নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা, তুমি আর আমি....

ইস টু ফিড

পর জনমে না হয় প্রেমিক হয়েই জন্ম নেব....

ইস টু ফিড › বিস্তারিত পোস্টঃ

নতুন আলো

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২

পন করেছি আজ
সূর্যোদয় টা দেখবই
সকাল বেলার সজিব বাতাস
আমার গায়ে মাখবোই

রাতের আঁধার ছিন্ন করে জেগেছিলাম
কত শত স্মৃতি আর আবেগ নিয়ে
কত না বলা জমানো কথা
আর ভালোবাসা দিয়ে

জেগেছিলাম
কারো প্রতীক্ষায়
কারো চাহনির মায়ায়
কারো নূপুরের শব্দের রুনুঝুনু আওয়াজের।

এক সময় ভুল ভাংলো
কেটে যেতে শুরু করলো সন্দেহ
না কেউ আসবে না
কারো উপস্থিতি আলোড়ন তুলতে আসবেনা।

জেগে আছি
সূর্য দেখবো বলে
নরম আলোয় সব ভুলে যাবো
বেঁচে থাকবো বেঁচে থাকার ছলে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: পণ - প্রতিজ্ঞা; বাজি। পন হবে না ।
কবিতাটা ভালো হয়েছে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯

ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ। ভুল এর জন্য ক্ষমা চাইছি

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

জাহিদ অনিক বলেছেন:


একদিন না একদিন সূর্য উঠবে---
সেই সূর্য আমি দেখব আপনি দেখবেন সবাই দেখবে

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: নতনু আলোর বড় বেশী প্রয়োজন
সুশীল অন্ধকারে ঢেকে গেছে সব, নতুন আলো চাই!

++++

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৭

ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

কানিজ রিনা বলেছেন: অনেক ভাল লাগল ধন্যবাদ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২১

ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.