![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই তুমি
পর্ব : ৩
ফাহাদ মেয়েটার মুখে ছাগল ডাক শুনে গাধার মতো দাঁড়িয়ে থাকল কিছুক্ষন।
সে কিছুতেই বিশ্বাস করতে পারছেনা একটা মেয়ে এই মাত্র তাকে গাধা ডেকে গেল!
হাতের সিগারেট টা পায়ের তলায় পিষে মেয়েটাকে খুঁজতে লাগলো।
কিন্তু মেয়েটা এরি মধ্যে চলে গেছে ।
ফাহাদ ও কাল বিলম্ব না করে ক্লাসের উদ্দ্যেশ্যে পা বাড়ালো।
ক্লাসে সব গুলা অপরিচিত মুখ।
ফাহাদ ৩য় সারির একটা সিটে গিয়ে বসলো।
১ম ক্লাসেই একজন ম্যাম এর প্রবেশ। দেখতে এত সুন্দর আর কম বয়সি যে ফাহাদ প্রখম দেখায় তাকে ক্লাসমেট ভেবেছিল!
ম্যাম কে দেখেই ফাহাদের সকালের সেই অশ্বস্তি ভাব কিছুটা চলে গেল।
ম্যাম এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে খাকলো.....
কিছুক্ষন যেতেই ফাহাদ লক্ষ করলো তার পাশের ছেলেটা সহ সব গুলা ছেলেই ম্যাম এর দিকে ঢ্যাব ঢ্যাব করে তাকিয়ে আছে।
ফাহাদের কিছুটা মন খারাপ হয়ে গেল।
সুন্দরি দেখলেই সবার এমন করে তাকাতে হবে নাকি?
ফাহাদ ক্লাসের সবার উপর চোখ বুলাতে লাগলো ।
তার চোখ আটকে গেল একটা মেয়ের উপর,
যে মেয়েটা সকালে ওকে ছাগল বলেছিল ওই মেয়েটাও আছে ওদের ক্লাসে।
ফআদের ইজ্জতের লুঙ্গিতে টান পড়লো।
যে মেয়ে ওকে ছাগল বলতে পারে ওর সামনে পড়লে ভবিষ্যতে কি বলবে এই ভেবে ফাহাদের গায়ে জ্বর আসতে লাগল..............
©somewhere in net ltd.