![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বালিকা
কৃষ্নচূঁড়া ফুল গুলো যখন ঝরে যাবে
ফুলে ফুলে রক্তিম হয়ে উঠবে পিচঢালা পথ
সেই পথে হাতে হাত রেখে হেঁটে যেতে যেতে
বলবে কি- ভালোবাসি?
বালিকা
শ্রাবনের মেঘ যখন,
অবিরত অশ্রু বর্ষন করতে করতে
হালকা হয়ে সরে গিয়ে
লাজুক রৌদ্র কে যায়গা করে দিবে;
সেই রৌদ্রের দিকে হাত বাড়িয়ে,
বলবে কি - ভালোবাসি?
বালিকা
তোমার মনের আঙ্গিনায়
একরাশ কুয়াশা যখন আনমনে দোলা দিয়ে যাবে
সেই অন্ধ কুয়াশায় এক হাত দূরত্বে দাঁড়িয়ে
যদি উষ্নতা বিলাতে হাত বাড়িয়ে দেই
তবে সেই হাত ধরে কি বলবে-
ভালোবাসি,ভালোবাসি এবং ভালোবাসি!
©somewhere in net ltd.