![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা, প্রত্যেকবার নির্বাচনি প্রচারণায় তো সেই সেম কথা গুলাই থাকে! ওমুক ভাইয়ের চরিত্র, ফুলের মত পবিত্র, হেন তেন হাবি জাবি।
আচ্ছা এবার নতুন কিছু করা যায় না?
যেমন পোষ্টারে লেখা থাকবে,
"আগে দেশ
তারপর দল
তারপর নিজ স্বার্থ,
উলটো টা করলে দেশের ভাগ্যে শুধু খালিই থাকবে "
কিংবা,
"পাগলেও নিজের ভাল বুঝে
অবুঝের মত ভুল যায়গায় ভোট দিয়ে
নিজের দেশ কে হুমকিতে ফেলবেন না"
অথবা,
"টাকা খেয়ে ভোটের সাথে সাথে
নিজের ভবিষ্যত টাও অন্যের কাছে
বিক্রি করে দিলেন না তো?"
অথবা,
"ভোট দেয়ার আগে দশবার ভাবুন
ভেবে ভোট দিন
ভোট দিয়ে ভাববেন না"
আরো আছে যেমন,
"দেখুন, ভাবুন, বিচার করুন
মানুষের বিবেক ই বড় আদালত"
ইত্যাদি টাইপ কথা গুলো জুড়ে দেয়া যেতে পারে।
মানুষ এটলিষ্ট আগের বোরিং পোষ্টার পড়া থেকে বেঁচে যাবে!
২| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
ইস টু ফিড বলেছেন: বুজলে ভাল আর না বুজলে কিছু করার নাই
৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: ঠিক আছে সব বুঝলাম।
আপনিই বলে দেন ওগ্য কে? কাকে ভোট দিব?
৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
ভগবান গণেশ বলেছেন: ফান পোস্ট নাকি?
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "পাগলেও নিজের ভাল বুঝে
অবুঝের মত ভুল যায়গায় ভোট দিয়ে
নিজের দেশ কে হুমকিতে ফেলবেন না"
.........................................................................
আমাদের দেশে ভেজাল খেয়ে কজন ভালো আছে ??
তাই ভোটের দিন কিছু উলট পালট হবেই ।