নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকের বাম দিকের পুরানো ব্যাথাটা
আবার জেগে উঠেছে!
প্রেমময় বৈধ ব্যাথা,
তোমাকে কাছে না পাওয়ার ব্যাথা,
তোমাকে হারিয়ে ফেলার ব্যাথা,
দু জোড়া ঠোঁটের এক না হওয়ার ব্যাথা,
তোমার চোখের কাঁজল না হতে পারার ব্যাথা
আচ্ছা, তোমার ব্যাথা হয় না?
নাকি সবি ছিলো অভিনয়
আয় একবার শুধু বল
যা ছিলো সব মিথ্যে নয়।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫০
ইস টু ফিড বলেছেন:
২| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫২
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯
নীল বৃষ্টি(রিপন) বলেছেন: হুমমমমমমম খুব কষ্ট লাগে, কিভাবে মানুষ এতো বদলে যেতে পারে,হয়তো আমওি একদিন বদলে যাবে তবে মনে হয় না ওর মতো করে বদলাতে পারবো।
০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৩
ইস টু ফিড বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১:১৭
কানিজ রিনা বলেছেন: জীবন্ত মানুষের জন্য পৃথিবীটাই মিথ্যে
জীবন মানেই নাটক অভিনয় কত কত
অভিনয়ের দেব দেবীর আসা যাওয়া,
সবই মিথ্যে। যতসব ভন্ড বিশ্বাস ঘাতক
পথ হাড়ায়। ভালবাসা নানান রকম রঙের
পশর ঝক ঝক তক তক এক সময় রঙ
পূরনা হয়। জীবন মৃত্যুর পাশাপাশী মৃত্যুই
সত্য। আর সবই মিথ্যা।
কিন্তু প্রেম মিথ্যা নয়,প্রেম যদি পরম ছোয়।
সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ।