নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালো নেই
তোমাকে ছাড়া, তোমার স্পর্ষ ছাড়া
তোমার চোখের চাহনির সেই মায়া ছাড়া
অন্ধকারে তোমার ছায়া ছাড়া
ভালো নেই আমি।
আমি ভালো নেই
তোমার হাসির সেই শব্দ ছাড়া
তোমার চুলের ঘন কালো মেঘ ছাড়া
তোমার নখের ওই আঁছড় ছাড়া
ভালো নেই আমি।
আমি ভালো নেই
সর্বোপরি তোমাকে ছাড়া
তোমার অনুভূতি ছাড়া
তোমার ঠোঁটের কাঁপুনি ছাড়া
ভালো নেই আমি।
তুমি কি ভালো আছো??
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩২
ইস টু ফিড বলেছেন: কেউ ই না
২| ০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৮
মোস্তফা সোহেল বলেছেন: দুজনেই ভাল থাকুন সেই কামনায় করি।
১০ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৩
ইস টু ফিড বলেছেন: হুম
৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৪
কানিজ রিনা বলেছেন: বিপুলও তরঙ্গরে বিপুলও তরঙ্গরে...।
সবও গগন উদ্বেগিয়া গহনও করি
অতীতও অনাগত আলোকে উজ্জলো
কেবলই চঞ্চলও একি আনন্দ তরঙ্গ
বিপুলও তরঙ্গরে....কূহরী বিদয়ী বিহঙ্গ।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫২
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন:
"আমি ভালো নেই"
কে আছে ভাল?