নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা, তুমি আর আমি....

ইস টু ফিড

পর জনমে না হয় প্রেমিক হয়েই জন্ম নেব....

ইস টু ফিড › বিস্তারিত পোস্টঃ

পঁচা লাশের গন্ধ পাই

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১:১৬

পঁচা মাংসের গন্ধ পাই!
গলিত আর উৎকট গন্ধে ভরপুর
হায়েনারা ঘুরে বেড়ায় ;
চারদিকে যুদ্ধের দামামা বাজছে চারদিক।
মাংস পঁচা গন্ধ আসছে আমার ভাইয়ের লাশ থেকে,
ওই যে ওইখানে মরে পড়ে আছে আমার বোন,
ওই যে দূরে আমার মা,
চারদিকে ঘুরছে মানুষ রূপি হায়নারা
কুকুর আর শুয়োর গুলো।
কালো রাতের নিস্তব্ধতা ভেদ করে গুলির আওয়াজ
শিশুদের কান্না আর নারীর আর্তনাদ।

পঁচা মাংসের গন্ধ পাই,
সে সব শুয়োর আর কুকুরের গা থেকে।
যুদ্ধ শেষ সে কবেই;
তার পরেও গন্ধ আসছে সেসব পা চাঁটা দোসর দের গা থেকে।
স্বাধীন হয়েও কি পেয়েছি স্বাধীনতা?
যখন সেসব প্রানীদের গাড়িতে ওড়ে পতাকা
আর আমার মা বোনের আর্তনাদ চাঁপা পড়ে ম্যারি মি আফ্রিদি কথার নিচে!
না আজ গন্ধটা উৎকট হয়ে উঠেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.