![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে মিথ্যে মিথ্যে বলে আমাকে
সত্যি ভালোবেসে ছিলো
তার টানা টানা অবাক দুই চোখে
ভালোবাসা খেলেছিলো,
আমার মিথ্যে মিথ্যে ভালোবাসায় সে
সত্য ধরেছিলো
আমার হতে হতে সে
দূরে সরে গেলো-
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৫
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৩
ওমেরা বলেছেন: তার মানে !! সত্য ধরলে সরে গেল কেন !
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৮
ইস টু ফিড বলেছেন: আবার পড়ুন তাহলে বুঝবেন
৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৪
জীবন সাগর বলেছেন: ভালো লাগলো
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩৬
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৫
কানিজ রিনা বলেছেন: টানা টানা চোখে লোভ ছিল, মিথ্যে মিথ্যেই
সত্য প্রেম ছিল, যে প্রেম শুধুই অপমান
অবিশ্বাসে ভালবাসা নামক আন্তরিকতা হাড়িয়ে
ধুপের মত শুধু চিরদিন নিরবে জ্বলেছে।
এই দেখুন নিজের অনুভূতি বলে ফেললাম।
ভাল হয়েছে আপনার কবিতা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫২
মঈনউদ্দিন বলেছেন: ভাল লাগছে দারুন.