নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলের স্নিগ্ধ আলো যখন
তোমার জানালার কাঁচে এসে আঁটকে থাকবে
তোমার জাগার আশায় ;
সেসময় আমি বারান্ধায় দাঁড়িয়ে
হয়তো ঐ অপেক্ষমান আলোর মতই
ক্ষণ গণনা করতে থাকবো
কখন তুমি জেগে উঠবে।
কন্যা
দুপুরে স্নান শেষে বারান্ধায়
যখন তোমার শিক্ত কেশ গুচ্ছ
দুহাতে শুকানোর জন্য অস্হির থাকবে
আমি তখন হয়তো জানালার কাঁচে চোখ রেখে
ভাবতে থাকবো আহা!
চুল শুকোনোর কি দরকার?
এমনিতেই তো ভালো লাগছে।
বিকালের রোদে
তুমি যখন ছাদে যাবে
ঐ খোলা আকাশ দেখতে,
যেখানে পাখি গুলো ডানা ঝাপটায়
মেঘের আচ্ছাদনে ঘেরা থাকে উপরি ভাগ;
আমি তখনো নিশ্চুপ তোমাকে দেখে যাবো ।।
©somewhere in net ltd.