভি দেখে শেষ করতে পারি না । এই মুভিটা অর্ধেক দেখে রেখে দিয়েছি । এখনও বাকি অর্ধেক দেখা হয় নি । আপনার রিভিউ পড়ার পরে বাকি অর্ধেক দেখবো কিনা ভাবছি !
২৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১১
সোহানী বলেছেন: ভাগ্যিস পরের অংশটুকু দেখো নাই। ওইটা প্রথম অংশকে পানিতে ফেলে দিয়েছে।............হাহাহা
তারপরও দেখো। না দেখলে ভবিষ্যতে সাবধান হবে কিভাবে। বিয়েতো এখনো করো নাই তাই আগে থেকেই কিছু শিখে নাও
৫| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১১:০২
মিরোরডডল বলেছেন:
ডমেস্টিক ভায়োলেন্স নারী পুরুষ সবার সাথেই হয় ।
এখানে আমাদের পরিচিত এক ভদ্রলোক তার ডমিনেটিং ওয়াইফের দ্বারা ভীষণভাবে নির্যাতিত ।
কিন্তু এটা সত্যি যে পুরুষদের চেয়ে মেয়েরা বেশি ভিকটিম হয়ে থাকে, অনেক বেশি ।
নারী পুরুষ যে কারো সাথে যেকোন ধরণের নির্যাতন সেটা শারীরিক অথমা মানসিক অবশ্যই নিন্দনীয় ।
সবার জন্য এর প্রতিকার কাম্য ।
অনেকদিন পর সোহানীপুকে দেখছি ।
কোথায় হারিয়ে গিয়েছিলে ?
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:০৬
সোহানী বলেছেন: তুমি আমার শেষ প্যারাটা ঠিক করে খেয়াল করো নাই। সেখানে কিন্তু ব্যাখ্যা দিয়েছি।
আসলে নারী পুরুষ যেই হোক না কেন দূর্বলের উপর চলে অত্যাচার। সেটা ঘরে কিংবা বাইরে, একই চিত্র।
হারাইনি। সামুতে ঢোকা হয় না সময়ের অভাবে। কারন সামহোয়ার মানে প্রতিটা মন্তব্য ধীরে সুস্থে দেয়া। তার উপর অনেক লিখা পড়া হয়নি বা মন্তব্য করা হয়নি। তাই বেশী বেশী সময় নিয়ে ঢুকবো বলে ঢোকাই হয় না
তোমার কি খবর, বলো।
৬| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১১:১৩
মনিরা সুলতানা বলেছেন: কী আর বলবো বাস্তবতা - সব শ্রেণীতে ই এই বদ অভ্যাস টা প্রচলিত।
জন্সন্মুখে হিলারি ক্লিনটন কে যেমন গালি শুনতে হয়েছিলো - মনিকা কাহিনীর পর আবার ইদানিংকার সবচাইতে মুখরোচক সংবাদ "স্ত্রীর ‘অত্যাচারে’ বাড়ি ছেড়ে তালগাছে থাকেন উত্তরপ্রদেশের বৃদ্ধ"
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:১০
সোহানী বলেছেন: হাহাহাহা...........। ছেলেদেরতো তবুও তালগাছে থাকার জায়গা আছে, মেয়েদেরতো তাও নাই।
হিলারি ক্লিনটন এর কেইস গালি খাওয়ার মতই।
৭| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২২
মিরোরডডল বলেছেন:
"স্ত্রীর ‘অত্যাচারে’ বাড়ি ছেড়ে তালগাছে থাকেন উত্তরপ্রদেশের বৃদ্ধ"
হা হা হা হা হা হা …………
মনিপু আবার এটা কি শোনালে
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:১১
সোহানী বলেছেন: মনিরার ঝুলিতে দুনিয়ার সব খবর থাকে..............
