![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই তুমি
পর্ব : ৫
ক্যান্টিনে বসে আছে ফাহাদ ও মৃন্ময়ী।
কফির কাপ হাতে নিয়ে এই কথা সেই কথার পর ফাহাদ মৃন্ময়ী কে জিগ্যেস করলো-
- আচ্ছা তোমাদের বাসা কোথায়?
- কেন?
-না এমনিতেই
-এমনিতেই মানে?
ফাহাদ চুপ, কি বলবে খুঁজে পাচ্ছেনা
- ধানমন্ডি ৮ এ , আর তোমার?
- আমারো তো একি এলাকায়
- কই তোমাকে তো দেখিনি কখনো?
- আসলে আমি বাসা থেকে তেমন বের হই না.....
- কেন? কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে?
ফাহাদ আবারো চুপ। কিছু কিছু প্রশ্নের উত্তর হয়না। এটাও তেমন
এবার মৃন্ময়ী হেসে উঠলো
- আরে আমিতো ফান করছিলাম
মৃন্ময়ী হাসতেই থাকে।
ফাহাদের কেন জানি মৃন্ময়ী কে ভালো লাগতে শুরু করেছে
আগের মত এখন আর ভয় লাগছেনা।
মৃন্ময়ীর হাসিতে নিশ্চই যাদু আছে। ফাহাদ কিছুতেই চোখ সরাতে পারছেনা .......
আজ আর তেমন ক্লাস নেই তাই আপাতত বাসায় যাওয়ার সিদ্বান্ত নিল ওরা
ফাহাদ মৃন্ময়ী কে জিগ্যেস করলো
- আচ্ছা আমি কি তোমার সাথে যেতে পারি?
- কেন একা যেতে ভয় পাও?
সাথে সাথেই অবশ্য হাসি।
মৃন্ময়ী কে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে এল ফাহাদ
এবং এর পর থেকেই ওর মনের ভিতর মৃন্ময়ী নামক মেয়েটি উকি দিতে লাগলো......
(চলবে)
©somewhere in net ltd.