নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন বিকেলে
আমার অবাধ্য আবেগ গুলো
তোমার হৃদয়ের ষ্টিলের খাঁচায় বন্দি হলো
তালা দেয়া, চারপাশ বন্ধ
কি এক কষ্টকর পরিবেশ।
তারা মুক্তি চায়নি
চায়নি করুনা
তারা চেয়েছিলো ভালোবাসা
এক টুকরো রোদের মতো
অবাদ আর খোলামেলা।
আবেগ গুলা অবহেলায়
ধীরে ধীরে দূর্বল হয়ে গেলো।
ইটের তলে চাপা পড়া ঘাসের মতো।
রোদ হীন, বাতাস হীন
কেমন যেনো ফ্যাঁকাসে আর
মৃত!
তুমি মুক্তির বাতাস দাওনি
দাওনি ভালোবাসার রোদ
তোমার হৃদয়ের খাঁচার ভেতর
পড়ে আছে কিছু আবেগ আর ভালোবাসার
নিথর লাশ!
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১১
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।