নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা, তুমি আর আমি....

ইস টু ফিড

পর জনমে না হয় প্রেমিক হয়েই জন্ম নেব....

ইস টু ফিড › বিস্তারিত পোস্টঃ

সেই তুমি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

সেই তুমি



পর্ব : ৪



সারাক্ষন দু:শ্চিন্তার মধ্যে দিয়ে ফাহাদের ক্লাস শেষ হল।

ম্যাডামকে দেখার মধ্যের ঐ ফিলিংস টাও এখন তেতো লাগছে।

কোন কু ক্ষনে যে এই ভার্সিটিতে ভর্তি হয়েছিল তা ই ভাবছে ও এখন।



‌ক্লাস থেকে বের হতেই ভিরমি খেল ফাহাদ।

মেয়েটা ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে।

ভালোয় ভালোয় কেটে পড়া ভাল নয়তো আবার কিছু শুনিয়ে দিতে পারে

এই ভেবে ফাহাদ কেটে পড়লো...............



-এই যে শুনুন !

ফাহাদ সেই গাছ টার নিচে বসে ছিল।

বসে বসে অবশ্য মেয়েটার কথাই ভাবছিল সে।

হঠাৎ মেয়েটা ওকে ডাক দিল।

ফাহাদের মনের ভিতর আবার শংকার মেঘ

এবার মেয়েটা কি ওকে আবার বকবে?



- জ্বী সকালের ঐ ঘটনার জন্য আমি স্যরি। আসলে বুঝতে পারিনি আপনি ছিলেন। আর তাছাড়া একটু নার্ভাস ছিলাম তো তাই.....

- জ্বী আমি বুঝতে পেরেছি

- আমি সত্যিই দু:খিত...

- আরে না না । স্যরি তো আমার বলা উচিত। আপনাকে এই ভাবে ইনসাল্ট করা উচিত হয়নি আমার।



ফাহাদ উত্তরে একটা হাসি দিল

-হাসছেন কেন? মনে হয় ইনসাল্ট করায় খুঁশি হয়েছেন?

ফাহাদ আবার দমে গেল

এবার মেয়েটা হাসি দিয়ে হাত এগিয়ে দিল।

- আমি মৃন্ময়ী

ফাহাদ আবার গাধার মতো তাকিয়ে রইল

এই মেয়েটা মুহূর্তেই চমকে দিতে পারে।



ফাহাদ ও এবার হাত বাড়িয়ে দিল।

- আমি ফাহাদ

- চলুন ক্যান্টিনে গিয়ে বসি



ফাহাদ ও বাধ্য ছেলের মতো মৃন্ময়ীর পিছে পিছে হাটা দিল...............



(চলবে )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.