![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘের আর দোষ কি বলো
তোমার চোখেও তো জল জমে
জমিয়ে রেখে লাভ কি বলো
জলের মাঝেই দুঃখ কমে।
আমার কাছে আর চাইবে কি বলো
এই আমি ছাড়া আর আছেই কি?
তোমাকে আর দেবো কি বলো
এই আমাকে তুই নিবি কি?
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮
ময়না বঙ্গাল বলেছেন: অবোধ
মন লয়ে
ফিরি ভবে
বাসনা কাঁদে প্রাণে হা-হা-রবে-