৮| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: আর বইলো না - ফেসবুক তো হচ্ছে ইস্যুর কারখানা। সোফা কাহিনীর পর এইটা নিয়া সবচাইতে বেশি ফান হচ্ছে। স্ত্রীর ‘অত্যাচারে’ বাড়ি ছেড়ে তালগাছে থাকেন উত্তরপ্রদেশের বৃদ্ধ
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:১২
সোহানী বলেছেন: সোফা কাহিনী আবার কোনটা!! আমিতো দেখি টিউব লাইট। কিছুই তেমন জানি না।
৯| ২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৪
ক্যাঁচাল ভাই বলেছেন:
বহুদিন বাদে সোহানী পোস্ট দিয়া প্রমাণ করিলেন তিনি হারান নাই
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:১৩
সোহানী বলেছেন: হাহাহাহাহা আমি হারাই নাইরে ভাই। পেটের ধান্ধায় বিজি থাকতে হয়। তার উপ্রে সামার! এখানে সামার মানে নো টাইম.......
১০| ২৯ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৪
শেরজা তপন বলেছেন: এদ্দিন বাদে কোত্থেকে উদয় হইলেন??
হারাইছিলেন ক্যান? বুচ্ছি নেটফ্লিক্সে হিন্দি ছবি বেশী দেখা হচ্ছে ইদানিং
* রিভিউটা পারফেক্ট!
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:১৯
সোহানী বলেছেন: হাহাহা...... এটা কিন্তু ঠিক, ইদানিং নেটফ্লিক্সে বেশ ক'টা ছবি দেখেছি।
দিনের বেলায় দৈাড়ের উপর থাকার রাতের বেলা নেটফ্লিক্স এ রিলাক্স।
আপনার খবর কি? বাবনিক এর শেষ পর্ব দেখলাম পোস্ট করেছেন। আরো ক'টা মিস করেছি। সব পড়ে মন্তব্য করবো।
তবে আমার অনুরোধ, বই বের করেন। আপনি দারুন লিখেন। পাঠক ধরে রাখার ক্ষমতা আপনার আছে। ইদানিং বেশ কিছু নতুন লেখকের বই পড়ে আমি হতাশ। একেকজন ৭/৮ বই ছাপিয়েছে প্রায়। কিন্তু বই পড়া শুরু করলে শেষ পর্যন্ত যেতে ইচ্ছে করে না।
১১| ২৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
আহমেদ জী এস বলেছেন: সোহানী,
বহুদিন পরে "ভায়োলেন্স" এর একখানা ক্যাচাল নিয়ে হাজির হলেন।
"ডার্লিংস" এর যেসব "চার্মিংস" ফুটিয়ে তুললেন তা " এ্যাপালিং"। এইসব তো ঘর ঘর কা কাহানী!
তা ভালো ছিলেন তো সোহানী ?
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:২৫
সোহানী বলেছেন: ভালো আছি মানে, এর চেয়ে ভালো ছিলাম না কোনকালে ।
ক্যালিফোর্নিয়া কবে যাবেন? কিংবা কানাডা কবে আসবেন? নেক্সট্ সামারে প্লান করেন। এক সাথে নায়াগ্রা ট্যুর দিবো! এ সামারে হাবিজাবি কাজে বিজি তাই লং ট্যুরের প্লান করি নাই। নেক্সট্ সামারে যাবো কোথাও না কোথাও।
১২| ২৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
শাহ আজিজ বলেছেন: নেটফ্লিক্স দেখি না । কয়েক ঘণ্টার ধৈর্য হারায়ে ফেলেছি । তোমার রিভিউ পড়ে যা বোঝার বুঝে নিয়েছি ।
ভাল আছ তো ??
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:২৮
সোহানী বলেছেন: ভালো আছি আজিজ ভাই।
বাংলাদেশেতো চ্যানেলে ভরপুর। কিছু না কিছু পেয়ে যান। আমাদের তো এই নেটফ্লিক্স, প্রাইম, ইউটিউব ছাড়া গতি নাই। আগে দেশী চ্যানেল সাবস্ক্রাইব করেছিলাম। দেখা গেলো কয়েক মাসেও চ্যানেল খুলি না। তাই বাদ দিয়েছি।
আপনি কেমন আছেন?
