![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে বালিকা
তোমার আশায় বসে থাকতে থাকতে
কৃষ্নচূড়া ফুল গুলো ঝরে পড়েছে,
মেঘেরা মুখ কালো করে
এক সময় আকাশ কাঁপিয়ে
মাটিতে নেমে এসেছে নি:দ্বিধায়
দখিনা বাতাস আর বাঁধ মানেনি,
বয়ে গেছে বহুদুর।
পশ্চিমে সূর্যটাও লাল হয়ে
এক সময় তার ঘরে ফিরে গেছে।
হে বালিকা তুমি আসনি
লাষ্ট বেন্চের ছাত্রটা সেই কখন থেকে
তোমার অপেক্ষায় বসে আছে,
বাদামের খোসায় চার পাশ মলিন
রোদ আড়াল করে,
উকি ঝুকি মারছে কালো আধারেরা
রাত্রির ছায়া হতে আর বেশি দেরী নেই
না বালিকা
তুমি আজকেও আসনি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩১
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা মার্চ, ২০১৬ ভোর ৫:১৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর।
+
ভাল থাকবেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩১
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৭:০২
দিয়া আলম বলেছেন: কবিতায় ভালো লাগা
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩২
ইস টু ফিড বলেছেন:
৪| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৮:২৭
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++
৫| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০৯
শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগা রইলো
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৬ রাত ৩:১৬
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা