![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
আমি মাঝে মধ্যেই তাকে হারিয়ে ফেলি!
ইচ্ছায় বা অনিচ্ছায়, কারণে বা অকারণে।
আমার কেন জানিনা হারিয়ে ফেলার অনুভূতি টা ভাল্লাগে;
কেমন জানি নোনা একটা ফ্লেভার আছে তাতে।
হারিয়ে ফেলার মধ্যে হয়তো কোন বিষাক্ত মাদকতা রয়েছে,
নইলে বার কেন ইচ্ছা হবে?
আমি মাঝে মধ্যেই হ্যা কে না বলি
কারণে অকারণে,
আমি সব সময় হয়তো হ্যাঁ বলার অভ্যাস নিয়ে জন্মাই নি।
আমি অনুভুতি গুলোকে স্পর্ষ করি
আমার সম্পুর্ন আবেগ দিয়ে,
জানতে চাই চরম অভিমান নিয়ে না বলার অনুভূতি টা কেমন।
©somewhere in net ltd.