![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জন্ম বৃথা যাবে যদি,
বালিকার ঘামে ভেজা শরিরের
নোনা গন্ধে মাতাল হতে না পারি।
আমার জন্ম বৃথা যাবে যদি,
বালিকার এলো চুলের
দীঘল মায়ায় হারাতে না পারি।
আমার জন্ম বৃথা যাবে যদি,
সকালের স্নানের শেষে ভেজা চুলে
লোবানের গন্ধে মাখা তাকে না দেখি।
আমার জন্ম বৃথা যাবে যদি,
বালিকার গোধুলি রাংগা ঠোঁটে
আমার ঠোঁট না রাখি
আমার জন্ম বৃথা যাবে।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
ইস টু ফিড বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০০
বিজন রয় বলেছেন: আপনার কল্পনায় কবিতা মিশে গিয়েছে।
++++