১৩| ২৯ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৫
কামাল৮০ বলেছেন: আগে দেখি ছবিটা।পরে মন্তব্য করবো।পরে মন্তব্য না করলে বুঝতে হবে ছবিই দেখি নাই।
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:২৯
সোহানী বলেছেন: কোন সমস্যা নেই। এখানে ঢু দিয়েছেনম তারমানে আমাকে মনে রেখেছেন। এতেই খুশী।
১৪| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ১২:১৭
কাছের-মানুষ বলেছেন: কয়েকদিন আগে দেখি আমার বউ দেখছিল মুভিটা নেটফ্লিক্সে, যার কারনে আমি একটু দেখছিলাম তবে পুরোটা না! যতটুকু দেখছিলাম বাকওয়াস লাগছিল!
৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৩১
সোহানী বলেছেন: কাহিনী যেমনই হোক, অভিনয় ভালো না হলে দেখার কোন মানে নাই। আলিয়ার আরো অভিনয় শিখতে হবে। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। ও কষ্টের অভিনয় কিভাবে করবে!
১৫| ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৩৬
ডঃ এম এ আলী বলেছেন:
কমেডির জন্য ডমিষ্টিক নির্যাতন চালানোর ধারণাটি আপত্তিকর এবং অযৌক্তিক, এবং সেই কারণে
ডার্লিংস শুরু থেকেই তেমন সফল হতে পারেনি।
যাহোক, মুভিটিতে ডমিস্টিক ভায়োলেন্সকে বিভিন্ন দৃষ্টিকোন হতে দেখানো হয়েছে এবং এটি দর্শকদেরকে
অনুরূপ ভায়োলেন্স পরিস্থিতি সামাল দিতে কিছুটা সহায়তা করলেও করতে পারে । একজন এবিউজকারীর
সাথে জীবনযাপন করা কতটা কঠিন হতে পারে তা দর্শকদের বোঝার জন্য ছবিটির কাহিনীকে যথাসম্ভব
প্রামাণিকভাবে উপস্থাপন করার জন্য অভিনয় শিল্পীগন সবাই একসাথে বেশ ভালভাবেই কাজ করেছেন ।
আপনার পর্যালোচনা আর মুল্যায়ন বেশ অর্থবহ ও দিক নির্দেশনামুলক হূয়েছে ।
শুভেচ্ছা রইল
০২ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:০০
সোহানী বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগছে। কেমন আছেন আপনি? আপনার বই খবর বলেন। কবে বই এর দেখা কবে পাবো?
কানাডা কবে আসবেন। সামারতো শেষ প্রায়। নেক্সট ইয়ারে আসেন। আমি হয়তো নেক্সট ইয়ারে ইউএস এর কয়েকটা সিটিতে ঢুঁ দিবো। প্লানতো করি কিন্তু দেখা যায় ঝামেলার কারনে ভেস্তে যায়।
ডার্লিংস মুভিটিতে আলিয়া ছাড়া বাকিরা ভালো অভিনয় করেছে। আর আমি মুভি আলোচনাকে সামনে রেখে পাঠকদেরকে ডমিস্টিক ভায়োলেন্স নিয়ে কিছুটা ধারনা দিতে চেয়েছি মাত্র।
১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫৫
ঢাবিয়ান বলেছেন: মিস করেছি পোস্টটা। অনেকদিন পর পুনরায় আপনাকে ব্লগে সক্রিয় দেখতে পেরে খুব ভাল লাগছে।
হিন্দি মুভি বহুকাল আর দেখি না। ইদানিং কালের ছবিগুলো আসলে কেমন, জানা নেই। আপনারা রিভিঊ পড়ে বুঝতে পারছি সিনেমার মান শুধু আমাদের দেশেই নয় সবখানেই নেমে গেছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৪০
সোহানী বলেছেন: না রে ভাই সক্রিয় পুরোপুরি হতে পারছি না। এতো কিছুর সাথে জড়িয়ে পড়েছি যে সময় ম্যানেজ করতে পারছি না। তার উপর সামারের কারনে আরো সময় হয় না। তবে শীত আসলে যখন হাইবারনেশান এ যাবো তখন আবার ব্লগিং শুরু করবো।
ইদানিং সময় পেলেই নেটফ্লিক্স খুলে বসি। পপুলার অপশান যা সামনে আসে তাই দেখি। আর দেখলে মেজাজ খারাপ হলে না লিখে পারি না।
আপনার খবর বলেন?
