![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক দুপুরের তিক্ত রোদে পুড়ে,
ঘামে ভিজে আমি যখন রিক্সে খুঁজে মরি;
রিক্সার সহযাত্রী হয়ে হাতের ভিতর হাত লুকিয়ে
আমার একটা তুমি হলে না।
কোনো এক সাঁঝের বেলায়
আলো আঁধারির লালছে খেলায়,
তোর চোখের কাজল ছুঁয়ে অবাক হওয়ার জন্যে
আমার একটা তুমি হলে না!
পূর্ণিমার ওই নীল তিথী তে-
খোলা ছাদের কার্ণিশে যখন,
ঝুলে থাকা চাঁদের আলো খেলে;
তার মাঝে চুপটি করে
আমার মাঝে হারিয়ে যাওয়া
আমার একটা তুমি হলে না!
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩০
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩০
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০১
নেওয়াজ আলি বলেছেন: সুকোমল লেখা
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৯
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
৪| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে লেখা
০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৫৩
ইস টু ফিড বলেছেন: ধন্যবাদ
৫| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৫৬
রানার ব্লগ বলেছেন: তুমিহীন এ শহর ফাকা
মেঘের ভাজে চাঁদও একা
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: চমৎকার।
প্রানবন্ত।