![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা দ্বীপান্নিতা,
তা দিনকাল কেমন চলছে
ভালো আছো কি?
আমার এ প্রশ্নে দ্বীপান্নিতা সে দিন হেসেছিলো,
কষ্ট আড়ালের হাসি;
যে হাসির নীচে চাপা পড়েছিল
কত হাজার অপ্রকাশিত ভালোবাসা বাসি।
দ্বীপান্নিতা উত্তর দিয়েছিলো-
আমি তো আছি বেশ, তা তোমার কি খবর? বিয়ে করেছো?
আমিও হেসেছিলাম
পুরাতন সেই কষ্ট আড়ালের হাসি।
মাথা ঝাঁকিয়ে বলেছিলাম
আমিও বেশ ভাল আছি।
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৩
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: হুমম
৩| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৩
নতুন গল্প বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৪৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: খারাপ না। চালিয়ে যান।