![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্ব : ১
আজ ফাহাদের ভার্সিটিতে প্রথম দিন । সারা রাত তার ঘুম হয়নি ।
শিক্ষা জীবনের প্রতিটি ধাপেই তার এমন হয়েছে। স্কুলের প্রথম দিনেও তার এরকম হয়েছিল।
আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে আসে সে।
তার কলেজ জীবনের বন্ধুরা অন্যান্য যায়গায় ভর্তি হওয়াতে সে ভার্সিটিতে একা।
- কীরে ঊঠেছিস?
- হ্যাঁ মা !
- আজ না তোর ভার্সিটিতে ক্লাস শুরু?
- হু
- যা রেডি হয়ে নে
- যেতে ইচ্ছা করছেনা !
- কেনো? শরীর খারাপ করেছে? কপালে হাত রাখে মা,
কই জ্বর টর তো নেই !
- না এমনিতেই যেতে ইচ্ছে করছেনা।
কি বলবে ভেবে পাচ্ছেনা সে।
মা তাগাদা দেয়।
- সারাদিন তো বাসায় বসেই থাকিস। ল্যাবটপ আর গেম খেলা ছাড়া তো কিছু করিস না। তাড়াতাড়ি রেডি হয়ে ক্লাস করতে যা। নয়তো আজ সারাদিন খাওয়া বন্ধ ।
মায়ের নির্দেশ তাই যেতেই হবে।
ফ্রেশ হওয়ার জন্য তাই বাথরুমের দিকে রওনা হল।
ঠিক ৫ মিনিটের মধ্যেই বাসা থেতে বের হলো সে।
সেই অজানা ভয় ও স্নায়ুবিক দূর্বলতা নিয়ে রিকশায় চেপে বসলো সে.................. (চলবে)
©somewhere in net ltd.