নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা, তুমি আর আমি....

ইস টু ফিড

পর জনমে না হয় প্রেমিক হয়েই জন্ম নেব....

ইস টু ফিড › বিস্তারিত পোস্টঃ

হলুদ হিমু বা নীল বেদনা

২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

রুপার সাথে আমার যেদিন ব্রেক আপ হয়, সেদিনকার এই আমি আসলে
মহাপুরুষ হওয়ার মিথ্যা মায়ায় জড়িত ছিলাম হয়ত।
রুপা যখন খুব করে কাঁদছিল,
সত্যি বলছি এই আমার ইচ্ছা করছিল
রুপাকে বলি- প্লিজ তুমি কেঁদোনা,
তোমার কান্না কিন্তু আমার সহ্য হয় না,
আমিও কিন্তু কাঁদবো তাহলে।

কিন্তু আমি তা বলতে পারিনি
আমাকে তো মহা পুরুষ হতে হবে,
কি হতো ওই দিন যদি রুপাকে বলতাম
আমিও তোমাকে ভালোবাসি
এই পৃথিবীর থেকেও বেশি
হয়ত পরিমাপ করা যাবেনা,
কিন্তু তবুও বাসি।

রুপা যখন চলে যাচ্ছিল
ইচ্ছে করছিল ওকে জাড়িয়ে ধরি
তারপর চিৎকার করে বলি
- রুপা প্লিজ তুমি যেও না
আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবোনা
আমিও যে তোমায় ভালোবাসি বড্ড।

কিন্তু না আমি কিছুই বলিনি,
কিংবা বলার মত সাহস হয়ে উঠেনি
আমাকে তো মহাপুরুষ হতে হবে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: আপনি মহা পুরুষ হন, সতত সে কামনা রইল।

চমৎকার লাগল আপনার লেখাটা।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

নেক্সাস বলেছেন: লিখাটি চমৎকার হয়েছে। একটা কাজ করে দেখেনতো লিখাটা কবিতার ফরম্যাটে না দিয়ে মুক্তগদ্য ফরম্যেটে দিয়ে দেখেনতো আপনার কাছে কেমন লাগে?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

ইস টু ফিড বলেছেন: গল্প লিখতে চাইছিলাম, লেখা শেষে দেখি কবিতা হইছে :)

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার হয়েছে।কিন্তু মহাপুরুষ হতে হলে কি অবশ্যই রূপাকে দূরে ঠেলে দিতে হবে?আমি তা মনে করি না

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

জনম দাসী বলেছেন: মহা পুরুষ হতে হতে রুপা হবে তামা নাশ,

তামা হওয়ার আগে রুপারে স্বর্ণে পরিণত করুন, নইলে আপনার হবে সর্বনাশ।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৫

ইস টু ফিড বলেছেন: (y)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.