![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে হয়তো শাহবাগ মোড়ে হত্যা করা হতে পারে,
তোমার এক চিলতে হাসির জন্য
সেই হাসির মধ্যে প্রাণবন্ত জীবন খুঁজে পাওয়ার জন্য,
আমাকে হয়তো ধারালো অস্রের আঘাতে প্রাণ হারাতে হবে;
তোমার চোখে জোছনা দেখার জন্য
সেই চোখের ব্যালকনিতে দাঁড়িয়ে শীতের বিকেলের মিষ্টি রোদ গায়ে মাখার জন্য।
আমাকে হয়তোবা ফাঁসির দড়ি গলায় নিতে হবে,
তোমার হাতের স্পর্ষের জন্য,
তোমার মেঘ কালো চুলের গন্ধ গায়ে মাখার জন্য।
স্বর্গপরি,
আমি হয়তো মারা যাচ্ছি
তোমার হাতে হাত রাখার জন্য
তোমার ঠোঁটে ঠোট রাখার জন্য
তোমাকে ভালোবাসার জন্য।
১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০
ইস টু ফিড বলেছেন:
২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০২
ভীন গ্রহের পরবাসী বলেছেন: আমি হয়তো অন্যের ধর্ম বিশ্বাস কে গালি দিয়ে করতে পারবো না আর দেশটা উদ্ধার..
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯
ইস টু ফিড বলেছেন: ভীন গ্রহের পরবাসী, বুঝিনাই :/
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল