![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেরাও কাঁদে!
পাড়াতে, অলিতে, মহল্লা, গলিতে
শুধু মেয়েরা না
ছেলেরাও কাঁদে।
ছেলেরাও কাঁদে
সকাল বেলা অফিস পথে
সিএনজি ওয়ালা মামা যখন মিটারে ভাঁড়া হাঁকে
ছেলেরা তখন আবেগে কাঁদে।
ছেলেরাও কাঁদে
অফিস বেলায় বসের হাতে
হালকা ভুলে ভীষণ ঝাড়ির মাঝে
ছেলেরাও তখন মুখ লুকিয়ে কাঁদে।
ছেলেরাও কাঁদে
সারাদিনের ক্লান্তি শেষে
ঘেমে নেয়ে বাসায় এসে বিদ্যুৎ নেই দেখে
ছেলেরা তখন ঘরের কোণে কাঁদে।
ছেলেরাও কাঁদে
বুয়া শূণ্য রান্না ঘরে
পেঁঁয়াজ কাটার ফাঁকে
ছেলেরাও পেঁয়াজ ঝাঁঝে কাঁদে।
ছেলেরাও কাঁদে
রাস্তা ঘাঁটে মেয়েরা যখন
এক নাগাড়ে তাকিয়ে থাকে
ছেলেরা তখন আমি এত হ্যান্ডসাম কেনো ভেবে কাঁদে।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
নীরবকবি বলেছেন: অনুচ্চারিত বাস্তবতা!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৬
ইস টু ফিড বলেছেন: হুমম
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭
নূর-ই-হাফসা বলেছেন: ছেলেরা কি তবে মেয়েদের দলে নাম লেখালো?
মন খারাপ হতে পারে তাই বলে কান্না !
ভালো লাগলো কবিতা টি
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭
ইস টু ফিড বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
মেয়েরা কাঁদেে, ছেলেরা কাঁদে, বুড়োরা কাঁদে, সবাই কাঁদে; হবু-রাজ্য?