১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২২
জুন বলেছেন: সোহানী অনেক দিন পর একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আপনাকে দেখে ভালো লাগলো। ডমিস্টিক ভায়োলেন্স এর ঘটনা আর কারনগুলো জানলে অবাক হতে হয়। কত অসিহষ্ণু আমাদের বর্তমান সমাজ। ডালে লবন কম বউকে পিটিয়ে মেরে ফেলো, স্বামী হয়তো বউএর অর্ডার মাফিক একটা জিনিস আনতে ভুলে গেছে তাকে খুন করো। অন্যলোকের সাথে পালিয়ে যাবে তার জন্য বাচ্চাদের কতল করো। আমার মনে হয় পশু পাখির সমাজেও আপনি এমন দেখবেন না। দুঃখিত ম্যুভিটা আমি দেখিনি তাই এ নিয়ে কিছু বলতে পারলাম না। ভালো থাকুন সব সময়।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৫১
সোহানী বলেছেন: চারপাশের ডমিস্টিক ভায়োলেন্স নিয়ে অনেকদিন ধরেই লিখি। কিন্তু সত্য বলতে কি আমাদের দেশে কেউই এখনো ঠিকভাবে বুঝে না ডমিস্টিক ভায়োলেন্স কি? মারধর দিতে দিতে মেরে ফেললেই তখন সবাই বুঝতে পারে যে কিছু একটা ঘটেছে, তার আগে নয়। আর আমাদের মেয়েগুলা সহ্য সহ্য করতে করতে দেয়াল ফুটে বের হয়ে যায় তারপরও মুখ খুলে না। অবশ্য এছাড়া তাদের কোন উপায় নেই। নিজের পায়ে দাঁড়াবার চিন্তা করে না মেয়েগুলা। শুধু কিভাবে প্রেম করবে, বিয়ে করে সর্টকাট পথ খুঁজে।
কেমন আছেন আপু। আপনার আম্রিকা আসা কতদূর? কবে আসবেন কানাডায় বেড়াতে? আপনি, জী ভাই, খায়রুল ভাই, করুণাধারা আপু.... সবাই একটা মাস্টার প্লান করেন। দারুন মজা করে ঘুরে বেড়াবো।
১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২০
মোহাম্মদ গোফরান বলেছেন: দেখিনি মুভিটি। আপনার বিবরণ পড়ে মনে হলো মজার।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৫২
সোহানী বলেছেন: না মজার নয়, বিরক্তিকর। কাহিনী, অভিনয়...... কোনটাই ভালো লাগেনি।
১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৮
শার্দূল ২২ বলেছেন: কেমন আছেন? আপনার শেষ একটা পোষ্টে কিছুটা বাক বিতন্ডার পর আর আসা হয়নি আপনার রাজ্যে। সে অনেক বছর আগের কথা। আপনি লেখা কমিয়ে দিয়েছেন মনে হলো। খুব ভালো লাগছে আমাদের পুরনো মানুষ গুলো হুট করে আবার ফিরে আসলো কিভাবে এক সাথে একি জায়গায়? সবার সাথে সবার কি আত্বিক যোগাযোগ আছে নাকি?
