নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবুজ ডাইনি...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

বেলা্যেত

চলচ্চিত্র নির্মাণ করছি, চলচ্চিত্র বিষয়ক লেখালেখি করছি, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনার সম্পাদনা করছি এবং চলচ্চিত্র বিষয়ক প্রতিনিধিত্বশীল একটি সংগঠনের কর্মী। আগ্রহের ক্ষেত্রটি মূলত সামগ্রিক চলচ্চিত্র-সংস্কৃতি নিয়ে কাজ করার, সেটাই করার চেষ্টা করছি।

বেলা্যেত › বিস্তারিত পোস্টঃ

\'বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬\' শুরু হবে ৪ মার্চ... কর্মসূচির বিস্তারিত তথ্য!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে
বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬

‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’ বছরব্যাপি চলচ্চিত্র বিষয়ক পঠন-পাঠন, চর্চা এবং বিশ্লেষণমুখী শিক্ষা কর্মসূচি। এই কর্মসূচি হবে বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্রসমূহ দেখা এবং পড়ার মধ্য দিয়ে একজন চলচ্চিত্রপ্রেমীর জন্য বিশ্বচলচ্চিত্র-সংস্কৃতির নানা গতিমুখ আবিষ্কারের সৃজনশীল প্রয়াস। ‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’ বছরব্যাপি বিশ্বের ৪০টি দেশের ১১০ জন চলচ্চিত্রকারের শ্রেষ্ঠ চলচ্চিত্রকর্ম প্রদর্শিত হবে।

বিশ্বের যে সকল দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে
বাংলাদেশ। ভারত। রাশিয়া। যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য। ফ্রান্স। ইতালি। জাপান। দক্ষিণ কোরিয়া। ইরান। পোল্যান্ড। চীন। সুইডেন। জার্মানি। স্পেন। সেনেগাল। ডেনমার্ক। নিউজিল্যান্ড। আর্জেন্টিনা। পাকিস্তান। মেক্সিকো। বেলজিয়াম। থাইল্যান্ড। গ্রিস। কানাডা। তাইওয়ান। বসনিয়া। দক্ষিণ আফ্রিকা। কানাডা। ফিনল্যাণ্ড। হাঙ্গেরি। নেদারল্যাণ্ড। মেসিডোনিয়া। ব্রাজিল। শ্রীলঙ্কা। ইজরাইল। ফিলিস্তিন। ভুটান। মালয়েশিয়া।

