নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা, তুমি আর আমি....

ইস টু ফিড

পর জনমে না হয় প্রেমিক হয়েই জন্ম নেব....

ইস টু ফিড › বিস্তারিত পোস্টঃ

আর কিছুতেই কিছু আসে যায় না

০৭ ই মে, ২০১৬ রাত ৮:২৫



ঝিরি ঝিরি বাতাস বইছে
হ্যাঁ একটু পরে হয়তো কাল বৈশাখী তে রূপ নেবে
ঝড়ে উড়ে যাবে রাস্তার ধূলো
বা বারান্দায় শুকোতে দেওয়া
রং বেরঙ্গের কাপড় চোপড়
তা উড়ে যাক,
তাতে আমার কি?

জানালা টা বন্ধ করে দিলাম
নিকশ কালো আঁধারে
আগেই ছেঁয়ে গেছে প্রকৃতি
হ্যা তা ছেঁয়ে যাক
তাতে আমার কি?

জানালার পাশে ছুপটি করে বসে আছি
আচ্ছা, সে দিনের কথা কি মনে পড়ে?
তোমার চোখের ব্যালকনিতে দাঁড়িয়ে,
না অবশ্য দাঁড়িয়ে না!
আমি তো হরিয়ে গেছিলাম ঐ দুই চোখে
উত্থাল পাতাল বাতাস খেলা করছিল
কাল বৈশাখীর মত ঐ দুই চোখে।
আমি মনে হয় উড়েই যাচ্ছিলাম সেই বাতাসে!
তোমার চোখের পাঁপড়ি আঁকড়ে ধরে
তবেই না শেষ রক্ষা;

অবশ্য মনে পড়া না পড়াতে কিছু যায় আসে না
আমি জানালার ধারে বসে আছি
একটু পরেই হয়তো কাল বৈশাখী শুরু হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ রাত ৮:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: ধারুন কথামালার সৃষ্টি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

ইস টু ফিড বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.