(আমার বানান ভুল হয়, মাফ করবেন)
যাইহোক মুভিটার কিছু অংশ দেখেছি, আপনার মত করে ভাবিনি, আপনি যেভাবে মুভিটার ভিতরে গিয়েছেন আমার যাওয়া হয়নি। এত ধর্য্যও নেই, তবে নারি হিসেবে নারী পক্ষটা একটু বেশি নিয়ে ফেলেছেন। পুরুষ হিসেবে আমি আমার পক্ষে সাফাই না গাইলেও উভয় দিকটাকে মানুষ হিসেবে নিলে বলবো প্রাণ থাকলে প্রাণি আর অত্যাচারি মানেই পুরুষনা।
মাঝে মাঝে মনে হয় বিধাতা সব কিছুর মধ্যে একটা আবাহনি মোহামেডান খেলা বাধিয়ে রেখেছেন তার সৃষ্টির কারিশমা দেখতে। কিছুদিন আগে ধর্ম নিয়ে এক আলোচনা টেবিলে যখন কিছু মৌলোভির মাথা মুন্ড শুনছিলাম তখন এই বলে উঠে এসেছি যে আমার মনে হয় ধর্মের মধ্যে অধর্ম থাকাটাই একটা সৌন্দর্য্য। বিধাতাই জেনে শুনেই এমন করে রেখেছেন। তা না হলে ভালোবাসায় ভরা নারিটি কেন ডিপজল নিয়ে সংসার করছে আর নায়ক উত্তম কুমার কেন রওসন জামিলের শাশুড়ি চরিত্রের চপেটাঘাতে গাল ফুলিয়ে বসে থাকে।
এক জীবন যথেষ্ট নয়। জীবন কে রিনিউ করে আসতে হবে আরেকবার।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:২৯
সোহানী বলেছেন: বাক বিতন্ডা!!! মনে নেই ব্রাদার। কারন ল্যাপটপ বন্ধ করার সাথে সাথেই সব কিছুই মাথা থেকে ঝেঁড়ে ফেলি। আর সামহোয়ারের কে কি বললো ওটা নিয়ে ভাবার যথেস্ট সময় নেই রে ভাই। যাহোক, ফিরে এসেছেন দেখে ভালো লাগছে।
আসলে ওই যে ব্যাস্ততা। এক জীবনে হবে না সব কিছু করা। রিনিউ করতে হবে অসমাপ্ত কাজের জন্য, কাজের বিশ্লেষনের জন্য নয়!!!
মুভিটি দেখেছেন শুনে ভালো লাগছে। আর মেয়ে বলে এবং ডমিস্টিক ভায়োলেন্স নিয়ে লিখি বলে বিষয়টা সে দৃষ্টিকোন থেকেই ব্যাখ্যা দেবার চেস্টা করেছি।
বিধাতার দোষ গুন বলে বেচারাকে কোনঠাসা করার কোন মানে নেই। বিধাতা বলে নাই যে ক্ষমতা ভাগাভাগি নয়, এককভাবেই দখল করো। এ কাজতো আমাদের। নারী মানেই শত্রু... একে কতল করো। এমন ধারনা যে পুরুষ জিনে ঢুকে গেছে। এটাতো কোনভাবেই বের করা যাচ্ছে না। একটু যদি ঠান্ডা মাথায় ভাবতো তাহলে স্ত্রীর গায়ে হাত তোলার আগে আবারো ভাবতো।
আর হাঁ, ভালোবাসায় ভরা নারীটি ডিপজল নিয়ে সংসার করছে আর নায়ক উত্তম কুমার রওসন জামিলের শাশুড়ি চরিত্রের চপেটাঘাতে গাল ফুলিয়ে বসে থাকে কারন সবাই দূর্বলকে আঘাত করে। সবলের ধারে কাছেও যায় না........। (ডায়ালগটা পছন্দ হয়েছে )
২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৭
খায়রুল আহসান বলেছেন: বেশ চাঁছাছোলা ভাষায় রিভিউ লিখেছেন।
আলোচ্য বিষয়ে আমার বক্তব্যটা মিরোরডডল বেশ সুন্দর করে একটি লাইনেই বলে দিয়েছেনঃ
"নারী পুরুষ যে কারো সাথে যেকোন ধরণের নির্যাতন সেটা শারীরিক অথমা মানসিক অবশ্যই নিন্দনীয়। সবার জন্য এর প্রতিকার কাম্য"।
পোস্টে প্লাস। + +
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৪
সোহানী বলেছেন: প্রতিকার কিভাবে সম্ভব জানা নেই। আগে নির্যাতনের ধরন ছিল এক ধরনের আর এখন আরেক ধরনের। কিন্তু থামেনি.......... বা থামার কোন সম্ভাবনাও দেখছি না।
ইদানিং অবসরে নেটফ্লিক্স নিয়ে বসি। যদিও বেশীরভাগই অখাদ্য মনে হয়।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগলামী ছাগলামীর জন্য এখন আর মুভি দেখতে ইচ্ছা করেনা।
ধন্যবাদ সোহানী আপু আগে থেকেই সতর্ক করার জন্য।