যে সকল নির্মাতার নির্মিত চলচ্চিত্র এই কর্মসূচিতে প্রদর্শিত হবে
সত্যজিৎ রায়। ঋত্বিক কুমার ঘটক। মৃণাল সেন। জহির রায়‎হান। আলমগীর কবির। বুদ্ধদেব দাশগুপ্ত। পূর্ণেন্দু পত্রী। আদুর গোপাল কৃষ্ণাণ। অপর্ণা সেন। হারুণ-অর-রশীদ। বাদল রহমান। মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী। ঋতুপর্ণ ঘোষ। অনুরাগ কশ্যপ। সুমন মুখোপ্যাধায়। মনি কাউল। শাহজি এন কারুন। বিকাশ ভ্যাল। রাম গোপাল ভার্মা। সের্গেই আইজেনস্টাইন। আন্দ্রেই তারকোভস্কি। জিগা ভের্তভ। গ্রিগরি চুখরাই। মিখাইল কালাতোসভ। এডউইন এস পোর্টার। রবার্ট ফ্লাহার্টি। অরসন ওয়েলস। স্টানলি কুব্রিক। ফ্রান্সিস ফোর্ড কপোলা। মার্টিন স্করসিস। স্টিভেন স্পিলবার্গ। কুইনটিন টারাটিনো। ফ্রাঙ্ক কাপরা ও রবার্ট রডরিগুইজ। জিম জারমুস। চার্লি চ্যাপলিন। আলফ্রেড হিচকক। কেন লচ। পিটার গ্রিনওয়ে। শন ম্যাড ডাউন। ড্যানি বয়েল। রোবের ব্রেসঁ। জাঁ লুক গদার। ফ্রাসোঁয়া ত্রুফো। অ্যালা রেনে। মাইকেলএনজেলো আন্তনিওনি। ফেদরিকো ফেলিনি। ভিত্তোরিয়ো ডি সিকা। গিল্লো পন্টিকার্ভো। বানার্দো বার্তোলুচ্চি। রবার্তো বেনিনি। গুইসেপ্পে টরনাটরে। ওয়াসিজুরো ওজু। আকিরা কুরোশাওয়া। কিম-কি-ডুক। পার্ক চেন উক। আব্বাস কিয়ারোস্তামী। মহসিন মাখমালবাফ। মজিদ মজিদি। জাফর পানাহি। আসগর ফারহাদী। রোমান পোলানস্কি। ক্রিস্তফ কিয়েসলস্কি। ইঙ্গমার বার্গম্যান। জ্যাঙ ইমু। ওং-কার-ওয়াই। চেন কেইগ। ফ্রিজ ল্যাঙ। রেইনার ওয়ার্নার ফাসবিন্ডার। টম টায়ার। উলফ গাঙ বেকার। ফ্যতে আকিন। মাইকেল হানেকে। লুই বুনুয়েল ও সালভাদর দালি। পেড্রো আলমোডোভার। হুলিও মেডেম। ওসমান সেমবেন। জিব্রিল দিওফ মামবেত্তি। কার্ল থিয়োডোর ড্রেয়ার। লারস ফন ট্রিয়ের। নিক্কি ক্যারো। ফার্নান্ডো সোলানাস ও অক্টাভিয়ো গেতিনো। জাস কামপানেলিয়া। মেহরিন জব্বার। আলেজান্দ্র গনজালেজ ইনারিতু। আলেজান্দ্র আমেনাবার। ড্যারিয়েন ব্রাদার্স। এপিচেটাপং উইরাসেথাকল। কস্টা গাভরাস। গ্যাভিন হুড। অ্যাং লি। ড্যানিস টানোভিক। জাভিয়ের ডোলান। ডেভিড ক্রনেনবার্গ। আকি কিরোসম্যাকি। বেলা তার। থমাস ভিন্টারবার্গ। মিলখো মানচেভস্কি। ফার্নান্ডো মেইরেলেস। হানি আবু সাইদ। ইরান রিকলিস। তিসা আবেসেকারা। মানজারে হাসিন মুরাদ। তানভীর মোকাম্মেল। মোরশেদুল ইসলাম। তারেক মাসুদ। ইয়াসমিন কবীর। এ কে এম জাকারিয়া।

কর্মসূচি পরিকল্পক ও পরিচালক
বেলায়াত হোসেন মামুন

কর্মসূচি সমন্বয়ক
কামরুল ইসলাম কাইউম। আলাউদ্দিন মো. রাজু। অদ্রি হৃদয়েশ

কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষার্থীদের করণীয়
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য বছরে ৪টি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের নিয়ে সাপ্তাহিক পাঠচক্র পরিচালিত হবে। চলচ্চিত্র সমালোচনা বিষয়ক পাঠ প্রদান করা হবে। অংশগ্রহণকারীদের নিয়মিত চলচ্চিত্র সমালোচনা লিখতে হবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের লেখা নিয়ে একটি পত্রিকা প্রকাশ করা হবে। বছরে পত্রিকার অন্তত দুটি সংখ্যা প্রকাশিত হবে। ‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’ সাফল্যের সাথে সমাপ্তকারীদের বছর শেষে সনদপত্র প্রদান করা হবে।

কর্মসূচি প্রতি সপ্তাহের দুই দিন; শুক্রবার ও শনিবার
শুক্রবার বিকাল ৪টা ও সন্ধ্যা ৬:৩০টায় এবং শনিবার সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে

‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’ শুরু হবে ৪ মার্চ ২০১৬
কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ২ মার্চ ২০১৬

‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচি ২০১৬’ এ অংশগ্রহণ করতে ইচ্ছুকদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচএসসি উত্তীর্ণ এবং বয়স নূন্যতম ১৮ উর্ধ্ব হতে হবে।

কর্মসূচিতে নিবন্ধনের জন্য যোগাযোগ
(প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা)
কক্ষ নং ৭০১ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা ১০০০।
ফোন: ০১৯৭১ ১০১১০৬, ০১৭১৮ ৯৫৬৫৭৭, ০১৭১১ ৭৮৪৭০৬, ০১৮১৫ ১১০২৮২, ০১৬৭৫ ৬৪২৭৭৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:০১

আসিফামি বলেছেন: বাংলাদেশের সেরা একটা কর্মসূচি যার মাধ্যমে আপনার প্রায় সব সেরা চলচ্চিত্রের পরিচিত ভালো ভাবে হয়
২০১৭ তেও আসছে আরেকটি / কে কে আসছেন? আমি যোগ দিবো নিশ্চিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.