![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিলির আজ মন খারাপ।
গত কাল ছোট একটা কারনে আবির এর সাখে তার কথা কাটাকাটি হয়েছে।
গত কাল থেকেই ঘরের মধ্যে নিজ ইচ্ছায় বন্দি।
আর কতক্ষন এভাবে থাকা যায়? ঘুড়ি ঘুড়ি বৃষ্টিতে ছাদে যেতে ইচ্ছা করছে করছে খুব। কিন্তু এ অবেলায় বৃষ্টি পাবে কোথায়?
ল্যাপটপ টা অন করেই আবার মন খারাপ হয়ে গেল।
ফেসবুকে আবিরের ম্যাসেজ আসা করছিল। কথা কাটাকাটির পর ফোনটা সে বন্ধ করে রেখেছিল
তাই মনে হল আবির হয়তো ফেসবুকে ম্যাসেজ করে স্যরি বলবে!
ছেলে গুলো এমন কেন?
আগে এসে স্যরি বললে কি হয়?
ধূরর এভাবে কি থাকা যায়?
এবার সে সিদ্বান্ত নিল আবির কে ফোন করবে।
ডায়াল বাটনে চাপ দেওয়ার কিছুক্ষন পর ভেসে এল সেই বিরক্তিকর যান্ত্রিক শব্দ- আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছেনা......
এই মুহূর্তে তার কান্না করতে ইচ্ছা করছে।
ছেলেটাকে সে কত্ত ভালোবাসে আর ওর ফোনে কিনা সংযোগ দেওয়া সম্ভব হচ্ছেনা।
শুধু একবার সামনে পেলেই হয়, ওর একদিন কি আমার একদিন।
ক্রমশ মেঘ জমতে শুরু করলো, মাথার উপরের এবং মনের দুই আকাশেই।
মনের আকাশে যে কোন সময় মেঘ জমতে পারে কিন্তু বসন্তের আকাশে মেঘ জমাটা কিছুটা অবাক করা ব্যাপার।
মিলি বারান্ধায় গেল। আকাশ টা মনে হয় তার মনের অবস্হা বুঝতে পেরেছে। তাই নিজিও অভিমানে মুখ কালো করছে। ইশ এবার বৃষ্টি নামলেই হয়।
বৃষ্টিতে কিছুক্ষন মন খুলে কাঁদা যাবে। কেউ টের পাবেনা।
কিছুটা ঘোর লাগা দৃষ্টিতে বারান্ধা থেকে সরে আসলো মিলি।
ছাদের উদ্দ্যেশ্যে পা বাড়ালো ও।
_____________________________
- আমি দুঃখিত। আর কখনো এমন হবেনা!!
মিলি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল।
বৃষ্টি আসবে আসবে বলেও আসছেনা।
হঠাত আবিরের গলা শুনে কিছুটা শক খেল। সে এই মুহূর্তে আবির কে আশা করেনি। বৃষ্টিটা সে একাই উপভোগ করবে বলে ঠিক করেছিল।
কিন্তু আবির এসে পড়ায় কি করবে তা বুঝতে পারছেনা।
এক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে থাকল।
দু এক ফোঁটা করে বৃষ্টি ঝরতে শুরু করলো।
- চলো নিচে নামি। বৃষ্টি আসছে। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগলে তোমার তো অবার নাক দিয়ে
গঙ্গা, যমুনা বয়ে যায়.....
মিলি এখনো চুপ। আসলে সে কি বলেবে বুঝতে পারছেনা! তার চোখের কোনায় অশ্রু জমতে শুরু করলো...
- বলেছিত স্যরি। আর করবোনা। এই যে কান ধরলাম....
অবিরের কান ধরা দেখে মিলির চোখ দিয়ে অশ্রু বর্ষন রত অবস্হায় মিলি হেঁসে দিল।
আবির এসে এবার ওকে জড়িয়ে ধরলো। কি বুঝে আকাশ ও কেঁদে দিল।
বৃষ্টিতে ভিজতে ভিজতে আবিরির কাঁধে মাথা রাখতে রাখতে মিলির মনে হল, পৃথিবীটা এত সুন্দর কেন?
-------- (০)----------
২| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১:৪৪
ইস টু ফিড বলেছেন:
৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
রুদ্র জাহেদ বলেছেন: পৃথিবীটা এত সুন্দর কেন?
সত্যি পৃথিবীতে অসুন্দর বলে কিছু ছিল না।
টিনএজ রোমান্স---মনে হলো
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২
ইস টু ফিড বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কারণ পৃথীবির বাস্তব রুপটা এখনো সামনে আসেনি!!
পুলাপাইন, স্কুল কলেজ, ফিস, বেতন, বাড়ীভাড়া, চাকুরী ব্যবসা পেরেশানি কিছূই তাদের ছোয় নি বলে
গল্পে +++++++++++++++++