নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা, তুমি আর আমি....

ইস টু ফিড

পর জনমে না হয় প্রেমিক হয়েই জন্ম নেব....

ইস টু ফিড › বিস্তারিত পোস্টঃ

তোমার চোখ এত লাল কেন ( নির্মলেন্দু গুণ এর কবিতা অবলম্বনে)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭



আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য মাংস রান্না করুক,
শুধু ঘরের ভিতর থেকে ডাক দিবে, কইগো রান্না হয়ে এল।
বাইরের রান্না খেতে খেতে আমি ক্লান্ত।

আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই,
কেউ মাংস গুলো ভালো করে মসলা মেরে টেষ্টি করে তুলুক
কাউকে শিল পাটায় মসলা বেটে দিতে বলিনি
আমি জানি, এই ডিজিটালের যুগ
নারীকে মুক্তি দিয়েছে শিল পাটার দায় থেকে।

আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক;
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
গরুর স্পাইসি কারির সাথে আর একটু
কচি শষার সালাদ লাগবে কি না।
কোকা কোলার বোতল আমি নিজেই খুলে নিতে পারি।

আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে জলের গ্লাস এগিয়ে দিক।
কেউ আমাকে জল খেতে বলুক।
ঝাল ঝাল গরুর মাংস খতে গিয়ে কান দিয়ে ধোঁয়া বের হওয়ার মতো অবস্থা হলে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন?’

======

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

কানিজ রিনা বলেছেন: আমি বলছিনা কেউ আমার চোখ এত লাল
কেন বলুক শুধু চোখে একটু মলম লাগিয়ে
দিলেই হবে হা হা হা প্রিয় কবিতা ভাললাগল।
ধন্যবাদ,

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩২

ইস টু ফিড বলেছেন: :)

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মিরোরডডল বলেছেন: hilarious :)

original kobita ta amar anek anek aneeeeek priyo ekta kobita

৩| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



কুপাকুপি..... =p~

০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

ইস টু ফিড বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.